Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দাঙ্গা। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কাজিয়া
(p. 179) kājiẏā বি. 1 বিবাদ, ঝগড়া; 2 দাঙ্গা। [আ. কদীয়া]। 3)
খণ্ড
(p. 221) khaṇḍa বি. 1 অংশ, ভাগ, টুকরো (এক খণ্ড মেঘ, মাংসের খণ্ড); 2 গ্রন্হের ভাগ (চার খণ্ডে বিভক্ত বই); 3 অঞ্চল, দেশের অংশ (শ্রীখণ্ড, ভূখণ্ড); 4 টি, টা, খানি, খানা, খান (এক খণ্ড কাপড়)। [সং. √খণ্ড্ + অ]। ̃ ক বিণ. ছেদক, যে খণ্ড বা ছেদন করে। ̃ কথা বি. ক্ষুদ্র কাহিনী। ̃ কাব্য বি. ক্ষুদ্র কাব্য-যথা মেঘদূত, ঋতুসংহার। খণ্ড খণ্ড বিণ. টুকরো টুকরো; ছিন্নভিন্ন। ̃ ন বি. 1 খণ্ডে খণ্ডে ভাগ করা; 2 ছেদন, কর্তন, কাটা; 3 যুক্তি দিয়ে অন্যের যুক্তির ভুল দেখানো; 4 (দোষ পাপ ইত্যাদি) মোচন, নিরাকরণ (পাপ খণ্ডন, মোহ খণ্ডন)। [সং. √খণ্ড্ + অন]। ̃ নীয় বিণ. খণ্ডনযোগ্য; খণ্ডন করতে হবে বা করা যায় বা উচিত এমন। ̃ প্রলয় বি. 1 আংশিক প্রলয়; 2 স্বর্গ বাদে সমুদয় সৃষ্টির অবসান; 3 তুমুল কাণ্ড, ঘোর দাঙ্গাহাঙ্গামা (ঘরের মধ্যে ততক্ষণে খণ্ডপ্রলয় ঘটে গেছে)। ̃ বিখণ্ড বিণ. ছিন্নভিন্ন; টুকরো টুকরো। ̃ শ (-শস্) ক্রি-বিণ. খণ্ডে খণ্ডে, খণ্ড খণ্ড করে, ক্রমশ (অভিধানখানি খণ্ডশ প্রকাশিত হবে)। খণ্ডানো ক্রি. বি. 1 যুক্তির দ্বারা ভুল বা মিথ্যা বলে প্রতিপন্ন করা ; 2 পাপ, দোষ প্রভৃতি মোচন বা নিবারণ করা (এতে কি তোমার দোষ খণ্ডাবে?); 3 লঙ্ঘন করা ('বিধির বিধি কে পারে খণ্ডাতে?)। খণ্ডিত বিণ. খণ্ড করা হয়েছে এমন, টুকরো বা বিভক্ত করা হয়েছে এমন (খণ্ডিত ভারতবর্ষ); অঙ্গহীন, অসম্পূর্ণ (খণ্ডিত জ্ঞান); নিরাকৃত, মোচন করা হয়েছে এমন (পাপ খণ্ডিত হয়েছে)। খণ্ডিতা বি. (স্ত্রী.) নায়কের দেহে অন্য নারীর প্রণয়ের চিহ্নাদি দেখে ক্রুদ্ধা ও ঈর্ষান্বিতা নায়িকা। খণ্ডী-করণ বি. খণ্ড করা। 54)
খারাবি
(p. 226) khārābi বি. 1 ক্ষতি; 2 বদমায়েশি; 3 সর্বনাশ। [আ. খারাব্]। খুন-খারাবি, খুন-খারাব, খুন-খারাপি বি. 1 দাঙ্গাহাঙ্গামা; হত্যাকাণ্ড ; 2 টকটকে লাল রংবিশেষ। 79)
দাঙ্গা
(p. 402) dāṅgā বি. বহু লোকের দলবদ্ধ হয়ে মারামারি, কাজিয়া। [হি. দাংগা]। ̃ বাজ বিণ. দাঙ্গা করতে বা বাধাতে পটু, দাঙ্গা করতে বা বাধাতে অভ্যস্ত। ̃ হাঙ্গামা বি. বহু লোকের বা বিভিন্ন শ্রেণির মধ্যে ক্রমাগত মারামারি। 51)
মারদাঙ্গা, মারধর, মারপিট
(p. 700) māradāṅgā, māradhara, mārapiṭa দ্র মার3। 20)
মারা
(p. 700) mārā ক্রি. বি. 1 বিনাশ করা বা বধ করা (সাপ মারা); 2 প্রহার করা (ছাত্রকে মারা); 3 বধ বা আঘাত করার উদ্দেশ্যে প্রয়োগ করা (ছুরি মারা); 4 নষ্ট করা (বিষ মারা, জাত মারা); 5 শুষ্ক করা (রস মারা); 6 প্রবিষ্ট করানো, ঠুকে বসানো (পেরেক মারা); 7 জুড়ে বা এঁটে দেওয়া (তালি মারা, টিকিট মারা); 8 প্রয়োগ করা, মুদ্রিত করা, লাগানো (লেবেল মারা, ছাপ মারা) ; 9 অপহরণ করা (পকেট মারা); 1 অসদুপায়ে লাভ করা, আত্মসাত্ করা (টাকা মেরে দেওয়া); 11 ; বন্ধ করা, ভোগ করতে না দেওয়া (ভাত মারা); 12 অবরুদ্ধ করা, রোধ করা (পথ মারা); 13 ধারণ করা (মালকোঁচা মারা); 14 প্রদর্শন করা (চাল মারা, চালাকি মারা, ফুটানি মারা); 15 (কথ্য) খুব খাওয়া (লুচিমাংস মারা); 16 দেওয়া (উঁকি মারা); 17 উপভোগ করা (ফূর্তি মারা, মজা মারা)। বিণ. 1 নিহত (লাঠি দিয়ে সাপ মারা); 2 বসানো লাগানো বা আঁটা হয়েছে এমন (পেরেক-মারা জুতো, টিকিটমারা খাম); 3 বধকারী (মাছিমারা, বাঘমারা); 4 নষ্ট, মৃত (মেরে যাওয়া)। [সং. √ মৃ + ণিচ্ + বাং.অ]। মারা পড়া, মারা যাওয়া ক্রি. বি. 1 প্রাণ হারানো; 2 নষ্ট হওয়া (টাকা মারা যাওয়া)। ̃. মারি বি. 1 পরস্পর প্রহার; 2 দাঙ্গা, লড়াই। মেরে-কেটে ক্রিবিণ. অব্য. বাদ দেওয়া বা কাটাকুটি করা সত্ত্বেও, অন্ততপক্ষে (মেরেকেটে তিন হাজার টাকা পাবে)। মেরে দেওয়া ক্রি. বি. আত্মসাত্ করা; চুরি করা। মেরে ফেলা ক্রি. বি. হত্যা বা খুন করা; প্রাণনাশ করা। পেটে মারা, ভাতে মারা ক্রি. বি. 1 না খেতে দিয়ে দুর্বল করে ফেলা; 2 জীবিকার উপায় নষ্ট করে দেওয়া। 26)
মার৩
(p. 700) māra3 বি. 1 প্রহার, আঘাত (চোরকে মার দেওয়া, ভগবানের মার); 2 লোকসান, ক্ষতি (ব্যবসায় মার খাওয়া)। [মারা দ্র-তু. মারি (√ মৃ + ণিচ্)]। ̃ .কাট বি. 1 মারামারি কাটাকাটি; 2 অতিশয় ব্যস্ততা ও হইচই (মারকাট করে কাজ করা)। বিণ. বড়ো জোর, ঊর্ধ্বপক্ষে (মারকাট পাঁচশো টাকা)। ̃ .কুটে বিণ. অল্পেই মারতে চাওয়া যার স্বভাব এমন (মারকুটে ছেলে)। ̃ .দাঙ্গা বি. বিরাট মারপিট। ̃ .ধর বি. প্রহার। ̃ .পিট বি. 1 প্রহার; 2 মারামারি। মারমার কাটকাট বি. 1 মারামারি ও কাটাকাটি; 2 অতিশয় ব্যস্ততা ও হইচই। বিণ. অত্যন্ত হইচইপূর্ণ বা বিরাট (মারমার কাটকাট ব্যাপার)। ̃ .মুখো, ̃ .মুখ বিণ. 1 সদাই বা একটুতেই মারতে যায় এমন, মারকুটে; 2 হাঙ্গামা সৃষ্টি করতে উদ্যত, হিংসাশ্রয়ী (মারমুখো জনতা)। স্ত্রী. মার-মুখী। ̃ .মূর্তি বিণ. 1 মারতে উদ্যত, 2 অতি ক্রুদ্ধ; অগ্নিমূর্তি। বি. অতি ক্রুদ্ধ মূর্তি (মারমূর্তি ধারণ করা)। 15)
রায়ট
(p. 743) rāẏaṭa বি. দাঙ্গা। [ইং. riot]। 15)
হাঙ্গাম, হাঙ্গামা
(p. 862) hāṅgāma, hāṅgāmā বি. 1 দাঙ্গা; 2 মারামারি; 3 উত্পাত; 4 বিপত্তি, ফ্যাসাদ। [ফা. হঙ্গামহ্]। 66)
হামলা1
(p. 867) hāmalā1 বি. ক্রি. 1 আক্রমণ; চড়াও হয়ে মারপিট বা চড়াও হওয়া ('হামলে পড়ল তার উপর তিনটে ভালুক': শ. ঘো.); 2 দাঙ্গা। [আ. হম্লা়]। 11)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073884
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768616
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366000
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721028
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698018
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594622
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545117
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542286

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন