Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গতিসম্পন্ন। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবস্হাপন্ন
(p. 46) abashāpanna বিণ. সংগতিসম্পন্ন, আর্থিক অবস্হা ভালো এমন। [সং. অবস্হা + আপন্ন]। 36)
অমন্দ
(p. 55) amanda বিণ. 1 মন্দ বা খারাপ নয় এমন, ভালো; 2 বেগবান, দ্রুতগতিসম্পন্ন, দ্রুত যায় এমন; 3 প্রচুর; 4 পটু; দক্ষ; 5 (গ্রা.) খুব খারাপ। [সং. ন + মন্দ]। 52)
গতি
(p. 239) gati বি. 1 গমন, যাত্রা; 2 চলার বেগ (মৃদুগতি, হাঁটার গতি) ; 3 উপায়, ব্যবস্হা (একটা গতি করতে হবে); 4 আশ্রয়, শরণ, সহায় (তিনি ছাড়া আমাদের আর গতি কে আছেন?) ; 5 পরিণাম, মৃত্যুর পরবর্তী অবস্হা (নরকেও তোমার গতি হবে না, নরক-গতি); 6 উদ্ধারের পথ (পাপিষ্ঠের কী গতি হবে?) ; 7 সত্কার, অন্ত্যেষ্টিক্রিয়া (মৃতের গতি করা দরকার) ; 8 অবস্হা (দুর্গতি); 9 ধরনধারণ, গতিক (আকাশের গতি সুবিধার নয়)। [সং. √গম্ + তি]। ̃ ক্রিয়া বি. দীর্ঘসূত্রতা। ̃ দায়ী (-য়িন্) বিণ. মুক্তিদাতা। ̃ দায়িনী বিণ. (স্ত্রী.) মোক্ষদাত্রী; যিনি মুক্তি দেন। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. গতিবিষয়ক বা বেগবিষয়ক শাস্ত্র, dynamics kinetics. ̃ বিধি বি. 1 চালচলন, কার্যকলাপ (শত্রুর গতিবিধি); 2 যাতায়াত (রাজসভায় গতিবিধি আছে তাঁর); 3 মুক্তির উপায় ('ওমা কর গতিবিধি' রা. প্র.)। ̃ ভঙ্গ বি. চলতে চলতে বাধা পেয়ে থেমে যাওয়া; অর্ধপথে নিবৃত্তি। ̃ ময় বিণ. গতিসম্পন্ন, বেগবান। ̃ রোধ বি. পথরোধ; বাধা। ̃ শীল বিণ. চলিষ্ণু, প্রগতিধর্মী, গতিময় (গতিশীল সমাজ)। গতিষ্ণু বিণ. গতিশীল, যার গতি আছে এমন, চলিষ্ণু, dynamic. 14)
গদাই-লশকরি
(p. 240) gadāi-laśakari বিণ. 1 গাধাবোট অর্থাত্ ভারী নৌকার লশকর বা খালাশির মতো অলসগতি বা ধীরগতিসম্পন্ন; 2 কুঁড়ে (গদাইলশকারি চাল)। [বাং. গদা (গাধা) + ই + ফা. লশকর + ই]। 3)
ধাব-মান
(p. 433) dhāba-māna বিণ. 1 ছুটছে এমন ('সমরক্ষেত্রাভিমুখে ধাবমান হইলেন': ব. চ.); 2 দ্রুতগতিসম্পন্ন। [সং. √ ধাব্ + শানচ্]। 54)
ধীর
(p. 433) dhīra বিণ. 1 মন্হর, মৃদু (ধীর গতি); 2 অচঞ্চল, স্হির (ধীর ভাব); 3 শান্ত, নম্র (ধীর স্বভাব); 4 গম্ভীর (ধির কণ্ঠ); 5 ধৈর্যশীল (বিপদে ধীর); 6 বিবেচক, স্হিরবুদ্ধি (ধীর ব্যক্তি)। [সং. ধী + √ রা + অ]। বি. ̃ তা। ̃ গতি বিণ. ধীর গতিসম্পন্ন। ̃ প্রশান্ত বিণ. (অল.) প্রসিদ্ধ গুণাবলির অধিকারী নায়কবিশেষ। ̃ ললিত বিণ. (অল.) নম্রস্বভাব, নিশ্চিন্ত এবং নম্র; স্হির বুদ্ধিসম্পন্ন। ধীরা বিণ. ধীর -এর স্ত্রীলিঙ্গ। বি. (স্ত্রী.) (অল.) যে নায়িকার কোপ স্পষ্টভাবে বোঝা যায় না। 102)
পবন
(p. 488) pabana বি. 1 বায়ু 2 বায়ুর অধিদেবতা। [সং. √পূ + অন]। ̃ .গতি বি. পবনের মতো দ্রুত গতি। বিণ. পবনের মতো দ্রুতিগতিসম্পন্ন। ̃ .নন্দন বি. 1 হনুমান; 2 ভীম। ̃ .বেগে ক্রি-বিণ. বায়ুবেগে অত্যন্ত দ্রুতবেগে। ̃ .মুক্তাসন বি. দেহমধ্যস্হ বায়ু বার করার উপয়োগী যোগাসনবিশেষ। 76)
বেগ2
(p. 633) bēga2 বি. 1 দ্রুত গতি, ত্বরা (বেগে ছোটা); 2 গতি (দ্রুত বেগ); 3 গতির পরিমাণ (ঘণ্টায় ষাট মাইল বেগে চলে); 4 প্রবাহ, স্রোত (বেগহীন নদী); 5 আয়াস, ক্লেশ (কাজটা করতে খুব বেগ পেতে হয়েছে); 6 প্রকোপ, প্রবলতা (প্রাণের বেগে, 'ভারের বেগেতে চলেছি কোথায়': রবীন্দ্র); 7 মলমূত্রাদি ত্যাগের প্রবৃত্তি (পায়খানার বেগ)। [সং. √ বিজ্ + অ]। ̃ বান (-বত্) বিণ. 1 দ্রুতগতিসম্পন্ন; 2 খরস্রোত (বেগবান বায়ু); 3 দুর্দমনীয় (বেগবান হৃদয়াবেগ)। স্ত্রী. ̃ বতী। বেগার্ত বিণ. অতিশয় বেগপূর্ণ ('বেগার্ত নদীর বাঁক': বিষ্ণু)। বেগিত, বেগী (-গিন্) বিণ. বেগযুক্ত। 122)
মন্দ
(p. 676) manda বিণ. 1 মন্হর, মৃদু, তীব্র নয় এমন (মৃদুমন্দ হাসি); 2 ধীর (মন্দগতি); 3 ধীরগামী (মন্দানিল, মন্দবায়); 4 খারাপ, অপকৃষ্ট (মন্দ জিনিস); 5 কু, অসত্, দুষ্ট (মন্দ লোক); 6 অশুভ, প্রতিকূল (মন্দ ভাগ্য); 7 কটু, কর্কশ (মন্দ বাক্য); 8 ক্ষীণ, দুর্বল; 9 অসুস্হ (শরীর মন্দ)। [সং. √ মন্দ + অ]। বি. ̃ .তা, ̃ .ত্ব, মান্দ্য (অগ্নিমান্দ্য)। ̃ .গতি বি. ধীর গতি। বিণ. ধীরগতিসম্পন্ন। ̃ .গামী (-মিন্) বিণ. ধীরগামী, ধীরে চলে এমন। স্ত্রী. ̃ .গামিনী। ̃ .বুদ্ধি বিণ. 1 কুবুদ্ধিযুক্ত, দুষ্ট, অসত্; 2 ক্ষীণ বা অতীক্ষ্ম বোধসম্পন্ন। ̃ .ভাগ, ̃ .ভাগ্য বিণ. হতভাগ্য, অভাগা। বি. খারাপ অদৃষ্ট। স্ত্রী. (সং.) ̃ .ভাগা, ̃ .ভাগ্যা; (বাং.) ̃ .ভাগিনি। ̃ .মতি বিণ. দুর্মতি, দুষ্ট। মন্দ মন্দ ক্রি-বিণ. ধীরে ধীরে (মন্দ মন্দ বাতাস বইছে)। 187)
মূল
(p. 714) mūla বি. 1 শিকড়, বৃক্ষাদির স্হিতিসাধক গোড়ার অংশবিশেষ যার সাহায্যে বৃক্ষ মাটি থেকে খাদ্যরস আহরণ করে; 2 আলু কচু ইত্যাদি কন্দজাতীয় উদ্ভিদ; 3 আদি, গোড়া (ঘটনার মূল); 4 আদি কারণ; 5 উত্পত্তির স্হান (কর্ণমূল, বাহুমূল); 6 উত্স; 7 ভিত্তি; 8 (গণি.) যে রাশি নি়জের দ্বারা এক বা একাধিকবার গুণিত হয়ে অন্যরাশি উত্পন্ন করেছে, root (বর্গমূল)। বিণ. 1 আদ্য, প্রথম গো়ড়াকার (মূলগ্রন্হ); 2 প্রধান (মূলমন্ত্র, মূলনীতি)। [সং. √ মূল + অ]। মূলক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদ হলে ক-যোগে মূল শব্দের রূপ (ভ্রান্তিমূলক, চিন্তামূলক)। মূলক2 বি. কন্দবিশেষ, মুলো। ̃ .কারণ বি. সৃষ্টি, জন্ম বা উত্পত্তির প্রথম প্রধান অথবা প্রকৃত কারণ। ̃ .কেন্দ্র বি. 1 মর্মস্হল; 2 প্রধান অঞ্চল বা কার্যালয়, সদর। ̃ .গত বিণ. 1 মূল থেকে জাত; 2 মৌলিক ̃ ত, (বর্জি.) ̃ তঃ ক্রিবিণ. 1 মূলে; 2 প্রকৃতপক্ষে। ̃ .তত্ত্ব বি. মৌলিক তত্ত্ব যার উপর ভিত্তি করে অন্যন্য তত্ত্ব গড়ে ওঠে। ̃ ত্র, ̃ .ত্রাণ বি. মাটির নীচে মূলকে রক্ষাকারী মূলের উপরের রোমশ আবরণ, মূলরোম। ̃ .ধন বি. পুঁজি, ব্যাবসায় বিনিয়োজিত অর্থ। ̃ .নীতি বি. প্রধান প্রকৃত বা মৌলিক নীতি। ̃ .ভিত্তি বি. প্রধান ভিত্তি, ভিতের সর্বনিম্ন স্তর, প্রধান আধার; গোড়াপত্তন। ̃ .মন্ত্র বি. 1 বীজমন্ত্র; 2 প্রধান সংকল্প (জীবনের মূলমন্ত্র)। ̃ .রোম বি. মূলত্র ও মূলত্রাণ -এর অনুরূপ। ̃ .সূত্র বি. 1 আদি কারণ; 2 প্রধান বা প্রাথমিক বিধি-নিয়ম (বাংলা ছন্দের মূলসূত্র)। মূলাকর্ষণ বি. শিকড় ধরে টান। মূলানুগ বিণ. মূল অংশের বা আদি রূপের সঙ্গে সংগতিসম্পন্ন। মূলাশ্রয়ী বিণ. মূল রূপকে অবলম্বন বা অনুসরণ করে এমন। মূলী (-লিন্) বিণ, মূলযুক্ত, শিকড়যুক্ত। বি. বৃক্ষ। মূলী-করণ বি. (-গণি.) বর্গমূল নির্ণয়। মূলী-ভূত বিণ. 1 আদিকারণস্বরূপ; 2 ভিত্তিস্বরূপ; 3 মূলগত। মূলে ক্রি-বিণ. 1 আদিতে, গোড়ায়; 2 আদৌ (মূলে সে যায়ইনি)। মূলোচ্ছেদ, মূলোত্-পাটন বি. শিকড়সমেত উপড়ে ফেলা; সম্পূর্ণ বিনাশ। 3)
মৃদু
(p. 714) mṛdu বিণ. 1 কোমল, নরম (মৃদুগাত্রী); 2 আলতো (মৃদুস্পর্শ); 3 লঘু, হালকা (মৃদু ভূকম্পন); 4 ধীর, মন্হর, অদ্রুত (মৃদুগতি); 5 ক্ষীণ, অনুজ্জল (মৃদু অলোক); 6 অনুচ্চ, চাপ (মৃদু স্বর); 7 অতীব্র (মৃদু তাপ); 8 শান্ত, উত্তেজনাহীন (মৃদুস্বভাব)। [সং √ মৃদ্ + উ]। বি. ̃ তা। ̃ .গণ বি. (জ্যোতিষ.); চিত্র অনুরাধা মৃগশিরা ও রেবতি নক্ষত্র। ̃ .গমন বি. ধীর গতিতে গমন; মন্হর গতি। বিণ. ধীরগতিসম্পন্ন। ̃ .গমনা বি. 1 ধীরগতিসম্পন্না নারী, মৃদুগামিনী নারী; 2 হংসী। বিণ. মন্হরগতিযুক্তা। ̃ .গামী বিণ. ধীরে যায় এমন। স্ত্রী. ̃ .গামিণী। ̃ .জল বি. লবণ ক্ষার ইত্যাদির ভাগ কম আছে এমন জল, soft water ̃ .ভাষী (-ষিন্) বিণ. অনুচ্চস্বরে বা অতীব্র অর্থাত্ কোমল ও মধুর (মৃদুমন্দ বায়ু, মৃদুমন্দ গতি)। ̃ .ল বিণ. 1 কোমল; 2 ধীর। স্ত্রী. ̃ .লা। 21)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073318
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768390
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365808
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720964
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697919
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594552
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544964
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542245

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন