Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তোলার দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষ
(p. 4) akṣa বি. 1 খেলবার পাশা, পাশা খেলার ঘুঁটি (অক্ষক্রীড়া); 2 পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ; 3 তুঁতে; ধুনা; 4 ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ); 5 আত্মা; 6 জ্ঞান; 7 জন্মান্ধ ব্যক্তি; 8 সাপ; 9 গরুড়; 1 রাবনের জনৈক পুত্র; 11 (বাণি.) এক ভরি; 12 (বৈদ্য.) দুই তোলা; 13 (ভূগো.) মেরুকেন্দ্র রেখা, axis (বি.প.); 14 রবি মার্গ থেকে কোনো গ্রহের কৌণিক ব্যবধান বা দূরত্বের পরিমাণ, latitude; 15 গ্রহগণের পরিভ্রমণপথ, axis; 16 প্রাণীদেহের প্রধান অস্হি, axis; 17 (জ্যোতি.) রাশিচক্রের অবয়ব; 18 আইন বা রাজনীতি; 19 রথ; 2 রথাদির চাকা বা চাকার মধ্যস্হ দণ্ড বা ঈশ, axle. [সং. √ অক্ষ্+অ]। ̃ ক বি. 1 কণ্ঠাস্হি, কণ্ঠা, calvicle, collar-bone (বি.প.); 2 যে পাশা খেলে। ̃ কর্ণ বি. সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহু, hypotenuse (বি.প.)। ̃ কুশল, ̃ কোবিদ বিণ. পাশাখেলায় পটু বা পণ্ডিত। ̃ ক্রীড়া বি. পাশাখেলা। ̃ জ বিণ. ইন্দ্রিয়জাত। বি. 1 বজ্র; 2 হীরক। ̃ দণ্ড বি. পৃথিবীর মধ্যদেশভেদী ও উভয় মেরু স্পর্শকারী কাল্পনিক সরলরেখা; মেরুদণ্ড, axis., ̃ ধুরা (-ধুর্) বি. চাকার অগ্রভাগ, axis, pole of cart, ̃ ধুর্ত বিণ. জুয়াড়ি, পাশা খেলায় দক্ষ, প্রতারক। ̃ পাটি বি. পাশা। ̃ বতী বি. পাশা খেলা। ̃ বাট বি. পাশা খেলার স্হান। ̃ বিচলন বি. চন্দ্রাকর্ষণের ফলে পৃথিবীর মেরুদণ্ডের দ্বারা সৌর অয়নবৃত্তের উপর গঠিত কোণের সাময়িক অথচ নিয়মিত পরিবর্তন, nutation (বি.প.)। ̃ .বিদ, ̃ .বিত্, ̃ বেত্তা বিণ. পাশা খেলায় দক্ষ। ̃ বৃত্ত, ̃ রেখা বি. নিরক্ষবৃত্তের সমান্তরালে ক্রমশ দশ দশ অংশ অন্তর কল্পিত ক্ষুদ্রতর বৃত্ত, parallel of latitude, ̃ মদ বি. পাশা খেলার নেশা। ̃ মালা বি. 1 রুদ্রাক্ষমালা, জপমালা; 2 (সপ্তর্ষিমণ্ডলের দ্বারা মালার ন্যায় পরিবেষ্টিতা) বশিষ্ঠপত্নী অরুন্ধতী। ̃ শক্তি বি. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারশাসিত জার্মানি, মুসোলিনিশাসিত ইতালি এবং তোজো-মন্ত্রিত্বাধীন জাপানের নেতৃত্বে বিভিন্ন রাষ্ট্রের মিলিত শক্তি, The Axis, ̃ সমান্তরাল-অক্ষবৃত্ত-র অনুরূপ। ̃ মূত্র বি. জপমালা। 25)
অভি-যোজন
(p. 50) abhi-yōjana বি. উদ্দেশ্য সাধনের উপযোগী করে তোলা, কোনো কিছুকে বিশেষ কিছুর যোগ্য বা উপযোগী করে নেওয়া, adaptation [সং. অভি + √ যুজ্ + ণিচ্ + অন]। অভি-যোজিত বিণ, উদ্দেশ্য সাধনের উপযোগী করা হয়েছে এমন। অভি-যোজ্য বিণ. অভিযোজনের যোগ্য। অভি-যোজ্যতা বি. অভিযোজনের উপযুক্ততা, অভিযোজনের উপযোগী অবস্হা। 118)
অর-ঘট্ট
(p. 60) ara-ghaṭṭa বি. 1 কূপ ইঁদারা; 2 কূপ থেকে জল তোলার কাঠের ঘটির মত যন্ত্রবিশেষ; [সং. অর. + ঘট্ট]। 27)
আওয়াজ
(p. 77) āōẏāja বি. শব্দ, ধ্বনি; (রাজ.) আন্দোলনের সময় দাবিজ্ঞাপক ধ্বনি, জিগির, slogan. [ফা. আওয়াজ]। আওয়াজ তোলা ক্রি. বি. কোনো ধ্বনি বা স্লোগান দেওয়া। আওয়াজ দেওয়া ক্রি. বি. 1 ধ্বনি বা স্লোগান উচ্চারণ করা; 2 বিদ্রুপাত্মক ধ্বনি উচ্চারণ করা; 3 সাড়া দেওয়া (এত ডাকছি, তবু আওয়াজ দাও না কেন?)। 32)
আকাশ
(p. 81) ākāśa বি. পৃথিবীর বায়ুমন্ডলের উপরাংশে (বিশেষত ভূপৃষ্ঠ থেকে যেমন দেখায়; আবহাওয়া পরিষ্কার থাকলে দিনের বেলা আকাশকে নীল দেখায়); গগন, অন্তরীক্ষ, শূন্য। [সং. আ + √ কাশ্ + অ]। ̃ .কুসুম বি. মিথ্যা কল্পনা, অসার কল্পনা, অলীক কল্পনা। ̃ .গঙ্গা বি. 1 ছায়াপথ, milky way 2 স্বর্গগঙ্গা, মন্দাকিনী। ̃ .চারী (-রিন্) বিণ- শূন্যপথে ভ্রমণকারী, গগনবিহারী। স্ত্রী. ̃ .চারিণী। ̃ .চুম্বী (-ম্বিন্) বিণ. আকাশকে স্পর্শ করে এমন; অত্যন্ত উঁচু। ̃ .ছোঁয়া বিণ. আকাশ স্পর্শ করে এমন। ̃ .জাত বিণ. আকাশে বা শূন্যে জন্মেছে এমন। ̃ .দীপ, প্রদীপ বি. হিন্দুরা স্বর্গস্হিত দেবতাদের উদ্দেশে বা স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে কার্তিক মাসের প্রতি সন্ধ্যায় বাঁশের ডগায় যে প্রদীপ জ্বেলে দেয়। ̃ .পট বি. আকাশের আঙিনা। ̃ .পথ শূন্য দিয়ে যাওয়া-আসার পথ। ̃ .পাতাল বিণ. বিস্তর, প্রচুর (আকাশপাতাল পার্থক্য)। ক্রি-বিণ. 1 স্বর্গ থেকে পাতাল পর্যন্ত; 2 সর্বত্র বা সমস্ত বিষয়ে (আকাশপাতাল ভাবছি)। ̃ .বাণী বি. 1 দৈববাণী; 2 বেতারবাণী, radio. ̃ .মণ্ডল বি. নভোমণ্ডল। ̃ .যান বি. উড়োজাহাজ, এরোপ্লেন। ̃ .স্হ বিণ. আকাশে অবস্হিত; আকাশের। আকাশ থেকে পড়া ক্রি. বি. কিছু না জানার ভান করা (কথাটা শুনে একেবারে আকাশ থেকে প়ড়লে যে); না জানার জন্য বিস্ময় প্রকাশ করা। আকাশ ধরা ক্রি. বি. বৃষ়্টি বন্ধ হওয়া। আকাশে তোলা ক্রি. বি. অতিরিক্ত প্রশংসা করা। মাথায় আকাশ ভেঙে পড়া ক্রি. বি. আকস্মিক বিপদে দিশাহারা হওয়া। 20)
আলতো
(p. 104) ālatō বিণ. আলগা (আলতো করে বেঁধেছে)। [দ্রা. আলিঙ্গ্ তোলাহ্]। 65)
আসর
(p. 108) āsara বি. সভা, মজলিশ, বৈঠক (কুন্তির আসর, সাহিত্যের আসর, গানের আসর)। [ফা.] আসর গরম করা ক্রি. বি. সভা মজলিশ জমিয়ে তোলা, সভায় উদ্দীপনা সৃষ্টি করা। আসর জমানো (বা জাঁকানো), আসর মাতানো ক্রি. বি. কথাবার্তা বা ভাবভঙ্গির দ্বারা নিজেকে সভার প্রধান আকর্ষণ হিসাবে প্রতিপন্ন করা। আসরে নামা ক্রি. বি. কর্মক্ষেত্রে অবতীর্ণ হওয়া, কাজে নামা, যোগ দেওয়া। 57)
উঁচা
(p. 119) un̐cā বিণ. উঁচু-র পুরানো ও বর্ত. আঞ্চ. রূপ। ক্রি. উঁচু করা। ̃ নো ক্রি. বি. উঁচু করা; উন্নত বা উত্তোলিত করা (লাঠি উঁচানো)। 8)
উত্-সেক, উত্-সেচন
(p. 123) ut-sēka, ut-sēcana বি. 1 সেচন, উপরে সেচন; 2 উদ্রেক; 3 গর্ব, অহংকার; 4 উত্সাহদান। [সং. উত্ + √ সিচ্ + অ, অন]। উত্-সেচন ক্রিয়া গাঁজিয়ে তোলা, fermentation. 56)
উত্তোলন
(p. 125) uttōlana বি. তুলে ধরা; উঁচু করা; ঊর্ধ্বে ধারণ বা বহন বা স্হাপন (ভারোত্তোলন); উত্থাপন। [সং. উত্ + তোলন]।
উত্তোলিত
(p. 126) uttōlita বিণ. তুলে ধরা হয়েছে এমন; ঊর্ধ্বে ধারণ বা বহন বা স্হাপন করা হয়েছে এমন; উত্থাপিত। 2)
উত্থাপন
(p. 126) utthāpana বি. 1 কথা তোলা, প্রস্তাব করা, প্রসঙ্গ তোলা (প্রস্তাব উত্থাপন করা); 2 উল্লেখ। [সং. উত্ + √ স্হা + ণিচ্ + অন]। উত্থাপক বিণ. বি. উত্থাপনকারী, প্রস্তাবক; উত্তোলক। উত্থাপিত বিণ. উত্থাপন করা হয়েছে এমন (প্রসঙ্গ উত্থাপিত হয়নি)। 5)
উদ্-গিরণ, উদ্গিরণ
(p. 126) ud-giraṇa, udgiraṇa বি. ঢেকুর তোলা; বমি করা; নিঃসারণ, নির্গমন (অগ্নি-উদ্গিরণ)। [সং. উত্ + গৃ + অন]। উদ্-গীরিত, উদ্গীরিত বিণ. বমিত; নিঃসারিত। 15)
উদ্দণ্ড
(p. 127) uddaṇḍa বিণ. 1 দণ্ড উচিয়েছে এমন; 2 দণ্ড বা শাস্তি দিতে উদ্যত; 3 প্রতাপান্বিত, দোর্দণ্ড বি উত্তোলিত দণ্ড। [সং উত্ + দণ্ড]। 24)
উদ্ধরণ
(p. 128) uddharaṇa বি. 1 উদ্ধার বা উদ্ধার করা; 2 উপরে তোলা, উত্তোলিত করা; 3 কোনো রচনার অংশ উদ্ধৃত করা। [সং. উত্ + √ ধৃ + অন]। 5)
উদ্ধার
(p. 128) uddhāra বি. 1 পরিত্রাণ, নিষ্কৃতি (বিপদ থেকে উদ্ধার পাওয়া); 2 হাসিল করা, সফলতা (কার্যোদ্ধার); 3 উত্তোলন, উন্নয়ন (পঙ্কোদ্ধার); 4 হারিয়ে-যাওয়া বা নষ্ট হয়ে-যাওয়া জিনিস আবার ফিরে পাওয়া (লুপ্তোদ্ধার); 5 উদ্ধৃতি (উদ্ধার চিহ্ন)। [সং. উত্ + √ হৃ, √ ধৃ + অ]। ̃ ক বিণ. বি. উদ্ধারকারী। ̃ কার্য বি. বিপন্ন লোকজনকে বাঁচাবার কাজ। উদ্ধার চিহ্ন বি. উদ্ধৃতি চিহ্ন। উদ্ধারাশ্রম বি. বিপন্ন বা অসহায় মানুষকে উদ্ধারের জন্য যেখানে আশ্রয় দেওয়া হয়। 6)
উদ্ধৃত
(p. 128) uddhṛta বিণ. 1 উত্তোলিত ('উদ্ধত প্রেম উদ্ধৃত হাতে আনে': বিষ্ণু); 2 কোনো উক্তি বা রচনা থেকে গৃহীত; 3 পুনরধিকৃত; 4 মোচিত, মুক্তি দেওয়া হয়েছে এমন। [সং. উত্ + √ ধৃ, √ হৃ + ত]। উদ্ধৃতি বি. উত্তোলন; কোনো রচনা বা উক্তি থেকে আহরণ; মোচন। 7)
উদ্যত
(p. 128) udyata বিণ. 1 উপক্রম করেছে এমন; উন্মুখ (রণোদ্যত); 2 উন্মত্ত, ক্ষিপ্ত; 3 উদ্যমশীল ('উদ্যত কর জাগ্রত কর': রবীন্দ্র); 4 উত্তোলিত (উদ্যত তরবারি)। [সং. উত্ + √ যম্ + ত]। উদ্যতি বি. উদ্যম, উদ্যোগ। 42)
উন্নমন
(p. 130) unnamana বি. 1 উপরে তোলা, উত্তোলন; 2 উপরে রাখা বা স্হাপন; 3 উন্নতি। [সং. উত্ + √ নম্ + ণিচ্ + অন]। উন্নমিত বিণ. উন্নমন করা হয়েছে এমন। 2)
উন্নীত
(p. 130) unnīta বিণ. উত্তোলিত, ঊর্ধ্বে নীতি; উন্নতিপ্রাপ্ত হয়েছে এমন (উচ্চতর শ্রেণীতে উন্নীত)। [সং. উত্ + নীত]। 6)
উন্নয়ন
(p. 130) unnaẏana বি. 1 উত্তোলন; 2 উন্নতিসাধন; 3 উন্নতি (শিল্পের মানোন্নয়ন)। [সং. উত্ +√ নী + অন]। &tilde মুখী বিণ. যাতে উন্নয়ন বা উন্নতি হয় এমন; উন্নতির কাজে নিয়োজিত। ̃ শীল বিণ. শক্তিবৃদ্ধি ও উন্নতিসাধনে সচেষ্ট কিন্তু যথার্থ উন্নত নয় এমন। 3)
ওয়াক, ওক
(p. 153) ōẏāka, ōka অব্য. বমির অনুকারধ্বনি। ওক তোলা. ওয়াক তোলা ক্রি. বি বমির উদ্রেক হয়েছে এমন শব্দ করা (বাচ্চাটা দুধ খেয়েই ওক তুলতে শুরু করেছে)। 24)
কণ্টক
(p. 159) kaṇṭaka বি. 1 গাছের বা মাছের কাঁটা (কণ্টকাকীর্ণ পথ); 2 অন্তরায়, বাধা, বিঘ্ন (সুখের কণ্টক); 3 লজ্জা বা কষ্টের কারণ; 4 শত্রু; 5 রোমাঞ্চ। [সং. √ কণ্ট্ + অক]। ̃ ফল, কণ্টকি-ফল, কণ্টকী-ফল বি. কাঁঠাল; কাঠালগাছ। ̃ শষ্যা বি. অস্বস্তি; অত্যন্ত অস্বস্তিকর বা যন্ত্রণাদায়ক অবস্হা। কণ্টকিত বিণ. 1 রোমাঞ্চিত (শরীর কণ্টকিত হল); 2 বাধাজনক; জটিলতাপূর্ণ (সমস্যাকণ্টকিত পথ)। কণ্টকী (-কিন্) বিণ. যাতে কাঁটা আছে এমন। বি. 1 খেজুর বা ওইজাতীয় কাঁটাযুক্ত গাছ; 2 বেউড় বাঁশ; 3 কাঁটাওয়ালা মাছবিশেষ। কণ্টকোদ্ধার বি. কাঁটা দূরীকরণ, বিঘ্ননাশ; শত্রুদমন। কণ্টকে কণ্টকোদ্ধার শত্রুকে দিয়ে শত্রু দমন করা, কাঁটা দিয়ে কাঁটা তোলা; এক শত্রুর বিরুদ্ধে অন্য শত্রুকে লেলিয়ে দেওয়া। 20)
কপি-কল
(p. 163) kapi-kala বি. ভারী জিনিস নিচু জায়গা থেকে সহজে উপরে তোলার জন্য চাকার মতো যন্ত্রবিশেষ, pulley। [দেশি]। 17)
কর্ষ1
(p. 169) karṣa1 বি. ওজনের পরিমাণবিশেষ (16 মাষা, কবিরাজি মতে 2 তোলা)। [সং. √ কৃষ্ + অ]। 34)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074106
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768669
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366059
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721052
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698053
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594636
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545162
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542296

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন