Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রকাশ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  প্রকাশ এর বাংলা অর্থ হলো -

(p. 537) prakāśa বি. 1 প্রদর্শন, প্রকটন (বীরত্ব প্রকাশ); 2 প্রচার (মহিমা প্রকাশ); 3 ব্যক্ত করা বা হওয়া (দুঃখ প্রকাশ); 4 উদয়, বিকাশ (সূর্যের প্রকাশ); 5 প্রস্ফুটন (ফুলের প্রকাশ); 6 সাধারণের কাছে জাহির (গুপ্তকথা প্রকাশ); 7 ছাপিয়ে বিক্রয়ের ব্যবস্হা (পত্রিকা বা পুস্তক প্রকাশ)।
বিণ. ব্যক্ত; বিজ্ঞাত; প্রচারিত (প্রকাশ থাকে যে)।
[সং. প্র + √ কাশ্ + অ]।
ক বিণ. প্রকাশকারী।
বি. যে ব্যক্তি পুস্তকাদি ছেপে প্রকাশ করে, publisher. স্ত্রী. প্রকাশিকা।
ন,না বি. পুস্তকাদি প্রকাশিত করা।
নীয় বিণ. প্রকাশের যোগ্য।
মান বিণ. প্রকাশিত হচ্ছে বা প্রকাশ পাচ্ছে এমন; স্পষ্ট, ব্যক্ত।
প্রকাশিত বিণ. প্রকাশ করা হয়েছে এমন।
প্রকাশ্য বিণ. 1 প্রকাশযোগ্য; 2 প্রকাশিত হবে এমন (ক্রমশ প্রকাশ্য); 3 সাধারণের অধিগম্য (প্রকাশ্য সভা); 4 খোলাখুলি, সকলের সামনের কৃত বা সংঘটিত (প্রকাশ্য বিচার)।
প্রকাশ্য দিবালোকে ক্রি-বিণ. দিনের বেলায় এবং সকলের সামনে।
প্রকাশ্যে, প্রকাশ্যত ক্রি-বিণ. সাধারণের সামনে।
6)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


প্রমাদ
পেট্রলিয়াম
(p. 532) pēṭraliẏāma বি. অশোধিত খনিজ তেলবিশেষ যা শোধিত হয়ে পেট্রলে পরিণত হয়। [ইং. petroleum]। 16)
পুনঃ
(p. 523) punḥ (-নর্) ক্রি-বিণ. আবার, দ্বিতীয় বার। [সং. পুনর্]। ̃ পুন ক্রি-বিণ. বারবার। 57)
পারি-পার্শ্বিক
পোস্টমাস্টার, পোস্টাপিস
(p. 534) pōsṭamāsṭāra, pōsṭāpisa দ্র পোস্ট। 44)
পার্থব
(p. 513) pārthaba বি. 1 স্হূলতা, পৃথুলতা; 2 বিশালতা, অতিকায়তা। [সং. পৃথু + অ]। 140)
পরি-ধান
(p. 498) pari-dhāna বি. 1 পরিধেয় জামাকাপড় ইত্যাদি, পোশাক ('নানা ভাষা নানা মত নানা পরিধান': অ. সে.); 2 অঙ্গে ধারণ, পরন। [সং.পরি + √ ধা + অন]। 21)
প্রতি-মূহুর্ত
প্রতর্ক
প্রতি-মুক্ত
প্রমত্ত
পালিশ
প্রসাধন
পেনালটি
প্রায়৩
(p. 554) prāẏa3 বি. 1 অনশনে মৃত্যু; 2 মৃত্যু-কামনায় উপবাস (প্রায়োপবেশন); 3 বাহুল্য। [সং. প্র + √ ই + অ; প্র + √ অয়্ + অ]। 72)
পথ
(p. 488) patha বি. 1 রাস্তা, সড়ক; 2 দ্বার, ছিদ্র (প্রবেশপথ, নির্গমপথ); 3 উপায়, কৌশল (মুক্তির পথ); 4 অভিমুখ, দিক (সর্বনাশের পথ ধরেছে); 5 গমনের অর্থাত্ যাবার দিক (পথ দেখানো); 6 গোচর (দৃষ্টিপথে)। [সং. √ পথ্ + অ]। পথ করা ক্রি. বি. যাতায়াতের রাস্তা তৈরি বা পরিষ্কার করে নেওয়া। ̃ কর বি. পথ দিয়ে চলাচল বা পথনির্মাণের জন্য দেয় খাজনা। ̃ কষ্ট বি. দুর্গম বা দূরের পথে চলার পরিশ্রম বা কষ্ট। ̃ খরচ, ̃ খরচা বি. পাথেয়, যাতায়াতের খরচ। ̃ চলতি বিণ. 1 পথ দিয়ে চলেছে এমন; 2 পথচলাকালীন (পথচলতি গল্প)। পথ চাওয়া ক্রি. আগমনের প্রতীক্ষা করা। ̃ চারী (-রিন্) বিণ. বি. পথিক, পথ দিয়ে হেঁটে ভ্রমণকারী। পথ জোড়া ক্রি. বি. পথ আটকানো বা আগলে দাঁড়ানো; বাধা দেওয়া। ̃ জোড়া বিণ. বাধা দেয় এমন; পথ আটকে রেখেছে এমন। পথ দেওয়া ক্রি. বি. পথ ছাড়া; যাবার সুযোগ করে দেওয়া। পথ দেখা ক্রি. বি. পথ বা উপায় নির্ণয়ের চেষ্টা করা; (ব্যঙ্গে) প্রস্হান করা (বাপু, এখন পথ দেখো)। পথ দেখানো ক্রি. বি. 1 পথ বা উপায় প্রদর্শন করা; 2 (ব্যঙ্গে) তাড়ানো। পথ ধরা ক্রি. বি. বিশেষ কোনো পথে অগ্রসর হওয়া। ̃ প্রদর্শক বিণ. বি প্রকৃত রাস্তা বা উপায় নির্দেশকারী। ̃ ভোলা, ̃ ভ্রষ্ট, ̃ ভ্রান্ত, ̃ হারা বিণ. প্রকৃত পথ হারিয়ে ফেলেছে এমন; বিপথগামী; দিশাহারা। ̃ মধ্যে (বাং. প্রয়োগ) পথের মধ্যে। পথ মাড়ানো ক্রি. বি. 1 পথ দিয়ে চলা; 2 (ব্যঙ্গে) কাছে বা সংস্রবে আসা (আর কখনো এ-পথ মাড়াব না)। ̃ শ্রম বি. পথে চলার কষ্ট। ̃ শ্রান্ত বিণ. পথভ্রমণের ফলে ক্লান্ত। পথে আসা ক্রি. বি. বশবর্তী হওয়া, বিরোধিতা ত্যাগ করা; ঠিক পথ ধরা। পথে কাঁটা দেওয়া ক্রি. বি. পথরোধ করা; বাধা দেওয়া। পথে বসা ক্রি. বি. সর্বনাশগ্রস্ত বা নিঃস্ব হওয়া। পথের কাঁটা বি. প্রতিবন্ধক, বাধা। পথের কুকুর বি. (আল.) পথে পথে বিচরণকারী কুকুরের মতো আশ্রয়হীনঅনাদৃত লোক। পথের পথিক বি. 1 যে ব্যক্তি পথেই বাস করে; 2 অন্য লোকের পথ বা কৌশল অবলম্বনকারী। 27)
প্রদাতা
(p. 546) pradātā দ্র প্রদান। 23)
প্রমথন
(p. 548) pramathana বি. 1 আলোড়ন; মর্দন; 2 দমন; 3 হত্যা। [সং. প্র + মথন]। বিণ. প্রমথিত। 40)
পরিদর্শন
(p. 498) paridarśana বি. 1 সম্যক দর্শন; 2 পর্যবেক্ষণ; 3 তত্ত্বাবধান; 4 অবস্হাক্রিয়াকলাপ বোঝার জন্য দর্শন, inspec tion (স. প.)। [সং. পরি + দর্শন]। পরি-দর্শী (-র্শিন্) বিণ. পরিদর্শন করে এমন, inspecting (স.প.)। 17)
প্রেয়সী
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2578164
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185971
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1786211
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1027440
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901258
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848226
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708685
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 620479

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us