Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধনবান। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অর্থ1
(p. 62) artha1 বি. 1 ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; 2 প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); 3 পার্থিব সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); 4 প্রার্থনা বা প্রার্থনার বিষয়; 5 কাম্য বস্তু (পুরুষার্থ); 5 রাজনীতি (অর্থশাস্ত্র); 7 কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)। [সং. √ অর্থ + অ, √ ঋ + থ]। ̃ .করী বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)। ̃ .কষ্ট, ̃ কৃচ্ছ্র বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি। ̃ .কামী (-মিন) বিন. টাকাপয়সা পেতে চায় এমন। ̃ .গৃধ্নু বি. টাকার লোভ আছে এমন। ̃ .চিন্তা বি. পয়সাকড়ির জন্য ভাবনা। ̃ .চেষ্টা বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা। ̃ .দণ্ড বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)। ̃ .নাশ বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়। ̃ .নীতি বি. ধনবিজ্ঞান, economics. ̃ .নৈতিক বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)। ̃ .পিশাচ বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)। ̃ .প্রাপ্তি বি. ধনলাভ। ̃ .বান, ̃ বান্ বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন। ̃ .বিদ্যা বি. ধনবিজ্ঞান; অর্থের উত্পত্তি, বন্টন ও প্রসরণবিষয়ক বিদ্যা, economic ̃ .বিনিয়োগ বি. (ব্যবসায়ে) টাকা খাটানো। ̃ .ব্যয় বি. টাকা খরচ। ̃ .ভাগ্য বি. ধনলাভের সৌভাগ্য। ̃ .লিপ্সা বি. টাকাপয়সার অত্যধিক লোভ। ̃ .লিপ্সু বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন। ̃ .শালী (-লিন) বিণ. ধনী। ̃ শাস্ত্র বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র। ̃ .শূন্য বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন। ̃ .সংগ্রহ, ̃ .সংস্হান বি. টাকাপয়সার জোগাড়। ̃ .সংকট, ̃ .সঙ্কট বি. টাকার সমস্যা। ̃ .সমস্যা বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্হা। ̃ .হানি বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়। ̃ .হীন বিণ. ধনহীন; দরিদ্র। অর্থাগম বি. ধনপ্রাপ্তি। অর্থোপার্জন বি. টাকাপয়সা আয়। 7)
অর্থী
(p. 62) arthī (থিন্) বিণ. 1 চায় এমন; অভিলাষী (বিদ্যার্থী, চিকিত্সার্থী, স্নেহার্থী, শুভার্থী); 2 বাদী, অভিযোগকারী; 3 ধনবান, অর্থ বা ধন আছে এমন। [সং. অর্থ1 + ইন]। ̃ .প্রত্যর্থী, অর্থি- প্রত্যর্থী বি. বাদী- প্রতিবাদী। 14)
ঐশ্বর্য
(p. 150) aiśbarya বি. 1 ধনসম্পত্তি, বিভব; 2 প্রভুত্ব; ঈশ্বরত্ব; 3 যোগলব্ধ অষ্টবিধ শক্তি; বিভূতি। [সং. ঈশ্বর + য]। ̃ .গর্ব বি. ধনগর্ব, টাকার অহংকার। ̃ .বান (-বান্), ̃ .শালী (-লিন্) বিণ. ধনবান, ঐশ্বর্যের অধিকারী। স্ত্রী. &tilde ; .বতী, ̃ .শালিনী।
ধন
(p. 430) dhana বি. 1 অর্থ, টাকাকড়ি (ধনশালী, ধনবল, ধনদৌলত); 2 মহামূল্য কাম্য সামগ্রী ('প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে': রবীন্দ্র); 3 স্নেহের পাত্রকে সম্বোধন (যাদুধন, বাপধন); 4 সম্পদ (গোধন); 5 (গণি.) যোগচিহ্ন; '+' (ধনচিহ্ন)। [সং. √ ধন্ + অ]। ̃ কুবের বি. (ধনদেবতা কুবেরের মতো) অতিশয় ধনী ব্যক্তি। ̃ ক্ষয় বি. অর্থের বা সম্পদের অপচয়। ̃ গর্ব বি. ধনবান হওয়ার জন্য অহংকার। ̃ গৌরব বি. 1 ঐশ্বর্যশালী হওয়ার জন্য গর্ব; 2 ধনের মহিমা। ̃ জন বি. 1 অর্থবল ও লোকবল; 2 অর্থ ও পরিজন ('ধনে জনে আছি জড়ায়ে': রবীন্দ্র)। ̃ ঞ্জয় বি. (ধন জয়কারী) অর্জুন। ̃ তন্ত্র বি. পুঁজিবাদ, capitalism. ̃ তৃষা, ̃ তৃষ্ণা বি. অর্থলাভের প্রবল বাসনা। ̃ দ বিণ. ধনদানকারী। বি. ধনের অধিদেবতা কুবের। ̃ দা বিণ. (স্ত্রী.) ধনদানকারিণী। বি. (স্ত্রী.) ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। ̃ দাতা (-তৃ) ̃ দায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ̃ দাত্রী, ̃ দায়িকা, ̃ দায়িনী। ̃ দাস বি. 1 ধনলাভের জন্য বা ধন সঞ্চয়ের জন্য যে সবরকম আত্মনিগ্রহ স্বীকার করে; 2 অত্যন্ত কৃপণ বা অর্থলোভী ব্যক্তি। ̃ দেবতা বি. কুবের। ̃ দৌলত বি. অর্থ ও অন্যান্য সম্পত্তি। ̃ ধান্য বি. অর্থ বা টাকাপয়সা ও শস্যপ্রাচুর্য ('ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা': দ্বি. রা.)। ̃ নাশ বি. অর্থ ও সম্পদের হানি, ধনক্ষয়। ̃ পতি বি. 1 ধনদেবতা কুবের; 2 অতিশয় ধনী ব্যক্তি। ̃ পিপাসা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ পিশাচ বি. ধর্ম-অধর্ম বা উচিত-অনুচিত বিচার না করে যে ধন অর্জনে প্রয়াসী। ̃ প্রাণ বি. অর্থাদি ও জীবন (ধনেপ্রাণে মারা যাব)। ̃ বতী বিণ. (স্ত্রী.) ধনশালিনী। ̃ বত্তা বি. ধনশালিতা; সমৃদ্ধি। ̃. বান (-বত্) বিণ. ধনী। ̃ বিজ্ঞান বি. ধনসম্পদের সর্বপ্রকার ব্যবহারসম্বন্ধীয় শাস্ত্র, অর্থশাস্ত্র। ̃ বিনিয়োগ বি. ব্যাবসাবাণিজ্যে অর্থনিয়োগ। ̃ বৃদ্ধি বি. অর্থ ও সম্পদের বৃদ্ধি বা উন্নতি। ̃ ভাণ্ডার বি. ধনাগার, কোষ; তহবিল। ̃ মদ-ধনগর্ব -র অনুরূপ। ̃ মান বি. বিত্ত ও সম্মান। ̃ রত্ন বি. টাকাপয়সা ও সোনাদানা। ̃ লালসা, ̃ লিপ্সা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ শালী (-লিন্) বিণ. ধনী। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ সম্পত্তি, ̃ সম্পদ বি. টাকাপয়সা ও ভূসম্পত্তি, ধনদৌলত। ̃ স্হান বি. (জ্যোতিষ) লগ্ন থেকে দ্বিতীয় স্হান, যা ধনসম্পর্কে লাভালাভের সূচক। ̃ হারী (-রিন্) বিণ. অন্যের ধন অপহরণকারী; চোর। ̃ হীন বিণ. নির্ধন, গরিব। স্ত্রী. ̃ হীনা। ধনাকাঙ্ক্ষা বি. অর্থের লোভ; ঐশ্বর্যলাভের ইচ্ছা। ধনাগম বি. ধনলাভ; অর্থোপার্জন, আয়। ধনাগার বি. অর্থভাণ্ডার, কোষ। ধনাঢ্য বিণ. ধনী, বড়লোক। ধনাধ্যক্ষ বি. কোষাধ্যক্ষ, ধনাগারের ভারপ্রাপ্ত কর্মচারী। ধনার্জন বি. অর্থ উপার্জন, আয়। ধনার্থী (-র্থিন্) বিণ. অর্থপিপাসু; ধনলাভ করতে চায় এমন। স্ত্রী. ধনার্থিনী। 13)
ধনী2
(p. 430) dhanī2 (-নিন্) বিণ. ধনবান, ধনশালী, বড়লোক। [সং. ধন + ইন্]। স্ত্রী. ধনিনী। 21)
ধনেশ
(p. 430) dhanēśa বি. 1 ধনদেবতা, কুবের; 2 শক্ত ও লম্বা বাঁকানো ঠোঁটওয়ালা পাখিবিশেষ, hornbill. বিণ. ধনবান, ধনী। [সং. ধন + ঈশ]। 23)
পয়সা
(p. 488) paẏasā বি. এক টাকার 1/1 পরিমাণ ভারতীয় মুদ্রাবিশেষ 2 পূর্বের 1/4 আনা বা 1/64 টাকা পরিমাণ মুদ্রা 3 ধন, টাকাকড়ি (সে অনেক পয়সা করেছে)। [সং. পাদ (=চতুর্থাংশ) পাই পয় + বাং. সা]। ̃ .ওয়ালা বিণ. ধনবান। ̃ .কড়ি বি. নগদ টাকাপয়সা; আর্থিক সম্বল (তার পয়সাকড়ি ভলোই আছে)। 91)
ফুলা, (কথ্য) ফোলা
(p. 567) phulā, (kathya) phōlā ক্রি. বি. 1 স্ফীত হওয়া (হাত পা ফোলে, মুখ ফুলছে); 2 ফেঁপে ওঠা (নদী ফুলে উঠেছে); 3 মোটা হওয়া (লোকটা দিন দিন ফুলছো); 4 (আল.) স্বাস্হ্যবান, ধনবান বা গর্বিত হওয়া (ব্যাবসা করে সে অল্পদিনেই ফুলে উঠেছে); 5 ফুলানো। [প্রাকৃ. √ ফুল সং. √ ফুল্ল্ -তু. হি. ফুলনা + বাং. আ]। ̃ নো বি. ক্রি. 1 স্ফীত করা (বুক ফুলিয়ে হাঁটা); 2 ফাঁপানো (বেলুন ফোলানো); 3 মোটা করা; 4 (আল.) গর্বিত বা বর্ধিত করা (অত বাহবা দিয়ে ছেলেকে আর ফুলিয়ো না)। বিণ. উক্ত সব অর্থে। 25)
বড়2, বড়ো
(p. 575) baḍ়2, baḍ়ō বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (ব়ড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড সং. বড্র]। বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ̃ কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিত্কার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ̃ ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ̃ বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ̃ লাট বি. লাট দ্র। ̃ সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ̃ হাজরি - হাজরি দ্র। 20)
মাল৬
(p. 700) māla6 বি. 1 পণ্যদ্রব্য (দোকানের মাল); 2 দ্রব্য, জিনিসপত্র (মালগুদাম); 3 ধন, সম্পদ (মালদার লোক); 4 রাজস্ব, খাজনা (মালগুজার); 5 যে-জমির খাজনা সরকারি অফিসে জমা দিতে হয়। [আ. মাল্]। মাল কাটা ক্রি. বি. পণ্যদ্রব্য বিক্রিত হওয়া। ̃. ক্রোক বি. (প্রধানত আদালতের আদেশে) অস্হাবর সম্পত্তি আটক । ̃. খানা বি. 1 বহুমূল্য দ্রব্যাদি রাখার ঘর; 2 খাজনাখানা। ̃. গাড়ি বি. (প্রধানত রেলের) মালবাহী গাড়ি। ̃. গুজার বি. যে রাজস্ব দেয়, জমিদার। ̃. গুজার-দার বি. যে মালগুজারি বা খাজনা দেয়। ̃. গুজারি বি. ভূমিকর, খাজনা। ̃. জমি বি. খাজনা করা জমি। ̃. জামিন বি. 1 সম্পত্তির জামিন; 2 জামিনরূপে রক্ষিত সম্পত্তি। ̃. দার বিণ. সম্পত্তিশালী, ধনবান (মালদার লোক)। ̃. পত্র বি. জিনিসপত্র, বিভিধ দ্রব্য। ̃. বাহী (-হিন্) বিণ. মালপত্র বহন করে নিয়ে যায় এমন। ̃. মশলা বি. উপাদান, উপকরণ। ̃. মাত্তা বি. 1 ধনসম্পত্তি; 2 অস্হাবর সম্পত্তি। কাঁচা মাল বি. শিল্পদ্রব্যের মূল উপকরণ, raw material. 58)
রাজা2
(p. 741) rājā2 বি. 1 দেশের অধিপতি বা শাসক, নৃপতি; 2 খেতাববিশেষ (রাজা ভূপেন্দ্রনারায়ণ); 3 (আল.) অতিশয় ধনবান ব্যক্তি (তিনি তো রাজা মানুষ); 4 দাবাখেলার ঘুঁটিবিশেষ। [ সং. রাজন্]। ̃ উজির বি. ধনী ও প্রতিপত্তিশালী ব্যক্তিগণ। রাজা-উজির মারা ক্রি. বি. বড়ো বড়ো কথা বলা বা নিজের ক্ষমতা ও প্রতিপত্তি সম্বন্ধে বাহাদুরি প্রকাশ করা। 30)
লক্ষ1
(p. 753) lakṣa1 বি. একশত সহস্র সংখ্যা, 1, সংখ্যা। বিণ. 1 শতসহস্র-সংখ্যক 2 বহু, অসংখ্য (লক্ষবার তাকে বারণ করেছি)। [সং. √ লক্ষ্ + অ]। ̃ .পতি বি. 1 লক্ষ বা তদূর্ধ্ব টাকার মালিক; 2 ধনবান ব্যক্তি। লক্ষ লক্ষ বিণ. অসংখ্য। 19)
লক্ষ্মী
(p. 753) lakṣmī বি. (স্ত্রী.) 1 বিষ্ণুপত্নী এবং ধনসম্পদ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী, রমা, কমলা; 2 সৌভাগ্য, শ্রী (গৃহলক্ষ্মী)। বিণ. (বাং.) শান্তপ্রকৃতি, সুবোধ (লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী ছেলে)। [সং. √ লক্ষ্ + ম + ঈ]। ̃ .কান্ত, .পতি বি. নারায়ণ, বিষ্ণু। ̃ .ছাড়া বি. বিণ. শ্রীভ্রষ্ট; দুর্ভাগা; দুষ্ট। ̃ .জনার্দন বি. 1 লক্ষ্মী ও নারায়ণ; 2 শালগ্রামবিশেষ। ̃ .টি বি. সুবোধ ও শান্তপ্রকৃতি ব্যক্তিকে বা প্রিয়পাত্রকে আদরের সম্বোধনবিশেষ।̃ .নারায়ণ-লক্ষ্মীজনার্দন -এর অনুরূপ। ̃ .বান (-বত্), (বাং.) ̃ .বন্ত, ̃.মন্ত বিণ. 1 সৌভাগ্যবান; 2 ধনবান। ̃ .বার বি. বৃহস্পতিবার, ওই দিনে লক্ষ্মীর পূজা হয় বলে। ̃ .বিলাস বি. কবিরাজি তেল বা জ্বরঘ্ন ওষুধবিশেষ। ̃ .শ্রী বি. কল্যাণসূচক কান্তি। ̃ .স্বরূপিণী বিণ. (স্ত্রী.) মূর্তিমতী লক্ষ্মীর মতো, রূপে-গুণে লক্ষ্মীতুল্যা। 28)
সংগতি
(p. 792) saṅgati বি. 1 মিল, সামঞ্জস্য (কথার সঙ্গে কাজের সংগতি); 2 যুক্তিযুক্ততা; 3 সংস্হান, সঞ্চয়; 4 মিলন; 5 (বাং.) ধন, সম্পদ, আর্থিক সচ্ছলতা (সংগতিশালী, যাদের সংগতি আছে তারাই পারে)। [সং. সম্ + √ গম্ + তি]। ̃ পন্ন, ̃ শালী (-লিন্), ̃ সম্পন্ন বিণ. ধনবান, আর্থিক সচ্ছলতাযুক্ত। 43)
সম্পদ
(p. 815) sampada (-ম্পদ্) বি. 1 ঐশ্বর্য, ধন, প্রাচুর্য (দেশের বনসম্পদ, জলসম্পদ); 2 উত্কর্ষ (ভাবসম্পদ); 3 গৌরব; 4 সম্বল। [সং. সম্ + √ পদ্ + ক্বিপ্]। ̃ শালী (-লিন্) বিণ. ঐশ্বর্যশালী, ধনবান। 3)
সার্থ2
(p. 831) sārtha2 বি. বণিকসমূহ। বিণ. 1 ধনবান; 2 তাত্পর্যপূর্ণ বা অর্থযুক্ত। [সং. সহ + অর্থ]। ̃ বাহ বি. 1 একত্র গমনকারী বণিকদল বা তার নেতা; 2 বণিক; 3 পথপ্রদর্শক। 14)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074487
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768777
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366232
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721107
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594698
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545329
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542316

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন