Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘাটের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আগিলা
(p. 82) āgilā বিণ. সামনের, সামনে রয়েছে এমন ('আগিলা ঘাটে সে নায়': চণ্ডী)। [বাং. আগ + ইলা (তু. পাছিলা)]। 62)
খেয়া
(p. 232) khēẏā বি. 1 নদী পারাপারের নৌকা (শেষ খেয়া চলে গেছে); 2 নৌকা বা অন্য জলযানের দ্বারা নদী বা খাল পারাপার (খেয়ার ঘাটে নৌকা বাঁধা আছে)। [সং. ক্ষেপ]। খেয়া দেওয়া ক্রি. বি. নৌকায় পারাপার করানো। ̃ ঘাট বি. নদীর যে জায়গা থেকে নৌকায় চড়ে নদী পারপার করা হয়। ̃ নৌকা, ̃ তরী বি. নদী পারাপারের নৌকা। ̃ মাঝি বি. যে মাঝি নৌকায় করে নদী পারাপার করায়। খেয়ার কড়ি বি. নদী পারাপারের পয়সা, খেয়ার ভাড়া, পারানি। 36)
ঘাট2
(p. 266) ghāṭa2 বি. 1 পুকুর নদী প্রভৃতি জলাশয়ের অবতরণস্হান; 2 নদী খাল প্রভৃতির তীরে নৌকা ইত্যাদি ভিড়াবার স্হান (খেয়াঘাট, জাহাজঘাট, স্টিমারঘাট); 3 সেতার এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের সুরের পর্দা; 4 পর্বত (পূর্বঘাট, পশ্চিমঘাট); 5 গিরিসংকট। [সং. ঘট্ট]। ঘাটের কড়ি বি. খেয়া পারাপারের মাশুল, পারানি। ̃ খরচ, ̃ খরচা বি. মড়া পোড়াবার খরচ। ̃ লা বি. পাকা ঘাট, বাঁধানো ঘাট। ঘাটে ঘাটে ক্রি-বিণ. 1 প্রতি ঘাটে; 2 সর্বত্র ('ভুবনের ঘাটে ঘাটে: রবীন্দ্র)। ঘাটের মড়া (ঈষত্ উপেক্ষার্থে বা ব্যঙ্গার্থে) মুর্মূর্ষু ব্যক্তি; অতি বৃদ্ধ লোক। 54)
ঘাটিয়াল, ঘাটোয়াল
(p. 266) ghāṭiẏāla, ghāṭōẏāla বি. 1 খেয়াঘাট বা পারাপারের ঘাটের তত্ত্বাবধায়ক, পাটনি; 2 ঘাঁটিরক্ষক; 3 তীর্থস্হানে যাত্রীদের কাছ থেকে যে কর সংগ্রহ করে। [বাং. ঘাটি (ঘাঁটি) + আল ; ঘাট2 + ওয়াল]। ঘাটোয়ালি বি. 1 ঘাটিয়াল বা ঘাটোয়ালের পদ বা কাজ (তিরিশ বছর ঘাটোয়ালি করছি) ; 2 ঘাটোয়াল-এর স্ত্রীলিঙ্গ; 3 ঘাটোয়ালকে প্রদত্ত জমি। 56)
তরিক
(p. 367) tarika বি. 1 খেয়ামাঝি, নৌকা বেয়ে যে এক পার থেকে অন্য পারে নিয়ে যায়; 2 খেয়াঘাটের তরির শুল্ক আদায়কারী। [সং. তরি + ক]। 123)
দানি2
(p. 402) dāni2 বি. (প্রা. বাং.) হাটে বা পারঘাটে শুল্ক আদায়কারী, ঘাটোয়াল। [বাং. দান + ই]। 75)
পড়া1
(p. 486) paḍ়ā1 বি. ক্রি. 1 উপর থেকে নীচে পতিত হওয়া (গাছ থেকে পড়া); 2 সাধ্যসাধনা করা, ঢলা (গায়ে পড়া); 3 আছাড় খাওয়া (চলতে চলতে পিছলে পড়া); 4 অসুবিধাগ্রস্ত হওয়া (দায়ে পড়া, দুর্দিনে পড়া, মুশকিলে পড়া); 5 দেহের অবস্হা পরিবর্তন করা (ঘুমিয়ে পড়া, শুয়ে পড়া, বসে পড়া); 6 অনাবাদি বা অকর্ষিত থাকা (জমিটা পড়ে আছে); 7 খালি বা বাসিন্দাশূন্য থাকা (বাড়িটা পড়ে আছে); 8 অসমাপ্ত থাকা (অনেক কাজ পড়ে আছে); 9 শেষ হওয়া ('বেলা পড়ে' আসে, বধূ চলে ঘাটে': য. সে); 1 থাকা, রওয়া (পিছনে পড়া); 11 অনাদায় থাকা (বহু টাকা পড়ে আছে); 12 আরম্ভ হওয়া, সূত্রপাত হওয়া (গরম পড়েছে); 13 আক্রমণ করা (ডাকাত পড়া); 14 আক্রান্ত হওয়া (রোগে পড়া); 15 আটক বা আবদ্ধ হওয়া (জালে মাছ পড়েছে); 16 উদয় হওয়া (মনে পড়া); 17 গোচর হওয়া (চোখে পড়া); 18 ব্যয় বা ব্যয়িত হওয়া (কত খরচ পড়বে); 19 ঝরা, ক্ষরিত হওয়া (রক্ত পড়ছে, জল পড়ছে, লালা পড়ছে); 2 উত্পাটিত হওয়া (দাঁত পড়েছে, চুল পড়ছে); 21 শান্ত হওয়া (রাগ পড়েছে); 22 কমে যাওয়া (তেজ পড়েছে, ধার পড়ে গেছে); 23 নিবদ্ধ বা স্হাপিত হওয়া (সেদিকে চোখ পড়েছে); 24 খাবার গৃহীত হওয়া (পেটে ভাত পড়েছে); 25 বিবাহিত হওয়া (মেয়েটা বড়ো ঘরে পড়েছে); 26 অবনতি হওয়া (তাদের অবস্হা পড়ে গেছে); 27 হ্রাসপ্রাপ্ত হওয়া (বাজার পড়েছে); 28 বিপন্ন হওয়া, কঠিন অবস্হাযুক্ত হওয়া (কঠিন পাল্লায় পড়েছে); 29 মিলিত হওয়া (নদী সাগরে পড়ে); 3 উত্পন্ন হওয়া, ধরা, লাগা (গমে ছাতা পড়েছে, পোকা পড়েছে)। বিণ. পতিত (নুয়ে-পড়া ডাল); পরিত্যক্ত (পড়া মাল)। [প্রাকৃ. পঢ় (সং. √ পত্) + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 পাতিত করা; 2 ধরানো, লাগানো; 3 উত্পন্ন করা (ছাতা পড়ানো, কালশিটে পড়ানো); 4 তৈরি করা (কাজল পড়ানো)। বিণ. উক্ত সব অর্থে। পড়ে-পড়ে মার খাওয়া ক্রি. বি. নীরবে বা বিনা প্রতিবাদে অত্যাচার সহ্য করা। পড়ে-পাওয়া বিণ. 1 কুড়িয়ে পাওয়া গেছে এমন; 2 বিনা পরিশ্রমে পাওয়া গেছে এমন (পড়ে পাওয়া চোদ্দো আনা)। 41)
পথে-ঘাটে
(p. 488) pathē-ghāṭē ক্রি-বিণ. সর্বত্র; যেখানে-সেখানে (সে পথেঘাটে এই কথা বলে বেড়াচ্ছে)। [বাং. পথ + এ + ঘাট + এ]। 31)
পিছিলা2
(p. 520) pichilā2 বিণ. (কাব্যে) পিছনদিকের; পশ্চাত্দিকস্হ ('পিছিলা ঘাটে': চণ্ডী)। [পিছ দ্র]। 10)
বসা2
(p. 580) basā2 ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। 219)
বাঘ
(p. 591) bāgha বি. বিড়াল গোত্রের ডোরা-কাটা মাংসাশী হিংস্র বন্য প্রাণীবিশেষ, ব্যাঘ্র, tiger. [সং. ব্যাঘ্র]। স্ত্রী. বাঘিনি। ̃ ছড়া, ̃ ছড়ি বি. বাঘের ছাল, ব্যাঘ্রচর্ম। ̃ নখ বি. 1 বাঘের নখ; 2 গলার গহনাবিশেষ; 3 দস্তানারূপে ব্যবহৃত বাঘনখের আকৃতিবিশিষ্ট শিবাজির অস্ত্রবিশেষ; 4 গন্ধদ্রব্যবিশেষ। ̃ বন্দি বি. শিকারি কর্তৃক বাঘকে বন্দি করা-রূপ খেলাবিশেষ। বাঘে-গোরুতে এক ঘাটে জল খাওয়া (আল.) শাসনের দাপটে বাধ্য হয়ে বিবাদ ত্যাগ করে শান্তিতে বাস করা। বাঘে ছুঁলে আঠারো ঘা (আল.) বিপজ্জনক ব্যাপারের সঙ্গে সামান্য সংস্রবও অত্যন্ত ক্ষতিকর ও অসুবিধাজনক। বাঘের ঘরে ঘোগের বাসা (আল.) ক্ষতিসাধনের উদ্দেশ্যে স্বজাতীয় কারও গৃহে গোপনে অবস্হান। বাঘের আড়ি বি. অত্যন্ত গোঁয়ারতুমি, প্রবল জেদ। বাঘের মাসি বি. বিড়াল। 76)
মাঠ
(p. 692) māṭha বি. 1 প্রান্তর, ময়দান বিস্তীর্ণ খোলা জায়গা ('মাঠের পরে মাঠ': রবীন্দ্র); 2 খেলাধুলোর জন্য উন্মুক্ত ক্ষেত্র (মাঠে খেলতে গেছে); 3 কৃষিক্ষেত্র (চাষের কাজে মাঠে গেছে); 4 পশুচারণ-ভূমি ('রাখাল গোরুর পাল লয়ে যায় মাঠে': তর্কা.)। [দেশি]। ̃ .ঘাট বি. নানা জায়গা, সমস্ত স্হান (সারাদিন মাঠেঘাটে ঘুরে বেড়ায়)। মাঠে মারা যাওয়া ক্রি. বি. সম্পূর্ণ ব্যর্থ বা পণ্ড হওয়া। মাঠ সারা ক্রি. মাঠে মলত্যাগ করা। 83)
রানা2
(p. 742) rānā2 বি. পুকুরের বাঁধানো ঘাটের দুই পাশের উঁচু চাতাল। [ফা. রান্]। 26)
সাত
(p. 823) sāta বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ত]। ̃ ই, সাতুই বি. মাসের সপ্তম দিন বা সাত তারিখ। সাতকাণ্ড রামায়ণ 1 সপ্ত কাণ্ডে বা অধ্যায়ে বিভক্ত রামায়ণগ্রন্হ; 2 (আল.) মস্ত ব্যাপার। সাতখুন মাপ (আল.) বহু গুরুত্বপূর্ণ অপরাধের জন্য কোনো শাস্তি না দেওয়া, সমস্ত অপরাধ বরদাস্ত করা। সাত ঘাটের জল খাওয়া বা খাওয়ানো 1 নানা স্হানে চাকরি করা বা করানো; 2 কাজ উপলক্ষ্যে নানা স্হানে বদলি হওয়া বা বদলি করা; 3 নানা বিপদে পড়া বা ফেলা; 4 নানাভাবে জীবনযাপন করা বা করানো; 5 বেজায় নাকাল হওয়া বা করা। সাত চড়ে বা বেরোয় না (আল.) সমস্ত নির্যাতন নীরবে সহ্য করে অর্থাত্ অত্যন্ত নিরীহ। সাত সতিনের ঘর (আল.) যেসংসারে নিরন্তর কলহ বিবাদ ও হিংসাদ্বেষ বিদ্যমান। সামসমুদ্র তেরো নদীর পার (রূপকথা থেকে) বহু দূরবর্তী; বহু দূরবর্তী স্হান বা দেশ (সাতসমুদ্র তেরো নদীর পারের রাজপুত্র)। সাতেও নেই পাঁচেও নেই ঝঞ্ঝাটের সঙ্গে সম্পর্কহীন, নিরপেক্ষ, উদাসীন। ̃ তাড়াতাড়ি ক্রি-বিণ. 1 খুব তাড়াতাড়ি; 2 ব্যস্তসমস্ত হয়ে। ̃ নর, ̃ নরি বিণ. সাত প্যাঁচওয়ালা। সাত প্যাঁচওয়ালা কণ্ঠহার। ̃ নলা বি. বিণ. একসঙ্গে সাতটি গুলি ছোড়ার নলবিশিষ্ট (বন্দুক) ̃ প্যাঁচ বিণ. বিবিধ, নানা। বি. 1 নানা কথা (সাতপাঁচ ভেবে); 2 অগ্রপশ্চাত্। ̃ পুরুষ বি. পিতা-পিতামহাদিক্রমে ঊর্ধ্বতন সাতপুরুষ। ̃ ষট্টি বি. বিণ. 67 সংখ্যা বা সংখ্যক। ̃ সকাল বি. খুব সকাল; তাড়াতাড়ি। ̃ সতেরো বি. নানারকম জিনিস বা কথা (সাত-সতেরো শুনানো)। 52)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083636
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772076
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369852
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722706
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699978
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595849
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549335
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543071

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন