Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

টলানো দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষ
(p. 4) akṣa বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্হি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ̃ ক বি. 1 কণ্ঠাস্হি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ̃ কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ̃ কুশল, ̃ কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ̃ ক্রীড়া বি. পাশাখেলা। ̃ জ বিণ. ইন্দ্রিয়জাত। বি. 1 বজ্র; 2 হীরক। ̃ দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ̃ ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ̃ ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ̃ পাটি বি. পাশা। ̃ বতী বি. পাশা খেলা। ̃ বাট বি. পাশা খেলার স্হান। ̃ বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ̃ .বিদ, ̃ .বিত্, ̃ বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ̃ বৃত্ত, ̃ রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ̃ মদ বি. পাশা খেলার নেশা। ̃ মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ̃ শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ̃ সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ̃ মূত্র বি. জপমালা। 25)
অগ্নি
(p. 7) agni বি. 1 যা দহন করে; আগুন, অনল, বহ্নী, পাবক; 2 ব্রহ্মার জ্যেষ্ঠ পুত্র ও দক্ষকন্যা স্বাহার স্বামী; 3 তেজ, শক্তি; 4 পরিপাকশক্তি, ক্ষুধা; 5 জ্বালা (ক্রোধাগ্নি)। [সং. √ অগ্ + নি়]। ̃ কণা বি. স্ফুলিঙ্গ। ̃ কর্ম বি. অগ্নিহোত্রাদি কর্ম; অন্ত্যেষ্টিক্রিয়া। ̃ কল্প বিণ. প্রায় আগুনের সমান, অগ্নিতুল্য (তেজস্বী); উগ্র, ক্রোধান্বিত। ̃ কাণ্ড বি. আগুনের ব্যাপক ধ্বংসলীলা; আগুনে দগ্ধ হওয়া (পাটের গুদামে অগ্নিকাণ্ড); তুমুল ঝগড়াঝাঁটি বা মারামারি; বিষম অনর্থ (সে অগ্নিকাণ্ড ঘটাবে)। ̃ কার্য-অগ্নিকর্ম -র অনুরূপ। ̃ কুণ্ড বি. আগুন জ্বালবার গর্ত; আগুনে পূর্ণ গহ্বর (পৃথিবী তখন যেন এক বিশাল অগ্নিকুণ্ড)। ̃ কুমার বি. কার্তিকেয়। ̃ কেতু বি. ধোঁয়া। ̃ কোণ.বি. পূর্ব ও দক্ষিণ দিকের মধ্যবর্তী কোণ (অগ্নিদেব এই কোণের অধিদেবতা)। ̃ ক্রিয়া - অগ্নিকর্ম- র অনুরূপ। ̃ ক্রীড়া বি. আগুনের খেলা; আতশবাজি পোড়ানো। ̃ .গর্ভ বিণ. অভ্যন্তরে আগুন আছে এমন; (আল.) অত্যন্ত উত্তেজনাপূর্ণ, উত্তপ্ত (অগ্নিগর্ভ বক্তৃতা)। ̃ গৃহ বি. হোমগৃহ। ̃ চূর্ণ বি. বারুদ gunpowder. ̃ জ বি. অগ্নি থেকে যার জন্ম; কার্তিকেয়। ̃ জিহ্ব বিণ. অগ্নির মতো জিহ্বা যার। বি. বরাহরূপী বিষ্ণু। ̃ .তপ্ত বিণ. অগ্নিতাপে উষ্ণ, অগ্নিতে তপ্ত; অগ্নির তূল্য উষ্ণ। ̃ তূল্য বিণ. আগুনের মতো। ̃ এয় বি. বেদোক্ত তিনপ্রকার অগ্নি, যথা গার্হপত্য, আহবনীয় ও দাক্ষিণ্য। ̃ দগ্ধ বিণ. আগুনে-পোড়া। ̃ .দাতা (-তৃ) বি. 1 আগুন লাগায় যে; 2 যে ব্যক্তি মৃতের মুখাগ্নি করে। ̃ .দান বি. 1 আগুন ধরানো, আগুন লাগানো; 2 মৃতের মুখাগ্নি। ̃ দাহ বি. 1 অগ্নিকাণ্ড; 2 আগুনের তাপ। ̃ .দাহ্য বিণ. আগুনে দগ্ধ হয় বা পোড়ে এমন, combustible. ̃ দীপক বিণ. ক্ষুধা বা পরিপাকশক্তি সৃষ্টি করে বা বৃদ্ধি করে এমন। ̃ দীপন বিণ. পরিপাক ক্রিয়া বৃদ্ধি করে এমন। বি. 1 অগ্নিদীপক পদার্থ; 2 প্রজ্বলন। ̃ দীপ্ত বিণ. আগুনের দ্বারা আলোকিত। ̃ .দেব, ̃ .দেবতা বি. আগুনের অধিদেবতা, বৈশ্বানর। ̃ পক্ব বিণ. 1 আগুনের তাপে রন্ধন করা হয়েছে এমন; 2 আগুনের তাপে কঠিনীকৃত (অগ্নিপক্ব ইট)। ̃ পরীক্ষা বি. 1 আগুনে পুড়িয়ে বিশুদ্ধতা বিচার; কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তার চরিত্রের দোষশূন্যতা বিচার (সীতার অগ্নিপরীক্ষা); 2 (আল.) অতি কঠিন পরীক্ষা। ̃ পুরাণ বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ প্রবেশ বি. জ্বলন্ত চিতায় প্রবেশপূর্বক জীবন বিসর্জন। ̃ .প্রভ বিণ. আগুনের মতো দীপ্তিসম্পন্ন। ̃ প্রভা বি. আগুনের আভা। ̃ প্রস্তর বি. চকমকি পাথর। ̃ বর্ণ বিণ. আগুনের মতো রক্তবর্ণবিশিষ্ট। ̃ বর্ধক বিণ. পরিপাকশক্তি বা ক্ষুধা বাড়ায় এমন। ̃ বর্ষণ, ̃ বৃষ্টি বি. 1 (আগ্নেয়গিরির) অগ্ন্যুত্পাত; 2 আকাশ থেকে বৃষ্টির মতো অগ্নিকণার পতন। ̃ বাণ বি. পুরাণোক্ত অগ্নিবর্ষী তিরবিশেষ। ̃ বৃদ্ধি বি. ক্ষুধাবৃদ্ধি ̃ বৃষ্টি-অগ্নিবর্ষণ -এর অনুরূপ। ̃ .মন্ত্র বি. যে মন্ত্র অন্তরে তেজ বাড়িয়ে অভীষ্টলাভের যোগ্যতা অর্জন করায়। ̃ .ময় বিণ. আগুনে পূর্ণ; আগুন দিয়ে তৈরি। ̃ .মান্দ্য বি. 1 পরিপাকশক্তি বা ক্ষুধার হ্রাস; 2 অজীর্ণ রোগ। ̃ .মুখ বি. 1 দেবতা; 2 ব্রাহ্মণ। ̃ .মূর্তি বিণ. অতিশয় ক্রুদ্ধ বা উগ্র। বি. ক্রুদ্ধ অবস্হা, উগ্র অবস্হা। ̃ .মূল্য বিণ. অত্যন্ত দুর্মূল্য (বাজারে সব কিছু এখন অগ্নিমূল্য)। ̃ যুগ বি. বিপ্লব বা বিদ্রোহের যুগ। ̃ শর্মা (-র্মন্) বিণ. অত্যন্ত ক্রোধী। ̃ শিখা বি. আগুনের শিখা। ̃ শুদ্ধ বিণ. 1 আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়েছে এমন; অগ্নির স্পর্শের দ্বারা শোধিত; 2 কঠিন প্রায়শ্চিত্ত দ্বারা পবিত্রীকৃত। ̃ ষ্টোম বি. সাগ্নিক ব্রাহ্মণের করণীয় বৈদিক যজ্ঞবিশেষ। ̃ সংস্কার বি. 1 আগুনে পুড়িয়ে সংস্কার বা শোধন; 2 শবদাহ। ̃ সখ, ̃ সখা বি. অগ্নির সখা অর্থাত্ বায়ু। ̃ সত্কার বি. শবদাহ। ̃ সহ বিণ. আগুনে পোড়ে না এমন, fireproof. ̃ সহ ইষ্টক আগুনে পোড়ে না এমন ইট, fire-brick. ̃ .সহ মৃত্তিকা fire-clay. ̃ সাত্ বিণ. 1 আগুনে নিক্ষিপ্ত; 2 সম্পূর্ণ দগ্ধ। ̃ .স্ফুলিঙ্গ্ বি. আগুনের ফুলকি। ̃ হোত্র বি. সাগ্নিকের প্রত্যহ করণীয় হোম। ̃ হোত্রী (-ত্রিন্) বি. সাগ্নিক; নিত্য হোমকারী; যে নিত্য অগ্নি রক্ষা করে প্রত্যহ হোম করে। 12)
অটল
(p. 8) aṭala বিণ. 1 যাকে টলানো যায় না, অচঞ্চল, স্হির; 2 দৃঢ় (অটল বিশ্বাস)। [সং. ন+টল]। 146)
অতলান্তিক
(p. 14) atalāntika বি. আটলাণ্টিক মহাসাগর। [ইং. Atlantic]। 21)
অনমনীয়
(p. 23) anamanīẏa বিণ. 1 নত করা যায় না এমন; 2 নোয়ানো যায় না এমন; 3 যাকে নিজের মত থেকে বিচ্যুত করা বা টলানো যায় না (অনমনীয় মনোভাব)। [সং. ন+নমনীয়]। ̃ তা বি. দৃঢ়তা। 20)
ইষ্ট2
(p. 116) iṣṭa2 বিণ. 1 বাঞ্ছিত, কাম্য (ইষ্টকর্ম); 2 কল্যাণকর (ইষ্টচিন্তা); 3 গুরুদত্ত (ইষ্টমন্ত্র); 4 উপাস্য (ইষ্টদেবতা); 5 আত্মীয় (ইষ্টকুটুম্ব); 6 প্রিয় (ইষ্টজন)। বি. 1 অভীষ্ট বস্তু বা বিষয় (ইষ্টলাভ); 2 প্রিয়জন (ইষ্টবিয়োগ)। [সং. √ ইষ্ + ত]। ̃ কর্ম বি. উদ্দিষ্ট বা বাঞ্ছিত কাজ। ̃ কুটুম্ব বি. আত্মীয়স্বজন। ̃ দেব বি. উপাস্য দেবতা। ̃ নাম বি. উপাস্য দেবতার নাম। ̃ মন্ত্র বি. উপাস্য দেবতার পূজার্থ মন্ত্র; গুরুমন্ত্র। ̃ সাধন, ̃ সিদ্ধি বি. অভীষ্ট বস্তু পাওয়া। 26)
উপায়
(p. 133) upāẏa বি. 1 কার্যসিদ্ধির বা অভীষ্টলাভের পন্হা বা প্রণালী; কৌশল (নানা উপায়ে সে তার মনের কষ্ট বুঝিয়ে দিল); 2 প্রতিকার; পরিত্রাণ (ক্ষতি যা হবার হয়েছে, এখন একটা উপায় তো বার করতেই হবে); 3 আয়, রোজগার; লাভ (সে ভালোই উপায় করে)। [সং. উপ + √ ই + অ]। ̃ ক্ষম বিণ. রোজগার করতে সমর্থ। ̃ জ্ঞ বিণ. কৌশল বা প্রতিকার জানে এমন। উপায়ান্তর বি. অন্য উপায়, গত্যন্তর (উপায়ান্তর না দেখে সে জলে ঝাঁপ দিল)। উপায়ী (-য়িন্) বিণ. উপার্জনকারী, যে রোজগার করে। 103)
এগনো, এগোনো
(p. 146) ēganō, ēgōnō ক্রি. অগ্রসর হওয়া; সামনে যাওয়া (তুমি এগোচ্ছ না কেন?)। বি. অগ্রসর হওয়া (বারবার এমন এগোনো-পেছোনো করছ কেন?)। [বাং. এগা + আনো]। এগিয়ে দেওয়া ক্রি. বি. আগে যেতে বা অগ্রসর হতে সাহায্য করা; অন্যের অভীষ্টলাভের সুযোগ সৃষ্টি করা। 19)
কার্য
(p. 186) kārya বি. 1 কাজ, কর্ম; 2 প্রয়োজন (কোন কার্যে এখানে আগমন?); 3 ফল, উপকার (এতে কোনো কার্য দর্শাবে কি?)। বিণ. কর্তব্য, করণীয় (অবশ্যকার্য)। [সং. √ কৃ + য]। ̃ কর, ̃ কারী (কারিন্) বিণ. উপযোগী; ফলদায়ক। স্ত্রী. ̃ করী, ̃ কারিণী। ̃ করতা, ̃ কারিতা বি. উপযোগিতা, প্রয়োজন সাধনের ক্ষমতা। ̃ কলাপ বি. কাজকর্ম, নানাবিধ কাজ। ̃ কারণ সম্বন্ধ বি. কার্য ও তার কারণের মধ্যে আপেক্ষিক সম্বন্ধ। ̃ কাল বি. চাকরি প্রভৃতির ব্যাপ্তিকাল; প্রয়োজন (কার্যকালে বন্ধুদের দেখা পাওয়া যায় না)। ̃ কুশল বিণ. দক্ষ, কর্মণিপুণ। ̃ ক্রম বি. করণীয় কাজের ক্রমানুযায়ী তালিকা, programme. ̃ ক্ষম বিণ. কাজ করতে সমর্থ; কর্মদক্ষ। ̃ গতিকে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে বা তাগিদে। ̃ ঞ্চাগে অব্য. লিপি, দলিল প্রভৃতির প্রারম্ভিক পাঠবিশেষ, যার অর্থ: কাজের আদেশ দেওয়া হচ্ছে। [সং. কার্যম্ + চ + বাং. আগে]। ̃ ত (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. ফলত, প্রকৃতপ্রস্তাবে; প্রয়োজনের সময়, কার্যকালে। ̃ পরম্পরা বি. ক্রমানুযায়ী কাজ, কাজের ক্রম। ̃ বশত (বর্জি.) বশতঃ অব্য. ক্রি-বিণ. কার্যানুরোধে, কাজের জন্য। ̃ বাহ বি. সভাসমিতিতে আলোচিত বা নির্বাহিত বিষয়সমুহ, proceeding (স.প.)। ̃ সিদ্ধি বি. অভীষ্টলাভ; সাফল্য। কার্যাকার্য বি. কাজ ও অকাজ; বিধেয় ও অবিধেয় কর্ম। কার্যানুরোধে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে, কাজের তাগিদে, কাজের দাবিতে; কাজের জন্য। কার্যান্তর বি. ভিন্ন কর্ম, অন্য কাজ। কার্যোদ্ধার বি. কার্যসিদ্ধি, কাজ সম্পাদন, কাজ হাসিল। কার্যোপলক্ষ্যে ক্রি-বিণ. কাজের জন্য, কাজের উদ্দেশ্যে। 18)
টল-টল
(p. 341) ṭala-ṭala বি. তরস পদার্থের ঈষত্ আন্দোলন ও পরিপূর্ণতার লক্ষণ (পুকুরে জল টলটল করছে)। [ধ্বন্যা.]। টল-টলানো ক্রি. টলটল করা। টল-টলায়মান বিণ. টলে পড়ে যাবার উপক্রম হয়েছে এমন, পতনোম্মুখ (সিংহাসন টলটলায়মান)। টল-টলে বিণ. টলটল করে বা করছে এমন (টলটলে জল)। 51)
টলা
(p. 341) ṭalā ক্রি. 1 বিচলিত হওয়া (মন টলানো); 2 স্হানভ্রষ্ট হওয়া, বিচ্যুত হওয়া, কম্পিত বা আন্দোলিত হওয়া (পা টলছে); 3 অন্যথা বা নড়চড় হওয়া (তার প্রতিজ্ঞা টলবে না)। [বাং. √ টল্ + আ]। বি. বিণ. উক্ত সব অর্থে। টলানো ক্রি. বি. বিচলিত করা; স্হানচ্যুত করা, নড়ানো; কম্পিত বা আন্দোলিত করা; অন্যথা করানো। বিণ. উক্ত সব অর্থে। 55)
তল্পি
(p. 372) talpi বি. বিছানাপাত্রের গাঁটরি; বিছানাপত্র এবং কাপড়চোপড়ের পোঁটলাপুঁটলি। [সং. তল্প + বাং. ই]। ̃ তল্পা বি. বিছানাপত্র ও কাপড়চোপড়ের গাঁটরি; বোঁচকাবুঁচকি। ̃ দার, ̃ বাহক বি. মোটবাহী ভৃত্য; মুটে; (আল.) অনুচর, আজ্ঞা অনুসারে চলে এমন ব্যক্তি। 3)
পুরশ্চরণ
(p. 526) puraścaraṇa বি. মন্ত্রজপে ও অভীষ্টলাভে প্রথমেই ইষ্টদেবতার পূজার্চনা ইত্যাদি। [সং. পুরস্ + √ চর্ + অন]। 26)
বোঁচকা
(p. 646) bōn̐cakā বি. পোঁটলা, গাঁটরি; কাপড় ইত্যাদি দিয়ে বাঁধা মোট। [তুর. হি. বুকচা]. বোঁচকা-বুঁচকি বি. পোঁটলাপুঁটলি, যাত্রীর লটবহর। 15)
ব্রত
(p. 652) brata বি. 1 পুণ্যলাভ ইষ্টলাভ পাপক্ষয় প্রভৃতির জন্য অনুষ্ঠিত ধর্মকার্য, ধর্মানুষ্ঠান; 2 তপস্যা; 3 সংযম। [সং. √ বৃ + অত]। ̃ .কথা বি. যে দেবতার আরাধনার জন্য ব্রত করা হয়, সেই দেবতার মাহাত্ম্যকাহিনি। ̃ .চারী (-রিন) বিণ. বি. ব্রতপালনকারী। বি. গুরুসদয় দত্ত-প্রবর্তিত নৃত্যবিশেষ। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .ধারী (-রিন্) বিণ. ব্রত আচরণকারী। স্ত্রী. ̃ .ধারিণী। ব্রতী (-তিন্) বিণ. ব্রত গ্রহণ করেছে এমন, পুণ্যকর্ম অনুষ্ঠানকারী (শিক্ষাব্রতী, পুণ্যকর্মে ব্রতী)। 20)
মানস
(p. 698) mānasa বি. 1 মন, চিত্ত (মানসলোক); 2 ইচ্ছা, অভিলাষ (মানস করা); 3 মানস সরোবর। বিণ 1 মানসিক (মানসভ্রমণ, মানসজগত্); 2 কল্পনাপ্রসূত (মানসপ্রতিমা)। [সং মনস্ + অ]। ̃ তা বি. মনের প্রকৃতি ভাব বা প্রবণতা, mentality (বি. প.)। ̃ .নেত্র ̃ .লোচন বি. 1 মনশ্চক্ষু, অন্তর্দৃষ্টি; 2 কল্পনা। ̃ .পুত্র বি. মনে বা কল্পনায় জাত পুত্র। ̃ .কন্যা বি (স্ত্রী.) মনে বা কল্পনায় জাতা কন্যা। ̃ .প্রতিমা বি কল্পনায় গঠিত মূর্তি। মানস সরোবর বি কৈলাস পর্বতে অবস্হিত (ব্রহ্মার মনঃকল্পিত) হ্রদবিশেষ। ̃ .সিদ্ধ বি. আশাপূরণ, ইষ্টলাভ। মানসাঙ্ক বি. যে অঙ্ক না লিখে মনে মনে কষতে হয়। মানসিক বিণ 1 মনোগত (মানসিক ব্যাধি, মানসিক অশান্তি); 2 কল্পনাপ্রসূত। বি. (বাং.) মানত। মানসিকতা বি. চিত্তবৃত্তি, প্রবণতা, মনোগত ভাব, mentality (ধর্মবিরোধী মানসিকতা রক্ষণশীলতা মানসিকতা)। মনসী বিণ. স্ত্রী. মনঃকল্পিতা (মানসী মূর্তি) বি. মনে মনে ক্রিয়ারূপে কল্পিতা নারী (কবির মানসী)।
মোট৩
(p. 718) mōṭa3 বি. বোঝা, ভার (মোটা বওয়া); 2 বস্তা, গাঁটরি (মোটা বাঁধা)। [তা. মোট্টই]। ̃ .ঘাট বি. পোঁটলাপুঁটলি, গাঁটরিসমূহ। ̃ .বাহক বি. মুটে। ̃ .মাট বি. মালপত্র (এতে মোটমাট নিয়ে হাঁটা যায় না)। 20)
সমুত্-সুক
(p. 814) samut-suka বিণ. অতিশয় উত্সুক, অভীষ্টলাভে আগ্রহান্বিত। [সং. সম্ + উত্সুক]। 14)
সর্ব
(p. 818) sarba বিণ. 1 সব, সকল; 2 সম্পূর্ণ। বি. 1 বিষ্ণু; 2 শিব; 3 নিখিল বিশ্ব, বিশ্বমানব, সর্বব্যাপী সত্তা ('আমারে ফিরায়ে লহ সেই সর্ব মাঝে': রবীন্দ্র)। [সং. √ সর্ব + অ]। ং-সহ বিণ. সব-কিছু সহ্য করে এমন। ̃ ং-সহা বিণ. (স্ত্রী.) সব-কিছু সহ্যকারিণী (সর্বসংহা পৃথিবী)। বি. পৃথিবী। ̃ কনিষ্ঠ বিণ. বয়সে সবচেয়ে ছোটো। ̃ কর্ম বি. সমস্ত কাজ। ̃ কালীন বিণ. সকল যুগের সম্বন্ধে প্রযোজ্য, চিরন্তন (সর্বকালীন আদর্শ)। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. সর্বত্র গমনকারী। স্ত্রী. ̃ গা, ̃ গামিনী। ̃ গত বিণ. সর্বব্যাপী, সর্বত্রস্হিত। ̃ গুণ-নিধি, ̃ গুণাধার বিণ. সমস্তরকম গুণের অধিকারী। ̃ গ্রাস বি. (বাং.) সম্পূর্ণ আত্মসাত্; পূর্ণগ্রাস। ̃ গ্রাসী (-সিন্) বিণ. সমস্ত কিছু গ্রাস করে বা করতে পারে এমন (সর্বগ্রাসী ক্ষুধা)। স্ত্রী. ̃ গ্রাসিনী। ̃ জন বি. সমস্ত নরনারী ('সর্বজনে নারি তুষিবারে')। ̃ জনীন বিণ. 1 সকলের পক্ষে হিতকর, সকলের জন্য কৃত অনুষ্ঠিত বা উদ্দিষ্ট; 2 বারোয়ারি (সর্বজনীন পূজা, সর্বজনীন প্রচেষ্টা)। বি. ̃ জনীনতা। ̃ জয়া বি. 1 অগ্রহায়ণমাসে পালনীয় মেয়েদের ব্রতবিশেষ; 2 পুষ্পবৃক্ষবিশেষ; 3 (বাং.) দুর্গা। ̃ জ্ঞ বিণ. সমস্ত-কিছু জানে এমন, সবজান্তা। ̃ ত অব্য. ক্রি-বিণ. সকল প্রকারে দিকে বা বিষয়ে, সম্পূর্ণরূপে। ̃ তো-ভদ্র বি. 1 সর্ববিষয়ে মঙ্গলজনক কর্ম; 2 শুভকর্মে অঙ্কিত চতুষ্কোণ মণ্ডল বা আলপনাবিশেষ; 3 চতুর্দিকে দ্বারযুক্ত গৃহবিশেষ; 4 প্রাচীন ভারতের যুদ্ধব্যুহবিশেষ; 5 নবদুর্গার ও শিবের মূর্তিযুক্ত নগর; 6 চিত্রকাব্যবিশেষ; 7 (জ্যোতিষ.) শুভাশুভ-জ্ঞানার্থ মণ্ডলবিশেষ। ̃ তো-ভাবে ক্রি-বিণ. সকল প্রকারে। ̃ তো-মুখ বিণ. সকল দিকে মুখবিশিষ্ট, সর্বদিগ্বর্তী। বি. 1 শিব; 2 ব্রহ্মা; 3 আত্মা; 4 জল; 5 আকাশ। স্ত্রী. ̃ তো-মুখা, ̃ তো-মুখী (সর্বতোমুখী প্রতিভা, সর্বতোমুখী প্রভুতা)। ̃ ত্যাগী বিণ. 1 সমস্তকিছু ত্যাগ করেছে এমন; 2 সর্ববিষয়ে বিরাগী। ̃ ত্র ক্রিবিণ. সমস্ত স্হানে কালে দিকে বা বিষয়ে। ̃ থা অব্য. ক্রি-বিণ. সমস্ত স্হানে কালে দিকে বা বিষয়ে। ̃ থা অব্য. ক্রি-বিণ. সর্বপ্রকারে। ̃ দর্শী (-র্শিন) বিণ. সমস্তকিছু দেখতে পারেন বা দেখেন এমন। বি. ঈশ্বর। ̃ দা অব্য. ক্রি. বিণ. সকল সময়ে। ̃ দেশীয় বিণ. 1 সমস্ত দেশ সম্বন্ধীয়; 2 সমস্ত দেশের প্রতি প্রযোজ্য। ̃ ধর্ম বি. সমস্ত রকমের ধর্ম; সকল পালনীয় আচার-আচরণ ও করণীয় কাজকর্ম। ̃ নাম (-মন্) বি. 1 (ব্যাক.) বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা যায়; 2 যে 'নাম' বা শব্দ সকলের সম্বন্ধে প্রযোজ্য। ̃ নাশ বি. 1 সমূহ বিনাশ; 2 ঘোর অনিষ্ট; 3 ভীষণ বিপদ। ̃ নাশা, ̃ নেশে বিণ. সর্বনাশকারী (সর্বনাশা ভেদবুদ্ধি, সর্বনেশে প্রস্তাব)। স্ত্রী. (বাং.) ̃ নাশী। ̃ নাশী (-শিন্) বিণ. সর্বনাশকারী। স্ত্রী. ̃ নাশিনী। ̃ নিয়ন্তা (-ন্তৃ) বিণ. বি. সমস্তকিছুর নিয়ন্ত্রণকারী; ঈশ্বর। স্ত্রী. ̃ নিয়ন্ত্রী। ̃ প্রকার বিণ. সমস্তরকম। ̃ প্রকারে ক্রি-বিণ. 1 সমস্তরকমে; 2 সর্বভাবে; 3 সমস্ত উপায়ে; 4 সব দিক দিয়ে। ̃ প্রথম বিণ. প্রথম; সর্বাগ্রবর্তী। ̃ প্রথমে ক্রি-বিণ. সবার আগে; প্রথমে। ̃ প্রধান বিণ. সকলের মধ্যে শীর্ষস্হানীয়। ̃ প্রযত্ন বি. সমস্তরকম চেষ্টা। ̃ প্রিয় বিণ. সকলের প্রিয়। ̃ বাদি-সম্মত বিণ. সমস্তপ্রকার মতাবলম্বীরা যাতে সম্মতি দিয়েছে এমন; সমস্ত লোক কর্তৃক স্বীকৃত। ̃ ব্যাপী (-পিন্) বিণ. সর্বত্র ব্যাপ্ত বা বিদ্যমান। স্ত্রী. ̃ ব্যাপিনী। ̃ ভক্ষ, ̃ ভক্ষ্য, ̃ ভুক (-ভুজ্) বিণ. সমস্ত কিছুই খায় এমন। ̃ ভূত বি. সমস্ত প্রাণী (সর্বভূতে দয়া)। ̃ মঙ্গলা বি. (সকলের মঙ্গ লকারিণী) দুর্গাদেবী। ̃ মঙ্গল্য বিণ. সর্বশুভকর। স্ত্রী. ̃ মঙ্গল্যা। ̃ ময় বিণ. সর্বাত্মক, সর্বব্যাপী; একমাত্র (সর্বময় কর্তা); সর্বেসর্বা। বি. ঈশ্বর। স্ত্রী. ̃ ময়ী। ̃ লোক বি. 1 সমগ্র সৃষ্টি বা ব্রহ্মাণ্ড; 2 সকল ব্যক্তি, সর্বজন। ̃ শ (-শস্), (বর্জি.) ̃ শঃ অব্য. ক্রি-বিণ. সর্বপ্রকারে। ̃ শক্তি-মান (-মত্) বিণ. সকল প্রকার শক্তির অধিকারী। বি. ঈশ্বর। ̃ শুদ্ধ ক্রি-বিণ. সবসমেত; মোট। ̃ শ্রেষ্ঠ বিণ. সকলের চেয়ে উত্কৃষ্ট, সর্বোত্তম; সর্বপ্রধান। স্ত্রী. ̃ শ্রেষ্ঠা। ̃ সমক্ষে ক্রি-বিণ. সব লোকের সামনে। ̃ সম্মত বিণ. সকলের অনুমোদিত। ̃ সম্মতি বি. সকলের অনুমোদন। ̃ সম্মতি-ক্রমে ক্রি-বিণ. সকলের মতানুসারে বা অনুমোদনে। ̃ সাধারণ বি. সর্বজন, উচ্চ-নীচ নরনারী, সমস্ত লোক। ̃ সিদ্ধি বি. সকল প্রকার সাফল্য বা অভীষ্টপূরণ। ̃ স্ব বি. সমস্ত সম্পদ বা সম্বল। ̃ স্বান্ত বিণ. সমস্ত সম্পদ হারিয়েছে এমন, সর্বনাশগ্রস্ত (সর্বস্বান্ত হওয়া)। সর্বাঙ্গ বি. সমস্ত শরীর। সর্বাঙ্গসুন্দর বিণ. সমস্ত শরীরে কোথাও খুঁত নেই এমন; নিখুঁত, সম্পূর্ণ সুন্দর বা ত্রুটিহীন। সর্বাঙ্গীণ বিণ. 1 সর্বাঙ্গব্যাপী; 2 পূর্ণাঙ্গ; সম্পূর্ণ (সর্বাঙ্গীণ কুশল, সর্বাঙ্গীণ ঐক্য)। সর্বাণী বি. (স্ত্রী.) সর্ব অর্থাত্ শিবের স্ত্রী, দুর্গাদেবী। সর্বাতি-রিক্ত বিণ. সবচেয়ে বেশি। সর্বাত্মক বিণ. 1 সর্বত্র বা সব-কিছুতে প্রসারিত (সর্বাত্মক ধর্মঘট); 2 অবাধ। সর্বাদৃত বিণ. সকলের নিকট বা সর্বত্র আদরপ্রাপ্ত। সর্বাধার বি. সকল প্রাণী ও পদার্থের আধার বা আশ্রয়; ঈশ্বর। সর্বাধি-কারী (-রিন্) বিণ. 1 সকল বিষয়ে অধিকারসম্পন্ন; 2 সার্বভৌম কর্তৃত্বসম্পন্ন; 3 বাঙালি হিন্দুদের পদবিবিশেষ। সর্বাধ্যক্ষ বি. সকলের ও সবকিছুর কর্তা। সর্বানু-ভূত বিণ. সকলে উপলব্ধি করেছে এমন। সর্বানু-ভূতি বি. সকল বিষয়ের উপলব্ধি। সর্বান্তর্যামী (-মিন্) বিণ. যিনি সকলের অন্তরে অবস্হান করেন এবং মনের কথা জানেন। সর্বাবস্হায় ক্রি-বিণ. সকল অবস্হায়। সর্বার্থ বি. সকল অভীষ্ট বা প্রয়োজন। সর্বার্থ-সাধক বিণ. সমস্ত অভীষ্ট বা প্রয়োজন পূর্ণ করে এমন। বিণ. স্ত্রী. সর্বার্থ-সাধিকা। সর্বার্থ-সিদ্ধি বি. সমস্ত রকমের অভীষ্টলাভ। সর্বালং-কার-ভূষিতা বিণ. সমস্ত রকম গহনাদি-পরা। সর্বাশী (-র্শিন্) সর্বভুক। সর্বেশ্বর বি. বিণ. 1 সকলের বা সব-কিছুর প্রভু; 2 সার্বভৌম; 3 শিব। সর্বে-সর্বা বিণ. সকলের ও সবকিছুর একমাত্র কর্তা, সর্বময় কর্তা, সর্বপ্রধান। সর্বৈব ক্রি-বিণ. পুরোপুরি, সম্পূর্ণ (কথাটা সর্বৈব মিথ্যা)। সর্বোত্তম বিণ. সর্বাপেক্ষা উত্কৃষ্ট। সর্বোত্তর বিণ. 1 সকলের অপেক্ষা অধিক; 2 সর্বপ্রধান। (বাং.) বি. উত্তরদিকে সর্বপেক্ষা দূরবর্তী স্হান। সর্বোপরি অব্য. সকলের উপর। সর্বোপায়ে ক্রি-বিণ. সমস্ত উপায়ে। সর্বৌষধি বি. সমস্ত ওষধি। 33)
স্বস্ত্যয়ন
(p. 853) sbastyaẏana বি. আপদশান্তি পাপমোচন অভীষ্টলাভ প্রভৃতি কামনায় পূজানুষ্ঠানবিশেষ। [সং. স্বস্তি + অয়ন]। 30)
হত্যে
(p. 858) hatyē বি. 1 অভীষ্টলাভের আশায় আমৃত্যু দেবমূর্তির সামনে পড়ে থাকা (মন্দিরে হত্যে দেওয়া); 2 (আল.) দীর্ঘক্ষণ অপেক্ষা করা (দরজায় দরজায় হত্যে দেওয়া)। [ হত্যা]। 39)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074938
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769084
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366370
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721158
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698211
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594765
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545464
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542348

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন