Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিকশি': দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্তর
(p. 32) antara বি. 1 হৃদয়, মন ('অন্তর মম বিকশিত করো': রবীন্দ্র); 2 তফাত, ব্যবধান (তিন দিন অন্তর, নিরন্তর); 3 ভিতর, মধ্য (দুইয়ের অন্তরে); 4 পার্থক্য, তারতম্য; 5 ভেদ (মতান্তর); 6 পরিধান (অন্তরীয়)। বিণ. 1 (সমাসের উত্তরপদে) ভিন্ন, অপর (গত্যন্তর, দেশান্তর); 2 আত্মীয় (অন্তরতম)। [সং. অন্ত + √ রা + অ]। ̃ জ্ঞ বিণ. অন্তর্যামী; বিশেষজ্ঞ। ̃ টিপুনি বি. অন্যের অজ্ঞাতে কারও মনে গোপনে আঘাত। ̃ স্হ বিণ. মনোগত। 31)
অস্ফুট
(p. 73) asphuṭa বিণ. 1 ফোটেনি এমন, বিকশিত হয়নি এমন (অস্ফুট কলি); 2 অপরিস্ফুট; আধো-আধো (শিশুর অস্ফুট ভাষা); 3 অস্পষ্ট ('কোলাহলের অস্ফুট ধ্বনি': রবীন্দ্র)। [সং. ন + √ স্ফুট + অ]। ̃ বাক, ̃ বাক্ বিণ. অস্পষ্ট বা আধো-আধো কথা বলে এমন। অস্ফুটে ক্রি-বিণ. অস্পষ্টভাবে ('অস্ফুটে বারংবার কহিতে লাগিল': শরত্)। 47)
আফুটন্ত, আফুটা, আফোটা
(p. 97) āphuṭanta, āphuṭā, āphōṭā বিণ. 1 অপরিস্ফুট, অবিকশিত; 2 সিদ্ধ হয়নি বা ফোটানো এমন (আফোটা) চাল)। [বাং. আ + ফুট্ + অন্ত (শতৃ), আ]। 33)
উচ্ছ্বাসিত
(p. 119) ucchbāsita বিণ. 1 উচ্ছ্বসিত হয়ে উঠেছে এমন; 2 উন্মেষিত; 3 বিকশিত। [সং. উত্ + √ শ্বস্ + ণিচ্ + অ]। 61)
উদ্ভিন্ন
(p. 128) udbhinna বিণ. 1 অঙ্কুরিত; 2 প্রকাশিত, বিকশিত ('প্রীতির উদ্ভিন্ন কলি': সু. দ.; উদ্ভিন্নযৌবনা); 3 (সচ. মাটি) ভেদ করে উত্থিত। [সং. উত্ + √ ভিদ্ + ত]। 39)
উন্মুদ্র
(p. 130) unmudra বিণ. 1 মুদ্রা বা শিলমোহরের চিহ্ন নেই এমন, মুদ্রাচিহ্নহীন; 2 বিকশিত, প্রস্ফুটিত ('উন্মুদ্র উষার লগ্নে': সু. দ.)। [সং. উদ্ + মুদ্রা]। 23)
উন্মেষ, উন্মেষণ
(p. 130) unmēṣa, unmēṣaṇa বি. 1 চোখ মেলা, উন্মীলন; 2 উদ্রেক; সঞ্চার; 3 উদ্ভব; প্রকাশ (জ্ঞানের উন্মেষ, সভ্যতার উন্মেষ, চেতনার উন্মেষ)। [সং. উদ্ + √ মিষ্ + অ, অন]। উন্মেষিত, উন্মিষিত বিণ. উন্মেষ করা হয়েছে এমন; বিকশিত, উন্মীলিত। 25)
কন্দল
(p. 162) kandala বি. 1 কলহ, বিবাদ; 2 যুদ্ধ; 3 কলাগাছ; 4 অঙ্কুর। [সং. √ কন্দি + অল; কং + √ দল্ + অ]। কন্দলিত বিণ. বিকশিত; অঙ্কুরিত। কন্দলিয়া বিণ. কুঁদুলে, ঝগড়াটে। 16)
খেলা
(p. 232) khēlā বি. 1 ক্রীড়া (বল নিয়ে খেলা); 2 কৌতুক বা পারদর্শিতা প্রদর্শন (সাপ খেলা, ছোরা খেলা) ; 3 লীলা, অবস্হাবিশেষের আচরণ ('এই খেলা তো শেষ খেলা নয়': রবীন্দ্র) ; 4 ভোজবাজি (ভানুমতীর খেলা)। ক্রি. 1 খেলা করা (ছেলেরা মাঠে খেলছে); 2 স্ফুরিত বা বিকশিত হওয়া (মাথায় একটা বুদ্ধি খেলে গেল) ; 3 বুদ্ধিযুক্ত হওয়া (অঙ্কটা তার মাথায় ঠিক খেলে না)। [সং. √খেল্ + বাং. আ]। খেল বি. 1 ক্রীড়া; 2 ভোজবাজি (ভানুমতীর খেল)। খেলনা বি. ক্রীড়নক, পুতুল। বিণ. ক্রীড়নকরূপে ব্যবহার্য (খেলনা-পুতুল)। ̃ ঘর বি. (আল.) কৃত্রিম সংসার। ̃ ধুলা বি. তুচ্ছ জিনিস নিয়ে শিশুদের ক্রীড়াকৌতুক; নানাবিধ খেলা। ̃ নো ক্রি. 1 খেলা করানো (ছেলেদের খেলাচ্ছে); 2 চালনা করে কৌতুক দক্ষতা রঙ্গ ইত্যাদি প্রদর্শন করা (সাপ খেলানো) ; 3 ইচ্ছামতো পরিচালিত করা (মাছটাকে খেলাচ্ছি, পুলিশ চোরকে খেলাচ্ছে)। 42)
খোলতা
(p. 235) khōlatā বিণ. উজ্জ্বল; শোভমান, সুবিকশিত (চেহেরাটা বেশ খোলতা হয়েছে)। [দেশি-তু. হি. খোল্তা]। ̃ ই বি. ঔজ্জ্বল্য; শোভা। 2)
খোলা1, খুলা
(p. 235) khōlā1, khulā ক্রি. 1 উন্মুক্ত করা (দরজা খোলো); 2 বন্ধনমুক্ত করা (জাহাজ খোলা) ; 3 শিথিল করা (খোঁপা খোলা); 4 খসানো, অবিন্যস্ত করা (চুল খোলা); 5 পরিত্যাগ করা, ছাড়া (জামা খোলা); 6 প্রতিষ্ঠা করা, স্হাপন করা (একটা স্কুল খুলেছি); 7 আরম্ভ হওয়া (আজ স্কুল খুলবে); 8 বিকশিত হওয়া, শোভা পাওয়া (তোমার গায়ে জামাটা বেশ খুলেছে) ; 9 আড়ষ্টতা ত্যাগ করা (হাত খুলে খেলো); 1 অকপট হওয়া (মন খুলে কথা বলা); 11 স্খলিত হওয়া (ইট খুলে খুলে পড়ছে)। বি. উক্ত সব অর্থে। বিণ. উক্ত সব অর্থে, এবং বিশেষত উন্মুক্ত; বন্ধনহীন; অকপট (খোলা মন); [বাং. √খুল্ সং. স্খল্ + বাং. আ]। &tilde ;খুলি বিণ. অকপট, স্পষ্ট (খোলাখুলি কথা)। ক্রি-বিণ. অকপটে, স্পষ্টভাবে (একটা কথা তোমাকে খোলাখুলি বলব)। বি. অকপটতা, স্পষ্টতা; বারবার খোলা ও বাঁধা (পঞ্চাশবার এই খোলাখুলি কার ভালো লাগে?)। ̃ নো ক্রি. বি. অন্যকে দিয়ে খুলিয়ে নেওয়া। 6)
জৃম্ভণ, জৃম্ভ
(p. 327) jṛmbhaṇa, jṛmbha বি. 1 হাই; মুখ্যব্যাদান; 2 স্ফুরণ, বিকাশ। [সং. √ জৃম্ভ্ + অন, অ]। জৃম্ভক বিণ. 1 যে হাই তোলে; 2 আলস্যজনক বা নিদ্রাকারক। জৃম্ভকাস্ত্র বি. যে অস্ত্রপ্রয়োগে হাই ওঠে এবং ঘুম পায়। জৃম্ভমাণ বিণ. 1 হাই তুলছে এমন; 2 বিকাশশীল। জৃম্ভিত বিণ. 1 জৃম্ভণযুক্ত; 2 প্রকাশিত, বিকশিত। 59)
পরা-গত1
(p. 495) parā-gata1 বিণ. 1 ব্যাপ্ত; 2 যুক্ত; 3 বিকশিত।[সং. পরা2 + √ গম্ +ত]। 17)
পরি-স্ফুট
(p. 499) pari-sphuṭa বিণ. 1 স্পষ্টভাবে প্রকাশিত (পরিস্ফুট চন্দ্রালোক); 2 বিকশিত; 3 সুস্পষ্ট (এই ঘটনা থেকে তার মনোভাব পরিস্ফুট হল)। [সং. পরি + √ স্ফুট্ + অ]।
প্রফুল্ল
(p. 546) praphulla বিণ. 1 প্রস্ফুটিত, বিকশিত (প্রফুল্ল কমল); 2 প্রসন্ন, আনন্দিত, সহাস্য (প্রফুল্ল মূর্তি, প্রফুল্ল মনে)। [সং. প্র + ফুল্ল]। বি. ̃ তা। প্রফুল্লিত বিণ. প্রফুল্ল করা হয়েছে এমন, পুলকিত, হৃষ্ট, আনন্দিত। 47)
প্রমুদিত
(p. 548) pramudita বিণ. 1 অতিশয় আহ্লাদিত বা আমোদিত; 2 পূর্ণ বিকশিত। [সং. প্র + √ মুদ্ + ত]। 55)
প্রস্ফুট, প্রস্ফুটিত
(p. 552) prasphuṭa, prasphuṭita বিণ. 1 পূর্ণ বিকশিত, সম্পূর্ণরূপে ফুটেছে এমন (প্রস্ফুটিত জ্যোত্স্না, প্রস্ফুটিত ফুল); 2 সম্পূর্ণ প্রকাশিত বা ব্যক্ত। [সং. প্র + √ স্ফুট্ + অ, ত]। প্রস্ফুটন বি. প্রস্ফুটিত হওয়া, ফোটা; প্রকাশ বা বিকাশ। 30)
ফুট2
(p. 565) phuṭa2 বিণ. 1 বিকশিত (আধফুট হাসি); 2 বিদীর্ণ। [সং. √ স্ফুট্ বাং. √ ফুট্ + অ]। 54)
ফুটন
(p. 565) phuṭana বি. 1 প্রস্ফুটিত বা বিকশিত হওয়া (ফুলের ফুটন দেখি); 2 (তরল পদার্থের) জ্বাল পাবার সময় বুদবুদযুক্ত হওয়া; 3 ফুটে ওঠা। [বাং. √ ফুট্ ( সং. স্ফুট্) + অন]। 58)
ফুটা2, (কথ্য) ফোটা
(p. 567) phuṭā2, (kathya) phōṭā ক্রি. বি. 1 প্রস্ফুটিত বা বিকশিত হওয়া, মুকুল ভেদ করে বার হওয়া (ফুল ফুটবে); 2 উদিত বা প্রকাশিত হওয়া (তারা ফোটে, জোছনা ফোটে); 3 প্রথম উন্মীলিত হওয়া (পাখির ছানার চোখ ফোটা); 4 ধ্বনিত হওয়া (কথা ফোটে, 'জনতার মুখে ফোটো বিদ্যুত্-বাণী': সুকান্ত); 5 আগুনের তাপে জ্বাল পেয়ে বুদবুদযুক্ত হওয়া বা ফেটে যাওয়া, ফুট ধরা (জল ফুটছে, দুধ ফোটে); 6 সিদ্ধ হওয়া (ভাত ফুটেছে); 7 অভিব্যক্ত বা পরিস্ফুট হওয়া (ভাব ফোটা, শ্রী ফোটা); 8 বিদ্ধ করা বা হওয়া (কাঁটা ফোটা); 9 ফুটানো। বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ ফুট্ ( সং. স্ফুট্) + আ]। ̃ নো ক্রি. বি. 1 প্রস্ফুটিত করা; 2 প্রথম উন্মীলিত করা; 3 ধ্বনিত করা; 4 আগুনের তাপে জ্বাল দেওয়া, ফুট ধরানো বা সিদ্ধ করা; 5 অভিব্যক্ত করা, পরিস্ফুট করা (উপন্যাসে চরিত্র ফুটিয়ে তোলা); 6 বিদ্ধ করা; 7 দেওয়াল ভেঙে দরজা-জানলা তৈরি করা (দরজা ফোটানো); 8 ফুটো করা (হাঁড়িটাকে ফুটিয়ে ফেললে)। বিণ. উক্ত সব অর্থে (ফোটা ফুল, নাফোটা ডাল; আ-ফোটা কথা)। 7)
বিকচ1
(p. 605) bikaca1 বিণ. বিকশিত ('বিকচ কমলাসনে': রবীন্দ্র, 'করুণা-কিরণে বিকচ নয়ান': রবীন্দ্র)। [সং. বি + √ কচ্ + অ]। 74)
বিকশন
(p. 605) bikaśana বি. বিকাশ, প্রকাশ। [সং. বি + √ কশ্ + অন]। 91)
বিকশিত, বিকসিত
(p. 605) bikaśita, bikasita বিণ. 1 বিকাশ লাভ করেছে এমন, উন্মীলিত; 2 প্রকাশিত ('যৌবনবিকশিত'); 3 প্রস্ফুটিত, ফুল্ল (বিকশিত কুসুম)। [সং. বি + √ কশ্, √ কস্ + ত]। 92)
বিকাশ, (অপ্র.) বিকাস
(p. 605) bikāśa, (apra.) bikāsa বি. 1 প্রকাশ (দন্তবিকাশ); 2 উন্মেষ (ভাবের বিকাশ, প্রাণের বিকাশ); 3 বিস্তার, প্রসার (সভ্যতার বিকাশ, বুদ্ধির বিকাশ); 4 প্রস্ফুটন (পুষ্পের বিকাশ)। [সং. বি + √ কাশ্, √ কাস্ + অ]। ̃ ন বি. প্রকাশিতকরণ; উন্মীলন, প্রসারণ; প্রস্ফুটন। ̃ শীল বিণ. অনুন্নত অবস্হা অতিক্রম করে উন্নতিসাধনে নিরত, উন্নয়নশীল (বিকাশশীল দেশের অর্থনীতি)। বিকাশিত, বিকাসিত বিণ. প্রকাশিত। বিকাশোন্মুখ বিণ. বিকশিত হওয়ার উপক্রম করেছে এমন। 97)
বিঘটন
(p. 605) bighaṭana বি. 1 বিশ্লেষণ, analysis; 2 ব্যাঘাত; 3 বিরোধ; 4 অনিষ্ট, ক্ষতি (অঘটন-বিঘটন); 5 বিকাশ; 6 অশুভ বা অশান্তিজনক ঘটনা। [সং. বি + √ ঘট্ + অন]। বিঘটিত বিণ. 1 বিশ্লেষিত; 2 ব্যাহত; 3 বিশেষরূপে রচিত; 4 বিকশিত; 5 এলোমেলোভাবে ঘটেছে এমন। বি. (ব্রজ.) বিপরীত বা মন্দ ঘটনা, অনিষ্ট ('এ বিঘটিত বিহি নিরমাণ': বিদ্যা)। 132)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074841
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769071
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366354
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721144
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698194
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594764
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545455
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542339

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন