Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিক্রয়ের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আড়ত
(p. 85) āḍ়ta বি. গোলা, কেনা-বেচার কেন্দ্র, depot (কয়লার আড়ত)। তু. হি. আঢ়ত্]। ̃ দার বি. যে ব্যক্তি অপরের মাল নিজের গোলায় রাখে এবং দালালি নিয়ে বিক্রয়ের ব্যবস্হা করে। ̃ দারি বি. আড়তদারের কাজ বা পেশা। বিণ. আড়তদারসংক্রান্ত বা আড়তদারের পেশাসংক্রান্ত। 87)
কড়তা, করতা
(p. 158) kaḍ়tā, karatā বি. জিনিসপত্র বিক্রয়ের সময় পাত্রের ওজন (তেলের বোতলের করতা বাদ দিয়েছ তো?), tare [দেশি]। 23)
কবালা, কোবালা
(p. 164) kabālā, kōbālā বি. বিক্রয়পত্র, জমি ইত্যাদি বিক্রয়ের দলিল। [আ. ক'বালা]। 21)
কাটা
(p. 179) kāṭā ক্রি. 1 কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা); 2 খণ্ডন করা (যুক্তি কাটা); 3 প্রতিবাদ করা (কথা কাটা-কাটি); 4 রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা); 5 দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে); 6 অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে); 7 খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা); 8 অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা); 9 রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা); 1 লিখে দেওয়া (চেক কাটা); 11 প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা); 12 চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা); 13 খোদাই করা (শিল কাটা); 14 সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা); 15 অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না); 16 কেনা, ক্রয় করা (টিকিট কাটা); 17 বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে); 18 নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা); 19 জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা); 2 প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা); 21 অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল। [বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]। কাটিয়ে ওঠা ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া। কাটা ঘায়ে নুনের ছিটা অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার। কাট-কুট বি.কাটাকুটি; সংশোধন। কাটা কাটা বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)। কাট-ছাঁট বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি। কাটতি বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ। কাটন বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া। কাটনি, কাটুনি, কাটাই বি. কাটবার খরচ। কাটা-কাপড় বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়। ̃ কাটি বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি। ̃ কুটি বি. কাটকুট; সংশোধন। ̃ ন বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ। ̃ নো ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)। বি. বিণ. উক্ত সমস্ত অর্থে। কেটে পড়া ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)। 22)
কারু
(p. 185) kāru বি. (তন্তুবায়, রজক প্রভৃতি) শিল্পকার, artisan. বিণ. নির্মাতা। [সং. √ কৃ + উ]। ̃ কর্ম, ̃ কলা, ̃ শিল্প বি. কাঠের কাজ, ধাতুর কাজ প্রভৃতি কারিগরি শিল্প, প্রধানত হাতের কাজ, crafts (স.প.)। ̃ কর্মী (-কর্মিন্), ̃ শিল্পী (-ল্পিন্) বি. বিণ. কারিকর, craftsman, artisan. ̃ কার্য বি. শিল্পনৈপুণ্য; নকশা। কারু সমবায় বি. কারিগরদের শিল্পোত্পাদন ও শিল্পদ্রব্য বিক্রয়ের সমবায় প্রতিষ্ঠান, guild. 31)
কালো
(p. 188) kālō বিণ. 1 কৃষ্ণবর্ণ, অন্ধকারের রং (কালো চুল); 2 ময়লা, মলিন (জামাকাপড় কালো হয়েছে); 3 বিষণ্ণ, গোমড়া (মুখ কালো করা)। [ সং. কাল3]। ̃ টাকা বি. বেআইনিভাবে আয় করা টাকা; হিসাববহির্ভূত টাকা। ̃ বাজার বি. সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস বিক্রয়ের বাজার; নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জিনিস কেনা-বেচা। ̃ বাজারি বি. কালোবাজারে জিনিস বিক্রির কাজ। 21)
গঞ্জ
(p. 236) gañja বি. 1 গোলা, হাট, বড় বাজার; 2 শস্য ও অন্য পণ্য ক্রিয়-বিক্রয়ের স্হান। [ফা. গঞ্জ্]। 24)
গ্রন্হ
(p. 261) granha বি. 1 বই; পুঁথি; 2 শাস্ত্র। [সং. √গ্রন্হ্+ অ]। ̃ কার, ̃ কর্তা (-র্তৃ) বি. গ্রন্হের রচয়িতা; লেখক। ̃ কীট বি. 1 বইয়ের পোকা; 2 (আল.) গ্রন্হপাঠে অত্যধিক অনুরক্ত এবং অন্য কোনো দিকে খেয়াল নেই এমন ব্যক্তি, book-worm. ̃ মেলা বি. বইমেলা, যেখানে বহু বই বিক্রয়ের জন্য প্রদর্শিত হয়। ̃ সাহেব বি. শিখ ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্হ। ̃ সূচি বি. বইয়ের তালিকা, catalogue. ̃ স্বত্ব বি. কোনো গ্রন্হের মুদ্রণ বা প্রকাশ সম্পর্কে উক্ত গ্রন্হের লেখক বা তাঁর মনোনীত ব্যক্তির অধিকার, copyright. 43)
দোকান
(p. 421) dōkāna বি. জিনিসপত্র কেনাবেচার স্হান বা গৃহ, বিপণি, পণ্যশালা। [ফা. দুকান]। দোকান করা ক্রি. বি. 1 দোকান দেওয়া, দোকান স্হাপন করা (ওখানে আমি একটা দোকান করেছি); 2 দোকান বা বাজার থেকে জিনিসপত্র কিনে আনা। দোকান খোলা ক্রি. বি. 1 দোকান দেওয়া, দোকান স্হাপন করা; 2 দোকানের দৈনন্দিন বেচার কাজ আরম্ভ করা। দোকান তোলা ক্রি. বি. দৈনন্দিন বেচাকেনার পর দোকান বন্ধ করা। ̃ দার, দোকানি বি. দোকানের মালিক; পণ্যবিক্রেতা। ̃ দারি বি. 1 দোকানদারের বৃত্তি বা কাজ; 2 স্বার্থপর আচরণ; 3 কেবল আর্থিক লাভালাভের হিসাব। বিণ. দোকানদারসুলভ। দোকান দেওয়া ক্রি. বি. দোকান স্হাপন করা। ̃ পাট বি. দোকান এবং দোকানে বিক্রয়ের জন্য রাখা পণ্য। ̃ হাট বি. বাজার ও দোকানপাট (রবিবারে দোকানহাট বন্ধ থাকে)। দোকানহাট করা ক্রি. বি. দোকান ও বাজার থেকে জিনিসপত্র কেনা। 73)
ধরাট
(p. 432) dharāṭa বি. ক্রয়বিক্রয়ের বাটা বা কমিশন, ছাড়, দামের যে অংশ বাদ ধরা হয়, ধরতা। [বাং. ধরা + আট]। 15)
নিলাম
(p. 473) nilāma বি. সমবেদ ক্রেতাদের মধ্যে সবচেয়ে বেশি দামে কিনতে ইচ্ছুক ব্যক্তির কাছে বিক্রয়, auction. [পো লেইলাঁও leilao]। নিলাম করা ক্রি. বি. নিলামে বিক্রয় করা। নিলাম ডাকা, নিলামে ডাকা ক্রি. বি. নিলামের সময় কিছু কেনার জন্য দর বলা বা বাড়ানো। নিলামে চড়া ক্রি. বি. বিক্রয়ের জন্য নিলামে হওয়া (ঘরবাড়ি নিলামে চড়বে)। নিলামি বিণ. 1 নিলামে ক্রীত; 2 নিলাম করা হবে এমন। 19)
পণ্য
(p. 488) paṇya বিণ. বিক্রয়যোগ্য (পণ্যদ্রব্য)। বি. 1 বিক্রয়যোগ্য বস্তু, বেসাত (পণ্য আমদানি); 2 দাম, মাশুল, ভাড়া। [সং. √ পণ্ + য]। ̃ জীবী (-বিন্), পণ্যাজীব বিণ. বি. বণিক, ব্যবসায়ী। ̃ বীথি, ̃ বীথী, ̃ বীথিকা বি. দোকানের সারি, সারি সারি দোকান; বাজার, হাট; ক্রয়বিক্রয়ের স্হান। ̃ শালা বি. দোকান, বিক্রয়কেন্দ্র। ̃ স্ত্রী, পণ্যাঙ্গনা বি. বেশ্যা, গণিকা। 6)
পার-মিট
(p. 513) pāra-miṭa বি. সরকার কর্তৃক নিয়ন্ত্রিত মাল ক্রয় বা বিক্রয়ের কিংবা এক স্হান থেকে অন্য স্হানে মালপত্র পরিবহণের অনুমতিপত্র। [ইং. permit]। 106)
পেটেণ্ট
(p. 532) pēṭēṇṭa বি. সরকারি আদেশবলে দ্রব্যাদি বিক্রয়ের বা প্রস্তুত করার একচেটিয়া অধিকার (পেটেণ্ট করা)। বিণ. 1 স্বত্ব সংরক্ষিত হয়েছে এমন (পেটেণ্ট ওষুধ); 2 (আল.) একঘেয়ে, বৈচিত্রহীন (পেটেণ্ট রসিকতা)। [ইং. patent]। 10)
প্রকাশ
(p. 537) prakāśa বি. 1 প্রদর্শন, প্রকটন (বীরত্ব প্রকাশ); 2 প্রচার (মহিমা প্রকাশ); 3 ব্যক্ত করা বা হওয়া (দুঃখ প্রকাশ); 4 উদয়, বিকাশ (সূর্যের প্রকাশ); 5 প্রস্ফুটন (ফুলের প্রকাশ); 6 সাধারণের কাছে জাহির (গুপ্তকথা প্রকাশ); 7 ছাপিয়ে বিক্রয়ের ব্যবস্হা (পত্রিকা বা পুস্তক প্রকাশ)। বিণ. ব্যক্ত; বিজ্ঞাত; প্রচারিত (প্রকাশ থাকে যে)। [সং. প্র + √ কাশ্ + অ]। ̃ ক বিণ. প্রকাশকারী। বি. যে ব্যক্তি পুস্তকাদি ছেপে প্রকাশ করে, publisher. স্ত্রী. প্রকাশিকা। ̃ ন, ̃ না বি. পুস্তকাদি প্রকাশিত করা। ̃ নীয় বিণ. প্রকাশের যোগ্য। ̃ মান বিণ. প্রকাশিত হচ্ছে বা প্রকাশ পাচ্ছে এমন; স্পষ্ট, ব্যক্ত। প্রকাশিত বিণ. প্রকাশ করা হয়েছে এমন। প্রকাশ্য বিণ. 1 প্রকাশযোগ্য; 2 প্রকাশিত হবে এমন (ক্রমশ প্রকাশ্য); 3 সাধারণের অধিগম্য (প্রকাশ্য সভা); 4 খোলাখুলি, সকলের সামনের কৃত বা সংঘটিত (প্রকাশ্য বিচার)। প্রকাশ্য দিবালোকে ক্রি-বিণ. দিনের বেলায় এবং সকলের সামনে। প্রকাশ্যে, প্রকাশ্যত ক্রি-বিণ. সাধারণের সামনে। 6)
বই1
(p. 572) bi1 বি. 1 পুস্তক, গ্রন্হ; 2 খাতা (হিসাবের বই)। [আ. বহী]। ̃ বাজার বি. যেখানে একসঙ্গে বহু বই প্রদর্শিত ও সস্তাদরে বিক্রয় হয়। ̃ মেলা বি. বইয়ের প্রদর্শনী ও বিক্রয়ের অস্হায়ী স্হান। 3)
বাজার
(p. 595) bājāra বি. 1 নিয়মিত ক্রয়-বিক্রয়ের স্হান, সবজি ও অন্যান্য পুণ্য কেনাবেচার বহু দোকানসমন্বিত স্হান; 2 বাজার থেকে ক্রীত সামগ্রী (বাজারটা এখানেই রাখো); 3 দ্রব্যাদির দর (চড়া বাজার); 4 দ্রব্যাদি ক্রয় (বাজার করা)। [ফা. বজার]। ̃ খরচ বি. বাজার থেকে জিনিসপত্র কেনার খরচ। বাজার গরম হওয়া ক্রি. বি. 1 পণ্যদ্রব্যাদির দর বেড়ে যাওয়া; 2 পণ্যাদির অধিক কাটতি হওয়া। বাজার চড়া ক্রি. বি. পণ্যাদির মূল্য বৃদ্ধি হওয়া। ̃ দর বি. বর্তমানে যে দামে জিনিসপত্র বিক্রীত হচ্ছে। বাজার নরম (মন্দা) হওয়া ক্রি. বি. পণ্যের মূল্য বা চাহিদা হ্রাস পাওয়া। বাজার বসা ক্রি. বি. 1 বাজারে কেনাবেচা আরম্ভ হওয়া; 2 নতুন বাজার স্হাপিত হওয়া; 3 (আল.) অসহ্য হট্টগোল হওয়া। বাজারে বিণ. 1 বাজারে প্রচলিত বা বাজারের দোকানদারদের মধ্যে প্রচলিত; 2 অশ্লীল ও নিম্নশ্রেণির (বাজারে রসিকতা); 3 যার দেহ সাধারণের উপভোগ্য অর্থাত্ বেশ্যাবৃত্তিকারিণী (বাজারে মেয়ে)। 18)
বাট্টা
(p. 596) bāṭṭā বি. ক্রয়-বিক্রয়ের সময় প্রকৃত মূল্যের যে-অংশ বাদ বা ছাড় দেওয়া হয়, ধরাট, discount. [হি. বট্টা]। 17)
বায়না2
(p. 600) bāẏanā2 বি. 1 মূল্যের অগ্রিম প্রদত্ত অংশ, দাদন; 2 অগ্রিম কিছু অংশ দিয়ে ক্রয়ের প্রতিশ্রুতি বা অঙ্গীকার (জমি বায়না করা)। [আ. বয়্ + ফা. আনা]। ̃ পত্র বি. বায়না দেবার পরে লিখিত ক্রয়-বিক্রয়ের দলিল। 37)
বিক্রয়
(p. 605) bikraẏa বি. মূল্যের বিনিময়ে স্বত্ব বা অধিকার ত্যাগ, বেচা। [সং. বি + ক্রয়]। ̃ কেন্দ্র বি. বিক্রয়ের স্হান। ̃ পত্র বি. বিক্রয়সংক্রান্ত দলিল। ̃ মূল্য বি. যে-মূল্যে বিক্রয় করা হবে। ̃ যোগ্য বিণ. বিক্রয় করতে হবে বা বিক্রয় করা যেতে পারে বা বিক্রয় করা উচিত এমন। ̃ লব্ধ বিণ. বিক্রয়ের ফলে পাওয়া গেছে এমন (বিক্রয়লব্ধ অর্থ)। বিক্রয়িক, বিক্রয়ী (-য়িন্), বিক্রেতা বিণ. বি. বিক্রয়কারী। স্ত্রী. বিক্রয়িকা, বিক্রয়িণী, বিক্রেত্রী। বিক্রীত বিণ. বিক্রয় করা হয়েছে এমন। বিক্রেয় বিণ. বিক্রয়যোগ্য; বিক্রয়সাধ্য বা বিক্রয় করা যায় এমন। 107)
বিপণন
(p. 618) bipaṇana বি. বিক্রয়ের জন্য বাজারে দেওয়া, বাজারে বিক্রয়ের ব্যবস্হা করা, marketing. [সং. বি + √ পণ্ + অন]।
বয়2
(p. 580) baẏa2 বি. 1 বিক্রয় (বয়নামা); 2 গন্ধ (খোশবয়)। [আ. বয়্]। ̃ নামা বি. বিক্রয়ের বা বিক্রীত জমি ইত্যাদির দলিল। 3)
মন্দা
(p. 676) mandā বি. 1 অবনতি, হ্রাস; 2 পণ্যদ্রব্যের মূল্য বা ক্রয়বিক্রয়ের হ্রাস, depression. (মন্দার সময়, অর্থনীতিতে মন্দা চলছে); 3 (প্রা. কা.) মন্দ লোক, দুষ্ট লোক ('অধর নীরস মঝু করলহি মন্দা': বিদ্যা.)। বিণ. 1 পণ্যদ্রব্যের মূল্য বা ক্রয়বিক্রয় হ্রাসবিক্রয় হ্রাসপ্রাপ্ত হয়েছে এমন (মন্দা বাজার); 2 হ্রাসপ্রাপ্ত, লঘু ('পথশ্রম হবে মন্দা': ক. ক)। [সং. মন্দ + বাং আ]। 190)
রপ্তানি
(p. 733) raptāni বি. বিক্রয়ের জন্য পণ্যদ্রব্য বিদেশে পাঠানো। বিণ. রপ্তানি করতে হবে বা. করা হচ্ছে এমন (রপ্তানি দ্রব্য)। [ফা. রফ্তানী]। 62)
লাট৪
(p. 759) lāṭa4 বি. 1 জমিদারির অংশ (লাটের খাজনা); 2 নিলামে একত্র বিক্রয়ের দ্রব্যসমষ্টি (লাটের মাল)। [ইং. lot]। ̃ .বন্দি বিণ. (জমি সম্বন্ধে) লাটের তালিকাভুক্ত। 13)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073138
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768318
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365734
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720942
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697879
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594529
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544880
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542238

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন