Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চার্জে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অদ্বৈত
(p. 17) adbaita বিণ. 1 দ্বৈতহীন; 2 দ্বিতীয়ত্বহীন অর্থাত্ জীব ও ব্রহ্ম ভেদশূন্য। বি. 1 ব্রহ্ম; 2 শ্রীচৈতন্যের অন্যতম প্রধান পার্ষদ ও অনুগামী। [সং. ন+দ্বৈত]। ̃ .বাদ বি. ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছু নেই, ব্রহ্মই একমাত্র সত্য, জগত্ মিথ্যা-শংকরাচার্য-প্রতিষ্ঠিত এই দার্শনিক মত। ̃ .বাদী (-দিন্) বি. যিনি অদ্বৈতবাদ মানেন। বিণ. অদ্বৈতবাদসম্মত। 24)
অধ্যাপক, অধ্যাপয়িতা
(p. 20) adhyāpaka, adhyāpaẏitā (-তৃ) বি. 1 বিশেষ জ্ঞানসম্পন্ন শিক্ষক, আচার্য; 2 কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; 3 বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। [সং. অধি+√ ই+ণিচ্+অক]। স্ত্রী অধ্যাপিকা, অধ্যাপয়িত্রী।
অনুচ্চার
(p. 25) anuccāra বিণ. উচ্চারিত নয় এমন, অনুচ্চারিত, প্রকাশহীন (অনুচ্চার কামনা) [সং. ন + উদ্ + √ চারি + অ]। ̃ ণীয়, অনুচ্চার্য বিণ. উচ্চারণের অযোগ্য, উচ্চারণ করা যায় না বা উচিত নয় এমন; অকথ্য। অনুচ্চারিত বিণ. উচ্চারণ করা হয়নি এমন; অকথিত। 88)
অশ্ব-ত্থামা
(p. 66) aśba-tthāmā বি. (মহা.) কুরুপক্ষের যোদ্ধা; দ্রোণাচার্যের পুত্র (জন্মমুহূর্তে অশ্বের মতো ডেকে উঠেছিলেন বলে তাঁর এই নাম)। [সং. অশ্ব + স্হা + মন্]। অশ্বত্থামা হত ইতি গজঃ সত্যের আবরণে মিথ্যা (মহাভারতে যুধিষ্ঠিরের একবারমাত্র মিথ্যাভাষণের উল্লেখ আছে। দ্রোণাচার্যের কাছে গিয়ে তিনি প্রকাশ্যে বলেন যে অশ্বত্থামা হত হয়েছেন, অবশ্য নিম্নস্বরে তিনি একথাও বলেন যে এই অশ্বত্থামা একটি হাতির নাম। কিন্তু দ্রোণাচার্য ধরে নিলেন যে তাঁর পুত্র অশ্বত্থামার কথাই বলা হয়েছে)। 19)
আচার্য
(p. 85) ācārya বি. 1 বেদ শিক্ষাগুরু; 2 দৈবজ্ঞ ব্রাহ্মণ; 3 শিক্ষাগুরু; 4 বিশ্ববিদ্যালয়ের প্রধান বা চ্যান্সেলর। [সং. আ + √ চর্ + য]। আচার্যা বি. (স্ত্রী.) শিক্ষাদানকারিণী, শিক্ষাদাত্রী। আচার্যানী বি. (স্ত্রী.) আচার্যের পত্নী। 10)
উচ্চারণ
(p. 119) uccāraṇa বি. 1 কথন, বলা; 2 মুখ দিয়ে শব্দ করা; 3 বাচনভঙ্গি। [সং. উত্ + √ চারি + অন]। ̃ বিভ্রাট বি. বিকৃত বা ভুল উচ্চারণ, উচ্চারণের ভুল। ̃ স্হান মুখমণ্ডলের যে অংশ দ্বারা ধ্বনি উচ্চারণ করা হয়, place of articulation. উচ্চারণীয়, উচ্চার্য বিণ. বলার বা উচ্চারণ করার যোগ্য (সেকথা উচ্চার্য নয়); উচ্চারণ করতে হবে এমন। উচ্চারা ক্রি. উচ্চারণ করা ('উচ্চারিবে সবে')। উচ্চারিত বিণ. বলা বা উচ্চারণ করা হয়েছে এমন। উচ্চার্য-মাণ বিণ. উচ্চারণ করা হচ্ছে এমন। 43)
উদয়ন
(p. 126) udaẏana বি. 1 উদয়; 2 উত্থান; 3 আবির্ভাব; 4 বিশিষ্ট নৈয়ায়িক উদয়নাচার্য; 5 সংস্কৃত রূপকথার নায়কবিশেষ। [সং. উত্ + √ ই + অন]। 30)
উপাচার্য
(p. 133) upācārya বি. আচার্যের সহকারী; (বিশ্ববিদ্যালয়ে) আচার্যের সহকারী হিসাবে যিনি বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন, vice-chancellor. [সং. উপ + আচার্য]। 91)
উপাধ্যায়
(p. 133) upādhyāẏa বি. 1 আচার্যের সহকারী অধ্যাপক, শিক্ষক; উপদেষ্টা; 2 যিনি বেদ শিক্ষা দিয়ে জীবিকা অর্জন করেন; 3 রাঢ়ী কুলীন ব্রাহ্মণদের পদবিবিশেষ, যেমন বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়। [সং. উপ + অধি + √ ই + অ]। উপাধ্যায়া, উপাধ্যায়ী (-য়িন্) বি. (স্ত্রী.) মহিলা-উপাধ্যায়। উপাধ্যায়ী, উপধ্যায়ানী বি. (স্ত্রী.) উপাধ্যায়ের পত্নী। 99)
উশনা
(p. 139) uśanā (-নস্) বি. 1 দৈত্যগুরু, শুক্রাচার্য; 2 শুক্রগ্রহের অধিদেবতা; 3 শুক্রগ্রহ। [সং. √ বশ্ (=কান্তি) + অনস্]। 6)
ওষ্ঠ
(p. 153) ōṣṭha বি. উপরের ঠোঁট; (বাং.) নীচের বা উপরের ঠোঁট। [সং. √ উষ্ + থ]। ̃ পুট বি. মিলিত ওষ্ঠদ্বয়। ̃ ব্রণ বি. ঠোঁটের বিষফোঁড়াবিশেষ ওষ্ঠাগত বিণ. 1 প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন, মুর্মূষু; 2 জ্বালাতনে অতিষ্ঠ; পরিশ্রম ইত্যাদিতে কাতর ও অতিষ্ঠ। ওষ্ঠাগত-প্রায় বিণ. মৃতপ্রায়। ওষ্ঠাধর বি. নীচের ও উপরের দুটি ঠোঁট। ওষ্ঠ্য বিণ. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বা উচ্চারিত (ওষ্ঠ্যবর্ণ)। বি. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বর্ণ, ওষ্ঠ্যবর্ণ। [সং. ওষ্ঠ + য]। 65)
কচ2
(p. 156) kaca2 বি. দেবগুরু বৃহস্পতির পুত্র ও দৈত্যগুরু শুক্রাচার্যের শিষ্য। [সং. √ কচ্ + অ]। 33)
কুট1
(p. 194) kuṭa1 বি. 1 দুর্গ, গড়; 2 পর্বত; 3 পর্বতশৃঙ্গ; 4 গাছ। [সং. √ কুট্ + অ]। ̃ জ বি. 1 গিরিমল্লিকা ফুলের গাছ, কুড়চি; 2 দ্রোণাচার্য; 3 অগস্ত্য। 35)
কুল2
(p. 199) kula2 বি. তান্ত্রিক ধর্মসম্প্রদায়বিশেষ। [সং. √কুল্ + অ]। ̃ মার্গ বি. 1 উক্ত তান্ত্রিকদের অবলম্বিত সাধনপ্রণালী ও জীবনযাত্রা; 2 সাধক তাঁর গুরুর নির্দিষ্ট যে আচারকে অবলম্বন করে মুক্তিকামী হন (তু. 'আচারঃ কুলমুচ্যতে')। কুলাচার বি. উক্ত সম্প্রদায়ের আচার। কুলাচার্য বি. উক্ত সম্প্রদায়ের গুরু। 25)
কুলাচার্য
(p. 199) kulācārya বি. 1 কুলগুরু; কুলপুরোহিত; বংশপরম্পরাগত পারিবারিক ধর্ম-উপদেষ্টা; 2 ঘটক। [সং. কুল3 + আচার্য]। 45)
কৃপ, কৃপাচার্য
(p. 204) kṛpa, kṛpācārya বি. (মহাভারতে) সাতজন চিরজীবীর অন্যতম, যিনি ছিলেন কৌরবপক্ষীয় প্রসিদ্ধ যোদ্ধা ও অশ্বত্থামার মাতুল। [সং. √ কৃপ + অ, কৃপ + আচার্য] 25)
গাউন
(p. 245) gāuna বি. 1 পাশ্চাত্য নারীদের শেমিজজাতীয় বহিঃ-পরিচ্ছদবিশেষ; 2 বিচারক, ব্যবহারজীবী, বিশ্ববিদ্যালয়ের আচার্য, স্নাতক প্রভৃতির পরিধেয় আলখাল্লাবিশেষ। [ইং. gown]। 7)
গুরু
(p. 253) guru বি. 1 ধর্মোপদেষ্টা; দীক্ষাদাতা, মন্ত্রদাতা; 2 আচার্য, উপদেশক, শিক্ষক (গুরুর কাছে শেখা বিদ্যা) ; 3 গুরুজন, মাননীয় বা পূজনীয় ব্যক্তি; 4 দেবগুরু বৃহস্পতি (গুরু বার) ; 5 (অমা.) ওস্তাদ্, নেতা (ওসব ধান্দা ছাড়ো গুরু)। বিণ. 1 ভারী, অধিক (সংখ্যাগুরু সম্প্রদায়); 2 দুর্বহ (গুরুভার) ; 3 দায়িত্বপূর্ণ; 4 কঠিন (গুরুদণ্ড); 5 মহান (গুরু দায়িত্ব) ; 6 অলঘু (গুরুপাক খাদ্য); 7 অতিরিক্ত, অধিক (গুরুভোজন) ; 8 (ব্যাক.) দীর্ঘ মাত্রাযুক্ত। [সং. √গৃ + উ]। ̃ কুল বি. 1 গুরুর গৃহ বা আশ্রম; 2 পুরুষানুক্রমে পারিবারিক আচার্যের বংশ; 3 হরিদ্বারের নিকটবর্তী প্রাচীন ভারতীয় আদর্শে স্হাপিত শিক্ষাকেন্দ্র। ̃ গম্ভীর বিণ. গভীর অর্থযুক্ত এবং গম্ভীর শব্দবিশিষ্ট (গুরুগম্ভীর বর্ণনা, গুরুগম্ভীর ভাষা)। ̃ গিরি বি. গুরুর বৃত্তি বা পেশা। ̃ গৃহ বি. গুরুর বাড়ি। ̃ চণ্ডালী বি. 1 সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মিশ্রণ; 2 সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণ; 3 গম্ভীর শব্দের সঙ্গে হালকা ও চটুল শব্দের মিশ্রণ (যথা, বারিধিতে ডুব দেওয়া, ডোবার জলে নিমজ্জিত)। ̃ জন বি. পূজনীয় বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। ̃ ঠাকুর বি. পারিবারিক ও বংশানুক্রমিক ধর্মোপদেষ্টা। ̃ তর বিণ. 1 দুইয়ের মধ্যে অধিক গুরু; মহত্তর ; 2 সাংঘাতিক, ভয়ানক (একটা গুরুতর ব্যাপার ঘটে গেছে)। ̃ তা, ̃ ত্ব বি. 1 গুরুগিরি; 2 মহত্ত্ব, মূল্য; 3 মনোযোগ পাওয়ার যোগ্যতা (কথার গুরুত্ব); 4 ভার, ওজন (gravity); 5 আধিক্য (অপরাধের গুরুত্ব) ; 6 গাম্ভীর্য (পরিস্হিতির গুরুত্ব)। ̃ দক্ষিণা বি. শিক্ষা সমাপ্ত হবার পর শিষ্য কর্তৃক গুরুকে দেওয়া অর্থ বা মূল্য, গুরুবিদায়। ̃ দশা বি. 1 পিতা বা মাতার মৃত্যুজনিত অবস্হা; 2 (জ্যোতিষ) বৃহস্পতির দশা। ̃ পাক বিণ. সহজে হজম হয় না এমন। ̃ বরণ বি. দীক্ষাগুরুকে বস্ত্র অর্থ অলংকার ইত্যাদি দিয়ে বরণ বা পূজা। ̃ বল বি. গুরুর করুণারূপ শক্তি; গুরুর আশীর্বাদ। ̃ বার বি. বৃহস্পতিবার। ̃ ভাই বি. একই গুরুর শিষ্য। ̃ মহাশয়, ̃ মশাই বি. 1 (প্রধানত পাঠশালার) শিক্ষক ('পাঠশালাটি দোকান-ঘরে, গুরুমশাই দোকান করে': স. দ.); 2 (ব্যঙ্গে) অকালপক্ব বা ডেঁপো ছেলে; জ্যাঠা ছেলে। ̃ মা বি. 1 ধর্মোপদেশদাত্রী; 2 গুরুর পত্নী। গুরু-মারা বিদ্যা গুরুর কাছ থেকে লব্ধ যে বিদ্যা গুরুকেই জব্দ বা পরাজিত করবার জন্য ব্যবহৃত হয়। গুরুমুখী বিদ্যা যে বিদ্যা কেবল গুরুর কাছ থেকেই পাওয়া যায়, অর্থাত্ যা বই পড়ে বা অন্যভাবে অর্জন করা যায় না (সংগীত একটি গুরুমুখী বিদ্যা)। ̃ মুখী, গুর-মুখী বি. শিখদের মধ্যে প্রচলিত বর্ণমালাবিশেষ। ̃ য়া বিণ. তীব্র, দুঃসহ ('গুরুয়া দুখভার': বিদ্যা); 2 বিপুল ('গিরিবর গুরুয়া': বিদ্যা) ; 3 দুর্ভর ('গুরুয়া কবরীভার': শ্রীকৃষ্ণমঙ্গল); 4 গভীর, উত্কৃষ্ট ('আমোদ গুরুয়া': শ্রীকৃষ্ণমঙ্গল)। ̃ লঘু-জ্ঞান বি. কে মান্য বা পূজ্য এবং কে নয় এই জ্ঞান (ছেলেটার এখনও গুরু-লঘু জ্ঞানই হল না)। ̃ লাঘব বি. আপেক্ষিক গুরুত্ব ও লঘুত্ব। ̃ সেবা বি. গুরুর পরিচর্যা। ̃ স্হানীয় বিণ. গুরুতুল্য। যেমন গুরু তেমনি চেলা গুরু ও শিষ্য দুজনেই সমান মন্দ বা মূর্খ। 30)
গ্রহ
(p. 261) graha বি. 1 (জ্যোতি.) সূর্যকে প্রদক্ষিণকারী পৃথিবীবুধাদি জ্যোতিষ্ক, planet; 2 গ্রহণ, ধারণ (রূপগ্রহ, দারগ্রহ); 3 উপলব্ধি (অর্থগ্রহ) ; 4 গ্রহবৈগুণ্য, কুগ্রহ (গ্রহের ফের), দুরদৃষ্টি। [সং. √গ্রহ্ + অ]। ̃ দেবতা বি. (জ্যোতিষ.) গ্রহের অধিদেবতা। ̃ দোষ বি. (জ্যোতিষ.) গ্রহের বিরুদ্ধ বা প্রতিকূল দৃষ্টি বা আচরণ। ̃ পতি বি. সূর্য। ̃ বিদ্যা বি. জ্যোতিষবিদ্যা। ̃ বিপাক বি. অশুভ গ্রহের প্রভাবের ফলে বিপত্তি। ̃ বিপ্র বি. জ্যোতিষী, গ্রহাচার্য। ̃ বৈগুণ্য বি. গ্রহদোষ -এর অনুরূপ। ̃ মণ্ডল বি. জ্যোতির্মণ্ডল, গ্রহজগত্। ̃ রাজ বি. 1 সূর্য; 2 চন্দ্র; 3 বৃহস্পতি। ̃ শান্তি অশুভ গ্রহের প্রভাব দূর করার জন্য পূজা বা স্বস্ত্যয়ন। ̃ স্ফুট বি. (জ্যোতিষ.) গ্রহের স্হিতিস্হাপক রাশি। গ্রহের ফের বি. 1 কুগ্রহের বা অদৃষ্টের প্রতিকূল আচরণ ; 2 বিপদ। 53)
গ্রহাচার্য
(p. 261) grahācārya বি. দৈবজ্ঞ, জ্যোতিষী। [সং. গ্রহ + আচার্য]। 58)
চার্চ
(p. 281) cārca বি. গির্জা, খ্রিস্টানদের উপাসনামন্দির। [ইং. church]। 157)
চার্জ
(p. 281) cārja বি. 1 অভিযোগ, অপরাধ আরোপ (আপনার নামে একটা চার্জ আছে); 2 আহার বাসস্হান ইত্যাদি বাবদ ব্যয় (হোটেলের চার্জ), মাশুল; 3 দায়িত্ব, তত্ত্বাবধান (আমার চার্জে এটা রইল)। [ইং. charge]। ̃ শিট বি. কোনো কর্মচারীর কৃত অপরাধের বিবরণসহ অপরাধীর কৈফিয়ত-তলব-সংবলিত উপরওয়ালার পত্র। [ইং. charge-sheet]। 158)
চার্বাক
(p. 281) cārbāka বি. নাস্তিক মুনিবিশেষ-ইনি বেদ আত্মা পরলোক ইত্যাদির অস্তিত্ব স্বীকার করতেন না। [সং. চারু + বাক্]। ̃ দর্শন বি. চার্বাকের দর্শন বা মত; চার্বাকের নাস্তিক্য বা লোকায়ত মত। 159)
চার্ম
(p. 281) cārma বিণ. চর্মসম্বন্ধীয়, চামড়াসম্বন্ধীয়। [সং. চর্ম + অ]। 160)
চির2
(p. 290) cira2 বিণ. 1 নিত্য, সর্বদা, সদা, অনন্ত (চিরসত্য); 2 দীর্ঘকালব্যাপী ('সুচির শর্বরী' : রবীন্দ্র); 3 সর্ব. সমস্ত (চিরজীবন); 4 আবহমান, আজীবন (চিরকাল, চিরদিন, চিরদুঃখ)। বি. দীর্ঘকাল (আচিরে, চিরতরে)। [সং. √চি + র]। ̃ কর্মা (র্মন্), ̃ কারী (-রিন্), ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র, কাজে দেরি করে এমন। বি. ̃ কারিতা, ̃ ক্রিয়তা। ̃ কাঙ্ক্ষিত বিণ. চিরদিন যা চাওয়া হয়েছে (চিরকাঙ্ক্ষিত সুখ)। ̃ কাল বি. ক্রি-বিণ. অনন্তকাল, সবসময়, সারাজীবন (চিরটা কাল ভুগছি)। ̃ কালীন, ̃ কেলে বিণ. চিরকালের, চিরন্তন (চিরকালীন সত্য, চিরকেলে ঢং)। ̃ কুমার বিণ. আজীবন অবিবাহিত। বি. (স্ত্রী.) ̃ কুমারী। ̃ ক্রীত বিণ. 1 চিরদিনের জন্য কেনা; 2 কোনো প্রতিদান দেওয়া যায় না এমনভাবে উপকৃত (আপনার কাছে চিরক্রীত হয়ে রইলাম)। ̃ জীবন বি. সারা জীবন, সমস্ত জীবিতকাল। ক্রি-বিণ. আজীবন, সারা জীবন ধরে। ̃ জীবী (-বিন্) বিণ. 1 দীর্ঘায়ু, দীর্ঘজীবী; অমর। বি. অশ্বত্থামা কৃপাচার্য পরশুরাম বলিরাজ ব্যাসদেব বিভীষণ ও হনুমান-এই সাতজন অমর বা চিরজীবী ব্যক্তি। বিণ. (স্ত্রী.) ̃ জীবিনী। ̃ ঞ্জীব, ̃ ঞ্জীবী (-বিন্) - চিরজীবী -র অনুরূপ। ̃ ত্ব বি. চিরস্হায়িত্ব (ছড়া ও লোকগীতির মধ্যে একটা চিরত্ব আছে)। ̃ দারিদ্র, ̃ দারিদ্র্য বি. চিরকালের দারিদ্র, দারিদ্র কখনো ঘোচে না এমন অবস্হা। ̃ দিন বি. ক্রি-বিণ. সারাজীবন; আবহমান কাল। ̃ দীন বিণ. চিরকাল ধরে দীন বা দরিদ্র; দারিদ্র বা দৈন্য কখনো ঘোচে না এমন। বি. ̃ দৈন্য, ̃ দীনতা। ̃ দুঃখ বি. জীবনব্যাপী দুঃখ। ̃ নবীন বিণ. বরাবর নবীন থাকে এমন; পুরোনো হয় না এমন (চিরনবীন প্রেম)। ̃ নিদ্রা বি. যে নিদ্রা কখনো ভাঙে না; মৃত্যু (চিরনিদ্রায় ঢলে পড়ল)। ̃ নির্দিষ্ট, ̃ বিণ. চিরকালের জন্য নির্ধারিত বা স্হিরীকৃত। ̃ নির্বাসন বি. চিরকালের জন্য দেশান্তরীকরণ; স্বদেশ থেকে চিরকালের মতো বহিষ্কার। ̃ নির্ভর বিণ. চিরদিন ভরসা রাখা যায় এমন; চিরকাল আশ্রয় দেয় এমন ('চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি': রবীন্দ্র)। ̃ নীহার, ̃ তুষার বি. যে তুষার কখনো গলে না। ̃ নীহার-রেখা, ̃ তুষার-রেখা - হিমরেখা -র অনুরূপ। ̃ নূতন বিণ. কখনো পুরোনো হয় না এমন। ̃ স্তন বিণ. 1 চিরকালীন (চিরন্তন সত্য); 2 চিরকালব্যাপী। বি. ̃ স্তনতা। বিণ. (স্ত্রী.) ̃ স্তনী। ̃ পরিচিত বিণ. দীর্ঘদিন ধরে জানা আছে এমন; বহু-পুরোনো আলাপী; অনেকদিন ধরেই যার সঙ্গে পরিচয় ̃ প্রচলিত বিণ. আবহমানকাল ধরে বা বহুদিন ধরে চলে আসছে এমন (চিরপ্রচলিত প্রথা)। ̃ প্রবাস বি. 1 জীবনভর বিদেশে বাস; 2 দীর্ঘকাল বিদেশে বাস। ̃ বিচ্ছেদ বি. সারাজীবনের জন্য বা দীর্ঘকালের জন্য ছাড়াছাড়ি। ̃ বিদায় বি. চিরদিনের মতো বিদায় বা প্রস্হান। ̃ বৈর বি. চিরকালের শত্রুতা, যে শত্রুতার কখনো অবসান হয় না। ̃ বৈরী বিণ. বি. দীর্ঘকালব্যাপী বা জীবনভর শত্রুতা করে এমন (ব্যক্তি)। ̃ রহস্য বি. কোনোদিন যে রহস্যের অবসান বা সমাধান হয় না। ̃ রুগ্ণ বিণ. দীর্ঘকালব্যাপী বা জীবনভর রোগগ্রস্ত (ঘরে আছে চিররুগ্ণ স্ত্রী)। ̃ রোগী (-গিন্) বিণ. বি. দীর্ঘকাল ধরে রোগে ভুগছে এমন (ব্যক্তি)। ̃ রুগি (কথ্য) বিণ. বি. চিররোগী -র অনুরূপ। ̃ শত্রু - চিরবৈরী -র অনুরূপ। ̃ শান্তি বি. 1 চিরকালের জন্য শান্তি; 2 মুক্তি, মোক্ষ; 3 মৃত্যু। ̃ শ্যামল, ̃ হরিত্ বিণ. বত্সরের সব ঋতুতে সবুজ থাকে এমন। ̃ সুখী (-খিন্) বিণ. জীবনভর সুখী; জীবনে কখনো দুঃখ পায়নি এমন। ̃ সুহৃত্, ̃ সুহৃদ্ বি. চিরদিনের বন্ধু। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. 1 চিরকাল বা দীর্ঘকাল থাকে বা টিকে থাকে এমন; 2 অবিনশ্বর, অক্ষয়; 3 অপরিবর্তনীয়। চিরস্হায়ী বন্দোবস্ত সরকারকে নিয়মিতভাবে নির্দিষ্ট হারে খাজনা দেওয়ার শর্তে বাংলার জমিদারদের পুরুষানুক্রমে জমি ভোগদখলের যে ব্যবস্হা 1793 সালে গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন, Permanent Settlement. ̃ স্মরণীয় বিণ. যা বা যাকে চিরদিন মনে রাখা হয় বা মনে রাখা উচিত। ̃ হরিত্ দ্র চিরশ্যামল। 35)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074815
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769060
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366345
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721143
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698190
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594761
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545448
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542337

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন