Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধোয়া]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অজু, উজু, ওজু
(p. 8) aju, uju, ōju বি. মুসলমানদের নমাজ পড়বার আগে আচমন বা হাত-পা-মুখ ধোয়া (অজু করার জল)। [আ. বজু]। 124)
অধৌত
(p. 20) adhauta বিণ. ধোয়া হয়নি এমন। [সং. ন+ধৌত]। 21)
আঁচানো
(p. 79) ān̐cānō ক্রি. বি. কিছু খাওয়ার পর এঁটো মুখ ধোঁয়া; আচমন করা। বি. মুখ ধোয়া, আচমন বিণ. মুখ ধোয়া হয়েছে এমন। [বাং. আঁচা + আনো]। না আঁচালে বিশ্বাস নেই কার্যসিদ্ধির আগে সাফল্য সম্পর্কে নিশ্চিত না হওয়া। 9)
আকাচা
(p. 81) ākācā বিণ. কাচা হয়নি এমন; ধোয়া হয়নি এমন (আকাচা কাপড়)। [বাং. আ + কাচা]। 9)
আচমন
(p. 85) ācamana বি. 1 পূজার কাজ আরম্ভ করার আগে জল দিয়ে বিধিমতো দেহশুদ্ধি; 2 আঁচানো, খাওয়ার পর হাত-মুখ ধোয়া। [সং. আ + √ চম্ + অন]। আচমনীয় বি. 1 আচমন করার জল; 2 যা খেলে আচমন করতে হয় এমন খাদ্য। 4)
আধোয়া
(p. 89) ādhōẏā বিণ. ধোয়া হয়নি এমন (আধোয়া কাপড়া); কাচা হয়নি এমন; অপরিষ্কৃত; কোরা। [বাং. আ + ধোয়া]। 115)
আ৩
(p. 77) ā3 অব্য. ঈষত্ সম্যক বৈপরীত্য সীমা না (নঞ্) অল্প প্রভৃতির সূচক উপসর্গ (আরক্ত, আগত, আসমুদ্র, আঢাকা, আধোয়া)। 4)
উচ্ছিষ্ট
(p. 119) ucchiṣṭa বি. বিণ. 1 ভুক্তাবশেষ, এঁটো, খাওয়ার পর পাতে যা অবশিষ্ট থাকে; 2 (মূলত ভাত) খাওয়ার পর মূখ ধোয়া হয়নি এমন (উচ্ছিষ্ট মুখ)। [সং. উত্ + √ শিষ্ + ত]। ̃ ভোজী (-জিন্) বিণ. অন্যের ভুক্তাবশেষ খায় এমন; পরমুখাপেক্ষী। উচ্ছিষ্টান্ন বি. ভাত বা রাঁধা অন্য খাদ্যের ভুক্তাবশেষ; কেউ খেয়ে চলে যাবার পর পাতে যে খাবার পড়ে থাকে। 53)
উজু
(p. 119) uju বি. মুসলমানদের শাস্ত্রীয় আচমন বা জল দিয়ে হাত-পা-মুখ ইত্যাদি ধোয়া। [আ. ওঅজু]। 70)
কচলা
(p. 156) kacalā ক্রি. (প্রধানত ধোয়ার সময়) রগড়ানো, চটকানো। ̃ নি বি. রগড়ানো, চটকানো; রগড়ানো বা চটকানো জিনিস। ̃ নো বিণ. রগড়ানো বা চটকানো হয়েছে এমন। বি. চটকানো বা রগড়ানো। [হি. কুচলানা]। 39)
কাচা2
(p. 178) kācā2 ক্রি. (বস্ত্রাদি) আছড়ে বা কচলে ধোয়া। বি. ধৌতকরণ, কাপড়চোপড় ধুয়ে পরিষ্কার করা। বিণ. ধোয়া হয়েছে এমন, ধুয়ে পরিষ্কার করা হয়েছে এমন (কাচা কাপড়)। [বাং. √ কাচ্]। ̃ নো ক্রি. ধোয়ানো। বি. অন্যের দ্বারা ধৌতকরণ। বিণ. অন্যের দ্বারা ধৌত। 8)
কোরা1
(p. 210) kōrā1 বিণ. 1 সম্পূর্ণ নতুন; আগে ব্যবহৃত হয়নি এমন; 2 (ধুতি, শাড়ি ইত্যাদি সম্পর্কে) আধোয়া; 3 মাড়যুক্ত। [হি. কোরা]। কোরা কাগজ বি. সাদা বা অব্যবহৃত কাগজ; যে কাগজে লেখা হয়নি। কোরা মার্কিন বি. আধোয়া ও মাড়-দেওয়া নতুন মার্কিন কাপড়। আন-কোরা দ্র আনকোরা। 39)
ক্ষালন
(p. 217) kṣālana বি. 1 প্রক্ষালন, ধোয়া (পদক্ষালন); 2 শোধন, মোচন (পাপক্ষালন)। [সং. √ ক্ষল্ + ণিচ্ + অন]। ক্ষালিত বিণ. ধৌত, শোধিত, পরিমার্জিত; দূরীকৃত। 31)
চরণ
(p. 279) caraṇa বি. 1 পা, পদ; 2 কবিতার পদ বা পঙ্ক্তি, শ্লোকের একচতুর্থাংশ; 3 ভ্রমণ, বিচরণ; 4 শীল, আচরণ, অনুষ্ঠান। [সং. √চর্ + অন]। ̃ কমল বি. পাদপদ্ম, চরণরূপ পদ্ম। ̃ চারণ বি. পদচারণা, পায়চারি। ̃ চারী (-রিন্) বিণ. বি. পথিক, পদব্রজে গমনকারী। ̃ চিহ্ন বি. পায়ের চিহ্ন। ̃ ধুলা, ̃ ধূলি, ̃ রেণু বি. পদধূলি। ̃ পদ্ম বি. পাদপদ্ম। ̃ প্রান্ত বি. পদপ্রান্ত, পাদমূল, পায়ের কাছে। ̃ বন্দনা বি. পাদপূজা, পায়ের আরাধনা। ̃ রেখা বি. পদচিহ্ন। ̃ সেবা বি. পাদপূজা; পা টেপা। চরণামৃত বি. বিগ্রহাদি বা পূজনীয় ব্যক্তির পা-ধোয়া জল। চরণাম্বুজ, চরণারবিন্দ বি. পাদপদ্ম। চরণাশ্রয় বি. পায়ের কাছে আশ্রয়, পা-কে আশ্রয় করা। চরণাশ্রিত বিণ. পায়ে আশ্রয় নিয়েছে এমন। চরণোপান্ত বি. পদপ্রান্ত। 28)
চিলমচি
(p. 290) cilamaci বি. খাওয়ার পর হাত-মুখ ধোয়ার জন্য গামলাজাতীয় পাত্রবিশেষ। [তুর. চিলম্চী]। 53)
ধাবন
(p. 433) dhābana বি. 1 বেগে ছোটা, ছোটা, দৌড়ানো; 2 ধোয়া, পরিষ্কার করা (দন্তধাবন); 3 ধেয়ে যাওয়া, তাড়া করা। [সং. √ ধাব্ + অন]। 53)
ধাবিত
(p. 433) dhābita বিণ. 1 ছুটছে এমন (সেইদিকে তাঁর চিত্ত ধাবিত হল); 2 পিছনে ধাওয়া করেছে এমন (চোরের পিছনে পুলিশ ধাবিত হল); 3 ধৌত, ধোয়া হয়েছে এমন। [সং. √ ধাব্ + ত]। 55)
ধুচনি, ধুচুনি
(p. 433) dhucani, dhucuni বি. চাল ধোয়ার বা মাছ ধরার জন্য বাঁশের শলাকা দিয়ে তৈরি ছোট ছোট ছিদ্রযুক্ত পাত্রবিশেষ। [দেশি-তু. ধাবনি + চুবনি]। ধুচনি-টুপি, ধুচুনি-টুপি বি. বাঁশ বেত প্রভৃতির শলাকা দিয়ে তৈরি ধুচুনির আকারের টুপিবিশেষ। 114)
ধুয়া2
(p. 439) dhuẏā2 দ্র ধোয়া। 24)
ধোলাই
(p. 441) dhōlāi বি. 1 ধোয়া, ধৌত করা; 2 ধোপ; 3 ধোয়ার বা কাচার মজুরি; 4 (অশোভন) উত্তমমধ্যম প্রহার (চোরটাকে আচ্ছা করে ধোলাই দেওয়া হয়েছে)। বিণ. ধোয়া, ধৌত করা বা কাচা হয়েছে এমন (ধোলাই কাপড়)। [বাং. √ ধু (=ধো) + আই-তু. হি. ধুলাঈ]। 11)
ধোয়া, ধুয়া
(p. 441) dhōẏā, dhuẏā ক্রি. 1 (জল প্রভৃতি দিয়ে) ধৌত করা (জল দিয়ে শাক ধুই); 2 প্রক্ষালন করা (হাত-পা ধোয়া); 3 কাচা, ধোলাই করা (কাপড় ধুয়ে পরো)। বি. উক্ত সব অর্থে (ধোয়ামোছা হয়নি)। বিণ. উক্ত সব অর্থে (ধোয়া কাপড়)। [প্রাকৃ. ধোঅ + বাং. আ]। ̃ নি বি. যে জল দিয়ে কিছু ধোয়া হয়। ̃ নো ক্রি. 1 ধৌত করানো; 2 প্রক্ষালিত করানো; 3 কাচানো। বি. উক্ত সব অর্থে (ধোয়ানোটা ভালো হয়নি)। বিণ. উক্ত সব অর্থে (ধোয়ানো কাপড় পরেছি, ধোয়ানো তুলসী)। 9)
ধোয়াট
(p. 441) dhōẏāṭa বি. নদীতটে আনীত ও জমে-থাকা মাটি বা পলি। [বাং. ধোয়া + ট]। 10)
ধৌত
(p. 441) dhauta বিণ. ধোয়া হয়েছে এমন, প্রক্ষালিত; জলের সাহায্যে পরিষ্কৃত। [সং. √ ধাব্ + ত]। 14)
পরি-শোধন
(p. 499) pari-śōdhana বি. 1 সম্যক শোধন বা পরিষ্করণ; 2 ভালভাবে ধোয়া-মোছা করা। [সং. পরি + শোধন]। পরি-শোধ্য বিণ. পুরোপুরি শোধ করা হয়েছে এমন; ভালোভাবে শোধিত বা পরিষ্কৃত। 72)
পুঁছা, পোঁছা
(p. 523) pun̐chā, pōn̐chā ক্রি. বি. মোছা (ধোয়া-পোঁছা)। বিণ. উক্ত অর্থে। [ সং. প্র + √ উঞ্ছ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. মোছানো। 20)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2079054
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770446
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368090
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721816
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699048
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595324
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547602
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542694

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন