Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বত্সর। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্টোবর
(p. 4) akṭōbara বি. ইংরেজি বত্সরের দশম মাস। [ইং. October]। 13)
অক্ষর
(p. 4) akṣara বি. 1 বর্ণ, letter (অক্ষরজ্ঞান); 2 যার ক্ষরণ নেই অর্থাত্ ব্রহ্ম, পরমাত্মা; 3 শিব; 4 বিষ্ণু; 5 আকাশ; 6 (ছন্দ.) একবারে উচ্চারণসাধ্য শব্দের ক্ষুদ্রতম অংশ, syllable; 7 (বীজগ.) অঙ্কের প্রতীকরূপে ব্যবহৃত বর্ণ। বিণ. ক্ষরণহীন। [সং. ন+ √ ক্ষর্+অ]। ̃ .জীবী (বিন্), ̃ জীবক, ̃ জীবিক বি. লিপিকার, মুদ্রাকর, লেখক। অক্ষর পরিচয় বি. বর্ণজ্ঞান; বিদ্যারম্ভ (চার বত্সর বয়সে তাঁর অক্ষর-পরিচয় হয়); সামান্যতম জ্ঞান (এ বিষয়ে তার অক্ষর-পরিচয়ও নেই)। ̃ বিন্যাস বি. বর্ণ সংস্হাপন, লিখনপ্রণালী। ̃ বৃত্ত বি. অক্ষরসংখ্যার দ্বারা নিরূপিত বাংলা ছন্দবিশেষ (কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত)। ̃ মালা বি. বর্ণমালা, alphabet, অক্ষরে অক্ষরে ক্রি-বিণ. যথাযথভাবে, হুবহু। 32)
অগস্ট, আগস্ট
(p. 6) agasṭa, āgasṭa বি. ইংরেজি বত্সরের অষ্টম মাস। [ইং. August]। 22)
অগ্র-হায়ণ
(p. 8) agra-hāẏaṇa বি. বাংলা বত্সরের বা সনের অষ্টম মাস; মার্গশীর্ষ মাস (এই মাসই পূর্বে বত্সরের প্রথম মাসরূপে গণ্য হত)। [সং. অগ্র+হায়ন (বত্সর)]। 8)
অতিথি
(p. 14) atithi বি. কোনো গৃহস্হের গৃহে আগত অনাত্মীয় ব্যক্তি, আগন্তুক, অভ্যাগত। [সং. অত+ইথি]। ̃ .পরায়ণ, ̃ .বত্সল বিণ. অতিথিকে যত্ন করে এমন, অতিথির সেবা করাই যার স্বভাব। ̃ .শালা বি. অতিথির থাকবার স্হান বা গৃহ। ̃ .শিল্পী বি. যে আমন্ত্রিত শিল্পী বিনা পারিশ্রমিকে কাজ করে। ̃ .সত্কার, ̃ .সেবা বি. অতিথিকে আহার ও আশ্রয় দেওয়া বা তার ব্যবস্হা করা। 25)
অধি-বর্ষ
(p. 17) adhi-barṣa বি. (ইংরেজি পঞ্জিকার) যে বত্সর ফেব্রুয়ারি মাসে 28 দিনের বদলে 29 দিন হয়, leap year. [সং. অধি+বর্ষ]। 73)
অব্দ
(p. 50) abda বি. 1 বত্সর, সাল (বঙ্গাব্দ, শতাব্দ); 2 মেঘ; 3 পর্বত। [সং. অব্ + দ; অপ্ + দ]। 20)
অষ্ট
(p. 67) aṣṭa (-ষ্টন্) বি. আট, আট সংখ্যা, 8। বিণ. আটসংখ্যক (অষ্টপ্রহর)। [সং. অশ্ + তন্]। অষ্ট ঐশ্বর্য বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ। ̃ ক বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ। বিণ. আটসংখ্যক। ̃ চত্বারিংশ, ̃ .চত্বারিংশত্তম বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক। ̃ .চত্তারিং-শত্ বি. বিণ. আটচল্লিশ। ̃ .দিক-পাল, ̃ .দিক্-পাল বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা। ̃ ধা অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে। ̃ ধাতু বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু। ̃ .নবতি বি. আটানব্বই। ̃ নবতি-তম বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক। ̃ নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খ-এই আট সর্প। ̃ নায়িকা বি. মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী ও কৌমারী। ̃ নিধি বি. কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি আটটি নিধি বা রত্ন। ̃ পঞ্চাশ, ̃ পঞ্চাশত্ বি. বিণ. আটান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. আটান্নর পূরক; আটান্নসংখ্যক। ̃ পর -অষ্ট-প্রহর -এর আঞ্চ. রূপ। ̃ পাদ বি. মাকড়সা। বিণ. আটটি পদবিশিষ্ট। ̃ প্রহর বি. 1 দিবারাত্র, দিবারাত্রি, দিনরাত; 2 সারা দিনরাত ধরে অনুষ্ঠিত সংকীর্তন। ক্রি-বিণ. দিনরাত ধরে (অষ্টপ্রহর সতর্ক থাকা)। ̃ বজ্র বি. বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি এবং দুর্গার অসি। ̃ বসু বি. ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস (মতান্তরে প্রভব)-দক্ষকন্যা বসুর এই আট পুত্র। ̃ বিধ বিণ. আটরকম, আটরকমের। ̃ ভুজ বিণ. আটটি হাতবিশিষ্ট। ̃ ভুজা বিণ. (স্ত্রী.) আটটি হাতবিশিষ্টা। বি. দুর্গার রূপভেদ। ̃ ম বিণ. আট সংখ্যার পূরক, eighth. ̃ মী বি. তিথিবিশেষ। ̃ মূর্তি বি. সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি মহাদেব ও ঈশান-শিবের এই আট মূর্তি। ̃ রম্ভা বি. কিছুই না, ফাঁকি; তু. ঘোড়ার ডিম; কাঁচকলা। ̃ ষষ্টি বি. আটষষ্ট্টি। ̃ ষষ্টি-তম বিণ. আটষট্টির পূরক, আটষট্টিসংখ্যক। ̃ সপ্ততি বি. আটাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. আটাত্তরের পূরক, আটাত্তরসংখ্যক। ̃ সিদ্ধি বি. অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই আটটি ঐশ্বর্য। অষ্টাংশিত বিণ. 1 আট ভাগে বিভক্ত; 2 (কাগজ সম্বন্ধে) আট পাতায় ভাঁজ-করা, octavo. অষ্টাঙ্গ বি. 1 দেহের আট অঙ্গ বা অবয়ব (যথা দুই হাত, হৃদয়, কপাল, দুই চোখ, কন্ঠ (মতান্তরে বাক্য), মেরুদণ্ড (মতান্তরে মন); অথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক; 2 যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি-এই আটরকম যোগ। বিণ. বি. (আয়ু.) শল্য-শলাকা-কায় ইত্যাদি আটরকম (চিকিত্সা)। অষ্টা-ত্রিংশ, অষ্টা-ত্রিংশত্তম বিণ. আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক। অষ্টা-ত্রিংসত্ বি. আটত্রিশ। অষ্টা-দশ বি. বিণ. আঠারো। বিণ. আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক। অষ্টা-দশী বিণ. অষ্টাদশ-এর স্ত্রীলিঙ্গ রূপ। বি. (স্ত্রী.) আঠারো বত্সর বয়স্কা নারী (ধীর পদে এগিয়ে এল এক অষ্টাদশী)। অষ্টা-পদ বি. স্বর্ণ, সোনা ('কাঠের সেঁউতী মোর হইল অষ্টাপদ': ভা. চ)। অষ্টা-বক্র বি. পৌরাণিক মুনিবিশেষ (এঁর শরীরের আট স্হানে বক্রতা ছিল বলে বর্ণিত আছে)। অষ্টা-বিংশ, অষ্টা-বিংশতি-তম বিণ. আটাশ সংখ্যার পূরক, আটাশসংখ্যক। অষ্টা-বিংশতি বি. বিণ. আটাশ। অষ্টাশীতি, অষ্টাশি বি. আটাশি, অষ্টআশি। অষ্টাশীতি-তম বিণ. আটাশি সংখ্যার পূরক আটাশিসংখ্যক। অষ্টা-ষষ্টি-অষ্টষষ্টি -র রূপভেদ। অষ্টাহ বি. আট দিন। 20)
আশ্রয়
(p. 108) āśraẏa বি. 1 অবলম্বন (ভগবানের চরণকে আশ্রয় করেছেন); 2 শরণ, সহায়, রক্ষক (দীনের আশ্রয়); 3 আধার (সর্বগুণের আশ্রয়); 4 গৃহ, বাসস্হান (আশ্রয়চ্যুত, নিরাশ্রয়)। [সং. আ + √ শ্রি + অ]। ̃ ণ বি. অবলম্বন; আশ্রয়গ্রহণ। ̃ ণীয় বিণ. আশ্রয় নেওয়ার যোগ্য। ̃ দাতা বি. বিণ. যিনি আশ্রয় দেন। ̃ প্রার্থী বি. বিণ. আশ্রয় চায় এমন। ̃ হীন বিণ. আশ্রয় নেই এমন, নিরাশ্রয়। বি. ̃ হীনতা। আশ্রয়ার্থী বিণ. আশ্রয় চায় এমন; আশ্রয়প্রার্থী। স্ত্রী. আশ্রয়ার্থিনী। আশ্রয়ী বিণ. আশ্রয় গ্রহণ করে বা করেছে এমন, আশ্রয়প্রাপ্ত। আশ্রিত বিণ. 1 আশ্রয় পেয়েছে এমন; 2 অনুগত; 3 অবলম্বন করেছে এমন (সুরাশ্রিত)। স্ত্রী. আশ্রিতা। আশ্রিত-বত্সল বিণ. আশ্রিতের প্রতি স্নেহশীল। 38)
ঊর্ধ্ব
(p. 140) ūrdhba বি. 1 উপরের দিক, উপরিভাগ (ঊর্ধ্বে দৃষ্টি স্হাপন করা); 2 উচ্চতা (ঊর্ধ্বে পাঁচ হাত); 3 বেশি (শতবত্সরের ঊর্ধ্বে)। বিণ. 1 উঁচু, উন্নত (ঊর্ধ্ব কণ্ঠ); 2 উপরে অবস্হিত (ঊর্ধ্বগগন)। [সং. উদ্ + √ হা + অ]। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. উপরদিকে যাচ্ছে এমন; ক্রমশ উপরে উঠছে বা উঁচু হচ্ছে এমন। ̃ গগন বি. উঁচু আকাশ, উপরের আকাশ ('ঊর্ধ্বগগনে বাজে মাদল': কাজি)। ̃ গতি বি. উপরের দিকে যাওয়া, উপরে ওঠবার প্রবণতা। বিণ. উপরে উঠছে এমন (ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য)। ̃ চারী (-রিন্) বিণ. 1 শূন্যে বিচরণকারী; 2 উচ্চাকাঙ্ক্ষী। ̃ তন বিণ. 1 উপরে অবস্হিত, উপরিস্হ; 2 উচ্চতর অবস্হানে রয়েছে এমন (ঊর্ধ্বতন অফিসার)। ̃ দৃষ্টি, ̃ নেত্র বিণ. চোখ উলটিয়ে রয়েছে এমন, শিবচক্ষুবিশিষ্ট। বি. 1 উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি, উদাস দৃষ্টি; 2 যোগদৃষ্টি, ভ্রূদ্বয়ের মধ্যে নিবদ্ধ দৃষ্টি। ̃ দেহ বি. 1 মৃত্যুর পরে প্রাপ্ত শরীর; 2 সূক্ষ্ম দেহ। ̃ পাতন বি. চোলাই। ̃ বাহু বিণ. হাত উপরে তুলে রয়েছে এমন। ̃ রেতা (-তস্) বি. 1 শুক্র বা বীর্য ক্ষয় করেনি এবং যার শুক্র ঊর্ধ্বগামী এমন পুরুষ; 2 শিব। ̃ লোক বি. স্বর্গ। ̃ শায়ী (-য়িন্) বিণ. চিত হয়ে শুয়ে আছে এমন। ̃ শ্বাস বি. দ্রুত হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম করার ফলে ঘন ঘন শ্বাস। ̃ স্হ বিণ. উপরে আছে এমন। ঊর্ধ্বাংশ বি. উপরের অংশ। ঊর্ধ্বাকাশ বি. মাথার উপরের আকাশ। ঊর্ধ্বাঙ্গ বি. শরীরের উপরদিক। 11)
একাদশী
(p. 145) ēkādaśī বিণ. একাদশ অর্থাত্ এগারো বত্সর বয়স্কা। বি. তিথিবিশেষ (এই তিথিতে বিশেষত হিন্দু বিধবাদের উপবাস পালনীয়)। [সং. একাদশ + ঈ]। 3)
ওলিম-পিক, অলিম-পিক
(p. 153) ōlima-pika, alima-pika বি. চার বত্সর অন্তর অন্তর ভিন্ন ভিন্ন দেশে মহাসমারোহে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। [ইং. Olympic]। 62)
কন্যকা
(p. 162) kanyakā বি. 1 দশ বত্সর বয়স্কা কুমারী; 2 অবিবাহিতা কন্যা; 3 কন্যা, তনয়া। [সং. কন্যা + ক + আ]। 22)
কল্প2
(p. 172) kalpa2 বি. 1 যজ্ঞাদি সম্পাদনের নিয়মসংবলিত বেদাঙ্গ গ্রন্হবিশেষ; 2 ব্রহ্মার এক অহোরাত্র অর্থাত্ 432 কোটি বত্সর (কল্পান্তে); 3 শাস্ত্রীয় বিধি (কল্পাবাস, নবম্যাদি কল্প); 4 প্রলয়; 5 পূজার বিধি (কল্পারম্ভ); 6 অভিপ্রায় (রক্ষাকল্পে); 7 সংকল্প (দৃঢ়কল্প); 8 পক্ষ (মুখ্যকল্প)। [সং. √ ক্9প্ (যোগ্যতা, উত্পত্তি প্রভৃতি অর্থে) + অ]। 27)
কুমার2
(p. 198) kumāra2 বি. 1 পাঁচ থেকে দশ বত্সর বয়স্ক বালক; 2 পুত্র ('কৃষকের ছেলে কিংবা রাজার কুমার'); 3 রাজপুত্র; 4 যুবরাজ; 5 দেবসেনাপতি কার্তিকেয়; 6 (বৈদ্য.) সতেরো থেকে ত্রিশ বত্সর বয়স্ক পুরুষ; 7 অবিবাহিত পুরুষ (আজীবন কুমার থেকে গেছেন, চিরকুমার)। [সং. √ কুমারি (ক্রীড়া অর্থে) + অ]। ̃ চার বি. ব্রতী বালক, বয়-স্কাউট। ̃ ব্রত আমরণ অবিবাহিত থেকে ব্রহ্মচর্য পালনের ব্রত। 6)
কুমারী
(p. 198) kumārī বি. 1 অনূঢ়া অর্থাত্ অবিবাহিতা কন্যা; 2 দশ থেকে বারো বত্সর বয়স্কা কন্যা; 3 ষোড়শবর্ষীয়া অনূঢ়া কন্যা; 4 কন্যা (রাজকুমারী); 5 রাজকন্যা। [সং. কুমার2 + ঈ]। 8)
কুম্ভ
(p. 198) kumbha বি. 1 কলস, কলসি; ঘট; 2 হাতির মাথার পাশের মাংসপিণ্ড; 3 (জ্যোতিষ.) মেষাদি দ্বাদশ রাশির মধ্যে একাদশ রাশি। [সং. ক (জল) + √ উন্ভ্ + অ]। ̃ কার বি. কুমোর, মৃণ্ময় পাত্রাদি নির্মাতা। ̃ মেলা বি. বারো বত্সর অন্তর হরিদ্বার প্রয়াগ প্রভৃতি তীর্থস্হানে কুম্ভ রাশিতে সূর্যের সংক্রমণ বা প্রবেশ উপলক্ষ্যে অনুষ্ঠিত বিখ্যাত মেলাবিশেষ। ̃ যোনি বি. অগস্ত্যমুনি। ̃ শাল, ̃ শালা বি. কুমোরের কর্মশালা বা কারখানা। 13)
কোটি
(p. 210) kōṭi বি. 1 ক্রোর, এক লক্ষের শতগুণ বা 1 সংখ্যা; 2 খড়গ ধনুক প্রভৃতির প্রান্ত বা অগ্রভাগ; 3 তর্কের এক পক্ষ (ন্যায়ের কোটি); 4 শ্রেণি (উচ্চকোটির মানুষ); 5 উত্কর্ষ। বিণ. 1 1 সংখ্যক; 2 অসংখ্য (কোটি কোটি মানুষ); 3 (গণি.) ordinate (বি.প.)। [সং. √ কুট্ + ই]। ̃ কল্প বি. 1 ব্রহ্মার এক কোটি আহোরাত্র অর্থাত্ মানুষের 864, , বত্সর; 2 অনন্তকাল। ̃ পতি, কোটীশ্বর বি. অপরিমিত ধনের অধিকারী। 3)
কৌশাম্বী
(p. 210) kauśāmbī বি. বত্সরাজ উদয়নের রাজধানী; প্রয়াগের নিকটবর্তী নগরবিশেষ। [সং. কুশাম্ব + অ + ঈ]। 97)
চান্দ্র
(p. 281) cāndra বিণ. 1 চাঁদসম্বন্ধীয়; 2 চাঁদের গতির দ্বারা নিয়ন্ত্রিত (চান্দমাস, চান্দ্রবত্সর)। [সং. চন্দ্র + অ]। ̃ মাস বি. চাঁদের গতির দ্বারা নিয়ন্ত্রিত মাস অর্থাত্ শুক্লপ্রতিপদ থেকে অমাবাস্যা পর্যন্ত ত্রিশ তিথিব্যাপী মাস। ̃ বত্সর বি. দ্বাদশ চান্দ্রমাস, বারোটি চান্দ্রমাসের সমষ্টি। 106)
চির2
(p. 290) cira2 বিণ. 1 নিত্য, সর্বদা, সদা, অনন্ত (চিরসত্য); 2 দীর্ঘকালব্যাপী ('সুচির শর্বরী' : রবীন্দ্র); 3 সর্ব. সমস্ত (চিরজীবন); 4 আবহমান, আজীবন (চিরকাল, চিরদিন, চিরদুঃখ)। বি. দীর্ঘকাল (আচিরে, চিরতরে)। [সং. √চি + র]। ̃ কর্মা (র্মন্), ̃ কারী (-রিন্), ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র, কাজে দেরি করে এমন। বি. ̃ কারিতা, ̃ ক্রিয়তা। ̃ কাঙ্ক্ষিত বিণ. চিরদিন যা চাওয়া হয়েছে (চিরকাঙ্ক্ষিত সুখ)। ̃ কাল বি. ক্রি-বিণ. অনন্তকাল, সবসময়, সারাজীবন (চিরটা কাল ভুগছি)। ̃ কালীন, ̃ কেলে বিণ. চিরকালের, চিরন্তন (চিরকালীন সত্য, চিরকেলে ঢং)। ̃ কুমার বিণ. আজীবন অবিবাহিত। বি. (স্ত্রী.) ̃ কুমারী। ̃ ক্রীত বিণ. 1 চিরদিনের জন্য কেনা; 2 কোনো প্রতিদান দেওয়া যায় না এমনভাবে উপকৃত (আপনার কাছে চিরক্রীত হয়ে রইলাম)। ̃ জীবন বি. সারা জীবন, সমস্ত জীবিতকাল। ক্রি-বিণ. আজীবন, সারা জীবন ধরে। ̃ জীবী (-বিন্) বিণ. 1 দীর্ঘায়ু, দীর্ঘজীবী; অমর। বি. অশ্বত্থামা কৃপাচার্য পরশুরাম বলিরাজ ব্যাসদেব বিভীষণ ও হনুমান-এই সাতজন অমর বা চিরজীবী ব্যক্তি। বিণ. (স্ত্রী.) ̃ জীবিনী। ̃ ঞ্জীব, ̃ ঞ্জীবী (-বিন্) - চিরজীবী -র অনুরূপ। ̃ ত্ব বি. চিরস্হায়িত্ব (ছড়া ও লোকগীতির মধ্যে একটা চিরত্ব আছে)। ̃ দারিদ্র, ̃ দারিদ্র্য বি. চিরকালের দারিদ্র, দারিদ্র কখনো ঘোচে না এমন অবস্হা। ̃ দিন বি. ক্রি-বিণ. সারাজীবন; আবহমান কাল। ̃ দীন বিণ. চিরকাল ধরে দীন বা দরিদ্র; দারিদ্র বা দৈন্য কখনো ঘোচে না এমন। বি. ̃ দৈন্য, ̃ দীনতা। ̃ দুঃখ বি. জীবনব্যাপী দুঃখ। ̃ নবীন বিণ. বরাবর নবীন থাকে এমন; পুরোনো হয় না এমন (চিরনবীন প্রেম)। ̃ নিদ্রা বি. যে নিদ্রা কখনো ভাঙে না; মৃত্যু (চিরনিদ্রায় ঢলে পড়ল)। ̃ নির্দিষ্ট, ̃ বিণ. চিরকালের জন্য নির্ধারিত বা স্হিরীকৃত। ̃ নির্বাসন বি. চিরকালের জন্য দেশান্তরীকরণ; স্বদেশ থেকে চিরকালের মতো বহিষ্কার। ̃ নির্ভর বিণ. চিরদিন ভরসা রাখা যায় এমন; চিরকাল আশ্রয় দেয় এমন ('চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি': রবীন্দ্র)। ̃ নীহার, ̃ তুষার বি. যে তুষার কখনো গলে না। ̃ নীহার-রেখা, ̃ তুষার-রেখা - হিমরেখা -র অনুরূপ। ̃ নূতন বিণ. কখনো পুরোনো হয় না এমন। ̃ স্তন বিণ. 1 চিরকালীন (চিরন্তন সত্য); 2 চিরকালব্যাপী। বি. ̃ স্তনতা। বিণ. (স্ত্রী.) ̃ স্তনী। ̃ পরিচিত বিণ. দীর্ঘদিন ধরে জানা আছে এমন; বহু-পুরোনো আলাপী; অনেকদিন ধরেই যার সঙ্গে পরিচয় ̃ প্রচলিত বিণ. আবহমানকাল ধরে বা বহুদিন ধরে চলে আসছে এমন (চিরপ্রচলিত প্রথা)। ̃ প্রবাস বি. 1 জীবনভর বিদেশে বাস; 2 দীর্ঘকাল বিদেশে বাস। ̃ বিচ্ছেদ বি. সারাজীবনের জন্য বা দীর্ঘকালের জন্য ছাড়াছাড়ি। ̃ বিদায় বি. চিরদিনের মতো বিদায় বা প্রস্হান। ̃ বৈর বি. চিরকালের শত্রুতা, যে শত্রুতার কখনো অবসান হয় না। ̃ বৈরী বিণ. বি. দীর্ঘকালব্যাপী বা জীবনভর শত্রুতা করে এমন (ব্যক্তি)। ̃ রহস্য বি. কোনোদিন যে রহস্যের অবসান বা সমাধান হয় না। ̃ রুগ্ণ বিণ. দীর্ঘকালব্যাপী বা জীবনভর রোগগ্রস্ত (ঘরে আছে চিররুগ্ণ স্ত্রী)। ̃ রোগী (-গিন্) বিণ. বি. দীর্ঘকাল ধরে রোগে ভুগছে এমন (ব্যক্তি)। ̃ রুগি (কথ্য) বিণ. বি. চিররোগী -র অনুরূপ। ̃ শত্রু - চিরবৈরী -র অনুরূপ। ̃ শান্তি বি. 1 চিরকালের জন্য শান্তি; 2 মুক্তি, মোক্ষ; 3 মৃত্যু। ̃ শ্যামল, ̃ হরিত্ বিণ. বত্সরের সব ঋতুতে সবুজ থাকে এমন। ̃ সুখী (-খিন্) বিণ. জীবনভর সুখী; জীবনে কখনো দুঃখ পায়নি এমন। ̃ সুহৃত্, ̃ সুহৃদ্ বি. চিরদিনের বন্ধু। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. 1 চিরকাল বা দীর্ঘকাল থাকে বা টিকে থাকে এমন; 2 অবিনশ্বর, অক্ষয়; 3 অপরিবর্তনীয়। চিরস্হায়ী বন্দোবস্ত সরকারকে নিয়মিতভাবে নির্দিষ্ট হারে খাজনা দেওয়ার শর্তে বাংলার জমিদারদের পুরুষানুক্রমে জমি ভোগদখলের যে ব্যবস্হা 1793 সালে গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন, Permanent Settlement. ̃ স্মরণীয় বিণ. যা বা যাকে চিরদিন মনে রাখা হয় বা মনে রাখা উচিত। ̃ হরিত্ দ্র চিরশ্যামল। 35)
জানুআরি, জানুয়ারি
(p. 322) jānuāri, jānuẏāri বি. ইংরেজি বত্সরের প্রথম মাস। [ইং. January]। 18)
জুবিলি
(p. 327) jubili বি. কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের সাধারণত পঞ্চাশ বত্সর উত্তীর্ণ হওয়া উপলক্ষ্যে উত্সব; জয়ন্তী উত্সব। [ইং. jubilee]। রৌপ্য জুবিলি পাঁচিশ বত্সর পূর্তি উপলক্ষ্যে উত্সব, silver jubilee. স্বর্ণ বা সুবর্ণ জুবিলি পঞ্চাশ বত্সর পূর্তির উত্সব, golden jubilee. হীরক জুবিলি ষাট বত্সর পূর্তির উত্সব, diamond jubilee. 41)
জয়ন্তী
(p. 312) jaẏantī বি. 1 পতাকা, নিশান; 2 দুর্গা; 3 ইন্দ্রকন্যা; 4 শ্রীকৃষ্ণের জন্মতিথি বা জন্মরাত্রি; 5 বরণীয় ব্যক্তির সম্মানে অনুষ্ঠিত উত্সব (রবীন্দ্রজয়ন্তী); 6 বৃক্ষবিশেষ জয়ন্তীপত্র)। [সং. √ জি + অত্ (শতৃ) + ঈ]। রৌপ্য জয়ন্তী বি. পঁচিশ বত্সর পূর্ণ হওয়া উপলক্ষ্যে উত্সব। সুবর্ণ জয়ন্তী বি. পঞ্চাশ বত্সর পূর্ণ হওয়া উপলক্ষ্যে উত্সব। হীরক জয়ন্তী বি. ষাট বত্সর পূর্ণ হওয়া উপলক্ষ্যে অনুষ্ঠিত উত্সব। 124)
ডিসেম্বর
(p. 357) ḍisēmbara বি. ইংরেজি বত্সরের দ্বাদশ বা শেষ মাস। [ইং. December]। 28)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072620
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768151
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365558
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720875
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697749
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594429
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544661
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542207

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন