Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্বি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দ্বি এর বাংলা অর্থ হলো -

(p. 426) dbi বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই।
[সং.]।
কর্মক
বিণ. (ব্যাক.) দুই কর্মপদযুক্ত।
খণ্ডিত
বিণ. দুই সমান বা অসমান খণ্ডে বিভক্ত।
গু (ব্যাক.) সংখ্যানির্দেশক সমাসবিশেষ, যেমন, ত্রিভুবন।
গুণ বিণ. দুইগুণ, দুবার গুণ করা হয়েছে এমন, ডবল।
গুণিত,গুণীকৃত
বিণ. দ্বিগুণ করা হয়েছে এমন।
ঘাত বি. গণিতের প্রণালীবিশেষ, quadratic.চারণ বি. 1 একই ক্ষেত্রে বা একই বিষয়ে দুরকম আচরণ; 2 একই সঙ্গে দুজনের সঙ্গে প্রণয়।
চারিণী
বিণ. (স্ত্রী.) দুই পুরষের প্রতি আসক্তা, ব্যভিচারিণী।
জ,জন্মা
(-ন্মন্) বি. 1 (একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ হয় বলে) ব্রাহ্মণ, ক্ষত্রিয়বৈশ্য জাতি; 2 পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী; 3 (বিরল) দন্ত।
স্ত্রী. দ্বিজা।
জ-পতি,জ-রাজ
বি. 1 দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ; 2 (ব্রহ্মার বিধান অনুযায়ী ব্রাহ্মণদের অধিপতিরূপে) চন্দ্র।
জাতি-তত্ত্ব
বি. ভারতে হিন্দুমুসলমান এই দুই সম্প্রদায় ভিন্ন জাতির লোক এবং তাদের ভিন্ন রাষ্ট্রে বসবাস করা কর্তব্য-এই সাম্প্রদায়িক মত।
জিহ্ব
বি. 1 (দুই ভাগে জিহ্বা বিভক্ত বলে) সাপ; 2 (আল.) মিথ্যাবাদী; পরস্পরবিরোধী উক্তিকারী।
জেন্দ্র,জোত্তম
বি. দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ।
তল বি. বিণ. দোতলা (দ্বিতলে থাকে, দ্বিতল বাড়ি)।
তীয় বিণ. 1 সংখ্যক, দুইয়ের পূরক।
তীয়ত
(-তস্) অব্য. ক্রি-বিণ. দ্বিতীয় ক্ষেত্রে; দ্বিতীয় দফায়, দ্বিতীয় বারে।
তীয়া
বিণ. (স্ত্রী.) 1 2 সংখ্যক; 2 তিথিবিশেষ।
তীয়াশ্রম
বি. গার্হস্হ্যজীবন।
ত্ব বি. 1 দ্বিগুণত্ব; 2 পুনরুক্তি; 3 দুবার ব্যবহার বা প্রয়োগ (শব্দদ্বিত্ব)।
দল বিণ. দুটি পাতাযুক্ত।
বি. ডাল।
ধা ক্রি-বিণ. দুই ভাগে বা দুই প্রকারে বা দুই দিকে (দ্বিধাবিভক্ত, দ্বিধাখণ্ডিত)।
বিণ. দুই ভাগে বিভক্ত (দেশ দ্বিধা হয়েছে)।
বি. সংশয়, সন্দেহ, মনের ইতস্তত ভাব (দ্বিধাগ্রস্ত, দ্বিধান্বিত, বিনা দ্বিধায় মেনে নেওয়া)।
ধা-করণ
বি. দুই ভাগে ভাগ করা বা বিচ্ছিন্ন করা।
ধা-গ্রস্ত
বিণ. সংশয়াপন্ন, মনের ইতস্তত ভাবযুক্ত; কুণ্ঠিত।
নবতি
বিণ. বি. 92 সংখ্যা বা সংখ্যক, বিরানব্বই।
নবতি-তম
বিণ. 92 সংখ্যক।
স্ত্রী.নবতি-তমী।
প বি. হাতি।
পঞ্চাশত্
বি. 52 সংখ্যা।
পঞ্চাশত্তম
বিণ. 52 সংখ্যক।
স্ত্রী. পঞ্চাশত্তমী।
পদ বিণ. দুই পা-যুক্ত, দুপেয়ে।
বি. মানুষ, পাখি ইত্যাদি দুপেয়ে প্রাণী।
পদী বি. দুই চরণবিশিষ্ট পদ্যের ছন্দোবিশেষ।
পাদ বি. বিণ. 1 দুই পদবিশিষ্ট; 2 দুই পদপরিমিত।
প্রহর
বি. দুপুর, মধ্যাহ্ন।
বচন বি. (ব্যাক.) দ্বিত্ববাচক বিভক্তি।
বার্ষিক
বিণ. 1 যার দুই বত্সর বয়স হয়েছে (দ্বিবার্ষিক শিশু, দ্বিবার্ষিক পত্রিকা); 2 যার দুই বত্সরে উত্পন্ন হয় বা হয়েছে (দ্বিবার্ষিক শস্য)।
বিধ বিণ. দুই রকম।
ভাব বিণ. বাইরে একরকমভিতরে অন্যরকম ভাবযুক্ত, কপট।
বি. দুই ভাব।
ভাষী
(-ষিন্) বিণ. বি. দোভাষী, অন্যের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয় এমন।
ভুজ বি. বিণ. দুই হাত বা দুই হাতবিশিষ্ট; দুই বাহু বা দুই বাহুবিশিষ্ট।
মত বি. দুই বিরুদ্ধ মত, মতভেদ (এ বিষয়ে দ্বিমত নেই)।
মাসিক
বিণ. বি. দুই মাস অন্তর ঘটে এমন; দুই মাস অন্তর প্রকাশিত হয় এমন পত্রিকা।
রদ বি. (দুটি দন্তযুক্ত) হাতি।
দ্বিরদ-রদ বি. গজদন্ত।
রাগমন
বি. বিবাহের পর বধূর দ্বিতীয়বার পিতৃগৃহ থেকে পতিগৃহে আগমনের সংস্কার।
রুক্ত
বিণদুইবার কথিত লিখিত বা উল্লিখিত।
রুক্ত
বিদুইবার কথিত লিখিত বা উল্লিখিত।
রুক্তি
বি. দ্বিতীয়বার উক্তি বা উল্লেখ; আপত্তিজ্ঞাপন (দ্বিরুক্তি না করে কাজটা করল)।
রেফ বি. ভ্রমর।
শত বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই শত।
শততম
বিণ. 2 সংখ্যক।
স্ত্রী.শততমী।
সপ্ততি
বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর।
সপ্ততি-তম
বিণ. 72 সংখ্যক।
স্ত্রী.সপ্ততি-তমী।
26)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দোতলা, দোতালা
(p. 421) dōtalā, dōtālā দ্র দো। 80)
দাখিলা
দাক্ষিণ্য
(p. 402) dākṣiṇya বি. 1 অনুগ্রহ, দয়া (কারও দাক্ষিণ্যে বেঁচে থাকতে চাই না); 2 ঔদার্য; 3 সারল্য; 4 সৌজন্য। [সং. দক্ষিণ + য]। 42)
দেবন
(p. 421) dēbana বি. 1 পাশা খেলা; 2 দেবতাদের উদ্দেশে স্তুতি; 3 দুঃখকষ্ট। (তু. পরিদেবন, পরিদেবনা)। [সং. √ দিব্ + অন]। 4)
দিগন্তর
(p. 407) digantara বি. 1 দিকের দূরত্ব; 2 ভিন্ন বা অন্য দিক ('দিক হতে ওই দিগন্তরে': রবীন্দ্র)। [সং. দিক্ + অন্তর]। 25)
দুষ্কর
(p. 416) duṣkara বিণ. দুঃসাধ্য, করা কঠিন এমন (তার মতিগতি বোঝা দুষ্কর)। [সং. দুর্ + √ কৃ + অ]। 29)
দিদি
দপ্তর, দফ-তর
দাক্ষায়ণী
(p. 402) dākṣāẏaṇī বি. প্রজাপতি দক্ষের কন্যা, সতী। [সং. দক্ষ + অয়ন (অপত্যার্থে) + ঈ]। 40)
দাওয়া৩, দাওয়াই
(p. 402) dāōẏā3, dāōẏāi বি. ওষুধ। [আ. দওয়া]। ̃ খানা বি. ওষুধের দোকান, ডাক্তারখানা। 24)
দাঁতন
(p. 402) dān̐tana বি. 1 দাঁত পরিষ্কার করা, দাঁত মাজা, দন্তধাবন; 2 দাঁত মাজবার জন্য ব্যবহৃত নিম, বাবলা, আসশেওড়া প্রভৃতি গাছের ডাল। [সং. দন্তধাবন]। 37)
দুর্বার
(p. 414) durbāra বিণ. নিবারণ করা বা বাধা দেওয়া শক্ত এমন, প্রতিরোধ করা শক্ত এমন, দুর্নিবার, দুর্দমনীয় ('দুর্বার স্রোতে এল কোথা হতে': রবীন্দ্র)। [সং. দুর্ + √ বৃ + ণিচ্ + অ]। 45)
দুর্ঘটনা
(p. 414) durghaṭanā বি. 1 অমঙ্গলকর বা ক্ষতিকর ঘটনা; 2 আকস্মিক বিপদ, accident. [সং. দুর্ + ঘটনা]। 20)
দুরমো, দুরমা
দোলা1
(p. 421) dōlā1 বি. শিবিকাবিশেষ, চতুর্দোলা; 2 দোলনা; 3 শববহনের খাটুলি। [প্রাকৃ. √ দোল ( সং. √ দুল্) + বাং. আ]।
দানি2
(p. 402) dāni2 বি. (প্রা. বাং.) হাটে বা পারঘাটে শুল্ক আদায়কারী, ঘাটোয়াল। [বাং. দান + ই]। 75)
দুলে
(p. 416) dulē বি. পালকি ডুলি প্রভৃতির বাহক হিন্দু জাতিবিশেষ। [বাং. দুলা]। স্ত্রী. ̃ নি। 20)
দোলায়-মান
দিঠ, দিঠি
(p. 408) diṭha, diṭhi বি. (কাব্যে) দৃষ্টি, চক্ষু, ('সবার দিঠি এড়ায়ে এলে': রবীন্দ্র)। [ সং. দৃষ্টি]। 15)
দৃঢ়
(p. 418) dṛḍh় বিণ. 1 শক্ত, কঠিন, মজবুত, পোক্ত (দৃঢ় ভিত্তি); 2 কঠোর (দৃঢ়হস্তে শাসন); 3 বলিষ্ঠ (দৃঢ়দেহ); 4 স্হির, অবিচলিত, অটল (দৃঢ়সংকল্প, দৃঢ়চিত্ত); 5 গভীর (দৃঢ়ভক্তি); 6 অকম্পিত (দৃঢ়স্বর); 7 তেজোদৃপ্ত (দৃঢ়কণ্ঠে প্রতিবাদ)। [সং. √ দৃহ্ + ত]। বি. ̃ তা। ̃ কায় বিণ. বলিষ্ঠ দেহবিশিষ্ট। ̃ চেতা বিণ. সংকল্পে অটল, স্হিরচিত্ত। ̃ নিশ্চয় বিণ. স্হিরসিদ্ধান্ত, সুনশ্চিত। ̃ প্রতিজ্ঞ বিণ. কৃতসংকল্প; প্রতিজ্ঞা পালনে অবিচলিত। ̃ ব্রত বিণ. কিছুতেই সংকল্পচ্যুত হয় না এমন; কঠোর অধ্যবসায়যুক্ত। ̃ মুষ্টি বিণ. 1 সহজে শিথিল হয় না এমন মুষ্টিযুক্ত, আঁট মুষ্টিযুক্ত; 2 (আল.) কৃপণ। ̃ মূল বিণ. 1 যার মূল দৃঢ়ভাবে মাটিতে প্রোথিত; 2 (আল.) গভীরভাবে প্রতিষ্ঠিত (দৃঢ়মূল সংস্কার, দৃঢ়মূল বিশ্বাস); 3 অনড়। ̃ সন্ধ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। দৃঢ়ীকরণ বি. শক্ত বা পোক্ত করা; সুপ্রতিষ্ঠিত করা। দৃঢ়ী-কৃত বিণ. পোক্ত বা মজবুত করা হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত করা হয়েছে এমন। দৃঢ়ী-ভবন বি. শক্ত বা কঠিন হওয়া; জমাট হওয়া; সুপ্রতিষ্ঠিত হওয়া। দৃঢ়ী-ভূত বিণ. জমাট, পোক্ত বা মজবুত হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577541
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185217
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785282
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025956
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901009
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708502
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619862

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us