Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জালি। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবি-শুদ্ধ
(p. 49) abi-śuddha বিণ. বিশুদ্ধ বা খাঁটি নয় এমন; ভেজালযুক্ত; বিমিশ্র। [সং. ন + বিশুদ্ধ]। 21)
অবিমিশ্র
(p. 49) abimiśra বিণ. 1 মেশানো নয় এমন, অমিশ্র; 2 খাঁটি, ভেজালমুক্ত; বিশুদ্ধ। [সং. ন + বি + মিশ্র]। 10)
অলিঞ্জর
(p. 64) aliñjara বি. মাটির তৈরি বড় পাত্র; জালা। [সং. অলি + জর (ম্ আগম)]। 30)
ইন্দ্র
(p. 114) indra বি. 1 দেবতাদের রাজা, পুরন্দর; বাসব; 2 প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র); 3 রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)। [সং. √ ইন্দ্ + র]। ̃ গোপ বি. বর্ষাকালে প্রাদুর্ভাব হয় এমন রক্তবর্ণ কীটবিশেষ, মখমলি পোকা। ̃ চাপ বি. 1 ইন্দ্রের ধনুক; 2 রামধনু। ̃ জাল বি. জাদু, ভোজবাজি, ম্যাজিক; ভেলকি; মায়া (সুরের ইন্দ্রজাল)। ̃ জালিক, ঐন্দ্রজালিক বি. জাদুকর, মায়াবী। বিণ. ইন্দ্রজালসম্বন্ধীয়। ̃ জিত্ বি. রাবণের জ্যেষ্ঠপুত্র, মেঘনাদ। বিণ. ইন্দ্রকে যে পরাজিত করেছে। ̃ ত্ব বি. ইন্দ্রের পদ বা মহিমা; রাজমহিমা; প্রাধান্য। ̃ ধনু-ইন্দ্রচাপ এর অনুরূপ। ̃ নীল, ̃ নীলক, ̃ মণি বি. মরকত, নীলকান্তমণি, পান্না ('ইন্দ্রমণির হার')। ̃ পতন বি. কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু। ̃ পাত-ইন্দ্রপতন এর অনুরূপ। ̃ পুরী, ̃ লোক বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে) ঐশ্বর্যমণ্ডিত বিরাট ও সুন্দর প্রাসাদ। ̃ লুপ্ত বি. মাথার টাক ('তার মাথায় ইন্দ্রলুপ্ত': অন্নদাশঙ্কর রায়)। &tilde ; লোক দ্র ইন্দ্রপুরী। ̃ সুত বি. 1 ইন্দ্রের পুত্র জয়ন্ত; 2 বানররাজ বালী; 3 তৃতীয় পাণ্ডব অর্জুন। ̃ সেন বি. যুধিষ্ঠিরের রথের সারথি। ইন্দ্রাণী বি. ইন্দ্রপত্নী, শচীদেবী। ইন্দ্রায়ুধ বি রামধনু। ইন্দ্রারি বি ইন্দ্রের শত্রু, অসুর। ইন্দ্রাসন বি. ইন্দ্রের সিংহাসন। 44)
ঐন্দ্র-জালিক
(p. 150) aindra-jālika বিণ. 1 ইন্দ্রজালবিদ্যায় বা ভোজবাজিতে বা ম্যাজিকে পারদর্শী; 2 ইন্দ্রজালসম্বন্ধীয়। বি. জাদুকর। [সং. ইন্দ্রজাল + ইক]। 26)
কলস, কলসি, কলসী, কলশ
(p. 169) kalasa, kalasi, kalasī, kalaśa বি. জালার আকারের মাটির বা ধাতুর তৈরি জলপাত্র, ঘড়া, গাগরী, কুম্ভ। [সং. (1) ক + √ লস্ + অ; (2) √ কল্ + শু + অ]। 65)
কুঁড়া-জালি, কুঁড়ো-জালি
(p. 192) kun̐ḍ়ā-jāli, kun̐ḍ়ō-jāli বি. 1 মাছ ধরার ক্ষুদ্র জালবিশেষ; 2 (ব্যঙ্গে) বৈষ্ণবের জপমালার থলি। [বাং. কুঁড় + জাল + ই]। 29)
কুকরি
(p. 192) kukari বি. ভোজালির মতো ছোট তরবারিবিশেষ; সাধারণত নেপালিদের ব্যবহৃত ছোট তরবারিবিশেষ। 44)
কুহক
(p. 202) kuhaka বি. 1 মায়া, ইন্দ্রজাল, ভেলকি (কুহক সৃষ্টি করা); 2 প্রতারণা, ছলনা (কল্পনার কুহক, আশার কুহক)। [সং. √ কুহ্ + অক]। ̃ জীবী (-বিন্) বি. বিণ. জাদুকর, ঐন্দ্রজালিক। কুহকী (-কিন্) বিণ. মায়াবী, ঐন্দ্রজালিক, জাদুকর। স্ত্রী. কুহকিনী। 11)
কূট
(p. 202) kūṭa বিণ. 1 কুটিল (কূটবুদ্ধি); 2 জটিল, দুর্বোধ্য (কূটপ্রশ্ন); 3 মিথ্যা, কপট (কূচসাক্ষী); 4 অসরল, শঠ (কূটচরিত্র); 5 (প্রধানত রাষ্ট্রীয় ব্যাপারে) কৌশলপূর্ণ (কূটনীতি)। বি. 1 দুর্বোধ্য ও অস্পষ্ট উক্তি বা শ্লোক (ব্যাসকূট); 2 পর্বতশৃঙ্গ (চিত্রকূট); 3 শীর্ষ (প্রাসাদকূট); 4 স্তূপ (অন্নকূট); 5 মৃগাদি পশুকে বাঁধার যন্ত্র, ফাঁদ, জাল (কূটবদ্ধ, কূটযন্ত্র); 6 (আল.) আপাতবিরোধী উক্তি, বিরোধাভাস, paradox (বি.প.)। [সং. √ কূট্ + অ]। ̃ কচাল বি. 1 ঘোরপ্যাঁচ; 2 বাধাবিঘ্ন; 3 চুলচেরা তর্ক। ̃ কচালে বিণ. 1 জটিল, দুর্বোধ্য; 2 বিঘ্নময়; 3 ঘোরপ্যাঁচযুক্ত (কূটকচালে লোক); কূটিল, কলহপ্রিয়। ̃ কর্ম বি. জালিয়াতি, জোচ্চুরি। ̃ কৌশল বি. ফন্দি, কারসাজি। 20)
কোলা
(p. 210) kōlā বি. বড় মোটা জালাবিশেষ। বিণ. বড় ও মোটা (কোলা ব্যাং)। [দেশি]। 55)
খাঁটি2
(p. 224) khān̐ṭi2 বিণ. 1 বিশুদ্ধ, ভেজালহীন (খাঁটি দুধ); 2 অকৃত্রিম, আসল (খাঁটি সোনা) ; 3 সাধুচরিত্রবিশিষ্ট (খাঁটি লোক); 4 সত্য (খাঁটি কথা বলবে)। [দেশি]। 58)
খুন
(p. 231) khuna বি. 1 হত্যা; 2 রক্ত ('জালিমের বুকে বেয়ে খুন ঝরে' নজরুল)। বিণ. আকুল ('শুনিয়া গবু ভাবিয়া হল খুন'): রবীন্দ্র)। [ফা. খুন]। মাথায় খুন চাপা (চড়া) ক্রি. বি. ক্রোধে রক্ত গরম হওয়া, প্রচণ্ড রেগে যাওয়া; অত্যন্ত উত্তেজিত হওয়া। খুন করা ক্রি. বি. হত্যা করা। খুন হওয়া ক্রি. বি. 1 নিহত হওয়া; 2 (আল.) আকুল হওয়া। খুনা.খুনি, খুনো.খুনি বি. পরস্পর হত্যা বা সাংঘাতিক মারামারি; রক্তারক্তি কাণ্ড; তুমুল ঝগড়া-বিবাদ। খুনি, খুনে বিণ. হত্যাকারী; হত্যা করতে সমর্থ বা অভ্যস্ত; (আল.) অত্যন্ত নিষ্ঠুর। বি. ওইরকম লোক। 13)
খেপলা
(p. 232) khēpalā বি. মাছ ধরার জালবিশেষ। [সং. √ক্ষিপ্ + বাং. লা]। 32)
চাঁই2
(p. 281) cām̐i2 বি. 1 চাঙড়, ডেলা; 2 বাঁশের শলাকা দ্বারা প্রস্তুত মাছধরা জালবিশেষ। [দেশি-তু. হি. চাঙ্গর]। 28)
ছাই
(p. 303) chāi বি. 1 ভস্ম, খাক, কোনো পদার্থ সম্পূর্ণ পুড়ে যাবার পর যে মিহি অবশেষ থাকে; 2 (আল.) অকিঞ্চিত্কর অসার বা জঞ্জালতুল্য বস্তু বা বিষয় (ও ছাই কেন খাচ্ছ ?); 3 কিছুই নয় (তুমি ছাই জানো)। [সং. ক্ষার]। ছাই-চাপা আগুন যে মর্মযন্ত্রণা বা প্রতিভা প্রকাশ করা যায় না বা প্রকাশিত হয় না। ছাই-চাপা কপাল ভাঙা কপাল; দুর্ভাগ্য। ̃ পাঁশ বি. (আল.) আজেবাজে জিনিস। ছাই ফেলতে ভাঙা কুলো অতি অকিঞ্চিত্কর কার্যসাধনের জন্য যে অবহেলিত ব্যক্তির প্রয়োজন। ̃ ভস্ম বি. বাজে বা জঞ্জালতুল্য বস্তু। 2)
জাদু2
(p. 322) jādu2 বি. 1 ভেলকি, ইন্দ্রজাল, ম্যাজিক; 2 তুক। [ফা. জাদ]। ̃ কর বি. 1 ঐন্দ্রজালিক, ম্যাজিশিয়ান; 2 মায়াবী। স্ত্রী. ̃ করী। জাদু করা ক্রি. বি. বশ করা; অদ্ভুত উপায়ে বশীভূত করা; মোহাবিষ্ট করা। ̃ ঘর বি. শিল্পবিজ্ঞানজাত দ্রব্য বা পুরাতত্ত্ব বিষয়ক দ্রব্যসম্ভার যেখানে রাখা হয়, মিউজিয়াম। ̃ বিদ্যা বি. ইন্দ্রজাল, ম্যাজিক, ভেলকি। 5)
জাফরি
(p. 322) jāphari বি. 1 চৌকো ছিদ্রযুক্ত বেড়া; 2 জালতি। [আ. জাফ্রী]। 28)
জাল2
(p. 324) jāla2 বি. 1 লোহার তার সুতো প্রভৃতি দিয়ে ফাঁক ফাঁক করে বোনা ফাঁদবিশেষ (মাছ-ধরা জাল, তারের জাল); 2 সূত্রনির্মিত অতি সূক্ষ্ম আবরণ (মাকড়সার জাল); 3 ফাঁদ (জাল পাতা); 5 কুহক, মোহিনীশক্তি (ইন্দ্রজাল, মায়াজাল); 6 সমূহ (স্নায়ুজাল, যুক্তিজাল)। [সং. √ জাল্ + অ]। ̃ জীবী (-বিন্) বি. জেলে। ̃ পাদ বিণ. পায়ের আঙুল পাতলা চামড়ার আবরণে সংযুক্ত থাকে এমন (জালপাদ পাখি)। বি. হাঁসজাতীয় পাখি। 6)
জালক
(p. 324) jālaka বি. 1 ফুলের কুঁড়ি; 2 জাল; 3 লাউ কুমড়ো প্রভৃতির কচি ফল, জালি। [সং. জাল + ক]। 7)
জালতি
(p. 324) jālati বি. 1 ছোট জাল; 2 ফল পাড়বার জালযুক্ত আঁকশিবিশেষ। [সং. জাল + বাং. তি]। 8)
জালাতন, জ্বালাতন
(p. 324) jālātana, jbālātana বি. উত্পাত, যন্ত্রণা বা বিরক্তি উত্পাদন (এই জালাতন আর সহ্য হয় না)। বিণ. অত্যন্ত উত্ত্যক্ত (জালাতন করা, জালাতন হওয়া)। [আ. জালাওতন-তু. সং. জ্বালা]। 9)
জালানি, জালানো, জালানো
(p. 324) jālāni, jālānō, jālānō যথাক্রমে জ্বালানি, জ্বালানো, জ্বালানে -র অধিকতর চলিত রূপ। 10)
জালি-বোট
(p. 324) jāli-bōṭa বি. স্টিমারের সঙ্গে যে ছোট নৌকা বাঁধা থাকে। [ইং. jolly-boat]। 14)
জালি1
(p. 324) jāli1 বি. 1 ছোট জাল; 2 জালসদৃশ বস্তু; 3 জাফরি। বিণ. জালের মতো ফাঁক-ফাঁক করে তৈরি (জালি গেঞ্জি)। [সং. জাল + বাং. ই]। 11)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074549
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768822
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366266
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721114
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698165
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594715
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545359
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542321

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন