Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিদর্শক); দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভিজ্ঞা
(p. 50) abhijñā বি. 1 প্রথম জ্ঞান; প্রথম উপলব্ধি; 2 স্মৃতি। ̃ .ত বিণ. চিহ্নের দ্বারা জ্ঞাত, কোনো চিহ্ন বা নিদর্শনের দ্বারা কোনো কিছু মনে রাখা হয়। অভি-জ্ঞান-পত্র বি. পরিচয়পত্র, identity card. 84)
উদাহরণ
(p. 127) udāharaṇa বি. বক্তব্য বা যুক্তিকে বিশদ বা সপ্রমাণ করবার জন্য বা তার সমর্থনের জন্য অনুরূপ বিষয় বা ঘটনার উল্লেখ; দৃষ্টান্ত, নিদর্শন। [সং. উত্ + আহরণ]। উদাহৃত বিণ. দৃষ্টান্তরূপে কথিত বা বর্ণিত; উল্লিখিত। 10)
চর্য
(p. 279) carya বিণ. আচরণীয়, পালনীয়। [সং. √চর্ + য]। চর্যা বি. (স্ত্রী.) 1 আচরন, পালন, অনুষ্ঠান (ধর্মাচর্যা, দিনচর্যা); 2 রক্ষণ, নিয়মপালন (দেহচর্যা, দিনচর্যা); 3 চরিত্র। চর্যা-পদ বি. বৌদ্ধ সহজিয়াদের ধর্ম ও সাধনা সম্বন্ধে গীতিকবিতা; বর্তমান জ্ঞানমতে বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শনবিশেষ। 46)
চিন1
(p. 290) cina1 বি. 1 চিহ্ন, দাগ; 2 লক্ষণ, নিদর্শন ('লেজের চিন': কৃত্তি)। [সং. চিহ্ন]। 8)
চিহ্ন
(p. 290) cihna বি. 1 দাগ, কলঙ্ক, রেখা (কালির চিহ্ন, ক্ষতচিহ্ন); 2 ছাপ (পদচিহ্ন); 3 লক্ষণ (মৃত্যুর চিহ্ন দেখা যাচ্ছে); 4 নিদর্শন, পরিচায়ক (রাজচিহ্ন); 5 সংকেত, ইশারা; 6 স্মারক, প্রতীক (সধবার চিহ্ন); 7 সাংকেতিক লিখন। [সং. √চিহ্ন্ + অ]। চিহ্নিত বিণ. চিহ্নযুক্ত। 56)
জয়
(p. 312) jaẏa বি. 1 পরাভুত বা দমন করা (শত্রু জয়, যুদ্ধ জয়); 2 যুদ্ধ ইত্যাদির দ্বারা অধিকার করা (দেশ জয়); 3 কার্যসিদ্ধি, সাফল্য (জীবনে জয়লাভ করা, মহারাজের জয় হোক)। [সং. √ জি + অ]। ̃ কেতু বি. জয়পতাকা। ̃ জয়-কার বি. জয়ধ্বনি; বিজয়ের পরাকাষ্ঠা; জয়োল্লাসের ধ্বনি। ̃ জয়ন্তী বি. 1 সংগীতের রাগবিশেষ; 2 বিজয়নিশান। ̃ ঢাক বি. রণবাদ্যরূপে ব্যবহৃত বিরাট ঢাক; বড় ঢাক। ̃ তি ক্রি. জয় হয়। ̃ তু ক্রি. জয় হোক। ̃ দুর্গা বি. দুর্গাদেবীর রূপবিশেষ। ̃ ধ্বজ বি. জয়পতাকা। ̃ ধ্বনি বি. 1 জয়োল্লাসের ধ্বনি; 2 গৌরবকীর্তন বা বিজয়ঘোষণা ('তোরা সব জয়ধ্বনি কর': নজরুল)। ̃ নাদ বি. জয়ধ্বনি; আনন্দধ্বনি। ̃ পতাকা বি. বিজয়নিশান। ̃ পত্র বি. বিজয় বা সাফল্যের নিদর্শনসূচক পত্র বা লেখন। ̃ ভেরী বি. জয়ঢাক। ̃ মঙ্গল বি. 1 মঙ্গলচণ্ডী; 2 জ্বরনাশক কবিরাজি ওষুধবিশেষ; 3 রাজহস্তী। ̃ মাল্য বি. জয়ের নিদর্শনরূপে প্রাপ্ত মালা। ̃ যুক্ত বিণ. জয়ী; জয় বা সাফল্য অর্জন করেছে এমন (জয়যুক্ত হও)। ̃ লক্ষ্মী বি. সাফল্যরূপ লক্ষ্মী; জয়শ্রী; বিজয়। ̃ লেখ বি. বিজয়ীর ললাটে জয়ের যে বিবরণপত্র এঁটে দেওয়া হয় বা হত ('ললাটে দিয়াছে জয়লেখ': রবীন্দ্র); (আল.) বিজয় নিদর্শন; সাফল্যের নিদর্শন। ̃ শঙ্খ বি. যে শঙ্খ বাজিয়ে যোদ্ধা নিজের জয় ঘোষণা করে। ̃ শ্রী বি. 1 জয়লক্ষ্মী, বিজয়ের অধিষ্ঠাত্রী দেবী; 2 সংগীতের রাগবিশেষ। ̃ স্তম্ভ বি. বিজয়লাভের নিদর্শন বা স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ। জয়োন্মত্ত বিণ. জয়লাভের ফলে উন্মত্ত বা উদ্দাম। জয়োত্সব বি. বিজয়লাভের উপলক্ষ্যে উত্সব। জয়োল্লাস বি. জয়ের আনন্দ। 121)
টিকিট
(p. 343) ṭikiṭa বি. 1 ভাড়া মাশুল ইত্যাদির নিদর্শনপত্রবিশেষ (বাসের টিকিট, লটারির টিকিট); 2 পরিচয়পত্রবিশেষ (বাসের টিকিট, লটারির টিকিট); 2 পরিচয়পত্রবিশেষ (কয়েদির টিকিট)। [ইং. ticket]। ̃ বাবু, ̃ মাস্টার বি. টিকিট বিক্রয় করার ভারপ্রাপ্ত কর্মচারী। 56)
ডাক৬
(p. 355) ḍāka6 বি. 1 দূরপথে যাবার ও চিঠিপত্রাদি পাঠাবার জন্য যানবাহন ব্যবস্হা (ঘোড়ার ডাক); 2 চিঠিপত্রাদি বহনের ও বিলির সরকারি ব্যবস্হা (ডাকবিভাগ); 3 চিঠিপত্রাদি (আজকের ডাক এখনও আসেনি)। [হি. ডাক্]। ̃ গাড়ি বি. চিঠিপত্রাদি বহনকারী দ্রূতগামী যান বা রেলগাড়ি। ̃ খানা, ̃ ঘর বি. পোস্ট অফিস। ̃ টিকিট বি. ডাক মাশুলের নিদর্শক ছাপানো কাগজখণ্ড। ̃ পিয়ন বি. চিঠিপত্র বিলির কাজে নিযুক্ত কর্মচারী। ̃ বাক্স বি. ডাকঘর কর্তৃক স্হাপিত চিঠি ফেলার বাক্স। ̃ হরকরা বি. ডাকের থলি এক স্হান থেকে অন্য স্হানে বহনকারী কর্মচারী। 15)
তকমা
(p. 363) takamā বি. 1 চাপরাস; নিয়োগ বা পদের নিদর্শক পরিচ্ছদ (তকমা-আঁটা); 2 পদক। [আ. তগ্মা]। 14)
দৃষ্টান্ত
(p. 418) dṛṣṭānta বি. 1 উদাহরণ, প্রমাণের নিদর্শন; 2 নজির (দৃষ্টান্ত স্হাপন করা); 3 উপমান; 4 (আল.) কোনো বিষয়ের যাথার্থ্য প্রমাণের জন্য সদৃশ বিষয়ের উল্লেখ বা বর্ণনা। [সং. দৃষ্ট + অন্ত]। ̃ স্হল বি. উদাহরণ বা নজিরস্বরূপ ব্যবহৃত হওয়ার যোগ্য বিষয়। 9)
নমুনা
(p. 447) namunā বি. 1 কোনো জিনিসের নিদর্শন বা সামান্য অংশ যা দিয়ে সেইজাতীয় সমস্ত জিনিসের স্বরূপ বোঝা বা বোঝানো যায় (চালের নমুনা, রান্নার নমুনা), sample; 2 উদাহরণ (এর একটা নমুনা দেখাও); 3 ধরন, রকম (তোমার কাজের নমুনা দেখলে হাসি পায়)। [ফা. নমুনহ্]। 45)
নিদর্শক
(p. 461) nidarśaka বিণ. নির্দেশক, নির্দেশ করে এমন (চিত্তচাঞ্চল্যের নিদর্শক); সূচক। [সং. নি + √ দর্শি + অক]। 17)
নিদর্শন
(p. 461) nidarśana বি. 1 উদাহরণ, দৃষ্টান্ত (এ তাঁর মহত্ত্বেরই নিদর্শন); 2 প্রমাণ, উল্লেখ (পাণ্ডিত্যের নিদর্শন); 3 চিহ্ন (প্রাচীন সভ্যতার নিদর্শন)। [সং. নি + √ দৃশ্ + অন]। 18)
নিদর্শনা
(p. 461) nidarśanā বি. (অল.) সাদৃশ্যহেতু অস্বাভাবিক গুণ ধর্ম বা কার্য আরোপবাচক অর্থালংকারবিশেষ, যথা-'ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শাল্মলী তরুবরে': মধু। 19)
নিশান2, নিশানা
(p. 473) niśāna2, niśānā বি. 1 নিদর্শন, চিহ্ন; 2 পরিচয়, অভিজ্ঞান; 3 লক্ষণ; 4 লক্ষ্য. টিপ (হাতের নিশানা পরীক্ষা করা); 5 ঠিকানা (পথের নিশানা)। [ফা. নিশান্]। নিশান-দার বিণ. বি. শনাক্তকারী। নিশান-দিহি বি. শনাক্তকরণ। 27)
পদক
(p. 488) padaka বি. 1 কণ্ঠভূষণবিশেষ, লকেট 2 সম্মান বা প্রশংসার নিদর্শনস্বরূপ প্রদত্ত ধাতুনির্মিত তক্তি, medal. [সং. পদ + ক]। 34)
পরি-চয়
(p. 497) pari-caẏa বি. 1 আলাপ, জানাশোনা (তার সঙ্গে আমার পরিচয় আছে); 2 নামধাম বংশ প্রভৃতির বিবরণ (লোকটির পরিচয় জানি না); 3 অভিজ্ঞতা (পর্বতারোহণের কষ্ট সম্বন্ধে আমার যথেষ্ট পরিচয় আছে); 4 চিহ্ন অভিজ্ঞান, নিদর্শন (ভদ্রতার পরিচয়); 5 প্রণয়, ভালোবাসা ('নবপরিচয় কালিয়া বঁধুর সনে': চণ্ডী)। [সং. পরি + √ চি + অ]। ̃ পত্র বি. কারও সম্পর্কে জ্ঞাতব্য তথ্যসংবলিত পত্র, পরিচিতির পত্র। 11)
প্রতি-মান
(p. 541) prati-māna বি. 1 নজির, নিদর্শন, প্রমাণ; 2 মানদণ্ড, বিচারের মাপকাঠি; 3 মান, standard. [সং. প্রতি + মান2]। 59)
প্রমাণ
(p. 548) pramāṇa বি. 1 সত্যাসত্য বিচারের উপায় বা নিদর্শন; যার দ্বারা নিশ্চয় জ্ঞান লাভ করা যায়; 2 বিশ্বাসের হেতু; 3 সাক্ষ্য, নজির; 4 যথাযথ জ্ঞান; নিশ্চয় বোধ। বিণ. (বাং.) 1 পরিমাণ (আকাশপ্রমাণ, পর্বতপ্রমাণ); 2 পুরো মাপের, পূর্ণ বয়স্কের উপযুক্ত (প্রমাণসাইজ)। [সং. প্র + √ মা + অন]। ̃ ত (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রমাণ অনুসারে। ̃ পঞ্জি বি. কোনো বিষয়ে প্রমাণস্বরূপ উল্লিখিত গ্রন্হাদির তালিকা। ̃ পত্র বি. দলিল; রসিদ; সার্টিফিকেট। ̃ পুরুষ বি. মধ্যস্হ, যার মতামত বা সিদ্ধান্ত সকলেই মেনে নেয়। ̃ সই বিণ. পূর্ণ পরিমাণ। ̃ সাপেক্ষ বিণ. প্রমাণের দ্বারা যার যাথার্থ্য নির্ণয় করতে হয় যার যাথার্থ্য প্রমাণের উপর নির্ভর করে। ̃ সিদ্ধ বিণ. যথার্থ বলে প্রমাণিত। প্রমাণিত, প্রমাণী-কৃত বিণ. প্রমাণের সাহায্যে যথার্থ বলে স্হিরীকৃত, প্রমাণসিদ্ধ। 44)
মিউ-জিয়াম
(p. 704) miu-jiẏāma বি. প্রত্নতাত্ত্বিক বা অন্যবিষয়ক নিদর্শনাদির সংরক্ষণশালা, জাদুঘর।[ইং. museum]। 13)
মেডেল
(p. 716) mēḍēla বি. প্রশংসা বা বিজয়ের নিদর্শনস্বরূপ (প্রধানত ধাতুনির্মিত) পদকবিশেষ [ইং. medal]। 11)
রাজ৪
(p. 738) rāja4 বি. বিণ. (সমাসে পূর্বপদে রাজন্ -শব্দের রূপ) 1 রাজা (রাজপদ, রাজকার্য); 2 শ্রেষ্ঠ জন; 3 সরকার, গভর্নমেন্ট (রাজনীতি); 4 প্রধান, মস্ত (রাজরোগ, রাজসাপ)। [সং. রাজন্]। ̃ কন্যা বি. রাজার মেয়ে। ̃ কবি বি. 1 দেশের রাজা কর্তৃক নিযুক্ত ও সম্মানিত কবি; 2 দেশের শ্রেষ্ঠ কবি। ̃ কর বি. রাজাকে বা সরকারকে প্রদত্ত কর বা খাজনা, রাজস্ব। ̃ কর্ম (-র্মন্), ̃ কার্য বি. 1 রাজ্যশাসন; 2 সরকারি কাজ; 3 রাজার কর্তব্যকর্ম। ̃ কর্মচারী (-রিন্) বি. রাজা বা সরকার কর্তৃক নিযুক্ত বা শাসনকার্যে নিযুক্ত কর্মচারী; পদস্হ সরকারি চাকুরে। ̃ কুমার বি. রাজার ছেলে, রাজপুত্র। ̃ কুমারী বি. (স্ত্রী.) রাজার মেয়ে, রাজকন্যা। ̃ কুল বি. 1 রাজার বংশ; 2 নৃপতিবর্গ, নৃপতিসমূহ। ̃ কোষ বি. রাজকীয় ধনভাণ্ডার, ট্রেজারি। ̃ চক্রবর্তী (-র্তিন্) বি. সার্বভৌম রাজা, সম্রাট। ̃ চ্ছত্র, (চলিত) ̃ ছত্র বি. (প্রধানত ভারতে) রাজার মাথার উপর প্রসারিত ছাতা। ̃ টিকা বি. রাজ্যাভিষেকের সময় রাজার ললাটে অঙ্কিত তিলক। ̃ তক্ত বি. 1 সিংহাসন; 2 রাজপদ। ̃ তন্ত্র বি. 1 নৃপতি কর্তৃক শাসনব্যবস্হা বা রাজার দ্বারা শাসিত রাষ্ট্র monarchy; 2 রাজ্যশাসননীতি। ̃ তরু বি. সোঁদালগাছ। ̃ তিলক বি. রাজটিকা। দণ্ড বি. 1 রাজপদের নিদর্শনস্বরূপ রাজা যে-দণ্ড হাতে বহন করেন; 2 রাজবিধি-অনুযায়ী শাস্তি; 3 (জ্যোতিষ.) ললাটদেশের ঊর্ধ্বরেখা। ̃ দত্ত বিণ. নৃপতি কর্তৃক প্রদত্ত, রাজা দিয়েছেন এমন। ̃ দন্ত বি. দুই পাটির সামনের চারটি দাঁত। ̃ দম্পতি, ̃ দম্পতী বি. রাজা ও তাঁর পত্নী। ̃ দরবার বি. রাজসভা, রাজকার্য পরিচালনার জন্য রাজা যে-সভায় বসেন। ̃ দর্শন বি. রাজাকে দেখা; রাজার সঙ্গে সাক্ষাত্কার। ̃ দূত বি. 1 রাজা কর্তৃক প্রেরিত বা সরকারপ্রেরিত দূত বা সংবাদবাহক; 2 ভিন্ন রাষ্ট্রের সঙ্গে সংবাদ আদানপ্রদানের জন্য বা পারস্পরিক সম্পর্ক-বিনিময়ের জন্য নিয়ুক্ত রাজপুরুষ, ambassador. ̃ দ্বার বি. 1 রাজার দরবার, রাজসভা; 2 রাজার আদালত। ̃ দ্রোহ, ̃ দ্রোহিতা বি. প্রকাশ্যভাবে নৃপতির বা সরকারের (সচ. সশস্ত্র) বিরুদ্ধাচরণ। দ্রোহী (-হিন্) বিণ. বি. রাজদ্রোহকারী। ̃ ধর্ম বি. 1 রাজার কর্তব্য; 2 রাজার পালনীয় কর্তব্য; দেশশাসন ও প্রজাপালন; 3 রাজার আচরিত ধর্ম। ̃ ধানী বি. রাজ্যশাসনের প্রধান কেন্দ্রস্হল বা প্রধান নগর; রাজ্যের যে-নগরে রাজা বাস করেন বা উচ্চতম সরকারি দফতর থাকে। ̃ নটী বি. রাজার আশ্রিত ও রাজার দ্বারা সম্মানিত নর্তকী। ̃ নন্দন বি. রাজপুত্র। ̃ নন্দিনী বি. রাজার মেয়ে, রাজকন্যা। ̃ নামা বি. রাজাদের নামের তালিকা বা বংশপরিচয়; রাজাদের বংশের ইতিহাস। ̃ পট্ট বি. 1 রাজাসন, রাজপাট; 2 রাজপদ; 3 রাজদত্ত সনদ; 4 কালোরঙের রত্নবিশেষ। ̃ পাট বি. রাজাসন, সিংহাসন। ̃ পুত্র বি. রাজার ছেলে। ̃ পুত্রী বি. রাজার মেয়ে। ̃ পুরী বি. রাজার বা শাসকের বাসভবন; রাজধানী। ̃ পুরুষ বি. 1 রাজকর্মচারী; 2 (প্রধানত উচ্চপদস্হ) সরকারি কর্মচারী। ̃ প্রাসাদ বি. রাজার বাসভবন। ̃ বংশ বি. রাজার বংশ, রাজা যেবংশে জন্মেছেন। ̃ বংশীয় বিণ. 1 রাজবংশসংক্রান্ত 2 রাজবংশে জাত (রাজবংশীয় পুরুষ)। স্ত্রী. ̃ বংশীয়া। &tilde বন্দি বি. 1 রাজার আদেশে কারারুদ্ধ ব্যক্তি; 2 রাজনৈতিক বন্দি। ̃ বাড়ি, ̃ বাটি বি. রাজার বাসভবন, রাজপ্রসাদ। ̃ বালা বি. রাজকন্যা। ̃ বিধি বি. রাজার বা সরকারের আইন। ̃ বিপ্লব বি. রাজ্যশাসনের প্রচলিত ও গতানুগতিক নিয়মের আমূল ও সর্বাত্মক পরিবর্তন। ̃ বৃক্ষ বি. কর্ণিকার, সোঁদাল গাছ। ̃ বেশ বি. রাজার বা রাজ্যের উপযুক্ত পোশাক ̃ ভক্ত বিণ. রাজার প্রতি অনুরক্ত, রাজার অনুগত। ̃ ভক্তি বি. রাজার প্রতি অনুরাগ বা আনুগত্য। ̃ ভবন বি. 1 রাজপ্রাসাদ; 2 রাজ্যের সর্বোচ্চ সরকারি পদাধিকারীর বাসভবন; 3 রাজ্যপালের বাসভবন। ̃ ভয় বি. নৃপতি বা সরকার কর্তৃক দণ্ডিত হবার ভয়। ̃ ভৃত্য বি. 1 রাজার চাকর; 2 রাজকর্মচারী। ̃ ভোগ বি. 1 রাজার যোগ্য খাদ্য বা ভোগ্য সামগ্রী 2 (বাং.) বৃহদাকার রসগোল্লার মতো মিঠাইবিশেষ। ̃ ভোগ্য বিণ. নৃপতি কর্তৃক উপভোগের যোগ্য। স্ত্রী. ̃ ভোগ্যা। ̃ মহিষী বি. নৃপতির প্রধান রানি যিনি রাজসম্মানের অংশভাগিনী পাটরানি। ̃ মান্য বি. প্রজাদের কাছ থেকে ভূস্বামীর প্রাপ্য উপঢৌকনাদি। মুকুট বি. 1 রাজার পদমর্যাদাসূচক শিরোভূষণ; 2 (আল.) সর্বাপেক্ষা গৌরবজনক পদ। ̃ রাজ বি. 1 রাজার রাজা, সম্রাট; 2 কুবের। ̃ রাজড়া বি. বিভিন্ন নৃপতি ও তত্সদৃশ মান্য ব্যক্তি। ̃ রাজেশ্বর বি. রাজার রাজা, সম্রাট। ̃ রাজেশ্বরী বি. (স্ত্রী.) 1 সম্রাজ্ঞী; 2 দশমহাবিদ্যার অন্যতমা; 3 শিবজায়া ভগবতী। ̃ রানি, (বর্জি.) ̃ রানী, (বর্জি.) ̃ রাণী বি. রাজমহিষী পাটরানি। ̃ লক্ষ্মী বি. রাজ্যের অধিষ্ঠাত্রী ও মঙ্গলকারিণী দেবী, রাজশ্রী। ̃ শক্তি বি. নৃপতি বা সরকারের শাসনশক্তি বা সৈন্যবল। ̃ শয্যা বি. রাজার বিছানা রাজার উপযুক্ত বিছানা। ̃ শেখর বি. রাজচক্রবর্তী সম্রাট। ̃ শ্রী বি. রাজলক্ষ্মী -র অনুরূপ। ̃ সদন বি. রাজপ্রাসাদ। সভা বি. রাজার দরবার। ̃ সভাসদ বি. মন্ত্রণাদি দানের জন্য যে ব্যক্তি রাজার দ্বারা নিযুক্ত হয়ে রাজসভায় বসে। ̃ সরকার বি. রাজার শাসন বা শাসনযন্ত্র, গভর্নমেন্ট। ̃ সাক্ষী বি. যে ফৌজদারি আসামি সরকার-পক্ষের হয়ে স্বীয় দলের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, approver. ̃ সিংহাসন বি. 1 রাজা রাজসভায় যে রাজাসনে বসেন; 2 রাজপদ। ̃ সেবা বি. রাজার সেবা বা পরিচর্যা; সরকারি বা রাজকীয় চাকরি। ̃ হস্তী (-স্তিন্) বি. 1 যে-হাতি রাজাকে বহন করে; 2 শ্রেষ্ঠ হাতি। 54)
লক্ষণ
(p. 753) lakṣaṇa বি. 1 চিহ্ন (সধবার লক্ষণ) 2 পরিচয় (কালের লক্ষণ, যুগের লক্ষণ) 3 নিদর্শন (বুদ্ধির লক্ষণ, সাধুতার লক্ষণ) 4 আভাস (ঝড়ের লক্ষণ, বিপদের লক্ষণ)। [সং. √ লক্ষ্ + অন]। ̃ .গীত বি. যে গানের মধ্য দিয়ে রাগের চরিত্র লক্ষণ ইত্যাদি প্রকাশ করা হয়। 21)
সাম্মানিক
(p. 828) sāmmānika বিণ. (ডিগ্রি পরীক্ষায়) বিশেষ সম্মানের নিদর্শনসূচক (সাম্মানিক পাঠক্রম বা উপাধি, honours syllabus or degree)। [সং. সম্মান + ইক]। 46)
সার্টি-ফিকেট
(p. 831) sārṭi-phikēṭa বি. 1 প্রশংসাপত্র; 2 নিদর্শনপত্র, প্রমাণপত্র; 3 উপাধিপত্র (বি এ-র সার্টিফিকেট)। [ইং. certificate]। 12)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074134
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768672
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366065
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721056
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698060
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594636
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545167
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542299

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন