Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নবাবি দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অজিজ্ঞাসু
(p. 8) ajijñāsu বিণ. জানবার ইচ্ছা নেই এমন, যার মনে প্রশ্ন নেই। [সং. ন+জিজ্ঞাসু]। অজিজ্ঞাস্য বিণ. জিজ্ঞাসার অযোগ্য। 116)
অনু-সন্ধিত্সা
(p. 32) anu-sandhitsā বি. 1 অনুসন্ধান করার বা খোঁজ করার ইচ্ছা; 2 গবেষণা করার বা জানবার ইচ্ছা (প্রাচীন ইতিহাস সম্পর্কে অনুসন্ধিত্সা)। [সং. অনু + সম্ + √ ধা + সন্ + আ]। অনু-সন্ধিত্সু বিণ. অন্বেষণ বা খোঁজ করতে ইচ্ছুক। অনুসন্ধেয় দ্র অনুসন্ধান। 2)
অন্ধ
(p. 34) andha বি. 1 চোখে দেখে না এমন, কানা, দৃষ্টিহীন; 2 গাঢ় অন্ধকারময় ('অন্ধতামস': রবীন্দ্র); 3 অজ্ঞান, বিচারবোধহীন (অন্ধ আবেগ, অন্ধ বিশ্বাস, অন্ধ সমর্থক)। [সং. অন্ধ + অ]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কূপ বি. অন্ধকার গহ্বর, black hole. অন্ধ-কূপ হত্যা অতি ক্ষুদ্র একটি কক্ষে বহুসংখ্যক লোককে আবদ্ধ রেখে শ্বাসরোধ করে তাদের মৃত্যু ঘটানোর ঘটনা (এই অভিযোগ বাংলার নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে করেছিলেন ইস্ট ইণ্ডিয়া কোম্পানির ইংরেজরা), black-hole tragedy. ̃ তমস বি. গাঢ় অন্ধকার। ̃ তমিস্র বি. গাঢ় অন্ধকার। বিণ. গাঢ় অন্ধকারময়। ̃ বিশ্বাস বি. বিচার বিবেচনা না ক'রে কোনো কিছু মনে নেওয়া, নির্বিচার আস্হা। ̃ বেগ বি. বেপরোয়া দ্রুত বেগ। অন্ধের নড়ি, অন্ধের যস্টি অক্ষম অসহায়ের একমাত্র অবলম্বন; অসহায়ের সহায়। 41)
অব-বুদ্ধ
(p. 45) aba-buddha বিণ. 1 প্রবুদ্ধ; প্রজ্ঞাবান; জ্ঞানবান; 2 জাগরিত, সজাগ। [সং. অব + √ বুধ্ + ত]। 13)
অমান্য
(p. 57) amānya বিণ. মানবার মতো নয় এমন; অশ্রদ্ধেয়; পালন করা যায় না এমন। বি. (বাংলায় বিশেষ প্রয়োগ) লঙ্ঘন, অমাননা (আইন অমান্য আন্দোলন)। [সং. ন + মান্য]। অমান্য করা ক্রি. বি. লঙ্ঘন করা, না মানা; অসম্মান করা। 24)
অরণ্য
(p. 60) araṇya বি. গাছপালা ও ঝোপঝাড়ে পূর্ণ প্রায় দুর্গম বিস্তীর্ণ অঞ্চল যেখানে পশু বিচরণ করে; বন, জঙ্গল। [সং. √ ঋ + অন্য]। ̃ .কাণ্ড বি. রামায়ণের তৃতীয় কাণ়্ড বা অধ্যায় যেখানে রামের বনবাসের বর্ণনা আছে। ̃ .চর, ̃ .চারী (-রিন্) বিণ. বনে বিচরণ করে এমন, বনচর; বন্য। ̃ .জাত বিণ. বনে জন্মে এমন, বনে উত্পন্ন হয়েছে এমন। ̃ .বাসী (-সিন্) বিণ. বনে বাস করে এমন, বনবাসী। ̃ .ষষ্ঠী বি. জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী, জামাই ষষ্ঠী। ̃ .সংকুল বিণ. জঙ্গলাকীর্ণ (অরণ্যসংকুল দেশ)। অরণ্যানী বি. বিশাল বন, মহাবন। অরণ্যে রোদন নিস্ফল আবেদন। 30)
অর্কেষ্ট্রা
(p. 61) arkēṣṭrā বি. 1 ঐকতান বাদ্য; 2 ঐকতানবাদকের দল। [ইং. orchestra]। 23)
অর্থ1
(p. 62) artha1 বি. 1 ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; 2 প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); 3 পার্থিব সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); 4 প্রার্থনা বা প্রার্থনার বিষয়; 5 কাম্য বস্তু (পুরুষার্থ); 5 রাজনীতি (অর্থশাস্ত্র); 7 কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)। [সং. √ অর্থ + অ, √ ঋ + থ]। ̃ .করী বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)। ̃ .কষ্ট, ̃ কৃচ্ছ্র বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি। ̃ .কামী (-মিন) বিন. টাকাপয়সা পেতে চায় এমন। ̃ .গৃধ্নু বি. টাকার লোভ আছে এমন। ̃ .চিন্তা বি. পয়সাকড়ির জন্য ভাবনা। ̃ .চেষ্টা বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা। ̃ .দণ্ড বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)। ̃ .নাশ বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়। ̃ .নীতি বি. ধনবিজ্ঞান, economics. ̃ .নৈতিক বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)। ̃ .পিশাচ বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)। ̃ .প্রাপ্তি বি. ধনলাভ। ̃ .বান, ̃ বান্ বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন। ̃ .বিদ্যা বি. ধনবিজ্ঞান; অর্থের উত্পত্তি, বন্টন ও প্রসরণবিষয়ক বিদ্যা, economic ̃ .বিনিয়োগ বি. (ব্যবসায়ে) টাকা খাটানো। ̃ .ব্যয় বি. টাকা খরচ। ̃ .ভাগ্য বি. ধনলাভের সৌভাগ্য। ̃ .লিপ্সা বি. টাকাপয়সার অত্যধিক লোভ। ̃ .লিপ্সু বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন। ̃ .শালী (-লিন) বিণ. ধনী। ̃ শাস্ত্র বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র। ̃ .শূন্য বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন। ̃ .সংগ্রহ, ̃ .সংস্হান বি. টাকাপয়সার জোগাড়। ̃ .সংকট, ̃ .সঙ্কট বি. টাকার সমস্যা। ̃ .সমস্যা বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্হা। ̃ .হানি বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়। ̃ .হীন বিণ. ধনহীন; দরিদ্র। অর্থাগম বি. ধনপ্রাপ্তি। অর্থোপার্জন বি. টাকাপয়সা আয়। 7)
অর্থী
(p. 62) arthī (থিন্) বিণ. 1 চায় এমন; অভিলাষী (বিদ্যার্থী, চিকিত্সার্থী, স্নেহার্থী, শুভার্থী); 2 বাদী, অভিযোগকারী; 3 ধনবান, অর্থ বা ধন আছে এমন। [সং. অর্থ1 + ইন]। ̃ .প্রত্যর্থী, অর্থি- প্রত্যর্থী বি. বাদী- প্রতিবাদী। 14)
আঁজি
(p. 79) ān̐ji বি. 1 রেখা; ডোরা দাগ; 2 কাপড়ে রঙিন সুতোর রেখা, রঙিন ডোরা; 3 ঘরবাড়ি তৈরির সময় সাজানো ইটের সন্ধিস্হলে রেখার আকারে চুনবালির প্রলেপ, pointing. আঁজি ধরানো ক্রি. ইটের সন্ধিস্হলে চুনবালির প্রলেপ জমানো, পয়েন্টিং করা। বি. উক্ত অর্থে। 13)
আখড়া
(p. 82) ākhaḍ়ā বি. 1 (ব্যায়াম, গানবাজনা প্রভৃতি) অনুশীলনের স্হান; সন্ন্যাসীদের (বিশেষত বৈষ্ণব বৈরাগীদের) আশ্রম; 1 আড্ডা। [সং. অক্ষবাট, হি. আখড়া]। ̃ ই বি. অভিনয়ের মহলা, মহড়া, রিহার্সাল, rehearsal. ̃ .ধারী বি. আখড়া বা মঠের প্রধান বা অধ্যক্ষ। 19)
আগন্তুক
(p. 82) āgantuka বি. অতিথি; নবাগত বা অপরিচিত ব্যক্তি। বিণ. 1 নবাগত, সদ্য বা হঠাত্ এসেছে এমন; 2 হঠাত্ ঘটেছে এমন (আগন্তুক বিপদ)। [সং. আ + √ গম্ + তু + ক (স্বার্থে)]। 43)
আবিষ্করণ, আবিষ্কার, আবিষ্ক্রিয়া
(p. 99) ābiṣkaraṇa, ābiṣkāra, ābiṣkriẏā বি. অপ্রকাশিত বা অজ্ঞাত বস্তু বা বিষয়ের প্রকাশ বা সন্ধানলাভ; কোনো অজানা বিষয় বা বস্তুর সম্পর্কে প্রথম জ্ঞানলাভ; উদ্ভাবন, discovery invention (আমেরিকা আবিষ্কার, বেতারযন্ত্রের আবিষ্কার, নতুন তথ্য আবিষ্কার)। [সং. আবিস্ + ̃কৃ + অন, অ, ক্রিয়া]। আবিষ্করণীয় বিণ. আবিষ্কারের যোগ্য; আবিষ্কার, করতে হবে বা করা উচিত এমন। আবিষ্কর্তা (-র্তৃ), আবিষ্কারক বি. যে আবিষ্কার করে বা করছে; উদ্ভাবক। আবিষ্কৃত বিণ. আবিষ্কার করা হয়েছে এমন (নবাবিষ্কৃত তথ্য) 20)
আসা2
(p. 110) āsā2 ক্রি. 1 আগমন করা, উপস্হিত হওয়া (বাড়ি আসবে); 2 সাধ্যে কুলানো, পটুতা থাকা (গানবাজনা আমার আসে না); 3 জোগানো (মাথায় একটা বুদ্ধি এসেছে); 4 উদয় হওয়া (মনে আসা, হাসি আসছে); 5 আয় হওয়া (অনেক টাকা এসেছে); 6 শুরু হওয়া (ফুরিয়ে আসছে, মাঘের শেষে বসন্ত আসে); 7 ঘটা (বিপদ আসছে); 8 উপযোগী হওয়া, কাজে লাগা (ঘড়িটা কাজে আসছে না); 9 প্রবেশ করা, ঢোকা (জানলা দিয়ে আলো আসে)। বিণ. 1 আগত (ডাকে-আসা চিঠি); 2 গত, সমাপ্ত (নিবে-আসা আলো)। বি. আগমন (তার আমার আশায় আছি)। [বাং. √ আস্ + আ]। ̃ আসি, ̃ যাওয়া বি. 1 যাতায়াত, আসা ও যাওয়া; 2 মেলামেশা (দুই পরিবারের মধ্যে তেমন আসা-যাওয়া নেই). কথা আসা ক্রি. বি. কথাবার্তা বা উত্তর জোগানো (মুখে কথা আসছে না)। কানে আসা ক্রি. বি. শুনতে পাওয়া, কর্ণগোচর হওয়া (কথাটা কানে এল)। পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া, গর্ভসঞ্চার হওয়া (সেই বছরই ছেলেটা পেটে এল)। বলে আসা ক্রি. বি. অনুমতি নিয়ে আসা বা জানিয়ে আসা। মনে আসা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে পড়া। মাথায় আসা ক্রি. বি. বুঝতে পারা। মুখে আসা ক্রি. বি. উচ্চারিত হওয়া বা মুখে জোগানো। হাতে আসা ক্রি. বি. অধিকারে বা আয়ত্তে আসা। 3)
উদ্যান
(p. 128) udyāna বি. বাগান, বাগিচা; উপবন। [সং. উত্ + √ যা + অন]। ̃ পাল, ̃ পালক, ̃ রক্ষক বিণ.বি. উদ্যানের রক্ষণাবেক্ষণ যে করে; মালী। ̃ বাটিকা বি. বাগানবাড়ি। 44)
উদ্যুক্ত
(p. 128) udyukta বিণ. উদ্যোগবিশিষ্ট; বেষ্টিত; যত্নবান। [সং. উত্ + √ যুজ্ + ত]। 45)
উন্মুখ
(p. 130) unmukha বিণ. 1 ব্যগ্র, উত্সুক (শোনবার আশায় উন্মুখ); 2 উদ্যত (পতনোন্মুখ); 3 প্রবৃত্ত, তত্পর। [সং. উদ্ + মুখ]। বি. ̃ তা। 22)
উপর্যুপরি
(p. 133) uparyupari অব্য. ক্রি-বিণ. একটির উপর আরা একটি; পরপর; ক্রমান্বয়ে; ক্রমাগত (এই নিয়ে উপর্যুপরি তিনবার তারা জিতল)। [সং. উপরি + উপরি]। 48)
উশো, উসো
(p. 139) uśō, usō রাজমিস্ত্রিদের ব্যবহৃত চুনবালি সিমেণ্টের পলস্তারা ঘসে সমান করার কাঠের পাত। [দেশি ?]। 8)
ঐশ্বর্য
(p. 150) aiśbarya বি. 1 ধনসম্পত্তি, বিভব; 2 প্রভুত্ব; ঈশ্বরত্ব; 3 যোগলব্ধ অষ্টবিধ শক্তি; বিভূতি। [সং. ঈশ্বর + য]। ̃ .গর্ব বি. ধনগর্ব, টাকার অহংকার। ̃ .বান (-বান্), ̃ .শালী (-লিন্) বিণ. ধনবান, ঐশ্বর্যের অধিকারী। স্ত্রী. &tilde ; .বতী, ̃ .শালিনী।
কন-সার্ট
(p. 162) kana-sārṭa বি. (বিবিধ বাদ্যযন্ত্রের) ঐকতান; বাদ্যবৃন্দ, সমবেত যন্ত্রসংগীত। [ইং. concert]। কনসার্ট পার্টি ঐকতানবাদকের দল। 4)
কাপালিক
(p. 181) kāpālika বি. 1 নরকপালধারী ও শ্মশানবাসী বামাচারী তান্ত্রিকবিশেষ, তান্ত্রিক সন্ন্যাসীবিশেষ; 2 কপালী বা কপালিজাতি, কৃষিজীবী হিন্দু জাতিবিশেষ। [সং. কপাল + ইক]। 59)
কুঁচকি, কুচকি
(p. 192) kun̐caki, kucaki বি. ঊরু ও কোমরের সন্ধিস্হল, groin. [তু. হি. কুচকি]। ̃ কণ্ঠা ক্রি-বিণ. কুঁচকি থেকে গলা পর্যন্ত, আকণ্ঠ, আড়গিলে করে (নেমস্তন্নবাড়ি গিয়ে কুঁচকিকণ্ঠা খেয়েছে)। 17)
কুতূহল
(p. 196) kutūhala বি. 1 ঔত্সুক্য, অজানা জিনিস বা বিষয় সম্বন্ধে জানবার আগ্রহ; 2 কৌতুক; 3 আমোদ। [সং. (1) কু + √তুলি + অ; হ আগম; (2) কুতু + √ হল্ + অ]। কুতূহলী (-লিন্) বিণ. 1 উত্সুক, আগ্রহযুক্ত; 2 আমোদিত, আনন্দিত। কুতূহলে ক্রি-বিণ. আনন্দে, আনন্দের সঙ্গে; আনন্দের জন্য ('ব্রাহ্মণ রাজার কুতূহলে': ক.ক.)। 8)
কুমাতা
(p. 198) kumātā (-তৃ) বি. 1 যে মাতা প্রকৃষ্টরূপে সন্তানপালনে অক্ষম; 2 সন্তানবাত্সল্যহীনা মাতা। [সং. কু + মাতৃ]। 4)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2081493
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1771300
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369060
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722246
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699504
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595575
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 548748
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542878

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন