Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

উদ্-গিরণ, উদ্গিরণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  উদ্-গিরণ, উদ্গিরণ এর বাংলা অর্থ হলো -

(p. 126) ud-giraṇa, udgiraṇa বি. ঢেকুর তোলা; বমি করা; নিঃসারণ, নির্গমন (অগ্নি-উদ্গিরণ)।
[সং. উত্ + গৃ + অন]।
উদ্-গীরিত, উদ্গীরিত বিণ. বমিত; নিঃসারিত।
15)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


উপ্ত
(p. 133) upta বিণ. বোনা বা বপন করা হয়েছে এমন (হিংসার বীজ সেইদিনই উপ্ত হয়েছিল)। [সং. √ বপ্ + ত]। উপ্তি বি. বপন। 122)
উপ-পতি
(p. 132) upa-pati বি. অবৈধ প্রণয়ী, জার। [সং. উপ + পতি]। 34)
উপর্যুক্ত
(p. 133) uparyukta বিণ. উপরে উক্ত বা উল্লিখিত হয়েছে এমন, পূর্বে উল্লিখিত (উপর্যুক্ত বিষয়গুলি)। [সং. উপরি + উক্ত]। 47)
উদীক্ষণ
উপ-নয়ন
(p. 132) upa-naẏana বি. 1 যজ্ঞোপবীত ধারণের সংস্কার, পইতে ধারণের অনুষ্ঠান; 2 বেদ অধ্যয়নের জন্য গুরুর কাছে আনা। [সং. উপ + √ নী + অন]। 23)
উদ্বাস্তু
উদ্দেশ
উস-খুস
(p. 139) usa-khusa বি. অস্বস্তি বা অস্হিরতার ভাব প্রকাশ করা। [দেশি-তু. হি. অস্খস্]। 19)
উলসা
(p. 133) ulasā ক্রি. উল্লসিত হওয়া ('উলসি উঠেছে প্রাণ')। [বাং. √ উলস্ (সং. উত্ + √ লস্) + আ]। উলসিত বিণ. (কাব্যে) উল্লসিত ('উলসিত তটিনী': রবীন্দ্র)। 158)
উপ-কৃত
(p. 131) upa-kṛta বিণ. উপকার করা হয়েছে এমন, উপকারপ্রাপ্ত (তাঁর এই সাহায্যে আমি খুবই উপকৃত হয়েছি)। [সং. উপ + √ কৃ + ত]। বি. উপ-কৃতি। 3)
উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
উপাত্যয়
(p. 133) upātyaẏa বি. 1 প্রচলিত বিধি বা আচার লঙ্ঘন, নিয়ম লঙ্ঘন; 2 মৃত্যু। [সং. উপ + অতি + √ ই + অ]। 94)
উদধি
(p. 126) udadhi বি. সমুদ্র। [সং. উদ + √ ধা + ই]। 24)
উপাত্ত
(p. 133) upātta বিণ. 1 গৃহীত; স্বীকৃত; 2 অর্জিত; লব্ধ। বি. যা থেকে অনুমান বা সিদ্ধান্ত করা হয় এইরকম স্বীকৃত বিষয়, অনুমান বা সিদ্ধান্তের ভিত্তিস্বরূপ বিষয়, data (বি. প.)। [সং. উপ + আ + √ দা + ত]। 93)
উপা-দান
(p. 133) upā-dāna বি. 1 উপকরণ, যেসব বস্তু একত্র করে অন্য বস্তু গঠিত হয় (নানান উপাদানে গঠিত); 2 সমবায়ী বা নিত্যসম্বন্ধযুক্ত কারণ অর্থাত্ যা পরিবর্তিত হয়ে অন্য জিনিসে পরিণত হয় (যেমন মাটি ঘটের উপাদান)। [সং. উপ + আ + √ দা + অন]। 95)
উপ-পত্তি
উপাড়া
উন্নদ্ধ
(p. 128) unnaddha বিণ. 1 ঊর্ধ্বে বদ্ধ বা সংযত (উন্নদ্ধ বেণী); 2 স্ফীত। [সং. উত্ + √ নহ্ + ত]।
উন্মান
(p. 130) unmāna বি. 1 পরিমাণবিশেষ; 2 ওজন; 3 তুলাদণ্ড। [সং. উদ্ + √ মা + অন]। বিণ. উন্মিত। 17)
উপ-কথা
(p. 130) upa-kathā বি. রূপকথা, উপাখ্যান, গল্প। [সং. উপ + কথা]। 29)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2544830
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2150777
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1743197
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 957068
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 887543
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840688
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 699285
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604418

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us