Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

পারবে?); দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

ও2
(p. 152) ō2 সর্ব. অদূরের বস্তু বা ব্যক্তি বা বিষয় (ও পারবে, ও নিয়ে পরে কথা হবে)। বিণ. 1 ওই (ওকথা, ওবিষয়); 2 গত (ওমাসে); 3 অপর, ওপার (ওপার বাংলা)। অব্য. সম্বোধন, স্মরণ, বিস্ময় অনুকম্পা প্রভৃতির সূচক ধ্বনি (ও রাম, ও ভুলে গেছি ও তাই নাকি)। 3)
কাবু
(p. 181) kābu বিণ. 1 দুর্বল (অসুখে ভুগে কাবু হয়েছে); 2 পরাস্ত, জব্দ (এতদিনে তাকে কাবু করা গেছে); 3 বশীভূত (এত সহজে আমাকে কাবু করতে পারবে না)। [তুর. কা'বু]। 78)
খাঁই
(p. 224) khām̐i বি. 1 আকাঙ্ক্ষা, লালসা, লোভ (টাকার খাঁই); 2 পাওয়ার ইচ্ছা, দাবি (তুমি ওর খাঁই মেটাতে পারবে?)। [ সং. আকাঙ্ক্ষা়]। 51)
খুব
(p. 231) khuba বিণ-বিণ. অত্যন্ত (খুব বেশি)। ক্রি-বিণ. 1 বেশ, উত্তম, চমত্কার (খুব ঘোরে খুব শুনিয়ে দিয়েছি, খুব খেতে পারে); 2 নিশ্চয় (খুব পারবে)। [ফু. খুব]। খুব করা ক্রি. বি. বেশ করা, উচিত বা উপযুক্ত কাজ করা (ওকে বকেছ খুব করেছ, এখন যাও)। খুব করে বকে দিয়ো। 20)
চুনা2, (কথ্য) চুনো
(p. 290) cunā2, (kathya) cunō বি. অতি ছোট মাছ। বিণ. অতি সংকীর্ণ (চুনাগলি)। ̃ পুঁটি বি. খুব ছোট ছোট পুঁটিমাছ; (ব্যঙ্গে) সামান্য বা গুরুত্বহীন লোক (চুনোপুঁটিদের শাস্তি দেওয়া সহজ। আসল চাঁইদের ধরতে পারবে?)। ̃ মাছ বি. ছোট ছোট মাছ।[সং. চূর্ণ]। 87)
ডাঁটো
(p. 355) ḍān̐ṭō বিণ. 1 শক্ত, কঠিন; 2 ডাঁসা, আধপাকা; 3 সমর্থ, বলিষ্ঠ, দৃঢ়কায় (ডাঁটো লোক না হলে এ কাজ পারবে না); 4 আসিদ্ধ (ডাঁটো ভাত)। [ সং. দৃঢ়]। 7)
দাঁড়
(p. 402) dān̐ḍ় বি. 1 নৌকার বড় বৈঠা বা ক্ষেপণী যা বেঁধে নিয়ে নৌকা চালাতে হয় (দাঁড় টানা, দাঁড় বাওয়া); 2 পোষা পাখির বসবার দণ্ড (দাঁড়ের পাখি, খাঁচার দাঁড়)। বিণ. 1 দণ্ডায়মান, খাড়া (লাঠিটাকে দাঁড় করিয়ে রেখেছে); 2 সুপ্রতিষ্ঠিত (একটা তত্ত্ব দাঁড় করানো হল); 3 অপেক্ষারত (আমাকে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে?); 4 উপস্হিত (সাক্ষী দাঁড় করাতে পারবে তো?); 5 থামানো হয়েছে এমন, রুদ্ধগতি (এখানে গাড়িটা কে দাঁড় করাল?); 6 উত্থাপিত, দায়ের (মামলা দাঁড় করা)। [সং. দণ়্ড]। 27)
দাঁড়া৩
(p. 402) dān̐ḍ়ā3 ক্রি. দাঁড়ানো। [ সং. √ দণ্ডায়]। ̃ নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্হা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)। 31)
নকল
(p. 443) nakala বি. 1 অনুকরণ (বিলাতের নকল করা); 2 প্রতিলিপি বা প্রতিরূপ (এটাকে হুবহু নকল করতে পারবে?); 3 পরীক্ষায় অসাধুভাবে বা অন্যায়ভাবে অন্যের উত্তরপত্র দেখে কিংবা অন্য কাগজপত্র দেখে লেখা। বিণ. কৃত্রিম, মেকি, ঝুটো (নকল গয়না)। [আ. নক্ল্]। ̃ নবিশ বি. 1 অনুলিপি লেখক, copyist; 2 বি. বিণ. নকল বা অনুকরণ করতে পটু এমন। নকলি বিণ. কৃত্রিম, জাল (নকলি মুক্তো)। 18)
বাঁকা
(p. 591) bān̐kā ক্রি. 1 বক্রহওয়া ('শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা': রবীন্দ্র); 2 ঘোরা (পথটা এখানে বেঁকেছে); 3 অসম্মত বা প্রতিকূল হওয়া (বিয়ের কথায় সে বেঁকে বসেছে); 4 বাঁকানো। বিণ. 1 বক্র (বাঁকা লাইন, বাঁকা বাঁশ); 2 কুব্জ, ন্যুজ (বাঁকা পিঠ); 3 তির্যক, আড়, কাত (এমন বাঁকা হয়ে হাঁটো কেন? খুঁটিটা বাঁকা হয়ে বসেছে); 4 ঘোরালো, সিধে নয় এমন (বাঁকা পথ); 5 চোরা (বাঁকা চাহনি); 6 কুটিল, অসরল (বাঁকা মন); 7 কড়া, রূঢ়, বিপরীত (বাঁকা কথা); 8 প্রতিকূল। [প্রাকৃ. বঙ্ক বাং. বাঁক + আ]। ̃ চোরা বিণ. 1 আঁকাবাঁকা (বাঁকাচোরা গলি)। ̃ নো বি. ক্রি. বক্র করা (শিকটাকে বাঁকাতে পারবে?)। বিণ. উক্ত অর্থে (বাঁকানো লোহা)। বেঁকে বসা ক্রি. বি. 1 বক্রভাবে স্হাপিত হওয়া; 2 দৃঢ়তার সঙ্গে অসম্মত বা প্রতিকূল হওয়া, কিছুতেই রাজি না হওয়া; 3 পূর্বমত বদল করা (আগে তো একথা বলেনি, এখন বেঁকে বসেছে)। 6)
ভিন্ন
(p. 664) bhinna বিণ. 1 অন্য (ভিন্ন ব্যাপার, ভিন্ন কথা); 2 আলাদা, পৃথক (ভিন্ন হয়ে বসো); 3 বিচ্যুত, বিযুক্ত, খণ্ডিত, বিভক্ত (ছিন্নভিন্ন দেহ); 4 একান্নবর্তী নয় এমন, হাঁড়ি আলাদা এমন (ভাইয়েরা ভিন্ন হয়েছে)। অব্য. অনু. ছাড়া, বিনা, ব্যতীত (এ কাজ সে ভিন্ন আর কেউই পারবে না)। [সং. √ ভিদ্ + ত]। ̃ তা বি. অন্যত্ব; পার্থক্য (চালচলনের ভিন্নতা)। ̃ .রুচি বিণ. আলাদা বা অন্যরকম রুচিবিশিষ্ট। ভিন্নার্থ বি. অন্য অর্থ বা তাত্পর্য। বিণ. অন্য অর্থ বা তাত্পর্যযুক্ত। ভিন্নার্থক বিণ. ভিন্ন অর্থযুক্ত (ভিন্নার্থক শব্দ)। 55)
মানানো1
(p. 699) mānānō1 ক্রি. 1 মান্য করানো; 2 স্বীকার করানো (একথা তাকে দিয়ে মানাতে পারবে?); 3 গ্রাহ্য করানো; 4 পালন করানো। বি. বিণ. সব অর্থে। [মানা2 দ্র]। 6)
যূষ
(p. 728) yūṣa বি. 1 ক্বাথ 2 ঝোল। [সং. √ যুষ্ + অ]। তু. জুস 2 যে সর্ব. কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা বিষয় (যে আসবে যে আসুক)। বিণ. যার কথা বলা হচ্ছে (যে লোক, যে বিষয়)। অব্য. 1 মিশ্রবাক্যে অপ্রধান বাক্যের সূচনায় ব্যবহৃত সংযোজক (তিনি বললেন যে বৃষ্টি হবে); 2 ঘটনা-নির্দেশে (তিনি যে আসবেন তা আমি ভাবিনি) 3 সংশয় প্রকাশে (কী যে হবে কে জানে); 4 হেতুনির্দেশে ('বেলা যে পড়ে এল জল্কে চল': রবীন্দ্র); 5 আধিক্য-প্রকাশে (মাছের যে দাম ! যে ঠাণ্ডা পড়েছে!); 6 কারণ-জিজ্ঞাসায় (খেলি না যে? সেদিন এলে না যে?); 7 বিস্ময় বা বিরক্তি-প্রকাশে (আবার বৃষ্টি এল যে)। [প্রাকৃ. জে সং. যদ্]। যে আজ্ঞা, যে আজ্ঞে যথা আজ্ঞা অর্থাত্ আদেশ অনুসারে কাজ করা হবে। যে-কে-সেই বি. পূর্ববত্ অবস্হা, পূর্বাবস্হা (দুদিন একটু ভালো ছিল এখন আবার যে-কে-সেই)। যে-কেউ সর্ব. যে-কোনো ব্যক্তি। যে-কেহ সর্ব. যে-কেউ ('যে কেহ মোরে দিয়েছ সুখ': রবীন্দ্র)। যেবা সর্ব. যে-কেউ, যে-কোনোটি বা যে-কোনো জন। যে-যে সর্ব. যারা (যে-যে যাবে যাক)। যে-সে সর্ব. 1 প্রত্যেকেই, সকলেই; 2 অনেকেই; 3 যে-কেউ (যে-সে ক্লাবের সদস্য হতে পারবে না); 4 নগণ্য কেউ (যে-সে এসে চাইলেই দিতে হবে নাকি?)। 22)
রেকর্ড
(p. 748) rēkarḍa বি. 1 গ্রামোফোনের যে গোল চাকতিতে সংগীত ইত্যাদি ধৃত থাকে, ডিস্ক; 2 সর্বাধিক কৃতিত্ব বা সর্বাধিক কৃতিত্বপূর্ণ কাজ (একটা দারুণ রেকর্ড করেছে, তার রেকর্ড কেউ ভাঙতে পারবে না); 3 সংরক্ষণ (কণ্ঠস্বর রেকর্ড করে রাখা)। [ইং. record। ̃ .প্লেয়ার বি. গ্রামোফোন-যন্ত্র, যে-যন্ত্রে রেকর্ড-করা সংগীতাদি বাজিয়ে শোনা হয়। 18)
শিব
(p. 776) śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ। বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর। [সং. √ শী + ব]। শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা। ̃ চতুর্দশী বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী। ̃ জ্ঞান বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র। ̃ ত্ব বি. শিবের চরিত্র ও ব্যক্তিত্ব। ̃ ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু। ̃ নেত্র বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি। ̃ পুরী, ̃ লোক বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী। ̃ প্রিয়া বি. দুর্গাদেবী। ̃ বাহন বি. বৃষ, ষাঁড়। ̃ রাত্রি বি. শিবচতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর। ̃ লিঙ্গ বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি। শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান। শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী। শিবানী বি. (স্ত্রী.) দুর্গা। শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ। শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী। শিবেতর বি. অশুভ, অমঙ্গল। শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন। 78)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074663
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768892
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366292
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721122
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698174
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594740
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545386
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542328

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন