Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধারণের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অপ্রসিদ্ধ
(p. 42) aprasiddha বিণ. 1 অবিখ্যাত; সাধারণের কাছে অজ্ঞাত; 2 অসিদ্ধ; 3 অপ্রমাণিত। [সং. ন + প্রসিদ্ধ]। অপ্রসিদ্ধি বি. 1 খ্যাতির অভাব; 2 প্রমাণের অভাব। 31)
অসাধারণ
(p. 70) asādhāraṇa বিণ. সাধারণ নয় এমন; সাধারণের মধ্যে সচরাচর হয় না বা ঘটে না এমন; অসামান্য; বিশিষ্ট। [সং. ন + সাধারণ]। ̃ তা, entilde; ত্ব বি. অসামান্যতা, বিশিষ্টতা; অনন্যতা। 51)
আম2
(p. 99) āma2 বি. সাধারণ। বিণ. সর্বসাধারণের (আমজনতা, ) আমদরবার)। [আ. আম]। ̃ জনতা বি. সাধারণ মানুষ। ̃ দরবার সাধারণ মানুষকে নিয়ে যে দরবার বা সভা। 54)
উপ-জীবিকা
(p. 131) upa-jībikā বি. বৃত্তি বা জীবিকা; পেশা (কৃষি এদেশের অধিকাংশ মানুষের উপজীবিকা)। [সং. উপ + জীবিকা]। উপ-জীবী (-বিন্) বিণ. বৃত্তি বা জীবিকা অবলম্বনকারী। উপ-জীব্য বিণ. জীবিকা হিসাবে বা প্রয়োজনে গ্রহণযোগ্য। বি. 1 জীবনধারণের উপায়; 2 অবলম্বন (নাটকের উপজীব্য)। 32)
উপ-নয়ন
(p. 132) upa-naẏana বি. 1 যজ্ঞোপবীত ধারণের সংস্কার, পইতে ধারণের অনুষ্ঠান; 2 বেদ অধ্যয়নের জন্য গুরুর কাছে আনা। [সং. উপ + √ নী + অন]। 23)
কড়1
(p. 158) kaḍ়1 বি. 1 বালা; 2 বিবাহের সময় কন্যার হাতে ধারণীয় বালাবিশেষ। [সং. কটক]। 16)
কণ্ঠ
(p. 159) kaṇṭha বি. 1 গলা, গলদেশ (কণ্ঠভূষণ); 2 স্বরনালী (কণ্ঠরোধ্); 3 গলার স্বর (সুকণ্ঠ)। [সং. √ কণ্ + ঠ]। ̃ গত বিণ. কণ্ঠাগত; কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; বাইরে বেরিয়ে এসেছে এমন। ̃ নালী, ̃ নালি বি. গলনালি, গলার নালি। ̃ বদ্ধ, ̃ লগ্ন, ̃ লীন বিণ. আলিঙ্গন করে গলা জড়িয়ে ধরেছে এমন। ̃ ভূষণ বি. গলার হার; চিক, মালা ইত্যাদি গলার অলংকার। ̃ মণি বি. 1 গলায় ধারণীয় রত্ন; 2 (আল.) পরম আদরের পাত্র; 3 গলনালীর বাইরের দিকের উঁচু নরম হাড়বিশেষ, Adam's apple. ̃ রোধ শ্বাসরোধ; কথা বলার ক্ষমতা বা প্রতিবাদের অধিকার বিলোপ (সংবাদপত্রের কণ্ঠরোধ)। ̃ লগ্ন বিণ. গলায় জড়ানো রয়েছে এমন (কণ্ঠলগ্ন হয়ে)। ̃আলিঙ্গন করে রয়েছে এমন (স্বামীর কন্ঠলগ্ন হয়ে) স্হ বিণ. 1 কণ্ঠে অবস্হিত; 2 (আল.) মুখস্হ। ̃ হার বি. 1 গলায় পরবার হার; অতি প্রিয়মাত্র। কণ্ঠা বি. 1 গলার দুই পাশের হাড়, কণ্ঠাস্হি; 2 গলা, কণ্ঠ (কণ্ঠা জেগে গেছে)। কণ্ঠাগত বিণ. 1 কণ্ঠ পর্যন্ত এসেছে এমন; 2 বেরিয়ে এসেছে এমন। কণ্ঠাগত-প্রাণ বিণ. মুর্মূষু, প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন; অত্যন্ত ক্লান্ত। বি. মূমূর্ষু প্রাণ। কণ্ঠাভরণ বি. গলার অলংকার। কণ্ঠি বি. বৈষ্ণবদের গলার তুলসীর মালা। কণ্ঠি-ধারণ বি. বৈষ্ণবদের তুলসীর মালা পরা; বৈষ্ণবধর্ম গ্রহণ। কণ্ঠি-ধারী (-রিন্) বিণ. বি. বৈষ্ণব, বৈরাগী। কণ্ঠিবদল বি. মালাবদলের মতো কণ্ঠিবদল করে বৈষ্ণবদের বিবাহপ্রথা। কণ্ঠী, কণ্ঠিকা বি. 1 গলার একনর মালা; 2 কণ্ঠি। কণ্ঠৌষ্ঠ্য বিণ. কণ্ঠ ও ওষ্ঠ থেকে উচ্চারিত। কণ্ঠ্য বিণ. 1 কণ্ঠসম্বন্ধীয়; 2 কণ্ঠ থেকে উচ্চারিত (কণ্ঠ্যবণ)। 23)
কলা2
(p. 169) kalā2 বি. 1 (প্রধানত) গ্রীষ্মমণ্ডল উত্পন্ন লম্বা ফলবিশেষ, কদলী, রম্ভা; 2 (আল.) কিছুই না (সে কলা করবে); (গৌণার্থে) বুড়ো আঙুল (কলা দেখিয়ে চলে গেল)। [সং. কদলী]। কলা খাওয়া ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা (তুমি এখন বসে কলা খাও)। কলা দেখানো ক্রি. বি ফাঁকি দেওয়া। কলাপোড়া খাওয়া (তু. কচুপোড়া খাওয়া) ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা। ̃ বউ, ̃ বধূ, ̃ বৌ বি. 1 দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি; 2 কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি; 3 নবপত্রিকা; 4 নবদুর্গা; 5 (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী; 6 (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ। 68)
কুশাঙ্গুরী, কুশাঙ্গুরীয়
(p. 201) kuśāṅgurī, kuśāṅgurīẏa বি. পূজা, তর্পণ ইত্যাদির সময় ধারণীয় কুশনির্মিত আংটি। [সং. কুশ + অঙ্গুরী, অঙ্গুরীয়]। 17)
কোম্পানি
(p. 210) kōmpāni বি. 1 বণিক সমিতি; 2 যৌথ ব্যবসায় প্রতিষ্ঠান; 3 ভারতে ব্রিটিশ সাম্রাজ্য স্হাপনকারী ইস্ট ইণ্ডিয়া কোম্পানি নামে খ্যাত বাণিজ্য প্রতিষ্ঠান। [ইং. company]। কোম্পানির আমল বি. ভারতে ইস্ট ইণ্ডিয়া কোম্পানির শাসনকাল। কোম্পানির কাগজ বি. (সাধারণের কাছ থেকে) সরকার কর্তৃক গৃহীত ঋণের দলিল বা স্বীকারপত্র। 28)
খোলা-বাজার
(p. 235) khōlā-bājāra বি. সর্বসাধারণের জন্য উন্মুক্ত (এবং সরকারি বা অন্যবিধ নিয়ন্ত্রণমুক্ত) বৈধ বাজার (খোলাবাজারে এখন অঢেল চাল পাওয়া যাচ্ছে)। [বাং. খোলা (=নিয়ন্ত্রণমুক্ত) + বাজার]। 7)
গণ
(p. 236) gaṇa বি. 1 সমূহ, সমষ্টি, বহুবচনসূচক শব্দবিশেষ (দেবগণ, মুনিগণ, জনগণ); 2 সম্প্রদায়, শ্রেণি; 3 (বিভিন্ন বিভাগ বা উপজাতিসমন্বিত) সমশ্রেণিভুক্ত বস্তু বা প্রাণিবর্গ, genus; 4 জনসাধারণ (গণ-আন্দোলন, গণশক্তি) ; 5 শিবের অনুচরবৃন্দ; 6 (আইনশাস্ত্রে) গোষ্ঠীবর্গ ; 7 (জ্যোতিষ) নক্ষত্রানুসারে জাতকের ভেদ (দেবগণ, নরগণ, রাক্ষসগণ); 8 (ব্যাক.) ধাতুসমূহ (হ-আদিগণ, খা-আদিগণ)। [সং. √গণ্ + অ]। ̃ ডেপুটেশন বি. বহু লোকের একসঙ্গে কোনো কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করতে যাওয়া, mass deputation. ̃ তন্ত্র বি. জনসাধারণের প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন; অনুরূপভাবে শাসিত রাষ্ট্র, democracy. ̃ তন্ত্রী (ন্ত্রিন্), ̃ তান্ত্রিক বিণ. গণতন্ত্রমূলক বা গণতন্ত্রের নীতি অনুসারী (গণতন্ত্রী বা গণতান্ত্রিক রাষ্ট্র)। ̃ দেব বি. 1 গণেশ; 2 গণশক্তির অধিদেবতা। ̃ দেবতা বি. 1 সংঘভূত দেবগণ (যথা 49 বায়ু, 8 বসু, 12 আদিত্য ইত্যাদি); 2 গণশক্তির অধিদেবতা। ̃ নায়ক বি. জনসাধারণের নেতা। ̃ পতি, ̃ নাথ বি. 1 গণেশ; 2 শিব। ̃ পিটুনি, ̃ প্রহার বি. বহু লোকে মিলে একজনকে প্রহার। ̃ শক্তি বি. সম্মিলিত জনসাধারণ বা তাদের শক্তি। গণাধিপ, গণাধি-পতি - গণপতি -র অনুরূপ। 43)
গর্ভ
(p. 243) garbha বি. 1 অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ); 2 তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ; 3 উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ); 4 ভ্রূণ, উদরস্হ সন্তান (গর্ভপাত); 5 অন্তঃসত্ত্বা অবস্হা (গর্ভ-লক্ষণ)। [সং. √গৃ + ভ]। ̃ কেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil. ̃ কোষ বি. জরায়ু। ̃ গৃহ-গর্ভাগার -এর অনুরূপ। ̃ চ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত। ̃ জ বিণ. গর্ভে জাত। ̃ দাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র। ̃ ধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া। ̃ ধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী। ̃ নাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে। ̃ নিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন। ̃ পাত বি. 1 অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; 2 ভ্রূণহত্যা। ̃ বতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন। ̃ বাস বি. মাতৃগর্ভে অবস্হান। ̃ মাস বি. গর্ভারম্ভের মাস। ̃ মোচন বি. প্রসব। ̃ যন্ত্রণা বি. গর্ভধারণের কষ্ট; (আল.) অসহ্য যন্ত্রণা। ̃ লক্ষণ বি. গর্ভসঞ্চারের লক্ষণ, যেসব চিহ্ন দেখলে বোঝা যায় যে গর্ভে সন্তান আছে। ̃ সংক্রমণ, ̃ সঞ্চার বি. গর্ভে সন্তানের জন্ম, গর্ভে ভ্রূণের জন্ম। ̃ স্হ বিণ. গর্ভের, গর্ভে রয়েছে এমন (গর্ভস্হ সন্তান)। ̃ স্রাব বি. 1 অসময়ে গর্ভপাত; 2 ভ্রূণহত্যা; 3 (গালি) অপদার্থ; মনুষ্যত্বহীন। গর্ভাগার বি. 1 আঁতুরঘর; 2 ঘরের মধ্যে ছোট ঘর, অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক বি. নাটকের অঙ্কের মধ্যস্হিত অংশ বা দৃশ্য। গর্ভাধান বি. 1 বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে। সংস্কারবিশেষ; 2 সন্তান উত্পাদন। গর্ভাশয়, গর্ভ-শয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে। গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি। 17)
চাপ-রাশ
(p. 281) cāpa-rāśa বি. পদসূচক চিহ্ন বা ফলক; ভৃত্য পরিচারক প্রভৃতির ধারণীয় মনিবের পরিচয়সূচক ধাতুপট্ট। [ফা. চাপ্রাস্]। চাপ-রাশি বি. চাপরাশধারী, পেয়াদা, আরদালি। 117)
চাহিদা
(p. 281) cāhidā বি. (ভোগ্য বস্তু সম্পর্কে) 1 কেনবার ইচ্ছা বা প্রয়োজন; 2 টান, সাধারণের দরকারের পরিমাণ, demand. [হি. চাহিতা]। 189)
জঠর
(p. 312) jaṭhara বি. 1 উদর, পেট (জঠরজ্বালা, জঠরাগ্নি); 2 পাকস্হলী; 3 গর্ভ, জরায়ু, গর্ভাশয় (জঠরের সন্তান)। [সং. √ জন্ + অর]। ̃ জ্বালা বি. অত্যন্ত ক্ষুধাবোধ। ̃ যন্ত্রণা বি. 1 গর্ভধারণের কষ্ট ও প্রসব বেদনা; 2 গর্ভে অবস্হানের কষ্ট ('দিবি পুনঃ জঠরযন্ত্রণা': রা. প্র.)। ̃ স্হ বিণ. গর্ভের, গর্ভে অবস্হিত; উদরে অবস্হিত। জঠরাগ্নি, জঠরানল বি. তীব্র ক্ষুধা; পরিপাকশক্তি; পাকস্হলীর পাচকরস। 24)
জন
(p. 312) jana বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ - জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব - জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। 41)
জীবনীয়
(p. 327) jībanīẏa বিণ. প্রাণধারণের জন্য আবশ্যক। বি. জল। [সং. জীবন + ঈয়]। 2)
জীবন্মৃত
(p. 327) jībanmṛta বিণ. জীবিত অবস্থাতেই মৃতবত্, নির্জীব; অত্যন্ত কষ্টে জীবনধারণের গ্লানি বহন করছে এমন। [সং. জীবত্ + মৃত]। 7)
জীবিকা
(p. 327) jībikā বি. জীবনধারণের জন্য অবলম্বিত বৃত্তি বা পেশা, জীবনধারণের উপায়; পেশা বা বৃত্তি। [সং. √ জীব্ + ক + আ]। ̃ নির্বাহ বি. জীবনধারণের ব্যবস্হা, বেঁচে থাকার উপায় করা। 14)
জুরি
(p. 327) juri বি. আদালত কর্তৃক জনসাধারণের মধ্য থেকে মনোনীত আসামির দোষ বা নির্দোষিততার বিষয়ে মতদানকারী ব্যক্তিসমষ্টি। [ইং. jury]। 48)
তিল
(p. 375) tila বি. 1 তৈলপ্রদ ক্ষুদ্র শস্যবিশেষ, তৈলবীজ (তিলের তেল); 2 গায়ে তিলের মতো ক্ষুদ্র কালো চিহ্নবিশেষ (গালে তিল); 3 এক কড়ার আশি ভাগের এক ভাগ; 4 (আল.) অতি সামান্য পরিমাণ বা অংশ (আমি এক তিলও পাইনি, তাকে এক তিলও বিশ্বাস করি না)। বিণ. বিন্দুমাত্র, অতি সামান্যমাত্র ('তিল ঠাঁই আর নাহি রে': রবীন্দ্র)। [সং. √ তিল্ + অ]। তিলকে তাল করা ক্রি. বি. অতিরঞ্জিত করা, সামান্য জিনিসকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা। তিলধারণের জায়গা না থাক অত্যন্ত ভিড় হওয়া, ঠাসাঠাসি হওয়া (এ ঘরে আর তিলধারণের জায়গা নেই)। তিল তিল করে ক্রি-বিণ. একটু একটু করে; ক্রমে ক্রমে কিন্তু অবিচ্ছিন্নভাবে (দীর্ঘদিন ধরে তিল তিল করে ওই টাকা জমিয়েছি)। ̃ কল্ক বি. তিলের খইল। ̃ কাঞ্চন বি. মাতাপিতার শ্রাদ্ধের জন্য ব্যবহৃত তিল ও যত্সামান্য সোনা। ̃ কুটো বি. তিল বা তিলচূর্ণ দিয়ে প্রস্তুত সন্দেশবিশেষ। ̃ তুলসী, তুলসী-তিল বি. তিল ও তুলসী-হিন্দুদের কাছে পবিত্র বলে বিশুদ্ধ দানের বা নিঃশেষে দানের উপকরণ ('দেই তুলসী তিল দেহ সমর্পিলু: বিদ্যা.)। ̃ পিটালি, ̃ পিটুলি বি. তিল-মিশানো পিটুলির গোলা। ̃ মাত্র, তিলার্ধ, তিলার্ধেক, একতিল বি. অতি সামান্য অংশও (তাকে তিলার্ধ বিশ্বাস করি না)। ক্রি-বিণ. ক্ষণমাত্র; একটুও (সেখানে তিলার্ধ না দাঁড়িয়ে চলে গেল)। তিলে তিলে - তিল তিল করে -র অনুরূপ। 147)
ধারণ
(p. 433) dhāraṇa বি. 1 হাত দিয়ে গ্রহণ বা অঙ্গে গ্রহণ (অস্ত্রধারণ, বক্ষে ধারণ); 2 মনে রাখা (উপদেশ ধারণ); 3 স্হাপন (আশীর্বাদের ফুল মস্তকে ধারণ); 4 অভ্যন্তরে গ্রহণ, ভিতরে নেওয়া (এই পাত্র বহু জল ধারণে সক্ষম); 5 পরিগ্রহ (অগ্নিমূর্তি ধারণ); 6 গ্রহণ, অবলম্বন (নামধারণ, ভেকধারণ); 7 বহন (শিরে কুম্ভধারণ)। [সং. √ ধৃ + ণিচ্ + অন]। 69)
ধারণীয়
(p. 433) dhāraṇīẏa বিণ. ধারণযোগ্য, ধারণ করা যায় এমন। [সং. √ ধৃ + ণিচ্ + অনীয়]। 71)
ধার্য
(p. 433) dhārya বিণ. 1 ধারণযোগ্য, ধারণীয়; 2 বহনীয়; 3 (বাং.) নির্ধারিত ('মোরা বড়ো বলে করেছি ধার্য': রবীন্দ্র); স্হিরীকৃত, নির্দিষ্ট (দিন ধার্য করা, দাম ধার্য করা)। [সং. √ ধৃ + য]। ̃ মাণ বিণ. ধরা বা স্হির করা হচ্ছে এমন। 88)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2081564
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771332
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369090
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722263
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699517
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595584
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 548778
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542887

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন