Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অকৃতাপ-রাধ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অকৃতাপ-রাধ এর বাংলা অর্থ হলো -

(p. 3) akṛtāpa-rādha বিণ. অপরাধ করেনি এমন, নিরপরাধ।
[সং. ন +কৃত+অপারাধ]।
26)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অসকাল
(p. 67) asakāla বি. 1 অসময়; 2 অবসান; 3 সন্ধ্যা, দিনের শেষ ('বেলি অসকাল': চণ্ডী.)। [বাং. অ + সকাল]। 51)
অসঙ্গ
অধঃ
(p. 17) adhḥ (-ধস্) অব্য. 1 নীচে, নিম্নে; 2 পাতালে। [সং. অধর+অস্,লুপ্ত]। ̃ .করণ বি. 1 নীচে নামানো, অবনমন; 2 হীন করা, নীচে ফেলা; 3 পরাজিত করা। ̃ কৃত বিণ. নীচে ফেলা হয়েছে এমন; হীন করা হয়েছে এমন; পরাজিত। ̃ ক্রম বি. ক্রমশ কমে যাওয়া, ক্রমাগত হ্রাস পাওয়া, ক্রমশ কমে এমন ক্রম, descending order (বি. প.)। ̃ পতন, ̃ পাত বি. অবনতি, নীচে পড়ে যাওয়া। অধঃপাতে যাওয়া ক্রি. বি. উত্সন্নে অর্থাত্ উচ্ছন্নে যাওয়া, চরম অবনতি ঘটা। ̃ .পতিত বিণ. উচ্ছন্নে গেছে এমন। ̃ .পেতে বিণ. অধঃপাতে গেছে এমন। ̃ .শিরা বিণ. নীচের দিকে মাথা রয়েছে এমন। ̃ স্হ বিণ. 1 নীচে রয়েছে এমন; 2 অধীন। 33)
অধীয়-মান
(p. 20) adhīẏa-māna বিণ. পড়া হচ্ছে এমন। [সং. অধি+√ ই+শানচ্ (মান)] 8)
অমন্ত্র
(p. 55) amantra বিণ. মন্ত্রহীন, (গুরুর কাছে) মন্ত্র নেয়নি এমন। বি. মন্ত্রের অভাব; যা মন্ত্র নয়। ̃ ক বিণ. গুরুমন্ত্র নেয়নি এমন; মন্ত্রহীন। 49)
অকাল
(p. 3) akāla বি. 1 অশুভ সময়, দুঃসময়; 2 অসময়, অপরিণত সময়; 3 (জ্যোতি) অপ্রশস্তকাল, শুুভকার্যের পক্ষে অনুপযুক্ত সময়; 4 (বাং.) দুর্ভিক্ষ। বিণ. অপরিণত (অকাল বসন্ত)। [সং. ন+কাল]। অকালে ক্রি-বিণ. অসময়ে (অকালে ঝরে যায়) ̃ কুষ্মাণ্ড বি. অকালে উত্পন্ন কুমড়ো; (আল.) অকেজো, অকর্মণ্য বা মূর্খ লোক। ̃ কুসুম বি. অসময়ে জাত ফুল (এই ফুল সাধারণত দেশের উত্পাতসূচক)। ̃ জলদোদয় বি. অকালে মেঘের আবির্ভাব। ̃ পক্ব বিণ. স্বাভাবিক সময়ের পূর্বেই পেকেছে এমন; আচার-আচরণে বয়সের তুলনায় অত্যধিক বুড়োটে, ইঁচড়ে পাকা। ̃ বৃদ্ধ বিণ. পরিণত বয়সের পূর্বেই জরাগ্রস্ত। ̃ .বোধন বি. পূজার উদ্দেশ্যে অসময়ে দুর্গাদেবীর নিদ্রাভঙ্গকরণআরাধনা (রাবণবধের উদ্দেশ্যে শক্তিলাভের জন্য শ্রীরামচন্দ্র অকালে অর্থাত্ বসন্তকালের পরিবর্তে শরত্কালে দেবীর বোধন করেন)। ̃ .মৃত্যু বি. পরিণত বয়সের পূর্বে বা আয়ুষ্কাল পুর্ণ হওয়ার পূর্বেই মৃত্যু। ̃ সন্ধ্যা বি. অসময়ে সন্ধ্যা, নির্দিষ্ঠ সময়ের পূর্বেই আবির্ভূত সন্ধ্যা। 7)
অশক্ত
(p. 65) aśakta বিণ. অক্ষম; শক্তি নেই এমন; পারে না এমন, অপারগ (ভার গ্রহণে অশক্ত); দুর্বল। [সং. ন + শক্ত] অশক্তি বি. শক্তি বা ক্ষমতার অভাব। 12)
অহং-কার, অহঙ্কার
(p. 75) aha-ṅkāra, ahaṅkāra বি. নিজের সম্পর্কে বড়াই বা গর্ব, অহমিকা; আত্মম্ভরিতা। [সং. অহম + √ কৃ + অ]। অহং-কারী (রিন্) বিণ. নিজের সম্পর্কে বড়াই করে এমন। অহং-কৃত বিণ. গর্বিত, দম্ভ করে এমন; দাম্ভিক। অহংকারে মাটিতে পা না পড়া ক্রি. বি. অহংকারে এতই অন্ধ যে নিজেকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করা; অহংকারে অন্যকে গ্রাহ্যই না করা। 16)
অনিশ্চিত
অর্থ্য
(p. 62) arthya বিণ. অর্থ আছে এমন, অর্থযুক্ত; যুক্তিযুক্ত, ন্যায্য। [সং. অর্থ2 + য]। 19)
অনু-চিকীর্ষা
(p. 25) anu-cikīrṣā বি. অনুকরণ বা নকল করার ইচ্ছা। [সং. অনু + √ কৃ + সন্ + আ]। অনু-চিকীর্ষু বিণ. অনুকরণ করতে ইচ্ছুক। 84)
অংশাঙ্কিত
অনু-পাত
(p. 28) anu-pāta বি. 1 (গণি.) এক রাশির সঙ্গে অন্য রাশির ভাগ সম্বন্ধ; ratio (বি. প.); 2 এক বস্তুর হ্রাস-বৃদ্ধি অনুসারে অন্য বস্তুর হ্রাস-বৃদ্ধি, proportion (বি. প.); 3 হিসাব; 4 হার (সেই অনুপাতে এদেশের ভালোই উন্নতি হয়েছে বলতে হবে)। [সং. অনু + √ পত্ + অ]।
অপ্রযুক্ত
(p. 42) aprayukta বিণ. 1 প্রয়োগ করা বা ব্যবহার করা হয়নি এমন, অব্যবহৃত; 2 অসংগত; 3 অযোগ্য। [সং. ন + প্রযুক্ত]। ̃ তা বি. অব্যবহার্যতা; প্রয়োগ করা যায় না এমন অবস্হা; অসংগতি। 22)
অসামাল
অভ্রভেদী
(p. 55) abhrabhēdī দ্র অভ্র। 34)
অপ-শব্দ
অযৌক্তিক
অদেয়
(p. 17) adēẏa বিণ. দেওয়া যায় না এমন, দেওয়ার অযোগ্য, দেওয়া উচিত নয় এমন (তোমাকে আমার অদেয় কিছুই নেই)। [সং. ন+দেয়]। 20)
অপ-চিকীর্ষা
(p. 34) apa-cikīrṣā বি. অপকার বা ক্ষতি করার ইচ্ছা। [সং. অপ + √ কৃ + সন্ + অ + আ]। অপ-চিকীর্ষু বিণ. অপকার বা ক্ষতি করতে ইচ্ছুক এমন। 79)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614710
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227921
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839827
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098889
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916354
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856846
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649142

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us