Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

খুঁটি; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অমনি, অম্নি
(p. 55) amani, amni বিণ. ক্রি-বিণ. 1 ওইরকম (অমনি গুছিয়ে রাখো, অমনি সুন্দর); 2 অকারণে (ওখানে অমনি যাচ্ছি); 3 (শুধু হাতে (কুটুমবাড়ি অমনি যেয়ো না); 4 খালি গায়ে (অমনি গায়ে থেকো না); 5 শুধু, কেবল (অমনি ভাত খাওয়া যায়?); 6 অবলম্বনহীন (খুঁটি ছাড়া চালাখানা কি অমনি থাকতে পারে ?); 7 বিনামূল্যে ('অমনি নেব কিনে': রবীন্দ্র); 8 তত্ক্ষণাত্ (অমনি আমি উঠে বসলাম বিছানায়; 'অমনি চারিধারে নয়ন উঁকি মারে': রবিন্দ্র); 9 বিনা আয়াসে, পরিশ্রম ছাড়াই (পরীক্ষায় অমনি পাশ হয় না)। [তু. অমন]। অমনি অমনি ক্রি-বিণ. বিনা করণে (অমনি অমনি তোমায় মারল? অমনি অমনি কেউ শাস্তি পায় না) অমনি একরকম বিশেষ ভালোও নয় মন্দও নয়, মাঝামাঝিরকম। 44)
আপাত
(p. 95) āpāta বি. 1 (সাধারণত সমাসের পূর্বপদে) উপস্হিত সময়, তত্কাল, ঘটনাকাল (আপাতকঠিন, আপাতদর্শন); 2 (পরপদে) পতন, সংঘটন (অনিষ্টাপাত)। [সং. আ + √ পত + অ]। ̃ .কঠিন বিণ. আপাতত কঠিন বলে মনে হয় (কিন্তু আসলে কঠিন নয়) এমন। ̃ .কঠোর বিণ. এখন কঠোর মনে হচ্ছে তবে আসলে কঠোর নয় এমন। ̃ ত, ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. (সং. অর্থ) প্রথম দর্শনে; (বাং. অর্থ) এখন, এই মুহুর্তে সম্প্রতি (আপাতত কোনো আশা দেখছি না)। ̃ .দৃষ্টিতে ক্রি-বিণ. সাধারণভাবে দেখলে, অর্থাত্ খুঁটিয়ে না দেখলে; মোটামুটি বিচারে (আপাতদৃষ্টিতে তাকে সুশ্রী বলে মনে হয় বটে)। ̃ .মধুর বিণ. আপাতত মধুর বলে মনে হয়, কিন্তু আসলে তা নয় এমন। ̃ .রমণীয় বিণ. আপাতত সুন্দর বা প্রীতিকর বলে মনে হয় কিন্তু আসলে তা নয় এমন। 60)
আলান
(p. 106) ālāna বি. 1 যে স্তম্ভে বা খুঁটিতে হাতিকে বাঁধা হয়, হস্তিবন্ধনস্তম্ভ; 2 জীবজন্তু বেঁধে রাখার জন্য খুঁটি বা গোঁজ। [সং. আ + √ লা + অন]। 22)
উঞ্ছ
(p. 119) uñcha বি. 1 কোনো জায়গায় পড়ে-থাকা বা পরিত্যক্ত শস্যকণা খুঁটে খুঁটে সংগ্রহ; 2 হীন জীবিকা। [সং. √ উন্ছ্ + অ]। ̃ জীবী (-বিন্) বিণ. অতি নগণ্য বা হীন কাজ করে জীবিকানির্বাহকারী। ̃ বৃত্তি বি. হীন কর্মের দ্বারা জীবিকানির্বাহ। 73)
কোণ
(p. 210) kōṇa বি. 1 (জ্যামি.) দুই সরলরেখার মিলনস্হাল, angle (সরলকোণ, সমকোণ); 2 অভ্যন্তর (গৃহকোণ); 3 প্রান্ত (আঁখিকোণ); 4 খুঁট (কাপড়ের কোণ); 5 অস্ত্রাদির সূক্ষ্ম অগ্রভাগ (ছুরির কোণ); 6 বাড়ির ভিতরদেশ, অন্তঃপুর ('বাবুটী সন্ধ্যা না হইতেই কোণে ঢোকেন': অ. ব.)। [সং. √ কুণ্ + অ]। ̃ ঘেঁষা বিণ. 1 এক কোণে বা এক প্রান্তে রয়েছে এমন; 2 লাজুক; নির্জনে থাকতে অভ্যস্ত। ̃ ঠাসা বিণ. উপেক্ষিত; অন্য সকলের চাপে জড়সড়। প্রবৃদ্ধ-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণ, reflex angle. সন্নিহিত কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle. সম-কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বভাবে স্হাপিত হলে যে-দুটি পরস্পর-সমান সন্নিহিত কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, right angle. সম-কৌণিক বিণ, সমকোণযুক্ত; সমকোণসম্বন্ধীয়। সরল-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ বা 18 ডিগ্রি পরিমিত কোণ, straight angle. সূক্ষ্ম-কোণ বি. (জ্যামি.) সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ, acute angle. স্হূল-কোণ বি. (জ্যামি.) এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট কোণ, obtuse angle. 7)
খম্বা, খাম্বা
(p. 224) khambā, khāmbā বি. থাম, খুঁটি, স্তম্ভ। [হি. থম্ভ সং. স্তম্ভ]। 2)
খাম1
(p. 226) khāma1 বি. স্তম্ভ, থাম, খুঁটি। [সং. স্তম্ভ থাম খাম]। ̃ আলু বি. মোটা কন্দবিশেষ, চুপড়ি আলু। 65)
খুঁট
(p. 230) khun̐ṭa বি. 1 কাপড়ের কোণ (খুঁটে পয়সা বেঁধে নিল); 2 সুতোর প্রান্ত। [বাং. √খুঁট্ + অ]। 13)
খুঁটা1, খোঁটা1
(p. 230) khun̐ṭā1, khōn̐ṭā1 বি. 1 গোঁজ, কীলক; 2 ছোট খুঁটি, সীমানা নির্দেশ করার জন্য পোঁতা খুঁটি; 3 খাটের পায়া; 4 (আল.) সহায় বা অবলম্বন (খোঁটার জোর থাকলে সব হয়)। [সং. ক্ষোড]। 14)
খুঁটা2, খোঁটা2
(p. 230) khun̐ṭā2, khōn̐ṭā2 ক্রি. নখ ঠোঁট বা কোনো ছুঁচলো বস্তু দিয়ে একটু একটু করে তুলে নেওয়া বা খোঁচানো (খুঁটে নেওয়া, দাঁত খোঁটা)। বি. বিণ. উক্ত অর্থে। [দেশি]। খুঁটন বি. খোঁটা। ̃ খুঁটি বি. ক্রমাগত বা বারংবার খোঁটা। ̃ নো ক্রি. অপরের দ্বারা খুঁটে নেওয়া। বি. বিণ. উক্ত অর্থে। খুঁটিয়ে ক্রি. বিণ. পুঙ্খানুপুঙ্খভাবে, বিশদভাবে, সূক্ষ্মভাবে (কাগজপত্রগুলো খুঁটিয়ে দেখতে হবে)। 15)
খুঁটি
(p. 230) khun̐ṭi বি. 1 কাঠের বা বাঁশের থাম (খুঁটি পুঁতে রেখেছে); 2 বড় গোঁজ বা কীলক (গোরুর খুঁটি) ; 3 সীমানা নির্দেশের জন্য পোঁতা গোঁজ বা থাম; 4 (আল.) মুরুব্বি, পৃষ্ঠপোষক (খুঁটির জোরে চাকরি)। [সং. কূট? ক্ষোড? প্রা. বাং. খুণ্টি]। খুঁটি গাড়া ক্রি. বি. 1 তীরের খুঁটিতে নৌকা বাঁধা; 2 (আল.) স্হায়ী হয়ে বসা, পাকাপাকিভাবে বসা (সাধুবাবা বটতলায় খুঁটি গেড়ে বসেছেন)। 16)
খুঁটি-নাটি
(p. 230) khun̐ṭi-nāṭi বি. 1 তুচ্ছ দ্রব্যাদি; অকিঞ্চিত্কর বিষয়; সূক্ষ্ম ও ছোটখাটো ব্যাপারসমূহ, details; 2 অকিঞ্চিত্কর দোষত্রুটি। [তু. বাং. খুঁট্]। 17)
খুঁটিয়ে
(p. 230) khun̐ṭiẏē দ্র খুঁটা2। 18)
খোঁটাখুঁটি, খোঁটানো
(p. 232) khōn̐ṭākhun̐ṭi, khōn̐ṭānō দ্র খুঁটা। 55)
গাড়া
(p. 246) gāḍ়ā ক্রি. 1 ভিতরে ঢোকানো, পোঁতা (খুঁটি গাড়া, শিকড় গাড়া); 2 চাপা, স্হাপন করা (আড্ডা গাড়া, আস্তানা গাড়া, গেড়ে বসেছে); 3 মুড়ে বসা (হাঁটু গাড়া)। [বাং. √গাড়্ + আ]। 32)
গেরো1
(p. 256) gērō1 বি. বাঁধন, গিঁট, গিরা (কাপড়ের খুঁটে গেরো দিয়ে রাখো)। [গিরা1 দ্র]। 31)
ঘানি
(p. 266) ghāni বি. সরষে তিল প্রভৃতি পিষে তেল বার করার যন্ত্রবিশেষ। [দেশি]। ̃ গাছ বি. যে মোটা খুঁটিতে বেঁধে তার চার দিকে ঘানি ঘোরানো হয়। ঘানি টানা ক্রি. বি. (এককালে জেলের কয়েদিদের ঘানি টানতে হত বলে) কারাদণ্ড ভোগ করা। শক্ত ঘানি বি. 1 যার কাছে সহজে নিষ্কৃতি পাওয়া যায় না; 2 কঠিন পরিশ্রমের কাজ। 59)
চড়ক
(p. 276) caḍ়ka বি. চৈত্রসংক্রান্তিতে অনুষ্ঠিত শিবের পূজাবিশেষ ও উত্সব; গাজন। [সং. চক্র (বর্ষচক্রের পরিক্রমণান্তে অনুষ্ঠান) চক্র (ধ্বনিবিপর্যয়ে) চরক]। ̃ গাছ বি. যে খুঁটিতে আড়া বেঁধে গাজনের সন্ন্যাসীরা ঘুরপাক খায়। চক্ষু চড়কগাছ ভয়ে বা বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টি। ̃ সংক্রান্তি বি. চৈত্র মাসের সংক্রান্তি বা শেষ দিন। 6)
তফাত, (বর্জি.) তফাত্
(p. 367) taphāta, (barji.) taphāt বি. 1 দূরত্ব, ব্যবধান বা ব্যবধানের পরিমাণ (দুই খুঁটির মধ্যে বিশ হাত তফাত); 2 দূরবর্তী স্হান (তফাতে গিয়ে বসল); 3 পার্থক্য, প্রভেদ (দুই ভাইয়ে অনেক তফাত)। বিণ. 1 দূরগত (তফাত হও); 2 পৃথক, আলাদা (ছেলেমেয়েরা তফাত হয়ে গেছে)। [আ. তফাওয়ত্]। 48)
তুলা2, তোলা
(p. 375) tulā2, tōlā ক্রি. 1 উত্তোলন করা, উঠানো, উঁচু করা (মাটি থেকে তোলা); 2 উন্নীত করা (জাতে তোলা); 3 শুনানো (কথাটা তার কানে তুলতে হবে); 4 উত্থাপন করা (প্রসঙ্গ তোলা); 5 খুঁটে সংগ্রহ করা (শাক তোলা); 6 উত্পাটন করা (দাঁত তোলা); 7 সংগ্রহ করা (চাঁদা তোলা); 8 অপসারিত করা (দাগ তোলা); 9 নির্মাণ করা (ঘর তোলা, দালান তোলা); 1 তীব্রতর করা (তান তোলা, সুর তোলা, গলা তোলা); 11 সৃষ্টি করা (আওয়াজ তোলা); 12 সূচিকর্মের সাহায্যে অঙ্কিত করা (রুমালে ফুল তোলা); 13 উচ্ছেদ করা (বাড়ি থেকে ভাড়াটে তোলা); 14 গাড়িতে চাপানো (তাকে গাড়িতে তুলে দিয়ে এলাম); 15 বমি করা (ছেলেটা দুধ তুলছে); 16 খাটানো (নৌকার পাল তোলা); 17 সম্পর্কের উল্লেখ করে গাল দেওয়া (বাপ তোলা); 18 ত্যাগ করা, নিঃসৃত করা (হাই তোলা); 19 চয়ন করা (ফুল তোলা); 2 গুছিয়ে রাখা (বই তোলা, বিছানা তোলা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ তুল্ + বাং. আ]। ̃ নো ক্রি. অন্যের দ্বারা তোলার কাজ করানো। বি. বিণ. উক্ত অর্থে। তুলে দেওয়া ক্রি. বি. 1 ঘুম থেকে জাগিয়ে দেওয়া; 2 কোনো স্হান থেকে সরিয়ে দেওয়া; 3 উঠিয়ে দেওয়া। তুলে ধরা ক্রি. বি. 1 উত্তোলিত করা (বাক্সটা একটু তুলে ধরো); 2 প্রকাশ বা প্রচার করা (বক্তব্য তুলে ধরা)। তুলে নেওয়া ক্রি. বি. প্রত্যাহার করা (বন্ধ্ তুলে নেওয়া হয়েছে)। 224)
থাম
(p. 392) thāma বি. খুঁটি, স্তম্ভ, থাম্বা। [সং. স্তম্ভ]। 35)
থাম্বা
(p. 392) thāmbā বি. থাম, খুঁটি। [থাম দ্র]। 38)
নাদন, নাদনা
(p. 454) nādana, nādanā বি. মোটা খুঁটি বা লাঠি। [দেশি]। নাদন-বাড়ি বি. মোটা লাঠি। 16)
পিলার
(p. 522) pilāra বি. থাম, স্তম্ভ, খুঁটি। [ইং. pillar]। 26)
পোস্ট
(p. 534) pōsṭa বি. 1 ডাকবিলির সরকারি ব্যবস্হা, ডাক (আজকের পোস্টে চিঠিটা এল); 2 খুঁটি, থাম (ল্যাম্পপোস্ট); 3 পদ, অধিকার (হেডক্লার্কের পোস্ট)। [ইং. post]। ̃ অফিস, পোস্টাপিস বি. ডাকঘর। ̃ কার়্ড বি. সরকার কর্তৃক মুদ্রিত চিঠি লেখার শক্ত কাগজবিশেষ। ̃ মাস্টার বি. ডাকঘরের ভারপ্রাপ্ত কর্মচারী। 42)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086737
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773465
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1371075
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723164
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700548
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596324
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551404
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543297

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন