Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্বি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দ্বি এর বাংলা অর্থ হলো -

(p. 426) dbi বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই।
[সং.]।
কর্মক
বিণ. (ব্যাক.) দুই কর্মপদযুক্ত।
খণ্ডিত
বিণ. দুই সমান বা অসমান খণ্ডে বিভক্ত।
গু (ব্যাক.) সংখ্যানির্দেশক সমাসবিশেষ, যেমন, ত্রিভুবন।
গুণ বিণ. দুইগুণ, দুবার গুণ করা হয়েছে এমন, ডবল।
গুণিত,গুণীকৃত
বিণ. দ্বিগুণ করা হয়েছে এমন।
ঘাত বি. গণিতের প্রণালীবিশেষ, quadratic.চারণ বি. 1 একই ক্ষেত্রে বা একই বিষয়ে দুরকম আচরণ; 2 একই সঙ্গে দুজনের সঙ্গে প্রণয়।
চারিণী
বিণ. (স্ত্রী.) দুই পুরষের প্রতি আসক্তা, ব্যভিচারিণী।
জ,জন্মা
(-ন্মন্) বি. 1 (একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ হয় বলে) ব্রাহ্মণ, ক্ষত্রিয়বৈশ্য জাতি; 2 পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী; 3 (বিরল) দন্ত।
স্ত্রী. দ্বিজা।
জ-পতি,জ-রাজ
বি. 1 দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ; 2 (ব্রহ্মার বিধান অনুযায়ী ব্রাহ্মণদের অধিপতিরূপে) চন্দ্র।
জাতি-তত্ত্ব
বি. ভারতে হিন্দুমুসলমান এই দুই সম্প্রদায় ভিন্ন জাতির লোক এবং তাদের ভিন্ন রাষ্ট্রে বসবাস করা কর্তব্য-এই সাম্প্রদায়িক মত।
জিহ্ব
বি. 1 (দুই ভাগে জিহ্বা বিভক্ত বলে) সাপ; 2 (আল.) মিথ্যাবাদী; পরস্পরবিরোধী উক্তিকারী।
জেন্দ্র,জোত্তম
বি. দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ।
তল বি. বিণ. দোতলা (দ্বিতলে থাকে, দ্বিতল বাড়ি)।
তীয় বিণ. 1 সংখ্যক, দুইয়ের পূরক।
তীয়ত
(-তস্) অব্য. ক্রি-বিণ. দ্বিতীয় ক্ষেত্রে; দ্বিতীয় দফায়, দ্বিতীয় বারে।
তীয়া
বিণ. (স্ত্রী.) 1 2 সংখ্যক; 2 তিথিবিশেষ।
তীয়াশ্রম
বি. গার্হস্হ্যজীবন।
ত্ব বি. 1 দ্বিগুণত্ব; 2 পুনরুক্তি; 3 দুবার ব্যবহার বা প্রয়োগ (শব্দদ্বিত্ব)।
দল বিণ. দুটি পাতাযুক্ত।
বি. ডাল।
ধা ক্রি-বিণ. দুই ভাগে বা দুই প্রকারে বা দুই দিকে (দ্বিধাবিভক্ত, দ্বিধাখণ্ডিত)।
বিণ. দুই ভাগে বিভক্ত (দেশ দ্বিধা হয়েছে)।
বি. সংশয়, সন্দেহ, মনের ইতস্তত ভাব (দ্বিধাগ্রস্ত, দ্বিধান্বিত, বিনা দ্বিধায় মেনে নেওয়া)।
ধা-করণ
বি. দুই ভাগে ভাগ করা বা বিচ্ছিন্ন করা।
ধা-গ্রস্ত
বিণ. সংশয়াপন্ন, মনের ইতস্তত ভাবযুক্ত; কুণ্ঠিত।
নবতি
বিণ. বি. 92 সংখ্যা বা সংখ্যক, বিরানব্বই।
নবতি-তম
বিণ. 92 সংখ্যক।
স্ত্রী.নবতি-তমী।
প বি. হাতি।
পঞ্চাশত্
বি. 52 সংখ্যা।
পঞ্চাশত্তম
বিণ. 52 সংখ্যক।
স্ত্রী. পঞ্চাশত্তমী।
পদ বিণ. দুই পা-যুক্ত, দুপেয়ে।
বি. মানুষ, পাখি ইত্যাদি দুপেয়ে প্রাণী।
পদী বি. দুই চরণবিশিষ্ট পদ্যের ছন্দোবিশেষ।
পাদ বি. বিণ. 1 দুই পদবিশিষ্ট; 2 দুই পদপরিমিত।
প্রহর
বি. দুপুর, মধ্যাহ্ন।
বচন বি. (ব্যাক.) দ্বিত্ববাচক বিভক্তি।
বার্ষিক
বিণ. 1 যার দুই বত্সর বয়স হয়েছে (দ্বিবার্ষিক শিশু, দ্বিবার্ষিক পত্রিকা); 2 যার দুই বত্সরে উত্পন্ন হয় বা হয়েছে (দ্বিবার্ষিক শস্য)।
বিধ বিণ. দুই রকম।
ভাব বিণ. বাইরে একরকমভিতরে অন্যরকম ভাবযুক্ত, কপট।
বি. দুই ভাব।
ভাষী
(-ষিন্) বিণ. বি. দোভাষী, অন্যের ভাষা বা বক্তব্য অনুবাদ করে বুঝিয়ে দেয় এমন।
ভুজ বি. বিণ. দুই হাত বা দুই হাতবিশিষ্ট; দুই বাহু বা দুই বাহুবিশিষ্ট।
মত বি. দুই বিরুদ্ধ মত, মতভেদ (এ বিষয়ে দ্বিমত নেই)।
মাসিক
বিণ. বি. দুই মাস অন্তর ঘটে এমন; দুই মাস অন্তর প্রকাশিত হয় এমন পত্রিকা।
রদ বি. (দুটি দন্তযুক্ত) হাতি।
দ্বিরদ-রদ বি. গজদন্ত।
রাগমন
বি. বিবাহের পর বধূর দ্বিতীয়বার পিতৃগৃহ থেকে পতিগৃহে আগমনের সংস্কার।
রুক্ত
বিণদুইবার কথিত লিখিত বা উল্লিখিত।
রুক্ত
বিদুইবার কথিত লিখিত বা উল্লিখিত।
রুক্তি
বি. দ্বিতীয়বার উক্তি বা উল্লেখ; আপত্তিজ্ঞাপন (দ্বিরুক্তি না করে কাজটা করল)।
রেফ বি. ভ্রমর।
শত বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই শত।
শততম
বিণ. 2 সংখ্যক।
স্ত্রী.শততমী।
সপ্ততি
বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর।
সপ্ততি-তম
বিণ. 72 সংখ্যক।
স্ত্রী.সপ্ততি-তমী।
26)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দুর্ঘট
(p. 414) durghaṭa বিণ. 1 ঘটা বা পাওয়া শক্ত এমন; সচরাচর ঘটে না এমন; 2 দুষ্প্রাপ্য। [সং. দুর্ + √ ঘট্ + অ]। 19)
দোরোকা, দোরোখা
(p. 421) dōrōkā, dōrōkhā দ্র দো। 107)
দোষা, দোষাবহ, দোষারোপ, দোষাশ্রিত
(p. 425) dōṣā, dōṣābaha, dōṣārōpa, dōṣāśrita দ্র দোষ। 11)
দুরাসদ
(p. 413) durāsada বিণ. 1 দুর্ধর্ষ; 2 দুর্জ্ঞেয়; 3 দুষ্প্রাপ্য। [সং. দুর্ + আ + √ সদ্ + অ]। 33)
দস্তাবেজ
(p. 402) dastābēja বি. দলিল, নথিপত্র। [ফা. দস্তাবজ]। 7)
দুরভি-সন্ধি
দূষণ
দলন
দন্তাবল
(p. 396) dantābala বি. হাতি। [সং. দন্ত + বল (অস্ত্যর্থে)]। 47)
দ্বারিকা
(p. 426) dbārikā দ্র দ্বার। 20)
দোল
দুরালাপ
(p. 413) durālāpa বি. দুষ্ট বাক্য, মন্দ কথা; গালি। বিণ. কটুভাষী, মন্দভাষী। [সং. দুর্ + আলাপ]। 30)
দর্বি
(p. 400) darbi বি. 1 রান্নার কাজে ব্যবহৃত হাতা; 2 সাপের ফণা। [সং. √ দৃ + বিন্]। ̃ কা বি. ছোট হাতা, চামচ। 8)
দোটানা, দোতরফা
(p. 421) dōṭānā, dōtaraphā দ্র দু। 79)
দাবনা
(p. 405) dābanā বি. 1 ঊরুর মাংসল অংশ; 2 ঊরু। [দেশি]। 10)
দৈবী
দাঙ্গা
দুরাক্রম, দুরাক্রম্য
(p. 413) durākrama, durākramya বিণ. আক্রমণ করা কঠিন এমন। [সং. দুর্ + আক্রম, আক্রম্য]। 21)
দৈহিক
দুর্মনা
(p. 414) durmanā (-নস্) বিণ. 1 উদ্বিগ্নচিত্ত, দুর্ভাবনাগ্রস্তl; 2 বিষণ্ণ, দুঃখ পাচ্ছে বা ভোগ করছে এমন। [সং. দুর্ + মনস্]। দুর্মনায়-মান বিণ. দুর্ভাবনা করছে এমন। 72)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614701
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227900
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839806
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856843
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719458
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us