Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জীবিত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-জীবী
(p. 327) -jībī (-বিন্) বিণ. 1 জীবনযুক্ত, আয়ুযুক্ত (দীর্ঘজীবী, ক্ষণজীবী); 2 জীবিকানির্বাহকারী (আইনজীবী)। [সং. √ জীব্ + ইন্]। 16)
অক্ষর
(p. 4) akṣara বি. 1 বর্ণ, letter (অক্ষরজ্ঞান); 2 যার ক্ষরণ নেই অর্থাত্ ব্রহ্ম, পরমাত্মা; 3 শিব; 4 বিষ্ণু; 5 আকাশ; 6 (ছন্দ.) একবারে উচ্চারণসাধ্য শব্দের ক্ষুদ্রতম অংশ, syllable; 7 (বীজগ.) অঙ্কের প্রতীকরূপে ব্যবহৃত বর্ণ। বিণ. ক্ষরণহীন। [সং. ন+ √ ক্ষর্+অ]। ̃ .জীবী (বিন্), ̃ জীবক, ̃ জীবিক বি. লিপিকার, মুদ্রাকর, লেখক। অক্ষর পরিচয় বি. বর্ণজ্ঞান; বিদ্যারম্ভ (চার বত্সর বয়সে তাঁর অক্ষর-পরিচয় হয়); সামান্যতম জ্ঞান (এ বিষয়ে তার অক্ষর-পরিচয়ও নেই)। ̃ বিন্যাস বি. বর্ণ সংস্হাপন, লিখনপ্রণালী। ̃ বৃত্ত বি. অক্ষরসংখ্যার দ্বারা নিরূপিত বাংলা ছন্দবিশেষ (কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত)। ̃ মালা বি. বর্ণমালা, alphabet, অক্ষরে অক্ষরে ক্রি-বিণ. যথাযথভাবে, হুবহু। 32)
অজ-জীবক
(p. 8) aja-jībaka বিণ. ছাগল, ভেড়া প্রভৃতি কেনাবেচা করাই জীবিকা এমন (ব্যক্তি); মেষপালক। [সং. অজ2+জীবিকা (যার)]। 95)
অজীবিক
(p. 8) ajībika বিণ. জীবিকা নেই এমন বা উপার্জনের উপায় নেই এমন। বি. প্রাচীন ভারতের ধর্মীয় গোষ্ঠীবিশেষ। [সং. ন+জীবিকা]। 122)
অধি-বক্তা
(p. 17) adhi-baktā (-ক্তৃ) বি. ব্যবহারজীবিবিশেষ; advocate (স. প.)। [সং. অধি+বক্তা]। 72)
অন্ন
(p. 34) anna বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ̃ কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ̃ কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব। ̃ ক্ষেত্র, ̃ সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ̃ গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ̃ গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ̃ চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ̃ ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ̃ জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ̃ দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ̃ দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ̃ দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ̃ দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ̃ ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ̃ নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্হলীতে যায়, oesophagus. ̃ পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ̃ প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ̃ ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ। ̃ রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ̃ সংস্হান বি. আহারের ব্যবস্হা; জীবিকার্জন। ̃ সত্র বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ̃ হীন বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন। 45)
অন্যোন্য
(p. 34) anyōnya বিণ. পরস্পর, mutual. বি. কাব্যের অর্থালংকারবিশেষ। ̃ জীবিত্ব বি. ভিন্ন ভিন্ন জীবের মিলন, মিথোজীবিতা, symbiosis (বি. প.)। ̃ বিরোধী (-ধিন্) বি. পরস্পরবিরোধী, mutually opposed. 58)
অপেশা-দার
(p. 40) apēśā-dāra বিণ. কেবল পেশা বা জীবিকার জন্য করে না এমন (অপেশাদার অভিনেতা)। [বাং. অ + ফা. পেশাদার]। 45)
অল্প
(p. 65) alpa বিণ. 1 ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); 2 একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); 3 লঘু (অল্পপ্রাণ); 4 অনুদার, হীন (অল্পমতি); 5 ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সং. √ অল্ + প]। বি. ̃ তা, ̃ ত্ব। অল্প জলের মাছ বি. (আল.) 1 সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; 2 যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে। অল্পের উপর দিয়ে যাওয়া ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া। ̃ .জীবী (বিন্) বিণ অল্পকাল বাঁচে এমন। বি. ̃ জীবিতা। ̃ জ্ঞ বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. অদূরদর্শী। ̃ .প্রাণ বিণ. 1 অল্পায়ু, অল্প কাল বাঁচে এমন; 2 ক্ষুদ্রপ্রাণ, অনুদার; 3 (ব্যাক.) ক্ষীণ শ্বাসযোগে উচ্চারিত। ̃ প্রাণ বর্ণ প্রতি বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম বর্ণ এবং য র ল ব এই কয়টি বর্ণ অল্প শ্বাসযোগে উচ্চারিত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে। ̃ .বয়স্ক বিণ. বয়স অল্প এমন, অল্পবয়সী। ̃ বিদ্যা বি. অগভীর জ্ঞান, সামান্য লেখাপড়া। অল্পবিদ্যা ভয়ংকরী সামান্য বিদ্যা খুব ক্ষতিকর কারণ এতে অহংকার জন্মে অথচ প্রকৃত পাণ্ডিত্য লাভ হয় না। ̃ বিস্তর বিণ. ক্রি. বিণ. মোটামুটিরকম; একটু-আধটু; কম-বেশী। ̃ বুদ্ধি বিণ. সামান্য বুদ্ধিসম্পন্ন; মন্দমতি; জড়বুদ্ধি। ̃ ভাষী (-ষিন্) বিণ্. কম কথা বলে এমন। ̃ .মতি বিণ. হীনচেতা, নীচ; বোকা অল্পবুদ্ধিসম্পন্ন। ̃ .স্বল্প বিণ. একটু-আধটু। অল্পাধিক বিণ. কম-বেশি। অল্পায়ু, অল্পায়ুঃ (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। অল্পাশয় বিণ. হীনমতি; তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন। অল্পাহার বি. অল্প আহার, লঘু ভোজন। বিণ. অল্প খায় এমন। অল্পাহারী (-রিন্) বিণ. কম খায় এমন। অল্পে অল্পে, ক্রি-বিণ. ক্রমশ ধীরে ধীরে; সামান্যের উপর দিয়ে। 11)
অসদ্-বৃত্তি
(p. 67) asad-bṛtti বি. মন্দ প্রবৃত্তি, খারাপ ব্যবহার বা আচরণ; জীবিকা অর্জনের অসত্ পথ বা উপায়। [সং. অসত্ + বৃত্তি]। 70)
আইন
(p. 77) āina বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য। [আ. আঈন, ফা. আইন]। আইন অমান্য বি. সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাবার উপায় হিসাবে আইন ভাঙার আন্দোলন, civil disobedience. ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন। ̃ জ্ঞ বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ। ̃ ব্যবসায়ী (-য়িন্) বি. আইনজীবী। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস) ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে। ̃ মাফিক, ̃ মোতাবেক বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে। ̃ সম্মত, ̃ সংগত বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য। আইনানুগ বিণ. আইনসম্মত; আইন অনুসারী। আইন পাশ করা ক্রি. বি. 1 ওকালতি পরীক্ষায় পাশ করা (আইন পাশ করার পর সে ওকালতি শুরু করল); 2 আইন বা বিধি প্রবর্তন বা চালু করা; সংসদে বিধি প্রবর্তন করা। পাঁচ আইন বি. পুলিশের ক্ষমতা ও কর্তব্যবিষয়ক আইন। 11)
আজীব
(p. 85) ājība বি. 1 যার সাহায্যে জীবনধারণ করা যায়; জীবিকা; বৃত্তি; 2 ব্যবসায় (ব্যবহারাজীব)। [সং. আ + √ জীব্ + অ]। 39)
আয়ুষ্কাল
(p. 103) āẏuṣkāla বি. জীবিতকাল, জীবনকাল, পরমায়ু। [সং. আয়ুঃ + কাল]। 20)
ইহ
(p. 117) iha ক্রি-বিণ. এই স্হানে বা সময়ে; এই জগতে। বিণ. এই, উপস্হিত ('ছাড় ইহ বাত': গো. দা)। [সং. ইদম্ + হ্]। ̃ কাল বি. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়; এই জীবন বা জন্ম, জীবিতকাল। ̃ জগত্, ̃ লোক বি. এই পৃথিবী; পৃথিবী; মনুষ্যলোক, মর্তলোক (ইহলোক ত্যাগ করা)। ̃ জন্ম, ̃ জীবন বি. এই জীবন; পৃথিবীতে এই জন্ম। 3)
উজ্জীবন
(p. 119) ujjībana বি. 1 নবজীবনসঞ্চার; 2 মৃতের বা মৃতপ্রায়ের চেতনাসঞ্চার; 3 যা লুপ্তপ্রায় ছিল তার পুনরায় জেগে ওঠা বা প্রবল হওয়া (প্রাচীন সভ্যতার উজ্জীবন)। [সং. উত্ + √ জীব্ + অন]। উজ্জীবিত বিণ. নবজীবনপ্রাপ্ত; নতুনভাবে চেতনাপ্রাপ্ত; উদ্দীপিত, সঞ্জীবিত। 71)
উঞ্ছ
(p. 119) uñcha বি. 1 কোনো জায়গায় পড়ে-থাকা বা পরিত্যক্ত শস্যকণা খুঁটে খুঁটে সংগ্রহ; 2 হীন জীবিকা। [সং. √ উন্ছ্ + অ]। ̃ জীবী (-বিন্) বিণ. অতি নগণ্য বা হীন কাজ করে জীবিকানির্বাহকারী। ̃ বৃত্তি বি. হীন কর্মের দ্বারা জীবিকানির্বাহ। 73)
উপ-জীবিকা
(p. 131) upa-jībikā বি. বৃত্তি বা জীবিকা; পেশা (কৃষি এদেশের অধিকাংশ মানুষের উপজীবিকা)। [সং. উপ + জীবিকা]। উপ-জীবী (-বিন্) বিণ. বৃত্তি বা জীবিকা অবলম্বনকারী। উপ-জীব্য বিণ. জীবিকা হিসাবে বা প্রয়োজনে গ্রহণযোগ্য। বি. 1 জীবনধারণের উপায়; 2 অবলম্বন (নাটকের উপজীব্য)। 32)
উপাধ্যায়
(p. 133) upādhyāẏa বি. 1 আচার্যের সহকারী অধ্যাপক, শিক্ষক; উপদেষ্টা; 2 যিনি বেদ শিক্ষা দিয়ে জীবিকা অর্জন করেন; 3 রাঢ়ী কুলীন ব্রাহ্মণদের পদবিবিশেষ, যেমন বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়। [সং. উপ + অধি + √ ই + অ]। উপাধ্যায়া, উপাধ্যায়ী (-য়িন্) বি. (স্ত্রী.) মহিলা-উপাধ্যায়। উপাধ্যায়ী, উপধ্যায়ানী বি. (স্ত্রী.) উপাধ্যায়ের পত্নী। 99)
কপোত
(p. 163) kapōta বি. পায়রা। [সং. ক (=বায়ু) + পোত]। বি. (স্ত্রী.) কপোতী। ̃ পালি বি. পাকা বাড়ির কার্নিশ। ̃ পালী, ̃ পালিকা বি. (স্ত্রী.) পায়রার খোপ। ̃ বৃত্তি বি. কপোতের আচরণ; কপোতের মতো সঞ্চয়হীন জীবিকা। বিণ. কপোতের মতো সদ্য আহরণ করে বাঁচতে হয় এমন; সঞ্চয়হীন বৃত্তিসম্পন্ন। কপোতারি বি. শ্যেন, বাজপাখি। কপোতেশ্বর বি. মহাদেব। 24)
কষ্ট
(p. 174) kaṣṭa বি. 1 দুঃখ, ক্লেশ, যন্ত্রণা (কষ্টকর, কষ্টদায়ক); 2 পরিশ্রম, আয়াস, মেহনত (কষ্টার্জিত ধন); 3 অনটন (কষ্টে আছে)। [সং. √ কষ্ + ত]। ̃ কর বিণ. যন্ত্রণাদায়ক। কষ্ট করা ক্রি. বি. পরিশ্রম করা, মেহনত করা; ক্লেশ স্বীকার করা; দুঃখ বা যন্ত্রণা ভোগ করা। ̃ কল্পনা বি. সহজসাধ্য বা স্বাভাবিক নয় এমন কল্পনা। ̃ কল্পিত বিণ. কষ্ট করে, কল্পনা করা হয়েছে এমন। ̃ জীবী (-জীবিন্) বিণ. বহু কষ্টে দুঃখ ভোগ করে বেঁচে থাকে বা জীবিকা অর্জন করে এমন। ̃ লভ্য বিণ. কষ্ট করে লাভ করতে হয় এমন। ̃ দায়ক বিণ. কষ্টকর, যাতে কষ্ট বা যন্ত্রণা ভোগ হয় এমন। ̃ সহ, ̃ সহিষ্ণু বিণ. কষ্ট সহ্য করতে পারে এমন। ̃ সাধ্য বিণ. কষ্ট করে নির্বাহ বা সম্পাদন করতে হয় এমন, দুষ্কর। কষ্টার্জিত বিণ. বহু কষ্টে অর্জন করা হয়েছে এমন। 5)
কাজ
(p. 178) kāja বি. 1 কার্য (একটা কাজ করো); 2 প্রয়োজন, দরকার (এখানে তোমার কী কাজ? কথায় কাজ কী?); 3 কর্তব্য (দেশরক্ষা সরকারের কাজ); 4 চাকরি (তার কাজটা গেছে); 5 বৃত্তি, পেশা (চুরি করাই তার কাজ); 6 অভ্যাস, স্বভাব (আড্ডা দেওয়াই তার কাজ); 7 সুফল, প্রয়োজনসাধন (উপদেশে কাজ হয়েছে, ওষুধে কাজ হয়েছে); 8 কলাকৌশল, কারুকার্য (ছবিতে রঙের কাজ)। [সং. কার্য প্রা. কজ্জ]। কাজও নেই কামাইও নেই কর্মহীন হয়েও সদ্যব্যস্ত; অকারণে এবং অকাজে ব্যস্ত। কাজ আদায় করা ক্রি. বি. অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। কাজ চলা ক্রি. বি. উপযুক্ত হওয়া, চলনসই হওয়া (এতেই আমার কাজ চলে যাবে)। কাজ দেওয়া ক্রি. বি. 1 চাকরি দেওয়া; 2 কাজের ভার দেওয়া; 3 সুফল দেওয়া, প্রয়োজনসাধন করা (ঘড়িটায় বেশ কাজ দিচ্ছে)। কাজ দেখা ক্রি. বি. 1 কাজ তদারক করা; 2 চাকরি খোঁজা। কাজ দেখানো ক্রি. বি. 1 কর্মব্যস্ততার ভান করা; 2 কাজ করে নিজের যোগ্যতা প্রকাশ করা। কাজ হাসিল হওয়া ক্রি. বি. কাজ সম্পন্ন হওয়া। কাজের কাজি করণীয় কাজের যোগ্যতাসম্পন্ন কর্মী। কাজের বার (বাহির) বিণ. অকর্মণ্য; অকেজো। কাজের বেলায় কাজি, কাজ ফুরোলে পাজি (উক্তি) কার্যসাধনের জন্য অনুনয়বিনয় করে, কিন্তু কাজ মিটে গেলে কৃতজ্ঞতা প্রকাশ হবে না। ̃ কর্ম বি. জীবিকা, পেশা, চাকরি; দৈনন্দিন ব্যাপার। ̃ পাগল, ̃ পাগলা বিণ. কাজ করতে ভীষণ ভালোবাসে এমন, অস্বাভাবিক রকমের কাজের নেশাযুক্ত। 20)
কুসীদ
(p. 202) kusīda বি. 1 সুদ; 2 ঋণদান-ব্যবসায়; 3 সুদের কারবার, তেজারাতি। [সং. √ কুস্ (সংযোগ) + ঈদ]। ̃ জীবী (-বিন্) বিণ. বি. সুদে টাকা ধার দিয়ে অর্থাত্ তেজারতি করে জীবিকার্জনকারী, সুদখোর। ̃ ব্যবহার বি. তেজরতি; সুদকষা। 2)
কৃষি
(p. 205) kṛṣi বি. কৃষকের কর্ম; চাষ। [সং. √কৃষ + ই]। ̃. কর্ম বি. চাষের কাজ। ̃. জ, ̃. জাত বিণ. কৃষি থেকে উত্পন্ন, ভূমিজাত (কৃষিজ ফসল)। ̃. জীবী (-বিন্) বিণ. বি. কৃষিকর্মের দ্বারা জীবিকা নির্বাহকারী। ̃. পণ্য বি. কৃষিজাত পণ্যদ্রব্য। 7)
গন্ধোপ-জীবী
(p. 241) gandhōpa-jībī (-বিন্) বি. গন্ধবণিক। বিম. গন্ধদ্রব্য ও মশলার ব্যবসায়ে জীবিকানির্বাহকারী। [সং গন্ধ + উপ + √জীব্ + ইন্]। 2)
গুজরা, গুজরানো
(p. 250) gujarā, gujarānō ক্রি. বি. যাপন করা, অতিবাহিত করা (দিন গুজরানো)। [হি. √গুজর্না ফা. গুজ্রান]। গুজরান (উচ্চা. গুজ্রান্) বি. যাপন, অতিবাহন; জীবিকানির্বাহ; কাটানো (এই টাকায় কোনোক্রমে আমার দিন গুজরান হয়)। 42)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086479
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773324
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370917
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723104
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700482
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596293
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551175
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543263

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন