Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পরাজয় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকু
(p. 3) aku বি. 1 ঘটনা; 2 দুর্ঘটনা; 3 খুন ডাকাতি ইত্যাদি অপরাধমূলক কার্য। [আ. বকূ] ̃ স্হল, ̃ স্হান বি. দুর্ঘটনার স্হান, যেখানে দুর্ঘটনা বা অপরাধ ঘটেছে (কিছুক্ষণের মধ্যেই পুলিশ অকুস্হলে এসে হাজির হল)। 13)
অকৃতাপ-রাধ
(p. 3) akṛtāpa-rādha বিণ. অপরাধ করেনি এমন, নিরপরাধ। [সং. ন +কৃত+অপারাধ]। 26)
অক্রম
(p. 4) akrama বি. 1 ধারাবাহিকতা বা ক্রমের অভাব; 2 বিশৃঙ্খলা। বিণ. 1 বিশৃঙ্খল, এলোমেলো; 2 ক্রমহীন, পরম্পরাহীন। [সং. ন+ক্রম]। অক্রমিক বিণ. 1 বিশৃঙ্খল; ক্রমহীন, ধারাবাহিকতাহীন। 16)
অক্রিয়
(p. 4) akriẏa বিণ. 1 কর্মহীন, নিষ্ক্রিয় (অক্রিয় চিত্তবৃত্তি); 2 নিরুদ্যম; 3 ধর্মকর্মরহিত। বি. ক্রিয়া বা কর্মের অতীত যিনি অর্থাত্ পরামাত্মা। [সং. ন+ক্রিয়া]। 17)
অগুণ
(p. 6) aguṇa বি. অহিত, দোষ, অপরাধ ('কিবা তার কৈলোঁ অগুণ': শ্রীকৃ)। বিণ. গুণহীন। [সং. ন+গুণ]। অগুণ করা ক্রি. ক্ষতি করা, অপকার করা (ঔষধাদি সম্বন্ধে)। 27)
অঙ্ক
(p. 8) aṅka বি. 1 চিহ্ন; রেখা; 2 কলঙ্ক; 3 (গণি.) রাশি, number, digit, figure (বি. প.); আঁক; সংখ্যা; গণনা: 4 পরিমাণ (টাকার অঙ্ক, মুনাফার অঙ্ক); 5 ক্রোড়, কোল (মাতৃঅঙ্কে শিশু); 6 নাটকের পরিচ্ছেদ বা বিভাগ, act; 7 (প্রাণি.) উদর বা পেশি বা অস্হির উদ্গত বা ন্যুজ্বাকৃতি অংশ; 8 (উদ্ভি.) পাতার উপরিভাগ, venter (বি. প.)। [সং. √ অঙ্ক্+অ]। অঙ্ক করা, অঙ্ক কষা ক্রি. বি. আঁক কষা, হিসাব করা, গণনা করা। ̃ .গত বিণ. ক্রোড়াস্হিত। ̃ .দেশ বি. ক্রোড়, কোল; (উদ্ভি.) পাতার উপরিস্হ তল, ventral surface (বি.প.)। ̃ .পাত বি. সংখ্যা স্হাপন; চিহ্নিতকরণ ('চাপরাসী তাহার বাহুতে সেই মৃত্তিকাদ্বারা কি অঙ্কপাত করিতেছে': সঞ্জী.)। ̃ পাতন বি. (গণি.) প্রতীক চিহ্নের দ্বারা অঙ্ক লিখন, notation (বি.প.)। ̃ .বাচক বিণ. সংখ্যা নির্দেশক, cardinal (বি.প.)। ̃ বিত্, ̃ বিদ বি. গণিতজ্ঞ ব্যক্তি। ̃ .বিদ্যা বি. গণিতশাস্ত্র। ̃ .লক্ষ্মী বি. 1 অঙ্কস্হিতা লক্ষ্মী; 2 পত্নী। ̃ .শায়ী বিণ. কোলে শয়নকারী। স্ত্রী. ̃ শায়িনী। ̃ শাস্ত্র বি. গণিতবিদ্যা, গণিতশাস্ত্র। ̃ স্হিত বিণ. 1 কোলে অবস্হিত; 2 অতি নিকটবর্তী। 26)
অজিত
(p. 8) ajita বিণ. অপরাজিত, যাকে জয় করা হয়নি; যাকে বশীভূত করা বা বশ করা যায়নি। বি. 1 বিষ্ণু; 2 শিব (যাঁকে পরাজিত করা যায় না, এই অর্থে)। [সং. ন+জিত]। 117)
অজয়
(p. 8) ajaẏa বি. 1 জয়ের অভাব, পরাজয়; 2 পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ নদী। বিণ. অজেয়, পরাজিত করা যায় না এমন। [সং. ন+জয়]। অজয়া বি. (স্ত্রী.) সিদ্ধি, ভাং। 103)
অত্যয়
(p. 14) atyaẏa বি. 1 মৃত্যু, বিনাশ, ধ্বংস (দেহাত্যয়); 2 অতিক্রম, অপগম (কালাত্যয়); 3 অপচয়, 4 দোষ, অপরাধ; 5 বিপদ, আকস্মিক বিপদ; 6 emergency (স.প.)। [সং. অতি + √ ই+অ]। অত্যয় প্রমাণপত্র বি. আকস্মিক বিপত্কালীন প্রমাণপত্র, আপত্কালীন প্রমাণপত্র, emergency certificate. ̃ .সংচিতি বি. জরুরি অবস্হার জন্য সঞ্চয়, emergency reserve (স. প.)। 40)
অদণ্ডনীয়
(p. 14) adaṇḍanīẏa বিণ. দণ্ড বা শাস্তি দেওয়া যায় না বা দেওয়া উচিত নয় এমন (অদণ্ডনীয় অপরাধ)। [সং. ন+দণ্ডনীয়]। 71)
অধঃ
(p. 17) adhḥ (-ধস্) অব্য. 1 নীচে, নিম্নে; 2 পাতালে। [সং. অধর+অস্, র লুপ্ত]। ̃ .করণ বি. 1 নীচে নামানো, অবনমন; 2 হীন করা, নীচে ফেলা; 3 পরাজিত করা। ̃ কৃত বিণ. নীচে ফেলা হয়েছে এমন; হীন করা হয়েছে এমন; পরাজিত। ̃ ক্রম বি. ক্রমশ কমে যাওয়া, ক্রমাগত হ্রাস পাওয়া, ক্রমশ কমে এমন ক্রম, descending order (বি. প.)। ̃ পতন, ̃ পাত বি. অবনতি, নীচে পড়ে যাওয়া। অধঃপাতে যাওয়া ক্রি. বি. উত্সন্নে অর্থাত্ উচ্ছন্নে যাওয়া, চরম অবনতি ঘটা। ̃ .পতিত বিণ. উচ্ছন্নে গেছে এমন। ̃ .পেতে বিণ. অধঃপাতে গেছে এমন। ̃ .শিরা বিণ. নীচের দিকে মাথা রয়েছে এমন। ̃ স্হ বিণ. 1 নীচে রয়েছে এমন; 2 অধীন। 33)
অধীন
(p. 20) adhīna বিণ. 1 আয়ত্ত; 2 বশীভূত; 3 আশ্রিত; 4 বাধ্য; 5 অন্তর্ভুক্ত, included; 6 অপেক্ষাকৃত, নিম্নপদস্হ, subordinate (স. প.); 7 নির্ভরশীল (বি. প.)। বি. শাসন; অধিকার (আমি তোমার অধীনে নই)। [সং. অধি+ইন (=প্রভু)]। অধীনা, (অশু.) অধীনী বিণ. বি. (স্ত্রী.) বশীভূত বা বশে আছে এমন (রমণী)। ̃ তা বি. পরাধীনতা; অন্যের আদেশ অনুযায়ী কাজ করার অবস্হা বা ভাব। 7)
অধৃষ্য
(p. 20) adhṛṣya বিণ. দুর্ধর্ষ, অপরাজেয়। [সং. ন+ধৃষ্য]। ̃ তা বি. অপরাজেয়তা। 12)
অন-পরাধ
(p. 22) ana-parādha বি. অপরাধের অভাব, অপরাধহীনতা (এতে তার অনপরাধ প্রমাণিত হয় না)। বিণ. অপরাধ নেই যার, নিরপরাধ (কিছু অনপরাধ ব্যক্তি ও শাস্তি পেয়েছে)। [সং. ন+অপরাধ]। (বাং.) অনপ-রাধী বিণ. নিরপরাধ। স্ত্রী. অনপ-রাধিনী। 22)
অনন্ত
(p. 22) ananta বিণ. অন্তহীন, যার শেষ নেই; অক্ষয়; চিরস্হায়ী। বি. 1 বিষ্ণু; 2 সর্পরাজ শেষনাগ; 3 বলরাম; 4 (বাং.) কনুইয়ের উপরে পরিধেয় বালার মতো অলংকারবিশেষ, তাগা। [সং. ন+অন্ত]। ̃ কাল বি. ক্রি-বিণ. চিরকাল; চিরকাল ধরে। ̃ চতুর্দশী বি. ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী, হিন্দুদের ব্রতদিবসবিশেষ। ̃ নিদ্রা বি. যে ঘুম ভাঙে না, চিরনিদ্রা; মৃত্যু। ̃ মূল বি. শ্যামালতা, শারিবা, একরকম মূলপ্রধান লতা। ̃ রূপী (-পিন্) বিণ. অসংখ্য আকৃতি আছে এমন। ̃ বি. বিষ্ণু। ̃ শয়ন, ̃ শয্যা বি. 1 মৃত্যু, শেষ শয্যা; 2 ক্ষীরোদসমুদ্রে অনন্তনাগের উপর বিষ্ণুর শয়ন। 13)
অনভি-ভবনীয়
(p. 23) anabhi-bhabanīẏa বিণ. পরাজিত করা যায় না এমন; অপরাজেয়; পরাজয় বা অভিভব অসাধ্য এমন। [সং. ন+অভিভবনীয়]। 14)
অনভি-ভূত
(p. 23) anabhi-bhūta বিণ. 1 অভিভূত বা বিহ্বল নয় এমন; 2 পরাজিত হয়নি এমন। [সং. ন+অভিভূত]। 15)
অনু-শোচন, অনু-শোচনা
(p. 31) anu-śōcana, anu-śōcanā বি. কৃতকর্মের জন্য খেদ, গত বিষয় বা ঘটনার জন্য খেদ, অনুতাপ (পরাজয়ের জন্য অনুশোচনা)। [সং. অনু + √ শুচ্ + অন, + আ]। অনু-শোচিত বিণ. অনুতপ্ত; অনুশোচনার বিষয়ীভূত। 23)
অন্যান্য
(p. 34) anyānya বি. অপরাপর, ভিন্ন ভিন্ন (অন্যান্য কাজ). সর্ব. অপরাপর লোক বা বস্তু (অন্যান্যেরাও এই কথা বলে)। [সং. অন্য + অন্য]। 53)
অপর
(p. 34) apara বিণ. 1 অন্য (অপর ব্যক্তি); 2 বিপরীত (নদীর অপর তীর); 3 পশ্চাদ্বর্তী (পূর্বাপর বিষয়); 4 শেষ (অপরাহ্ন); 5 অতিরিক্ত, additional (স. প.)। সর্ব অন্য কেউ (অপরে যাই বলুক)। [সং. ন + পর]। ̃ তা, &tilde ; ত্ব বি. অন্যত্ব। ̃ ত্র অব্য. অন্যত্র; অপরপক্ষে। &tilde ; ন্তু অব্য. আরও। ̃ পক্ষ বি. 1 শুক্লপক্ষের পরবর্তী পক্ষ অর্থাত্ কৃষ্ণপক্ষ; 2 অন্য পক্ষ বা দিক (এ বিষয়ে অপরপক্ষের মত কী?)। 121)
অপরা
(p. 34) aparā বিণ. (স্ত্রী.) (দর্শ.) 1 পরা বা শ্রেষ্ঠ নয় এমন (অপরাবিদ্যা); 2 প্রাকৃতিক (অপরাশক্তি)। সর্ব. অন্য রমণী। 123)
অপরা-ভূত
(p. 34) aparā-bhūta বিণ. যাকে পরাজিত করা বা হারিয়ে দেওয়া যায়নি। [সং. ন + পরাভূত]। 129)
অপরা-হত
(p. 34) aparā-hata বিণ. 1 পরাজিত বা পরাস্ত হয়নি এমন; 2 বাধাবিমুক্ত, অবাধ (অপারহত শক্তি, অপরাহত উদ্যম)। [সং. ন (অ) + পরাহত]। 131)
অপরাঙ্মুখ
(p. 34) aparāṅmukha বিণ. পরাঙ্মুখ বা গররাজি নয় এমন; উত্সাহী, আগ্রহী। [সং. ন + পরাঙ্মুখ]। 124)
অপরাজিত
(p. 34) aparājita বিণ. পরাজিত হয়নি বা হারেনি এমন। [সং. ন + পরাজিত]। অপরাজিতা বিণ. (স্ত্রী.) পরাজিত হয়নি এমন। বি. 1 নীল রঙের সুন্দর কিন্তু গন্ধহীন ছোট ফুলবিশেষ; 2 একটি ছন্দের নাম; 3 দুর্গাদেবী। 125)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074751
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768932
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366327
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721130
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698186
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594760
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545428
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542332

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন