Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জয় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জয় এর বাংলা অর্থ হলো -

(p. 312) jaẏa বি. 1 পরাভুত বা দমন করা (শত্রু জয়, যুদ্ধ জয়); 2 যুদ্ধ ইত্যাদির দ্বারা অধিকার করা (দেশ জয়); 3 কার্যসিদ্ধি, সাফল্য (জীবনে জয়লাভ করা, মহারাজের জয় হোক)।
[সং. √ জি + অ]।
কেতু
বি. জয়পতাকা।
জয়-কার
বি. জয়ধ্বনি; বিজয়ের পরাকাষ্ঠা; জয়োল্লাসের ধ্বনি।
জয়ন্তী
বি. 1 সংগীতের রাগবিশেষ; 2 বিজয়নিশান।
ঢাক বি. রণবাদ্যরূপে ব্যবহৃত বিরাট ঢাক; বড় ঢাক।
তি ক্রি. জয় হয়।
তু ক্রি. জয় হোক।
দুর্গা
বি. দুর্গাদেবীর রূপবিশেষ।
ধ্বজ
বি. জয়পতাকা।
ধ্বনি
বি. 1 জয়োল্লাসের ধ্বনি; 2 গৌরবকীর্তন বা বিজয়ঘোষণা ('তোরা সব জয়ধ্বনি কর': নজরুল)।
নাদ বি. জয়ধ্বনি; আনন্দধ্বনি।
পতাকা
বি. বিজয়নিশান।
পত্র
বি. বিজয় বা সাফল্যের নিদর্শনসূচক পত্র বা লেখন।
ভেরী
বি. জয়ঢাক।
মঙ্গল
বি. 1 মঙ্গলচণ্ডী; 2 জ্বরনাশক কবিরাজি ওষুধবিশেষ; 3 রাজহস্তী।
মাল্য
বি. জয়ের নিদর্শনরূপে প্রাপ্ত মালা।
যুক্ত
বিণ. জয়ী; জয় বা সাফল্য অর্জন করেছে এমন (জয়যুক্ত হও)।
লক্ষ্মী
বি. সাফল্যরূপ লক্ষ্মী; জয়শ্রী; বিজয়।
লেখ বি. বিজয়ীর ললাটে জয়ের যে বিবরণপত্র এঁটে দেওয়া হয় বা হত ('ললাটে দিয়াছে জয়লেখ': রবীন্দ্র); (আল.) বিজয় নিদর্শন; সাফল্যের নিদর্শন।
শঙ্খ
বি. যে শঙ্খ বাজিয়ে যোদ্ধা নিজের জয় ঘোষণা করে।
শ্রী
বি. 1 জয়লক্ষ্মী, বিজয়ের অধিষ্ঠাত্রী দেবী; 2 সংগীতের রাগবিশেষ।
স্তম্ভ
বি. বিজয়লাভের নিদর্শন বা স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ।
জয়োন্মত্ত বিণ. জয়লাভের ফলে উন্মত্ত বা উদ্দাম।
জয়োত্সব বি. বিজয়লাভের উপলক্ষ্যে উত্সব।
জয়োল্লাস বি. জয়ের আনন্দ।
121)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জোরু, জরু
(p. 330) jōru, jaru বি. পত্নী, স্ত্রী। [হি. জরু]। 23)
জানালা
জন্মিত
(p. 312) janmita বিণ. (পিতার সন্তানরূপে) জাত; (কিছু থেকে) উত্পন্ন। [বাং. √ জন্ম্ + ইত]। 84)
জেহ্ন
(p. 327) jēhna অব্য. বিণ. (প্রা. বাং.) যেন, যেমন, যেরূপ। [বাং. যেন]। 88)
জিজ্ঞাসা
জিলাপি, (কথ্য) জিলিপি
(p. 326) jilāpi, (kathya) jilipi বি. ময়দা দিয়ে তৈরি চক্রাকারে ভাজা এবং চিনির রসে প্রস্তুত মিঠাইবিশেষ। [হি. জিলেবী]। 9)
জিন্দিগি, জিন্দেগি
(p. 325) jindigi, jindēgi বি. 1 জীবন; 2 জীবিতকাল, আয়ু। [ফা. জিন্দগী]। 21)
জাগরিত
(p. 320) jāgarita বিণ. 1 জেগে উঠেছে এমন, নিদ্রোত্থিত; 2 জেগে রয়েছে এমন, নিদ্রাহীন; 3 চেতনাপ্রাপ্ত। [সং. √ জাগৃ + ত]। 15)
জাত্যভি-মান
(p. 321) jātyabhi-māna বি. আভিজাত্যের জন্য অর্থাত্ উঁচু বংশে জন্মের জন্য অহংকার, কুলগর্ব। [সং. জাতি + অভিমান]।
জানা
(p. 322) jānā বি. ক্রি. 1 অবগত হওয়া (সে একথা জেনেছে); 2 টের পাওয়া (এমনভাবে করবে যাতে কেউ জানতে না পারে); 3 কোনো বিষয়ে জ্ঞান থাকা (তিনি সংস্কৃত জানেন, উর্দু আমার জানা নেই); 4 বুঝতে পারা (জানছি কষ্ট হবে); 5 কারও সঙ্গে পরিচয় থাকা (লোকটাকে আমি জানি)। বিণ. উক্ত সব অর্থে (জানা কথা, জানা লোক)। [সং. √ জ্ঞা + বাং. আ]। ̃ জানি বি. বিণ. প্রকাশিত, রাষ্ট্র, অনেক লোকের মধ্যে প্রচার বা প্রচারিত ('সত্য পরিচয় জানাজানি হইয়া যায়': শরত্]। ̃ ন (উচ্চা. জানান্) বি. জ্ঞাপন; সংবাদদান; ঘোষণা (এখুনি এটা সবাইকে জানান দেওয়ার দরকার নেই)। জানান দেওয়া ক্রি. বি. ঘোষণা করা; জানিয়ে দেওয়া; নিজের অস্তিত্ব জানিয়ে দেওয়া। ̃ নো ক্রি. বি. অবগত করানো; সংবাদ দেওয়া; সতর্ক করা; নিবেদন করা। ̃ শুনা, ̃ শোনা বি. অভিজ্ঞতা, জ্ঞান; পরিচয়। বিণ. পরিচিত (জানাশোনা লোক)। 11)
জাতক
জ্বলিত
(p. 331) jbalita বিণ. 1 জ্বলেছে বা জ্বলে গেছে এমন; প্রজ্বলিত; 2 প্রকাশিত; 3 দীপ্ত; 4 দগ্ধ। [সং. √ জ্বল্ + ত]। 32)
জাঙ্গাল, জাঙাল
(p. 320) jāṅgāla, jāṅāla বি. 1 বাঁধ, dam. 2 সেতু; 3 জমির আল বা আলি; 4 পথ; 5 পতিত জমি। [সং. জঙ্গাল]। 23)
জয়-পাল
(p. 312) jaẏa-pāla বি. 1 ব্রহ্মা; 2 বিষ্ণু; 3 বৃক্ষবিশেষ যার বীজ থেকে croton oil নামে পরিচিত উগ্র বিরেচক তেল উত্পন্ন হয়। [সং. জয় + √ পালি + অ]। 125)
জঙ্গি
(p. 312) jaṅgi দ্র জঙ্গ2। 13)
জীবদ্দশা
(p. 326) jībaddaśā বি. জীবনকাল, যে পর্যন্ত প্রাণ থাকে (তাঁর জীবদ্দশাতেই রাজ্যের পতন শুরু হয়)। [সং. জীবত্ + দশা]। 20)
জনিতা2
(p. 312) janitā2 (-তৃ) বি. (অপ্র.) জনক, উত্পাদক। [সং. √ জন্ + তৃ]। স্ত্রী. জনিত্রী। 65)
জন্মাবচ্ছিন্ন
(p. 312) janmābacchinna বিণ. চিরজীবনব্যাপী; জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে বা ঘটে এমন। [সং. জন্ম + অবচ্ছিন্ন]। 80)
জ্বালা-মুখী
(p. 331) jbālā-mukhī বি. পাঞ্জাবের একটি পীঠস্হান। [সং. জ্বালা (অগ্নিশিখা) + মুখ (প্রধান) + ঈ]। 45)
জায়গা
(p. 322) jāẏagā বি. 1 স্হান, ঠাঁই (দাঁড়াবার জায়গা); 2 জমি, ভূমি (জায়গা কিনে বাড়ি করা); 3 অবস্হা, পরিবেশ (লোভের জায়গা); 4 পাত্র, আধার (দুধের জায়গা); 5 আশ্রয় (পৃথিবীতে তার আর জায়গা নেই); 6 বাস, আবাস (জঙ্গলটা সাপের জায়গা); 7 পরিবর্ত (আমার জায়গায় অন্য লোক নাও); 8 সুযোগ (জায়গা বুঝে কথা বলতে হয়)। [ফা. জায়গাহ্]। ̃ জমি বি. ভূ-সম্পত্তি। 52)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2602174
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2212972
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1822812
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1073672
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 911010
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 853830
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 715836
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 639316

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us