Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বস্তু। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-তর1
(p. 367) -tara1 1 দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে একটির উত্কর্ষ বা অপকর্ষসূচক প্রত্যয় (ক্ষুদ্রতর, বৃহত্তর, মহত্তর); 2 সাধারণভাবে আধিক্য বা আতিশয্যসূচক প্রত্যয় (ঘোরতর, গুরুতর)। [সং. তরপ্-তু. তম]। 84)
অংশু
(p. 1) aṃśu বি. 1 কিরণ, রশ্মি, প্রভা; 2 আঁশ, তন্তু, সুতোর সূক্ষ্ম অংশ। [সং. অন্শ্+উ]। ̃ ক বি. বস্ত্র, সূক্ষ্ম বস্ত্র; রেশম পাট ইত্যাদিতে প্রস্তুত বস্ত্র (চীনাংশুক)। ̃ জাল বি. কিরণরাশি, কিরণমালা। ̃ ধর বি. অংশুর ধার; সূর্য। ̃ মতী বিণ. (স্ত্রী) কিরণময়ী, জ্যোতির্ময়ী। ̃ মান (-মত্) 1 সূর্য; 2 সূর্যবংশীয় সগর রাজার পৌত্র। ̃ মালা বি. রশ্মিজাল, কিরণমালা। ̃ মালী (-লিন্) বি. সূর্য। ̃ ল বিণ. কিরণময়, কিরণবিশিষ্ট। 14)
অঙ্কুর
(p. 8) aṅkura বি. 1 বীজ থেকে যা প্রথম বার হয়, কল; মুকুল; 2 উন্মেষ. সঞ্চার ('ভাবের অঙ্কুর': জ্ঞান.); 3 উদ্ভিন্ন বা নবোদিত বস্তু; 4 আদি, সূত্রপাত, প্রারম্ভ (অঙ্কুরে বিনাশ); 5 আগা, ডগা। (তৃণাঙ্কুর, কুশাঙ্কুর)। [সং. অন্ক্+উর]। 32)
অচেনা, অচিন
(p. 8) acēnā, acina বিণ. অপরিচিত, অজ্ঞাত, অজ্ঞাতপরিচয়, চেনা বা জানা নয় এমন (অচেনা লোক, অচিন পাখি)। বি. অপরিচিত ব্যক্তি বা বস্তু ('অচেনাকে ভয় কী আমার ওরে': রবীন্দ্র)। [সং. ন+বাং. চেনা, চিনা চিন]। 74)
অজানা, অজানিত
(p. 8) ajānā, ajānita বিণ. অচেনা, জানা নয় এমন, অপরিচিত (অজানা পথের পথিক)। বি. 1 অচেনা লোক, অপরিচিত ব্যক্তি; চেনা নয় এমন লোক বা বস্তু ('কত অজানারে জানাইলে তুমি': রবীন্দ্র); 2 অজ্ঞাত স্হান ('মন যেতে চায় কোন অজানায়': রবীন্দ্র; 'ঝাঁপ দিয়ে পড় অজানিতের খোঁজে': রবীন্দ্র)। [সং. ন+বাং. জানা, জানিত]। 112)
অজীর্ণ
(p. 8) ajīrṇa বিণ. জীর্ণ বা হজম হয়নি এমন (অজীর্ণ খাদ্যবস্তু)। বি. বদহজমের রোগ, indigestion; হজমশক্তির অভাবজনিত রোগ, dyspepsia (ছেলেটি অজীর্ণে ভুগছে)। [সং. ন+জীর্ণ]। 123)
অণ্ড
(p. 14) aṇḍa বি. 1 ডিম; 2 অণ্ডকোষের বিচি, testes; 3 গোলাকার বস্তু। [সং. √ অম্+ড]। ̃ কোষ বি. মুষ্ক, হোল, scrotum. ̃ জ বিণ. ডিম্বজাত, ডিম থেকে উত্পন্ন। বি. পাখি, মাছ প্রভৃতি ডিম্বজাত প্রাণী। অণ্ডাকার, অণ্ডাকৃতি বিণ. ডিমের ন্যায় আকৃতিবিশিষ্ট, oval. 8)
অত
(p. 14) ata বিণ. ক্রি-বিণ. ওই পরিমাণ (অত হাসি ভালো নয়)। সর্ব. ওই পরিমাণ বেশি বস্তু বা বিষয় (অত দিয়ে কী হবে ?)। আধিক্য (আর অতয় কী কাজ?)। [সং. ইয়ত্]। ̃ .শত বি. অতরকম, ওইসব নানারকম ব্যাপার বা বিষয়। 9)
অদন
(p. 14) adana বি. (অপ্র.) আহার, ভোজন, খাওয়া; ভক্ষ্য বস্তু। [সং. √ অদ্+অন, লক্ষণীয় অন্ন=অদ্+ত]। 73)
অধরা
(p. 17) adharā বিণ. বি ধরা যায় না এমন (বস্তু বা ব্যক্তি), যে ধরা দেয় না ('অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে': রবীন্দ্র)। [সরং. ন+বাং. ধরা]। 39)
অধো-বাস
(p. 20) adhō-bāsa বি. নিম্নাঙ্গের পরিচ্ছদ। [সং. অধঃ+বাস সং. বাসস্ (=বস্ত্র)]। 18)
অধ্যারোপ
(p. 21) adhyārōpa বি. 1 আরোপ; 2 এক বস্তুতে অন্য বস্তু কল্পনা করে নেওয়া, অধ্যাস। [সং. অধি+আরোপ]। ̃ ণ বি. আরোপণ, আরোপকরণ, স্হাপন। 5)
অধ্যাস1
(p. 21) adhyāsa1 বি. 1 সত্তা বা গুণাগুণ আরোপ; 2 এক বস্তুতে অন্য বস্তুর বা তার গুণের কল্পনা, illusion (যেমন রজ্জুতে সর্পজ্ঞান বা একচন্দ্রস্হলে দ্বিচন্দ্রের অথবা শুক্তিতে রজতের প্রতীতি) (বি. প.)। [সং. অধি+√ অস্ (=নিক্ষেপ)+অ]। অধ্যস্ত বিণ. আরোপিত। 6)
অনম্বয়
(p. 22) anambaẏa বি. 1 অর্থালংকারবিশেষ, এতে একই বস্তুতে উপমান ও উপমেয় দুই-ই আরোপিত হয়; 2 অন্বয়ের অভাব। বিণ. অন্বয় অর্থাত্ মিল বা সম্বন্ধ নেই এমন। [সং. ন+অন্বয়]। 15)
অনু-পাত
(p. 28) anu-pāta বি. 1 (গণি.) এক রাশির সঙ্গে অন্য রাশির ভাগ সম্বন্ধ; ratio (বি. প.); 2 এক বস্তুর হ্রাস-বৃদ্ধি অনুসারে অন্য বস্তুর হ্রাস-বৃদ্ধি, proportion (বি. প.); 3 হিসাব; 4 হার (সেই অনুপাতে এদেশের ভালোই উন্নতি হয়েছে বলতে হবে)। [সং. অনু + √ পত্ + অ]।
অনু-মান, অনু-মিতি
(p. 30) anu-māna, anu-miti বি. 1 ধারণা; আন্দাজ (আমার অনুমান, সে সফল হবে); 2 যুক্তির দ্বারা জ্ঞাত বস্তু থেকে অজ্ঞাত বস্তু সম্বন্ধীয় সিদ্ধান্তে যাওয়া, inference; 3 অর্থালংকারবিশেষ। [সং. অনু + √ মা + অন, তি]। অনু-মিত বিণ. অনুমান করা হয়েছে এমন। অনু-মেয় বিণ. অনুমানযোগ্য; অনুমান বা আন্দাজ করা যায় এমন (যন্ত্রের শক্তি সহজেই অনুমেয়)। 12)
অন্তঃ
(p. 32) antḥ (অন্তর্) অব্য. মধ্যে, ভিতরে (এই শব্দটি পূর্বপদ হিসাবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নূতন শব্দ সৃষ্টি করে। [সং.] ̃ করণ বি. হৃদয়; মন। ̃ কোণ বি. ভিতরে অবস্হিত কোণ, interior angle (বি. প.)। ̃ পট বি. 1 মাঝখানে পরদার মতো ঝুলিয়ে দেওয়া কাপড় (যা বিশেষভাবে বিবাহের সময় বর ও কনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়); 2 পরদা; 3 যবনিকা; 4 অবগুণ্ঠন। ̃ পাতী (-তিন্) বিণ. মধ্যবর্তী, অন্তর্গত। ̃ পুর বি. অন্দরমহল। ̃ পুরিকা বি. যে নারী অন্তঃপুরে বাস করে। ̃ প্রবেশন বি. এক লেখকের রচনায় অন্য লেখকের রচনার অংশ সংস্হাপন বা প্রক্ষেপ, interpolation. ̃ শত্রু বি. 1 দেহের ভিতরে কামাদি ষড়্রিপু; 2 দেশের ভিতরেই দেশের যে শত্রু রয়েছে, গৃহবৈরী। ̃ শীল বিণ. অন্তরে নিহিত বা অবস্হিত; অপ্রকাশিত, গুপ্ত ('অন্তঃশীল যে রহস্য': রবীন্দ্র)। স্ত্রী. ̃ শীলা। ̃ শুল্ক বি. দেশি পণ্যদ্রব্যের, বিশেষত মাদকদ্রব্যের উপর ধার্য কর, excise, ̃ সংজ্ঞ, ̃ সংজ্ঞা বিণ. (বাইরে চেতনাহীন মনে হলেও) ভিতরে ভিতরে বোধশক্তিসম্পন্ন। ̃ সত্ত্বা বিণ. গর্ভিণী, গর্ভবতী। ̃ সলিল বিণ. ভিতরে জলযুক্ত। স্ত্রী. ̃ সলিলা। অন্তঃসলিলা নদী যে নদীর জল মাটির নীচে লোকচক্ষুর আড়ালে বয়ে যায়। ̃ সার বি. ভিতরের সার পদার্থ। ̃ সার-শূন্য বিণ. ভিতরে সারবস্তু কিছুই নেই এমন; ফাঁপা। ̃ স্হ বিণ. মধ্যবর্তী। অন্তঃস্হ বর্ণ স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যবর্তী য র ল ব এই চারটি বর্ণ। অন্তঃস্হয়-শ্রুতি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় মাঝথানে যে শ্রুতিধ্বনি এসে পড়ে। যেমন পা + এর = পায়ের। 30)
অন্তর্বাস
(p. 34) antarbāsa বি. ভিতরে পরবার বস্ত্রাদি, গেঞ্জি, ফতুয়া শেমিজ বক্ষবাস, কৌপীন ইত্যাদি। (তু. বিপ. বহির্বাস)। [সং. অন্তর্ + বাস]। 11)
অন্তর্মুখ
(p. 34) antarmukha বিণ. 1 ভিতরের দিকে মুখ গতি বা লক্ষ্য আছে এমন; 2 আত্মবিষয়ে চিন্তাশীল, introspective; 3 বাহ্যবস্তুকে উপেক্ষা করে গভীর চিন্তায় মগ্ন; 4 ভিতরের দিকে প্রবাহিত হয় এমন, afferent (বি. প.)। [সং. অন্তর্ + মুখ]। স্ত্রী. অন্তর্মুখী। 23)
অন্যান্য
(p. 34) anyānya বি. অপরাপর, ভিন্ন ভিন্ন (অন্যান্য কাজ). সর্ব. অপরাপর লোক বা বস্তু (অন্যান্যেরাও এই কথা বলে)। [সং. অন্য + অন্য]। 53)
অপহ্নব, অপহ্নুতি
(p. 39) apahnaba, apahnuti বি. 1 (সত্যের) অপলাপ, (সত্য) গোপন; 2 অস্বীকার; 3 চৌর্য; 4 (অল.) বর্ণনীয় বিষয় বা বস্তুকে গোপন বা অস্বীকার করে উপমানের স্হাপন (যেমন, 'বৃষ্টিজলে গগন কাঁদিলা': মধু.) [সং. অপ + √ হ্নু + অ, তি]।
অব-তংস
(p. 44) aba-taṃsa বি. ভূষণ, অলংকার; কানের অলংকার; শিরোভূষণ; গৌরব বা গৌরবের বস্তু (চন্দ্রবংশাবতংস)। [সং. অব + √ তংস্ (=ভূষণ) + অ]। 8)
অবস্তু
(p. 46) abastu বিণ. বস্তুহীন; অসার, অপদার্থ। বি. 1 অসার বা অপদার্থ জিনিস; 2 প্রকৃত অস্তিত্ব নেই এমন ব্রহ্মাতিরিক্ত অসার জগত্। [সং. ন + বস্তু]। ̃ নির্বন্ধ বি. অসার বস্তু বা পদার্থের জন্য আগ্রহ। 32)
অভি-ধেয়
(p. 50) abhi-dhēẏa বিণ. দ্যোতক, বোধক। বি. শব্দ উচ্চারণ করলে যে বস্তুকে বোঝায়, প্রতিপাদ্য বা উদ্দিষ্ট অর্থ; নাম, সংজ্ঞা। [সং. অভি + √ ধা + য]। 88)
অভীষ্ট
(p. 55) abhīṣṭa বি. 1 আকাঙ্ক্ষা, অভিলাষ, ইচ্ছা; 2 আকাঙ্ক্ষিত বস্তু, যে জিনিস চাওয়া হয়েছে (এতদিনে তাঁর অভীষ্ট লাভ হল)। বিণ. আকাঙ্ক্ষিত, ঈপ্সিত, চাওয়া হয়েছে এমন, বাঞ্ছিত (অভীষ্ট লক্ষ্য)। [সং. অভি + ইষ্ট]। ̃ .সিদ্ধি বি. আকাঙ্ক্ষিত বস্তু পাওয়া; আকাঙ্ক্ষা পূরণ। 4)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074381
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768753
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366185
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721093
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698121
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594685
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545289
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542311

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন