Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দুইটি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অধর
(p. 17) adhara বি. 1 বি. নীচের ঠোঁট ('ভাঙিয়া মিলিয়া যার দুইটি অধরে': রবীন্দ্র); 2 নিম্নস্হান ('প্রাণের আহুতি জ্বালি হৃদয়ের অধরে-উত্তরে' অ. চ.)। [সং. ন+√ ধৃ+অ]। ̃ .পল্লব বি. কচি পাতার মতো নরম ঠোঁট। ̃ .পান, ̃ সুধা-পান বি. চুম্বন। 38)
অধি-বেদন
(p. 17) adhi-bēdana বি. এক স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষের দ্বিতীয় বিবাহ। [সং. অধি+√ বিদ্+অন]। অধি-বিন্না বি. (স্ত্রী.) দুইবার বিবাহিত পুরুষের প্রথম স্ত্রী। [সং. অধি+ √ বিদ্+ত+আ স্ত্রী.]। অধি-বেত্তা বি. যে পুরুষ এক স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিবাহ করে। 80)
উভ1
(p. 133) ubha1 সর্ব. উভয়, দুইজন ('দেশকাল উভে জিনি': ব্র. স.)। [সং. উভ্ + অ]। ̃ চর, উভয়-চর বিণ. জল ও স্হল উভয় স্হানেই বিচরণ করতে পারে এমন, amphibious ̃ লিঙ্গ বিণ. বি. একই দেহে লিঙ্গ ও যোনিবিশিষ্ট (প্রাণী), androgynous: (ব্যাক.) স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গবোধক (উভলিঙ্গ শব্দ)। 126)
উভয়
(p. 133) ubhaẏa বিণ. দুই (উভয়প্রকার, উভয় সংকট)। সর্ব. দুইজন (উভয়ে সেখানে গেল)। [সং. √ উভ্ + অয়]। ̃ ত. ̃ তঃ (-তস্) অব্য. ক্রি-বিণ. দুই দিকেই, দুই পক্ষেই। ̃ তো-মুখ বিণ. দুটি বা দুই দিকে মুখবিশিষ্ট। ̃ এ অব্য. ক্রি-বিণ. দুই দিকে; দুই পক্ষে; দুই স্হানে। ̃ থা অব্য. ক্রি-বিণ. উভয়প্রকারে, দুইপ্রকারে। ̃ লিঙ্গ বিণ. (প্রাণি.) একই দেহে ডিম্বাণু ও শুক্রাণু উত্পাদনে সমর্থ এমন জননযন্ত্রবিশিষ্ট (প্রাণী), hermaphrodite, androgynous. ̃ সংকট বি. উভয় দিকেই বিপদ অর্থাত্ পরিত্রাণের উপায় নেই এমন অবস্হা, dilemma. 128)
কর৩
(p. 166) kara3 বি. হস্ত, হাত (করজোড়ে, করপুট); 2 হাতির শুঁড়; 3 আঙুলের ভাঁজের দাগ (কর গুনে যোগবিয়োগ করা)। [সং. √ কৃ + অ]। ̃ কবলিত বিণ. হস্তগত, অধিকৃত। ̃ কমল বি. 1 হস্তরূপ পদ্ম; 2 পদ্মের মতো হাত। ̃ কমলেষু বি. প্রীতিভাজন ব্যক্তিকে পুস্তকাদি উপহারদানের উত্সর্গপত্রে প্রাপকের নামসহ এই সপ্তমী বিভক্তিযুক্ত পদটির প্রয়োগ হয়। ̃ কোষ্ঠী বি. করতলের রেখা, যা ভবিষ্যত্ গণনায় কোষ্ঠীর কাজ করে; কররেখা নির্ণীত কোষ্ঠী। ̃ গ্রহ, ̃ গ্রহণ বি. 1 হস্তধারণ, হাত ধরা; 2 বিবাহ। ̃ গ্রাহক, ̃ গ্রাহী (-হিন্) বিণ. বি. পাণিগ্রহণকারী; স্বামী, পতি। ̃ জোড়ে ক্রি-বিণ. দুই হাত যুক্ত করে। ̃ তল বি. হাতের তেলো, palm. ̃ তল-গত বিণ. হস্তগত, আয়ত্ত। ̃ তালি বি. হাততালি। ̃ ন্যাস বি. পূজার সময় মন্ত্রোচ্চারণের সঙ্গে করচিহ্নে বৃদ্ধাঙুলি স্পর্শ করা। ̃ পদ্ম বি করকমল এর অনুরূপ। ̃ পল্লব বি. ফুলের নরম পাতার মতো হাত; সুন্দর হাত। ̃ পীড়ন বি. বিবাহ। ̃ পুট বি. জোড়হাত। ̃ ভূষণ বি. হাতের গয়না। ̃ মর্দন বি. দুইজনে প্রীতিভরে পরস্পরের হাত ঝাঁকুনি, handshake. ̃ মুক্ত বিণ. হস্তচ্যুত; হাত ছাড়িয়েছে এমন। 19)
তরজা
(p. 367) tarajā বি. কবিগানজাতীয় লোকসংগীতবিশেষ, যাতে দুইজন গাইয়ে তত্ক্ষণাত্-রচিত গান গেয়ে পরস্পরকে আক্রমণ ও প্রতি-আক্রমণ করে। [আ. তর্জিহ্-বন্দ]। 95)
দুঁহু, দুঁহা, দুঁহুঁ, দোঁহা
(p. 411) dum̐hu, dum̐hā, dum̐hu, n̐dōm̐hā সর্ব. (ব্রজ. ও প্রা. বাং. কাব্যে) উভয়, দুই, দুইজন ('দুঁহু-কোরে দুঁহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া': চণ্ডী)। [ সং. দ্বয়, দ্বৌ]। ̃ কার বিণ. দুইজনের, উভয়ের (দোঁহাকার মনে)। 6)
দো-
(p. 421) dō- বিণ. দুই (দোমুখো, দোসরা, দোআঁশলা, দোতলা)। [হি. দো সং. দ্বি]। ̃ আনি দ্র দু। ̃ আব বি. দুই নদীর মধ্যবর্তী বা দুটি নদীবিশিষ্ট দেশ বা ভূভাগ। ̃ আঁশ বিণ. এঁটেল বা বেলে মাটির মিশ্রণজাত (দোআঁশ মাটি)। ̃ আঁশলা বিণ. 1 বর্ণসঙ্কর (দোআঁশলা কুকুর); 2 দুরকম পদার্থের মিশ্রণজাত। ̃ কর বিণ. 1 দ্বিগুণ; 2 দুইবার (দোকর খাটুনি, দোকর ধার শোধ দেওয়া)। ̃ কলা, ̃ কা বিণ. ক্রি-বিণ. 1 মাত্র দুজন বা দুজনে; 2 দোসরসহ (একলা নয়, দোকলা)। ̃ চালা বিণ. বি. দু দ্র। ̃ ছতরি বি. উপরের ছাদের নীচে ঘরের মধ্যে ছোট ছাদ। ̃ ছুট, ̃ ছোট বি. দ্বিতীয় বস্ত্র অর্থাত্ উত্তরীয়, চাদর। ̃ তরফা দ্র দু। ̃ তলা, ̃ তালা, দুতলা বিণ. দুই স্তর বা তলবিশিষ্ট। বি. পাকা বাড়ির দ্বিতীয় তল। ̃ তারা, ̃ ধারি, ̃ নলা, ̃ নালা, ̃ পেয়ে দ্র দু। ̃ পড়া, বিণ. গায়েহলুদের পরে বিয়ে ভেঙে গেছে এমন (দোপড়া মেয়ে)। ̃ ফলা, ̃ ফলা বিণ. 1 দুই ফলকযুক্ত (দোফলা ছুরি); 2 বছরে দুবার ফল দেয় এমন (দোফলা গাছ)। ̃ ফসলি বিণ. বছরে দুবার ফসল হয় এমন (দোফসলি জমি)। ̃ ফাল, ̃ ফালি দ্র দু। ̃ ভাষী, দুভাষী বিণ. যে দুটি ভাষা জানে। বি. যে উভয়ের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয়, interpreter. ̃ মনা, ̃ মুখো, ̃ মেটে, ̃ য়ানি দ্র দু। ̃ য়াব-দোআব -এর বানানভেদ। ̃ রকা, ̃ রোকা, ̃ রোখা বিণ. দুই দিকে কারুকার্যযুক্ত বা রংযুক্ত (দোরোখা শাল)। ̃ রসা বিণ. 1 আধপচা (দোরসা মাছ, দোরসা ফল); 2 দোআঁশ (দোরসা জমি); 3 মিঠেকড়া (দোরসা তামাক)। ̃ শালা বি. শালের জোড়া। ̃ সুতি দ্র দু। ̃ হাতিয়া-দুহাতিয়া -র রূপভেদ। 68)
দোঁহা2
(p. 421) dōm̐hā2 সর্ব. (ব্রজ.) দুইজন, উভয়। [সং. দ্বি]। ̃ র, ̃ কার, সর্ব. বিণ. (ব্রজ ও কাব্যে) দুজনের, উভয়ের (দোঁহাকার মন)। দোঁহে সর্ব. (ব্রজ. ও কাব্যে) উভয়ে ('দোঁহারে দেখিছে দোঁহে')। 71)
দ্বন্দ্ব
(p. 426) dbandba বি. 1 সংঘাত, ঝগড়া, বিবাদ (মন্দভালোর দ্বন্দ্ব, 'হিংসার উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব': রবীন্দ্র); 2 যুদ্ধ বা শত্রুতা; 3 দ্বিধা বা সংশয় (মনের দ্বন্দ্ব ঘুচানো); 4 (ব্যাক.) সমান প্রাধান্যপূর্ণ উভয় পদের সমাসবিশেষ যথা পাপপুণ্য, শীত-গ্রীষ্ম; 5 যুগল, মিথুন। [সং. দ্বি + দ্বি (নি.)]। ̃ জ বিণ. কলহ থেকে উত্পন্ন বা সৃষ্ট। ̃ যুদ্ধ বি. দুইজনের মধ্যে লড়াই। দ্বন্দ্বাতীত বিণ. সুখদুঃখ বা এইরকম পরস্পরবিরোধী বোধের অতীত বা সেই বিরোধ সহ্য করতে পারে এমন। দ্বন্দ্বী (-ন্দ্বিন্) বিণ. দ্বন্দ্বকারী। 9)
দ্বি
(p. 426) dbi বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই। [সং.]। ̃ কর্মক বিণ. (ব্যাক.) দুই কর্মপদযুক্ত। ̃ খণ্ডিত বিণ. দুই সমান বা অসমান খণ্ডে বিভক্ত। ̃ গু (ব্যাক.) সংখ্যানির্দেশক সমাসবিশেষ, যেমন, ত্রিভুবন। ̃ গুণ বিণ. দুইগুণ, দুবার গুণ করা হয়েছে এমন, ডবল। ̃ গুণিত, ̃ গুণীকৃত বিণ. দ্বিগুণ করা হয়েছে এমন। ̃ ঘাত বি. গণিতের প্রণালীবিশেষ, quadratic. ̃ চারণ বি. 1 একই ক্ষেত্রে বা একই বিষয়ে দুরকম আচরণ; 2 একই সঙ্গে দুজনের সঙ্গে প্রণয়। ̃ চারিণী বিণ. (স্ত্রী.) দুই পুরষের প্রতি আসক্তা, ব্যভিচারিণী। ̃ জ, ̃ জন্মা (-ন্মন্) বি. 1 (একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ হয় বলে) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতি; 2 পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী; 3 (বিরল) দন্ত। স্ত্রী. দ্বিজা। ̃ জ-পতি, ̃ জ-রাজ বি. 1 দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ; 2 (ব্রহ্মার বিধান অনুযায়ী ব্রাহ্মণদের অধিপতিরূপে) চন্দ্র। ̃ জাতি-তত্ত্ব বি. ভারতে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায় ভিন্ন জাতির লোক এবং তাদের ভিন্ন রাষ্ট্রে বসবাস করা কর্তব্য-এই সাম্প্রদায়িক মত। ̃ জিহ্ব বি. 1 (দুই ভাগে জিহ্বা বিভক্ত বলে) সাপ; 2 (আল.) মিথ্যাবাদী; পরস্পরবিরোধী উক্তিকারী। ̃ জেন্দ্র, ̃ জোত্তম বি. দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ। ̃ তল বি. বিণ. দোতলা (দ্বিতলে থাকে, দ্বিতল বাড়ি)। ̃ তীয় বিণ. 1 সংখ্যক, দুইয়ের পূরক। ̃ তীয়ত (-তস্) অব্য. ক্রি-বিণ. দ্বিতীয় ক্ষেত্রে; দ্বিতীয় দফায়, দ্বিতীয় বারে। ̃ তীয়া বিণ. (স্ত্রী.) 1 2 সংখ্যক; 2 তিথিবিশেষ। ̃ তীয়াশ্রম বি. গার্হস্হ্যজীবন। ̃ ত্ব বি. 1 দ্বিগুণত্ব; 2 পুনরুক্তি; 3 দুবার ব্যবহার বা প্রয়োগ (শব্দদ্বিত্ব)। ̃ দল বিণ. দুটি পাতাযুক্ত। বি. ডাল। ̃ ধা ক্রি-বিণ. দুই ভাগে বা দুই প্রকারে বা দুই দিকে (দ্বিধাবিভক্ত, দ্বিধাখণ্ডিত)। বিণ. দুই ভাগে বিভক্ত (দেশ দ্বিধা হয়েছে)। বি. সংশয়, সন্দেহ, মনের ইতস্তত ভাব (দ্বিধাগ্রস্ত, দ্বিধান্বিত, বিনা দ্বিধায় মেনে নেওয়া)। ̃ ধা-করণ বি. দুই ভাগে ভাগ করা বা বিচ্ছিন্ন করা। ̃ ধা-গ্রস্ত বিণ. সংশয়াপন্ন, মনের ইতস্তত ভাবযুক্ত; কুণ্ঠিত। ̃ নবতি বিণ. বি. 92 সংখ্যা বা সংখ্যক, বিরানব্বই। ̃ নবতি-তম বিণ. 92 সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ প বি. হাতি। ̃ পঞ্চাশত্ বি. 52 সংখ্যা। ̃ পঞ্চাশত্তম বিণ. 52 সংখ্যক। স্ত্রী. পঞ্চাশত্তমী। ̃ পদ বিণ. দুই পা-যুক্ত, দুপেয়ে। বি. মানুষ, পাখি ইত্যাদি দুপেয়ে প্রাণী। ̃ পদী বি. দুই চরণবিশিষ্ট পদ্যের ছন্দোবিশেষ। ̃ পাদ বি. বিণ. 1 দুই পদবিশিষ্ট; 2 দুই পদপরিমিত। ̃ প্রহর বি. দুপুর, মধ্যাহ্ন। ̃ বচন বি. (ব্যাক.) দ্বিত্ববাচক বিভক্তি। ̃ বার্ষিক বিণ. 1 যার দুই বত্সর বয়স হয়েছে (দ্বিবার্ষিক শিশু, দ্বিবার্ষিক পত্রিকা); 2 যার দুই বত্সরে উত্পন্ন হয় বা হয়েছে (দ্বিবার্ষিক শস্য)। ̃ বিধ বিণ. দুই রকম। ̃ ভাব বিণ. বাইরে একরকম ও ভিতরে অন্যরকম ভাবযুক্ত, কপট। বি. দুই ভাব। ̃ ভাষী (-ষিন্) বিণ. বি. দোভাষী, অন্যের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয় এমন। ̃ ভুজ বি. বিণ. দুই হাত বা দুই হাতবিশিষ্ট; দুই বাহু বা দুই বাহুবিশিষ্ট। ̃ মত বি. দুই বিরুদ্ধ মত, মতভেদ (এ বিষয়ে দ্বিমত নেই)। ̃ মাসিক বিণ. বি. দুই মাস অন্তর ঘটে এমন; দুই মাস অন্তর প্রকাশিত হয় এমন পত্রিকা। ̃ রদ বি. (দুটি দন্তযুক্ত) হাতি। দ্বিরদ-রদ বি. গজদন্ত। ̃ রাগমন বি. বিবাহের পর বধূর দ্বিতীয়বার পিতৃগৃহ থেকে পতিগৃহে আগমনের সংস্কার। ̃ রুক্ত বিণদুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্ত বিদুইবার কথিত লিখিত বা উল্লিখিত। ̃ রুক্তি বি. দ্বিতীয়বার উক্তি বা উল্লেখ; আপত্তিজ্ঞাপন (দ্বিরুক্তি না করে কাজটা করল)। ̃ রেফ বি. ভ্রমর। ̃ শত বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই শত। ̃ শততম বিণ. 2 সংখ্যক। স্ত্রী. ̃ শততমী। ̃ সপ্ততি বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. 72 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। 26)
দ্ব্যর্থ
(p. 426) dbyartha বি. দুই অর্থ, দুইপ্রকার অর্থ। বিণ. 1 দুই অর্থযুক্ত, দুই অর্থ হয় এমন; 2 যার অর্থ অস্পষ্ট। [সং. দ্বি + অর্থ]। ̃ ক বিণ. দুইপ্রকার অর্থযুক্ত। বি. ̃ কতা। ̃ হীন বিণ. দুই প্রকার অর্থ হয় না এমন; স্পষ্ট অর্থযুক্ত (দ্ব্যর্থহীন ভাষায় জানানো হল)। 44)
দ্ব্যাহিক
(p. 426) dbyāhika বিণ. 1 দুইদিন ব্যাপী; 2 দুইদিন অন্তর ঘটে এমন। [সং. দ্ব্যহ + ইক]। 49)
প্রতীপ
(p. 544) pratīpa বিণ. 1 (জ্যামি.) ঠিক বিপরীত দিকে অবস্হিত। বি. অর্থালংকারবিশেষ-এতে প্রসিদ্ধ উপমান-বস্তু উপমেয়রূপে কল্পিত হয়, কিংবা প্রসিদ্ধ উপমান-বস্তুর নিষ্ফলতা বর্ণিত হয় (যেমন, আজ বর্ষা গাঢ়তম, 'নিবিড় কুন্তলময় মেঘ নামিয়াছে মম দুইটি তীরে': রবীন্দ্র)। [সং. প্রতি + √ অপ্ + অ]। 12)
বিকাল
(p. 605) bikāla বি. বেলা শেষের সময় বা সন্ধ্যার পূর্ববর্তী দুইতিন ঘণ্টা সময়; অপরাহ্ন, দিনের শেষ দুই বা তিন প্রহরকাল। [সং. বি + কাল]। 96)
বেদুইন
(p. 633) bēduina বি. আরবের যাযাবর জাতিবিশেষ। [আ. বদবী (=মরুবাসী) ইং. bedouin]। 199)
ব্যাস
(p. 652) byāsa বি. 1 বৃত্তের কেন্দ্র ভেদ করে দুইদিকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখা; 2 বৃত্তের সর্বাধিক প্রস্হ; 3 বিভাগ; 4 বিস্তার। বি. কৃষ্ণদ্বৈপায়ন, বেদব্যাস। [সং. বি + আ + √ অস্ + অ]। ব্যাসার্ধ বি. বৃত্তের ব্যাসের অর্ধেক; বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখা। 4)
রাজ্য
(p. 742) rājya বি. 1 রাজার অধিকারভুক্ত দেশ বা ভূখণ্ড; 2 রাজত্ব; 3 কেন্দ্রিয় সরকারের অধীনে কিন্তু স্বতন্ত্র শাসনব্যবস্হা-সমন্বিত প্রদেশ, state; 4 দেশ 5 (আল.) পৃথিবী (রাজ্যের দুঃখ, যত রাজ্যের লোক এসে জুটেছে)। [সং.রাজন্ + য]। ̃ .চ্যুত, ̃.ভ্রষ্ট, ̃.হারা বিণ. স্বীয় রাজ্য বা রাজপদ থেকে বঞ্চিত, রাজ্য হাতছাড়া হয়েছে এমন। ̃ .পাল বি. স্বতন্ত্র শাসনব্যবস্হা সমন্বিত প্রদেশের বা রাজ্যের শাসক, গভর্ণর। ̃ .ভার বি. রাজ্যশাসনের দায়িত্ব। ̃ .ভ্রষ্ট দ্র রাজ্যচ্যুত। ̃ .শাসন বি. রাষ্ট্র বা দেশ পরিচালনা। ̃ .সভা বি. দুইকক্ষবিশিষ্ট ভারতীয় সংসদের দ্বিতীয় কক্ষ। ̃ .সরকার বি. যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্হায় প্রদেশের শাসক। ̃ .সীমা বি. দেশের বা রাজ্যের অধিকারভুক্ত এলাকা। ̃ .রাজ্যেশ্বর বি. রাজ্যের অধিপতি, রাজা। স্ত্রী. রাজ্যেশ্বরী। 9)
শাঁখ, শাঁক
(p. 773) śān̐kha, śān̐ka বি. 1 শক্ত খোলাযুক্ত সামুদ্রিক প্রাণীবিশেষ; 2 মাঙ্গলিক অনুষ্ঠানাদিতে ফুঁ দিয়ে বাজাবার জন্য ব্যবহৃত ওই প্রাণীর খোলা, শঙ্খ। [সং. শঙ্খ]। শাঁখের করাত 1 শাঁখ কাটবার জন্য বিশেষভাবে নির্মিত করাত; 2 (আল.) দুইদিকেই বিপদ, যে বিপদ থেকে সহজে নিস্তার পাওয়া যায় না; উভয়সংকট। ̃ চূর্ণী, ̃ চুন্নি, শাঁকিনি বি. প্রেতযোনিপ্রাপ্ত সধবা নারীর আত্মা। 27)
সামান্তরিক
(p. 828) sāmāntarika বি. (জ্যামি.) দুইজোড়া সমান্তরাল রেখাবেষ্টিত চতুষ্কোণ ক্ষেত্র, parallelogram. [সং. সমান্তর + ইক]। 38)
সিঁথি, সিঁথা
(p. 832) sin̐thi, sin̐thā বি. সীমন্ত, মাথার কেশরাশি দুইভাগে বিন্যস্ত করলে মাঝখানে যে সরু রেখা পড়ে, টেড়ি। [ সং. সীমন্ত]। 16)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083705
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772103
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369858
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722707
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699982
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595859
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549342
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543075

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন