Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গুরু এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গুরু এর বাংলা অর্থ হলো -

(p. 253) guru বি. 1 ধর্মোপদেষ্টা; দীক্ষাদাতা, মন্ত্রদাতা; 2 আচার্য, উপদেশক, শিক্ষক (গুরুর কাছে শেখা বিদ্যা) ; 3 গুরুজন, মাননীয় বা পূজনীয় ব্যক্তি; 4 দেবগুরু বৃহস্পতি (গুরু বার) ; 5 (অমা.) ওস্তাদ্, নেতা (ওসব ধান্দা ছাড়ো গুরু)।
বিণ. 1 ভারী, অধিক (সংখ্যাগুরু সম্প্রদায়); 2 দুর্বহ (গুরুভার) ; 3 দায়িত্বপূর্ণ; 4 কঠিন (গুরুদণ্ড); 5 মহান (গুরু দায়িত্ব) ; 6 অলঘু (গুরুপাক খাদ্য); 7 অতিরিক্ত, অধিক (গুরুভোজন) ; 8 (ব্যাক.) দীর্ঘ মাত্রাযুক্ত।
[সং. √গৃ + উ]।
কুল বি. 1 গুরুর গৃহ বা আশ্রম; 2 পুরুষানুক্রমে পারিবারিক আচার্যের বংশ; 3 হরিদ্বারের নিকটবর্তী প্রাচীন ভারতীয় আদর্শে স্হাপিত শিক্ষাকেন্দ্র।
গম্ভীর
বিণ. গভীর অর্থযুক্ত এবং গম্ভীর শব্দবিশিষ্ট (গুরুগম্ভীর বর্ণনা, গুরুগম্ভীর ভাষা)।
গিরি
বি. গুরুর বৃত্তি বা পেশা।
গৃহ বি. গুরুর বাড়ি।
চণ্ডালী
বি. 1 সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মিশ্রণ; 2 সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণ; 3 গম্ভীর শব্দের সঙ্গে হালকা ও চটুল শব্দের মিশ্রণ (যথা, বারিধিতে ডুব দেওয়া, ডোবার জলে নিমজ্জিত)।
জন বি. পূজনীয় বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।
ঠাকুর
বি. পারিবারিকবংশানুক্রমিক ধর্মোপদেষ্টা।
তর বিণ. 1 দুইয়ের মধ্যে অধিক গুরু; মহত্তর ; 2 সাংঘাতিক, ভয়ানক (একটা গুরুতর ব্যাপার ঘটে গেছে)।
তা,ত্ব
বি. 1 গুরুগিরি; 2 মহত্ত্ব, মূল্য; 3 মনোযোগ পাওয়ার যোগ্যতা (কথার গুরুত্ব); 4 ভার, ওজন (gravity); 5 আধিক্য (অপরাধের গুরুত্ব) ; 6 গাম্ভীর্য (পরিস্হিতির গুরুত্ব)।
দক্ষিণা
বি. শিক্ষা সমাপ্ত হবার পর শিষ্য কর্তৃক গুরুকে দেওয়া অর্থ বা মূল্য, গুরুবিদায়।
দশা বি. 1 পিতা বা মাতার মৃত্যুজনিত অবস্হা; 2 (জ্যোতিষ) বৃহস্পতির দশা।
পাক বিণ. সহজে হজম হয় না এমন।
বরণ বি. দীক্ষাগুরুকে বস্ত্র অর্থ অলংকার ইত্যাদি দিয়ে বরণ বা পূজা।
বল বি. গুরুর করুণারূপ শক্তি; গুরুর আশীর্বাদ।
বার বি. বৃহস্পতিবার।
ভাই বি. একই গুরুর শিষ্য।
মহাশয়,মশাই
বি. 1 (প্রধানত পাঠশালার) শিক্ষক ('পাঠশালাটি দোকান-ঘরে, গুরুমশাই দোকান করে': স. দ.); 2 (ব্যঙ্গে) অকালপক্ব বা ডেঁপো ছেলে; জ্যাঠা ছেলে।
মা বি. 1 ধর্মোপদেশদাত্রী; 2 গুরুর পত্নী।
গুরু-মারা বিদ্যা গুরুর কাছ থেকে লব্ধ যে বিদ্যা গুরুকেই জব্দ বা পরাজিত করবার জন্য ব্যবহৃত হয়।
গুরুমুখী বিদ্যা যে বিদ্যা কেবল গুরুর কাছ থেকেই পাওয়া যায়, অর্থাত্ যা বই পড়ে বা অন্যভাবে অর্জন করা যায় না (সংগীত একটি গুরুমুখী বিদ্যা)।
মুখী,
গুর-মুখী বি. শিখদের মধ্যে প্রচলিত বর্ণমালাবিশেষ।
য়া বিণ. তীব্র, দুঃসহ ('গুরুয়া দুখভার': বিদ্যা); 2 বিপুল ('গিরিবর গুরুয়া': বিদ্যা) ; 3 দুর্ভর ('গুরুয়া কবরীভার': শ্রীকৃষ্ণমঙ্গল); 4 গভীর, উত্কৃষ্ট ('আমোদ গুরুয়া': শ্রীকৃষ্ণমঙ্গল)।
লঘু-জ্ঞান
বি. কে মান্য বা পূজ্য এবং কে নয় এই জ্ঞান (ছেলেটার এখনও গুরু-লঘু জ্ঞানই হল না)।
লাঘব
বি. আপেক্ষিক গুরুত্বলঘুত্ব।
সেবা
বি. গুরুর পরিচর্যা।
স্হানীয়
বিণ. গুরুতুল্য।
যেমন গুরু তেমনি চেলা গুরু ও শিষ্য দুজনেই সমান মন্দ বা মূর্খ।
30)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গেট
(p. 256) gēṭa বি. ফটক, সদর দরজা। [ইং. gate]। 22)
গুনা1
(p. 250) gunā1 বি. তার, ধাতুনির্মিত সুতো। [সং. গুণ]। 93)
গজরা
(p. 236) gajarā ক্রি. চাপা গর্জন করা; বৃথা আক্রোশে গজগজ করা (খাঁচায় বাঘটা গজরাচ্ছে). [ সং. √গর্জ্ (বাং. গজ্র ধ্বনিবিপর্যয়ে) + আ]। ̃ নো ক্রি. গজরা। বি. গর্জন। গজরানি বি. চাপা গর্জন। 18)
গুঞ্জিত
(p. 250) guñjita বিণ. গুঞ্জনপূর্ণ; ঝংকৃত। বি. গুঞ্জন। [সং. √গুঞ্জ্ + ত]। 51)
গুণাধার
(p. 250) guṇādhāra বি. গুণের আধার; গুণসম্পন্ন ব্যক্তি। [সং. গুণ + আধার]। 73)
গুমসা
(p. 253) gumasā বিণ. ভাপসা, গুমটযুক্ত; গরমের জন্য ঈষত্ পচা বা দুর্গন্ধযুক্ত। ক্রি. গুমসা হওয়া (গুমসে গেছে)। [দেশি]। ̃ নো ক্রি. গুমসা হওয়া। বি. উক্ত অর্থে। ̃ নি বি. গুমসা হওয়া; গুমসা ভাব। গুমসো বিণ. গুমসা -র কথ্য রূপ। 18)
গর-গর1, গর্-গর্
(p. 242) gara-gara1, gar-gar অব্য. ক্রোধাদি লক্ষণপ্রকাশক। গরগর করা ক্রি. বি. 1 রাগের ভাব প্রকাশ করা, গর্জন করা (রাগে গরগর করতে লাগল); 2 টকটকে লাল করা (চোখ গরগর করা)। গর-গরে বিণ. গরগর ভাবযুক্ত; গরগর শব্দযুক্ত। 9)
গাজি
গস্তানি
(p. 244) gastāni বি. 1 কুলটা, ভ্রষ্টা নারী; 2 বেশ্যা। [ফা. গস্তান্]। 19)
গোল-মরিচ
(p. 256) gōla-marica বি. কালো রঙের গোলাকৃতি ও ছোটো মরিচবিশেষ। [বাং. গোল3 + মরিচ]। 145)
গির-গিটি
গাড়ল, গাড়র
(p. 246) gāḍ়la, gāḍ়ra বি. 1 মেষ, ভেড়া; 2 (আল.) মূর্খের মতো অন্যের বুদ্ধিতে চলে এমন ব্যক্তি। [সং. গড্ডল, গড্ডর]। 31)
গোপ্তা1
(p. 256) gōptā1 দ্র গোত্তা। 104)
গু
(p. 250) gu বি. বিষ্ঠা, মল। [সং. গু]। ̃ খোর বি. (গালিবিশেষ) যে গু খায়। ̃ খুরি, ̃ খোরি বি. বিষ্ঠা খাওয়ার মতো জঘন্য কাজ; মূর্খতা; বড়রকমের ভুল (তোমাকে চাকরি দিয়ে আমি খুব গুখোরি করেছি)। গুয়ে বিণ. 1 গু-সম্বন্ধীয় (গুয়ে রঙের জামা); 2 গু থেকে উত্পন্ন (গুয়ে পোকা)। 23)
গোরা
গর-মিল
(p. 242) gara-mila বি. 1 অমিল (দুজনের স্বভাবের গরমিল নজরে পড়বেই); 2 হিসাবে গোলযোগ; 3 মনান্তর। [বাং. গর ( আ. গয়র্) + মিল]। 24)
গোপাল1
(p. 256) gōpāla1 বি. 1 গোয়ালা; 2 রাখাল; 3 শ্রীকৃষ্ণের বালকবয়সের নাম; 4 রাজা; 5 সন্তান, পুত্র (আমার গোপাল, আদুরে গোপাল)। [সং. গো (গোরু, পৃথিবী) + √পা + ণিচ্ + অ]। ̃ ক বি. গোরু পালনকারী, গোয়ালা; রাখাল। ̃ ন বি. গোরুর পালন বা পরিচর্যা। 93)
গৌর
গৈরিক
গোবর
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2540939
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2146626
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1738125
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 951377
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886054
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 839829
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698296
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603930

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us