Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

জয় এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  জয় এর বাংলা অর্থ হলো -

(p. 312) jaẏa বি. 1 পরাভুত বা দমন করা (শত্রু জয়, যুদ্ধ জয়); 2 যুদ্ধ ইত্যাদির দ্বারা অধিকার করা (দেশ জয়); 3 কার্যসিদ্ধি, সাফল্য (জীবনে জয়লাভ করা, মহারাজের জয় হোক)।
[সং. √ জি + অ]।
কেতু
বি. জয়পতাকা।
জয়-কার
বি. জয়ধ্বনি; বিজয়ের পরাকাষ্ঠা; জয়োল্লাসের ধ্বনি।
জয়ন্তী
বি. 1 সংগীতের রাগবিশেষ; 2 বিজয়নিশান।
ঢাক বি. রণবাদ্যরূপে ব্যবহৃত বিরাট ঢাক; বড় ঢাক।
তি ক্রি. জয় হয়।
তু ক্রি. জয় হোক।
দুর্গা
বি. দুর্গাদেবীর রূপবিশেষ।
ধ্বজ
বি. জয়পতাকা।
ধ্বনি
বি. 1 জয়োল্লাসের ধ্বনি; 2 গৌরবকীর্তন বা বিজয়ঘোষণা ('তোরা সব জয়ধ্বনি কর': নজরুল)।
নাদ বি. জয়ধ্বনি; আনন্দধ্বনি।
পতাকা
বি. বিজয়নিশান।
পত্র
বি. বিজয় বা সাফল্যের নিদর্শনসূচক পত্র বা লেখন।
ভেরী
বি. জয়ঢাক।
মঙ্গল
বি. 1 মঙ্গলচণ্ডী; 2 জ্বরনাশক কবিরাজি ওষুধবিশেষ; 3 রাজহস্তী।
মাল্য
বি. জয়ের নিদর্শনরূপে প্রাপ্ত মালা।
যুক্ত
বিণ. জয়ী; জয় বা সাফল্য অর্জন করেছে এমন (জয়যুক্ত হও)।
লক্ষ্মী
বি. সাফল্যরূপ লক্ষ্মী; জয়শ্রী; বিজয়।
লেখ বি. বিজয়ীর ললাটে জয়ের যে বিবরণপত্র এঁটে দেওয়া হয় বা হত ('ললাটে দিয়াছে জয়লেখ': রবীন্দ্র); (আল.) বিজয় নিদর্শন; সাফল্যের নিদর্শন।
শঙ্খ
বি. যে শঙ্খ বাজিয়ে যোদ্ধা নিজের জয় ঘোষণা করে।
শ্রী
বি. 1 জয়লক্ষ্মী, বিজয়ের অধিষ্ঠাত্রী দেবী; 2 সংগীতের রাগবিশেষ।
স্তম্ভ
বি. বিজয়লাভের নিদর্শন বা স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ।
জয়োন্মত্ত বিণ. জয়লাভের ফলে উন্মত্ত বা উদ্দাম।
জয়োত্সব বি. বিজয়লাভের উপলক্ষ্যে উত্সব।
জয়োল্লাস বি. জয়ের আনন্দ।
121)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


জৈব
(p. 327) jaiba বিণ. 1 জীবসম্বন্ধীয় (জৈব উপাদান); 2 জীবজাত, প্রাণিজ। [সং. জীব + অ]। ̃ রসায়ন বি. জীবসংক্রান্ত রসায়নশাস্ত্র, organic chemistry, biochemistry. 90)
জ্যোত্স্না
জৌনপুরি
জন্মা
(p. 312) janmā ক্রি. 1 জন্মগ্রহণ করা (পুত্র জন্মাল); 2 উত্পন্ন হওয়া (ধান জন্মে)। [বাং. √ জন্ম্ + আ]। ̃ নো ক্রি. জন্মগ্রহণ করা; উত্পন্ন হওয়া; উত্পাদন করা (মনে অবিশ্বাস জন্মানো)। বি. উক্ত সব অর্থে। 75)
জড়োয়া
জগা-খিচুড়ি
জাপটা
(p. 322) jāpaṭā ক্রি. বি. জাপটানো, জড়িয়ে ধরা। [বাং. জাপটা আ. দব্ত্]। ̃ নো ক্রি. জড়ানো; জড়িয়ে ধরা। বিণ. বি. উক্ত অর্থে। ̃ জাপটি বি. পরস্পর জড়াজড়ি। 25)
জনাব
জুঁই
(p. 327) jum̐i বি. খুব ছোট সুগন্ধি ফুলবিশেষ, যুথিকা। [সং. যূথিকা]। 20)
জ্বলা
(p. 331) jbalā ক্রি. 1 পোড়া, দগ্ধ হওয়া (কয়লা জ্বলছে); 2 প্রদীপ্ত হওয়া ('সেখানে দুচোখে জ্বলে তারা': বিষ্ণু); 3 আলোকদান করা (বাতি জ্বলে); 4 জ্বলজ্বল করা (বিড়ালের চোখ জ্বলে); 5 জ্বালা করা (বুক জ্বলে গেল); 6 অতিশয় ক্রোধের উদ্রেক হওয়া (কথা শুনলে গা জ্বলে)। বি. উক্ত সব অর্থে। বিণ. দগ্ধ; জ্বলেছে বা জ্বলছে বা জ্বলে এমন। [সং. √ জ্বল্ + বাং. আ]। 30)
জামড়া
জান্নাত
জাং
(p. 312) jā বি. জঙ্ঘা, ঊরু। [সং. জঙ্ঘা]।
জারণ
(p. 322) jāraṇa বি. পরিপাক, জীর্ণ করা; জারিত করা। [সং. + √ জৃ + ণিচ্ + অন]। 62)
জনি2, জনু
(p. 312) jani2, janu অব্য. (ব্রজ.) 1 যদি ('না জানি কানুর প্রেম তিলে জনি টুটে' : চণ্ডী); 2 যেন ('চরণ কমল জনু': গো. দা); 3 যেন না ('দয়া জনু ছোড়বি মোয়': বিদ্যা.); 4 বুঝি, বুঝি বা ('জনু রবিশশি একাহিঁ উজল': বিদ্যা.)। [তু. বাং. যেন]। 62)
জোড়া-তাড়া
জন
(p. 312) jana বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ - জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব - জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। 41)
জরা1
(p. 312) jarā1 বি. বার্ধক্য, স্হবিরতা (জরায় আক্রান্ত, জরাজনিত দুর্বলতা)। [সং. √ জৃ + অ + আ]। ̃ জনিত বিণ. জরার কারণ ঘটিত, জরার জন্য ঘটেছে এমন। ̃ জীর্ণ বিণ. বার্ধক্যের জন্য দুর্বলঅকর্মণ্য (জরাজীর্ণ শরীর)। ̃ রহিত, ̃ হীন বিণ. জরায় আক্রান্ত হয় না এমন, যার জরা নেই, অজর। 140)
জগদীশ, জগদীশ্বর
(p. 311) jagadīśa, jagadīśbara বি. ভগবান; পরমেশ্বর। [সং. জগত্ + ঈশ, ঈশ্বর]। 27)
জোট
(p. 330) jōṭa বি. 1 মিলিত হওয়া, মিলন, সমাবেশ; দল (জোট বাঁধা); 2 গাঁট, জটিল বন্ধন (জোট পড়েছে)। [হি. জোড়]। জোট-নিরপেক্ষ বিণ. কোনো গোষ্ঠী দেশ বা জোটের অন্তর্ভুক্ত নয় এমন, non-aligned. জোট-নিরপেক্ষতা বি. কোনো দলে বা গোষ্ঠীতে না থাকার নীতি, non-alignment. 2)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2633220
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2248555
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1864746
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1136890
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 924281
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 861319
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 725204
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 663912

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us