Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দৃষ্টিপাত; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অব-লোকন
(p. 46) aba-lōkana বি. দৃষ্টিপাত, দর্শন, দেখা, তাকানো (প্রাণভরে সেই দৃশ্য অবলোকন করলেন)। [সং. অব + √ লোক্ + অন]. অব-লোকিত বিণ. দেখা হয়েছে এমন, দৃষ্ট। 16)
আঁখি
(p. 79) ān̐khi বি. চোখ (নিদ্রাহীন আঁখি)। [সং. অক্ষি]। ̃ জল বি. চোখের জল, অশ্রু। ̃ ঠার বি. চোখের ইশারা বা ইঙ্গিত। ̃ পাত বি. 1 তাকানো, দৃষ্টিপাত, চাউনি; 2 চোখের পাতা ('চলে আসে আঁখিপাতে': নজরুল)। 4)
চাওয়া2
(p. 281) cāōẏā2 ক্রি. 1 দৃষ্টিপাত করা, দেখা, তাকানো (আমার দিকে চাও, আকাশের দিকে চেয়ে আছে); 2 উন্মীলন করা (চোখ চাওয়া)। বি. উক্ত সব অর্থে। [তু. হি. √চাহ্ সং. √চক্ষ্]। ̃ চাওয়ি বি. পরস্পরের প্রতি দৃষ্টিপাত করা; তাকাতাকি। ̃ নো ক্রি. চোখ খোলানো, দৃষ্টিপাত করানো। বি. উক্ত অর্থে। 26)
চাহন2
(p. 281) cāhana2 বি. অবলোকন; দৃষ্টিপাত; দেখা। [চাওয়া2 দ্র]। চাহনি বি. দৃষ্টিপাত, নজর (চোরা চাহনি)। 186)
তাকানো
(p. 373) tākānō ক্রি. মন দিয়ে দেখা, একদৃষ্টে চেয়ে থাকা; দেখা (ওদিকে তাকাও, আমার দিকে তাকিয়ে কী দেখছ?)। বি. দৃষ্টিপাত। তাকা-তাকি বি. দেখাদেখি, দৃষ্টিবিনিময়। [তাকা দ্র]। 21)
দর্শন
(p. 400) darśana বি. 1 দৃষ্টিপাত, অবলোকন, দেখা (মুখদর্শন করতে চাই না); 2 সাক্ষাত্কার (তাঁর দর্শনলাভ হল না); 3 ভক্তিভরে দেখা (ঠাকুরদর্শন, প্রতিমাদর্শন); 4 জ্ঞান (ভূয়োদর্শন, আত্মদর্শন, বহুদর্শন); 5 চক্ষু (দর্শনেন্দ্রিয়); 6 চেহারা, আকৃতি (ভীষণদর্শন, সুদর্শন, ঘোরদর্শন); 7 তত্ত্বজ্ঞান যুক্তি ও প্রমাণের উপর প্রতিষ্ঠিত শাস্ত্র বা তত্ত্ব (দর্শনশাস্ত্র, হিন্দুদর্শন)। [সং. √ দৃশ্ + অন]। ̃ দারি, ̃ ডারি, ̃ ডালি বি. রূপের বিচার ('আগে দর্শনদারি পরে গুণ বিচারি')। বিণ. সুরূপ, সুদর্শন (দর্শনদারি লোক)। [সং. দর্শন + ফা. দার + বাং.ই]। দর্শনি, দর্শনী বি. 1 দেখার বাবদ পারিশ্রমিক (মেলায় ঢোকবার দর্শনী); 2 দেবতার মন্দির দর্শনের জন্য প্রদেয় প্রণামি; 3 থিয়েটার, সিনেমা ইত্যাদি দেখার জন্য প্রদেয় অর্থ; 4 রোগীকে পরীক্ষা করার জন্য চিকিত্সকের প্রাপ্য পারিশ্রমিক বা ভিজিট। 11)
দুর্নিরীক্ষ্য
(p. 414) durnirīkṣya বিণ. যা নিরীক্ষণ করা বা যার প্রতি দৃষ্টিপাত করা দুঃসাধ্য। [সং. দুর্ + নিরীক্ষ্য]। 33)
দৃষ্টি
(p. 418) dṛṣṭi বি. 1 দর্শন, দেখা, অবলোকন (দৃষ্টিপাত, দৃষ্টিভ্রম, দৃষ্টিকোণ); 2 দৃষ্টিশক্তি, দেখার ক্ষমতা (দৃষ্টিহীন); 3 জ্ঞান, বোধ (স্হূলদৃষ্টি); 4 চক্ষু, যে ইন্দ্রিয় দুয়ে দেখা হয়; 5 নজর, লক্ষ্য (এদিকে একটু দৃষ্টি দাও); 6 কুনজর (আমার সৌভাগ্যে দৃষ্টি দিয়ো না)। [সং. √ দৃশ্ + তি]। ̃ কটু বিণ. দেখতে খারাপ লাগে এমন (দৃষ্টিকটু চালচলন, দৃষ্টিকটু পোশাক)। ̃ কৃপণ বিণ. বেশি খরচ করতে বা দান করতে অনিচ্ছুক, ছোট নজরওয়ালা। ̃ কোণ বি. 1 সূক্ষ্মভাবে দেখার দিক; 2 বিচার বা বিশ্লেষণ করার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি, point of view (বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা)। ̃ ক্ষুধা বি. প্রকৃত ক্ষুধা না থাকা সত্ত্বেও খাবার দেখে খাওয়ার লোভ। ̃ গোচর বিণ. দেখা যায় এমন, দৃষ্টিপথে এসেছে এমন (অপরের দোষ সহজেই তার দৃষ্টিগোচর হয়)। ̃ নন্দন বিণ. দেখতে সুন্দর এমন; যা দেখলে আনন্দ হয়। ̃ পথ বি. যতদূর পর্যন্ত দেখা যায়। ̃ পাত বি. দৃষ্টিনিক্ষেপ, দেখা, অবলোকন। ̃ ভঙ্গি বি. দেখবার বা আলোচনা করার রীতি বা ধরন (বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি)। ̃ ভ্রম, ̃ বিভ্রম বি. দেখার ভুল। ̃ শোভন বিণ. দৃষ্টিনন্দন -এর অনুরূপ। ̃ সীমা বি. যতদূর পর্যন্ত দেখা যায় (দৃষ্টিসীমার বাইরে চলে গেল)। ̃ হীন বিণ. দেখার শক্তি নেই এমন, অন্ধ। বি. ̃ হীনতা। 10)
নেত্র
(p. 479) nētra বি. চক্ষু, চোখ। [সং. √ নী + ত্র]। ̃ গোচর বিণ. দৃষ্টিগোচর, দৃষ্টির পথে এসেছে বা নজরে এসেছে এমন। ̃ চ্ছদ, ̃ পল্লব বি. চোখের পাতা। ̃ পাত বি. দৃষ্টিক্ষেপ, অবলোকন, দৃষ্টিপাত; দেখা। ̃ মল বি. পিচুটি। 27)
ভস্ম
(p. 659) bhasma বি. ছাই, কঠিন পদার্থ আগুনে পুড়ে যাবার পর যে পাতলা হালকা পদার্থ অবশিষ্ট থাকে। [সং. √ ভস্ + মন্]। ̃ .কীট বি. অস্বাভাবিক ক্ষুদাযুক্ত কল্পিত কীটবিশেষ; (আল.) যে ব্যক্তির ক্ষুধা সহজে শান্ত হয় না (এত খাই খাই করছ কেন? পেটে কি ভস্মকীট ঢুকেছে?)। ̃ .লিপ্ত বিণ. ছাইমাখা (ভস্মলিপ্ত শরীর)। ̃ .লোচন বি. রামায়ণোক্ত রাক্ষস যার দৃষ্টিপাতে শত্রু পুড়ে ছাই হয়ে যেত। ̃ .সাত্ বিণ. ছাইয়ে পরিণত, পুড়ে ছাই হয়েছে এমন। ̃ .স্তূপ বি. ছাইয়ের গাদা। ভস্মাধার বি. ছাই রাখার পাত্র দাহ করার পর শবদেহের ছাই যে-পাত্রে রাখা হয়। ভস্মাবৃত, ভস্মাচ্ছাদিত বিণ. ছাইয়ে ঢাকা। ভস্মাব-শেষ বি. দগ্ধ পদার্থের যা অবশিষ্ট থাকে। ভস্মী-করণ বি. পুড়িয়ে ছাইয়ে পরিণত করা। বিণ. ভস্মী-কৃত। ভস্মী-ভূত বিণ. সম্পূর্ণ পুড়ে ছাইয়ে পরিণত; (আল.) সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। 12)
ভ্রু, ভ্রূ
(p. 674) bhru, bhrū বি. দুই চোখের উপর কিছুটা বাঁকা লোমের গুচ্ছ, ভুরু। [সং √ ভ্রম্ + উ + ঊ]। ̃ কুঞ্চন, ̃ কুটি, ̃ ভঙ্গ, ̃ ভঙ্গি বি. ভুরু কোঁচকানো বা বাঁকানো, বিরক্তি, বিস্ময় অবিশ্বাস প্রভৃতি বোঝাতে দুই ভুরু কোঁচকানো। ̃ ক্ষেপ বি. 1 দৃষ্টিপাত; 2 (আল.) গুরুত্ব দেওয়া, গ্রাহ্য করা (কথাটা শুনেও কোনো ভ্রুক্ষেপই করল না)। ̃ বিলাস, ̃ বিভ্রম বি মনোরম ভ্রুভঙ্গি। ̃ মধ্য বি দুই ভ্রুর মাঝের জায়গা। ̃ লতা বি. লতার মতো সুন্দর দুটি ভ্রু। ̃ সংকেত বি. ভ্রু কুঁচকে ইশারা। 6)
সিংহাব-লোকন
(p. 832) siṃhāba-lōkana বি. সিংহের প্রস্হানের সময় বারবার পিছনে তাকানো; (গৌণার্থে) ফেলে আসা দিনের প্রতি কিংবা অতীত কর্মের প্রতি দৃষ্টিপাত। [সং. সিংহ + অবলোকন]। 12)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2078672
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770378
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367947
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721744
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698966
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595239
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547454
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542657

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন