Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পতঙ্গ]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আর-শোলা
(p. 104) āra-śōlā বি. তেলাপোকা, গাঢ় ও চকচকে বাদামি রঙের পতঙ্গবিশেষ। [দেশি]। 16)
আল2
(p. 104) āla2 বি. 1 কীটপতঙ্গাদির হুল; 2 কোনো বস্তুর সূক্ষ্ম প্রান্ত (লাট্টুর আল); 3 বেধনাস্ত্র, awl (জুতো সেলাইয়ের আল); 4 খোঁচা, তীক্ষ্ণ বাক্যবাণ (কথার আল)। [সং. অল]। ̃ কাটা বিণ. কাঠ বা লোহা সংযুক্ত করবার জন্য খাঁজ-কাটা। 50)
কাঁচ-পোকা
(p. 174) kān̐ca-pōkā বি. উজ্জ্বল নীল রঙের বোলতাজাতীয় পতঙ্গবিশেষ। [বাং. কাচ + পোকা]। 53)
কীট
(p. 191) kīṭa বি. 1 পোকা; 2 কৃমি। [অর্বাচীন সং. √ কীট্ + অ]। ̃ ঘ্ন বিণ. কীটনাশক। ̃ জ বিণ. কীট থেকে উত্পন্ন। ̃ দষ্ট বিণ. পোকায় কেটে নষ্ট করেছে এমন (কীটদষ্ট বই)। ̃ পতঙ্গ বি. পোকামাকড়; নানাবিধ কীট। কীটস্য কীট (আল.)নিতান্ত তুচ্ছ ব্যক্তি। কীটাণু বি. অতি ক্ষুদ্র পোকা। কীটাণু-কীট বি. 1 ক্ষুদ্রাতিক্ষুদ্র পোকা, কীটাণুর চেয়েও ক্ষুদ্র কীট; 2 (আল.) অতি তুচ্ছ বা নগণ্য ব্যক্তি। 22)
(p. 236) g বিণ. 1 গামী, গমনকারী (খগ, পতঙ্গ); 2 অভিমুখীন (নিম্নগ)। [সং. √গম্ + অ]। স্ত্রী. -গা (মধ্যগা)]। 3)
গঙ্গা
(p. 236) gaṅgā বি. 1 গঙ্গা নদী, ভাগীরথী; 2 শিবপত্নী; গঙ্গাদেবী। [সং. √গম্ + গ + আ]। ̃ জ বিণ. গঙ্গাজাত। বি. 1 ভীষ্ম; 2 কার্তিকেয়। ̃ জল বি. 1 গঙ্গানদীর জল; 2 সখী বা সই পাতানোর সম্পর্ক। ̃ জলি বি. 1 অন্তর্জলি; মুর্মূষু ব্যক্তির মুখে গঙ্গাজল দেওয়া; 2 গঙ্গাজল স্পর্শ করে শপথ; 3 গঙ্গাজলের মতো গেরুয়া রংবিশিষ্ট। ̃ ধর বি. শিব। ̃ পুত্র বি. 1 ভীষ্ম; 2 শবদাহ করে এমন সম্প্রদায়বিশেষ, মুর্দাফরাস। ̃ প্রাপ্তি বি. গঙ্গাতীরে মৃত্যু; মৃত্যু। ̃ ফড়িং বি. সবুজ রঙের পতঙ্গবিশেষ। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গঙ্গানদীর তীরে বসবাসকারী। ̃ যমুনা বি. গঙ্গা ও যমুনা নদী। বিণ. 1 সাদা ও কালো রঙের; 2 দুই ভিন্ন রং পাশাপাশি আছে এমন (গঙ্গাযমুনা শাড়ি); 3 সোনা ও রুপা মিশ্রিত। ̃ যাত্রা বি. গঙ্গাজল স্পর্শ করে মরার জন্য মুমূর্ষু ব্যক্তির গঙ্গাতীরে যাওয়া। ̃ যাত্রী (-ত্রিন্) বি. 1 মুমূর্ষু ব্যক্তি; 2 যোগ মেলা ইত্যাদি উপলক্ষ্যে গঙ্গাস্নানে গমনকারী। ̃ লাভ বি. গঙ্গাতীরে মৃত্যু। ̃ সংগম, ̃ সাগর বি. গঙ্গার সঙ্গে সাগরের মিলনস্হান। গঙ্গোত্তরী, গঙ্গোত্রী বি. হিমালয়ের প্রান্তবর্তী গাঢ়োয়ালপ্রদেশস্হ গঙ্গানদীর অবতরণস্হান; হিমালয়ের প্রান্তবর্তী হিন্দু তীর্থস্হানবিশেষ। গঙ্গোদক বি. গঙ্গাজল। 8)
ঝাঁক
(p. 334) jhān̐ka বি. পাখি মাছ পতঙ্গ প্রভৃতির দল (ঝাঁকে ঝাঁকে মাছ মরছে, এক ঝাঁক পাখি, ঝাঁকের কই)। [হি. ঝাংক]। 53)
দর1
(p. 399) dara1 বি. 1 গহ্বর, গর্ত ('মাতঙ্গ পড়িলে দরে, পতঙ্গ প্রহার করে': ভা. চ.); 2 পর্বতের ফাটল; 3 ভয় ('দর-তিমির'); 4 কম্প; 5 প্রবাহ, স্রোত, ক্ষরণ (দরবিগলিত অশ্রু)। [সং. √ দৃ + অ]। ̃ দর ক্রি-বিণ. প্রবলা ধারায় (দরদর করে ঘাম ঝরছে)। বিণ. প্রবল ধারায় ঝরছে এমন। ̃ বিগলিত বিণ. তরল হয়ে স্রোতের মতো ক্ষরিত হচ্ছে এমন। 8)
দেওয়ালি
(p. 419) dēōẏāli বি. দীপালি, দীপান্বিতা, কালীপূজার রাত্রে দীপ জ্বেলে সাজানোর উত্সব। [সং. দীপালি, দীপাবলি]। দেওয়ালি পোকা দেওয়ালির সময় আলোয় পড়ে পুড়ে মরে এমন পতঙ্গবিশেষ, শ্যামাপোকা। 6)
পঙ্গ-পাল
(p. 484) paṅga-pāla বি. 1 ফড়িঙের মতো পতঙ্গবিশেষ, বা সেই পতঙ্গের বিরাট দল যা শস্য নিঃশেষ করে; 2 (আল.) অসংখ্য অবাঞ্ছিত লোক। [সং. পতঙ্গপালি]। 11)
পতগ
(p. 488) pataga বি. 1 পাখি; 2 পতঙ্গ। [সং. পত (পক্ষ বা ডানা) + √ গম্ + অ]। 7)
পতঙ্গ, পতঙ্গম
(p. 488) pataṅga, pataṅgama বি. 1 উড্ডয়নশীল কীট বা পোকা; 2 (প্রাণী.) ছয় পা-ওয়ালা কীট, insect (বি. প.); 3 (সং.) পাখি; 4 বাণ; 5 সূর্য। [সং. পত + √ গম্ + অ (খচ্)]। পতঙ্গ-বৃত্তি বি. পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দেওয়া; বিপদ না বুঝে মনোহর কিন্তু বিপজ্জনক বস্তুর মোহে ধাবিত হয়ে আত্মনাশ করা। 8)
পোকা,
(p. 534) pōkā, (আঞ্চ.) পোক বি. কীট; ক্ষুদ্র পতঙ্গ। [সং. পুত্তিকা]। পোকা-মাকড় বি. কীটপতঙ্গাদি, নানা ধরনের পোকা। 2)
প্রজা
(p. 538) prajā বি. 1 প্রাণীবর্গ (প্রজাপতি); 2 সন্তানসন্ততি (প্রজাবতী); 3 রাষ্ট্রের বা জমিদারির শাসনাধীন লোকজন, রায়ত; 4 ভাড়েটে; 5 জনসাধারণ। [সং. প্র + √ জন্ + অ + আ]। ̃ তন্ত্র বি. সাধারণতন্ত্র; প্রজাবর্গের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন বা শাসিত রাষ্ট্র, republic. ̃ তান্ত্রিক, ̃ তন্ত্রী বিণ. 1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র); 2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী। ̃ পতি বি. 1 জীবকুলের স্রষ্টা বা প্রধান পালক, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ); 2 ব্রহ্মা; 3 মরীচি, অত্রি, নারদ, অঙ্গিরা, পুলস্ত্য; পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠ ও ভৃগু-ব্রহ্মার এই দশ মানসপুত্র; 4 (বাং.) রং-বেরঙের ডানাযুক্ত ষট্পদী পতঙ্গবিশেষ। ̃ পীড়ন বি. প্রজাদের উপর অত্যাচার। ̃ বতী বিণ. সন্তানবতী। বি. ভ্রাতৃজায়া, ভ্রাতৃবধূ। ̃ বিলি বি. নির্দিষ্ট খাজনায় জমিদার কর্তৃক প্রজাকে জমি ভোগ করার অধিকারদানের বন্দোবস্ত। ̃ বৃদ্ধি বি. বংশবৃদ্ধি; রাষ্ট্র দেশ প্রভৃতির জনসংখ্যাবৃদ্ধি। ̃ রঞ্জক বিণ. প্রজাদের মনোরঞ্জনকারী। ̃ শক্তি বি. সম্মিলিত প্রজাবর্গের ক্ষমতা। ̃ স্বত্ব বি. প্রজার অধিকার, রাইয়তি। 30)
প্রাণী
(p. 554) prāṇī (-ণিন্) বি. 1 যার প্রাণ বা জীবন আছে, মানুষ পশু পাখি কীট-পতঙ্গ প্রভৃতি সচেতন জীব; 2 (বাং.) লোক (বাড়িতে দুটিমাত্র প্রাণী বাস করে); 3 (প্রা. বাং.) প্রাণ ('কেমন করিছে প্রাণী': চণ্ড়ী)। [সং. প্রাণ + ইন্]। প্রাণিজ বিণ. প্রাণিদেহ থেকে লব্ধ (প্রাণিজ প্রোটিন, প্রাণিজ খাদ্য)। জগত্, (বর্জি.) প্রাণি-জগত্ বি. জীবজগত্, সমস্ত প্রাণী। ̃ তত্ত্ব, (বর্জি.) প্রাণিতত্ত্ব, ̃ বিদ্যা, (বর্জি.) প্রাণি-বিদ্যা বি. জীবজন্তু-সম্বন্ধীয় বিজ্ঞান, zoology. ̃ হত্যা, ̃ হিংসা বি. জীবজন্তু হত্যা করা। 28)
ফড়িং
(p. 560) phaḍ়i বি. লাফিয়ে চলে এমন সুপরিচিত তৃণভোজী পতঙ্গবিশেষ। [সং. পতঙ্গ]। 22)
ফড়িঙ্গা
(p. 560) phaḍ়iṅgā বি. ঝিঁঝিপোকা। [সং. পতঙ্গ]। 23)
বাত্যা
(p. 598) bātyā বি. প্রবল বায়ু, ঝড় (বাত্যাবিধ্বস্ত)। [সং. বাত2 + য + আ]। ̃ তাড়িত বিণ. ঝড়ের বেগে দূরে নিক্ষিপ্ত বা চালিত ('বাত্যাতাড়িত পতঙ্গের মত': ব. চ.)। ̃ পীড়িত বিণ. ঝড়ের মুখে পড়েছে এমন, ঝটিকাহত। ̃ বিক্ষুব্ধ বিণ. ঝড়ের মুখে পড়েছে এমন; ঝড়ে বিধ্বস্ত। 2)
বাসা৩
(p. 605) bāsā3 বি. 1 বাসস্হান (বাসায় ফেরা); 2 কুলায়, নীড়, কীটপতঙ্গাদির বাসস্হান (পাখির বাসা, পিঁপড়ের বাসা); 3 অস্হায়ী বাসস্হান (মেসের বাসা, বাসাটা উঠিয়ে দিয়েছি); 4 ভাড়াটে বাড়ি (বাসা ভাড়া করা)। [সং. বাস + বাং. আ-তু. প্রাকৃ. বাসা]। ̃ বাড়ি বি. বাসের জন্য ভাড়াটে বাড়ি। 18)
বোলতা
(p. 646) bōlatā বি. দংশনকারী হলুদ রঙের বিষাক্ত পতঙ্গবিশেষ। [সং. বরটা]। 63)
ভিম-রুল
(p. 664) bhima-rula বি. বোলতাজাতীয় কিন্তু বড়ো ও কালো এবং তীব্র বিষযুক্ত হুল-ফোটানো পতঙ্গবিশেষ। [ সং. ভৃঙ্গরোল]। ভিমরুলের চাক দলবদ্ধ ভিমরুলের তৈরি গোলাকার বাসা। ভিমরুলের চাকে ঘা (বা খোঁচা) দেওয়া (আল.) হিংস্র ও একতাবদ্ধ জনতাকে উত্তেজিত করা। 57)
মথ
(p. 676) matha বি. দৃশ্যত প্রজাপতির মতো নিশাচর পতঙ্গবিশেষ। [ইং moth]। 74)
মরণ
(p. 685) maraṇa বি. মৃত্যু, জীবনের অবসান (মরণদশা, জনমে-মরণে)। [সং. √ মৃ + অন]। মরণ আর কি লজ্জা, সস্নেহ তিরস্কার প্রভৃতিসূচক উক্তিবিশেষ (আমি ওখানে যাব? মরণ আর কি !) ̃ .কামড় বি. নিজের মৃত্যু বা চরম বিপর্যয় সন্নিকট বুঝে প্রতিহিংসা গ্রহণের জন্য শেষ ও কঠিনতম প্রত্যাঘাত। ̃ .দশা বি মৃত্যুর তুল্য অবস্হা। ̃ .ধর্মা, ̃ .ধর্মী বিণ যার সর্বনাশ অবশ্যম্ভাবী। ̃ .পণ বিণ. মৃত্যু না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে এমন প্রতিজ্ঞাযুক্ত (মরণপণ সংগ্রাম)। ̃ .পাখা বি. 1 পিঁপড়ে প্রভৃতি পতঙ্গের আগুনে পুড়ে মৃত্যুর আগে যে পাখা গজায়; 2 (আল.) সর্বনাশকর দম্ভ যা শক্তিমত্ততা। ̃ .বাড় বি. যে ভীষণ দর্প বা অতিশয্য পতনের কারণ হয়। ̃ .শীল বিণ. নশ্বর। বি. ̃ .শীলতা। মরণাপন্ন, মরণোন্মুখ বিণ. মূমূর্ষু। মরণাশৌচ বি. জ্ঞাতির মৃত্যুহেতু অশৌচ। মরণোত্তর বিণ. মৃত্যুর পরবর্তী (মরণোত্তর সম্মান)। তু. ইং posthumous 28)
মশক1
(p. 688) maśaka1 বি. দংশনকারী ও রক্তপায়ী ক্ষুদ্র পতঙ্গবিশেষ, মশা। [সং. √ মশ্ + অক]। 8)
মশা
(p. 688) maśā বি. দংশনকারী ক্ষুদ্র পতঙ্গবিশেষ, মশক। সং. মশ, মশক]। মশা মারতে কামান দাগা সামান্য কাজের জন্য বিপুল আড়ম্বর করা। 15)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2080159
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770734
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1368428
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722067
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699225
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595444
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547982
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542764

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন