Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অর্থ1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অর্থ1 এর বাংলা অর্থ হলো -

(p. 62) artha1 বি. 1 ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; 2 প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); 3 পার্থিব সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); 4 প্রার্থনা বা প্রার্থনার বিষয়; 5 কাম্য বস্তু (পুরুষার্থ); 5 রাজনীতি (অর্থশাস্ত্র); 7 কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)।
[সং. √ অর্থ + অ, √ ঋ + থ]।
.করী বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)।
.কষ্ট,কৃচ্ছ্র
বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি।
.কামী
(-মিন) বিন. টাকাপয়সা পেতে চায় এমন।
.গৃধ্নু
বি. টাকার লোভ আছে এমন।
.চিন্তা
বি. পয়সাকড়ির জন্য ভাবনা।
.চেষ্টা
বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা।
.দণ্ড
বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)।
.নাশ বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়।
.নীতি
বি. ধনবিজ্ঞান, economics..নৈতিক বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)।
.পিশাচ
বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)।
.প্রাপ্তি
বি. ধনলাভ।
.বান,বান্
বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন।
.বিদ্যা
বি. ধনবিজ্ঞান; অর্থের উত্পত্তি, বন্টনপ্রসরণবিষয়ক বিদ্যা, economic.বিনিয়োগ বি. (ব্যবসায়ে) টাকা খাটানো।
.ব্যয়
বি. টাকা খরচ।
.ভাগ্য
বি. ধনলাভের সৌভাগ্য।
.লিপ্সা
বি. টাকাপয়সার অত্যধিক লোভ।
.লিপ্সু
বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন।
.শালী
(-লিন) বিণ. ধনী।
শাস্ত্র
বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র।
.শূন্য
বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন।
.সংগ্রহ,.সংস্হান
বি. টাকাপয়সার জোগাড়।
.সংকট,.সঙ্কট
বি. টাকার সমস্যা।
.সমস্যা
বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্হা।
.হানি
বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়।
.হীন বিণ. ধনহীন; দরিদ্র।
অর্থাগম বি. ধনপ্রাপ্তি।
অর্থোপার্জন বি. টাকাপয়সা আয়।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অবিবাহিত
(p. 49) abibāhita বিণ. বিবাহ বা বিয়ে করেনি এমন, অনূঢ়। [সং. ন + বিবাহিত]। স্ত্রী. অবিবাহিতা। 4)
অজান্তে
(p. 8) ajāntē দ্র অজানত। 113)
অন্তরীপ
(p. 32) antarīpa বি. যে ভূখণ্ড ক্রমশ সরু হয়ে সমুদ্রে এসে মিশেছে, cape. [সং. অন্তর্ + √ অপ্ + অ]। 41)
অধি-গম্য
অশ্রম
অম্লোদ্-গার, অম্লোদগার
(p. 59) amlōd-gāra, amlōdagāra বি. টক বা চোঁয়া ঢেকুর। [সং. অম্ল + উদ্গার]। 17)
অভি-শংসক
(p. 50) abhi-śaṃsaka বি. 1 যে ব্যক্তি প্রকাশ্যে আদালতে অন্যকে অভিযুক্ত করে, prosecutor (স.প.); 2 মিথ্যা অপবাদ দেয় এমন ব্যক্তি। [সং. অভি + √ শংস্ + অক]। 125)
অষ্টে-পৃষ্ঠে, আষ্টে-পৃষ্ঠে
অমাননা
(p. 57) amānanā বি. অসম্মান; অনাদর; অবজ্ঞা; না মানা। [সং. ন + √ মন্ + ণিচ্ + অন + আ]। 18)
অম্বিকা2
(p. 59) ambikā2 বি. 1 জননী; 2 দুর্গা। [সং. অম্বা + (স্বার্থে) ক + আ]। ̃ .নাথ, ̃ .পতি বি. শিব। 7)
অংশী
(p. 1) aṃśī (-শিন্) বিণ. অংশবিশিষ্ট, ভাগী, অংশ আছে এমন। বি. ভাগীদার, partner, shareholder (বি.প.)। [সং. অংশ+ইন্]। 12)
অর্চন, অর্চনা
(p. 61) arcana, arcanā বি. পূজা, উপাসনা। [সং. √ অর্চ্ + অন, + আ]। অর্চনীয়, অর্চ্য বিণ. পূজার যোগ্য, পূজনীয়। অর্চিত বিণ. পূজিত, পূজা করা হয়েছে এমন। 29)
অমিত
(p. 57) amita বিণ. পরিমিত নয় এমন, প্রচুর, অত্যধিক; সীমাহীন, অসীম (অমিত বল, অমিত সাহস, অমিত তেজ)। [সং. ন + মিত]। ̃ .তেজা (-তেজস্) বিণ. সীমাহীন তেজ বা ক্ষমতা আছে এমন, অত্যধিক শক্তিশালী। ̃ .বিক্রম বি. বিণ. অসীম বিক্রম বা তেজ; অসীম তেজযুক্ত। ̃ .বাক, ̃ .বাক্, ̃ .ভাষী (-ষিন্) বিণ. বেশি কথা বলে এমন, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে এমন; বাচাল। ̃ .ব্যয় বি. বেহিসাবি অর্থাত্ প্রচুর খরচ। ̃ .ব্যয়িতা বি. বেহিসাবি খরচ করার স্বভাব বা অভ্যাস। ̃ .ব্যয়ী (-য়িন্) বিণ. বেহিসাবি খরচ করে এমন। ̃ .শক্তি বিণ. অত্যধিক শক্তির অধিকারী (অমিতশক্তি পুরুষ)। অমিতাক্ষর বি. অমিত্রাক্ষর যেখানে শেষ অক্ষরে মিল বা অন্ত্যমিল থাকে না। অমিতাচার বি. অসংযত আচরণ, অসংযম। বিণ. অসংযত আচরণকারী, অমিতাচারী, অসংযমী। অমিতাচারী (-রিন্) বিণ. অসংযমী, অসংযত আচরণ করে এমন। বি. অমিতাচারিতা। অমিতাভ দ্র অমিতাভ। 30)
অকর্তা (-র্তৃ)
অপ্রতি-রোধ্য
(p. 42) aprati-rōdhya বিণ. প্রতিরোধ করা বা নিবারণ করা বা এড়ানো যায় না এমন (অপ্রতিরোধ্য বাসনা)। [সং. ন + প্রতিরোধ্য (প্রতি + √ রুধ্ + য)। 3)
অধস্তন
(p. 17) adhastana বিণ. 1 নিচুস্তরের, নিম্নস্হিত; 2 নিম্নে উত্পন্ন; 3 অধীন, lower, subordinate (স. প.)। [সং. অধস্+তন]। 46)
অর্ঘ1
(p. 61) argha1 বি. মূল্য (মহার্ঘ বস্তু)। [সং. √ অর্ঘ্ (ক্রয় করা) + অ]। 25)
অদরকারি
(p. 14) adarakāri বিণ. দরকারী বা কাজের নয় এমন (অদরকারি জিনিসে ঘর বোঝাই হয়ে আছে)। [বাং. অ+ফা. দর্কার+বাং. ই]।
অর্থ2
(p. 62) artha2 বি. তাত্পর্য; মানে (কথার অর্থ, শব্দের অর্থ)। [সং. √ + অ]। ̃ .গৌরব বি. তাত্পর্য বা ভাবের উত্কর্ষ। ̃ .গ্রহ বি. অর্থবোধ, মানে বোঝা। ̃ .বহ বিণ. যার মধ্যে বিশেষ মানে বা তাত্পর্য নিহিত আছে। ̃ .বিত্, ̃ বিদ বিণ. শব্দার্থ সম্বন্ধে অভিজ্ঞ, তত্ত্বজ্ঞ। ̃ .ভেদ। বি. মানে বা তাত্পর্যের পার্থক্য বা ভিন্নতা। ̃ .ময়, ̃ .যুক্ত বিণ. মানে বা তাত্পর্য আছে এমন। ̃ .শূন্য, ̃ .হীন বিণ. মানে বা তাত্পর্য নেই এমন। 8)
অভি-সার
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577525
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185204
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785274
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025936
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901004
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708493
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619856

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us