Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিপক্ষ দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উত্থিত
(p. 126) utthita বিণ. 1 উঠেছে বা উত্থান করেছে এমন; 2 উপরে গেছে এমন; 3 উদ্যত; 4 বর্ধিত, উন্নত; 5 বিরুদ্ধে বা বিপক্ষে দাঁড়িয়েছে এমন। [সং. উত্ + √ স্হা + ত]। উত্থিতি বি. উত্থান। 6)
ওয়াক-ওভাব
(p. 153) ōẏāka-ōbhāba বি. (খেলায়) বিপক্ষ দলের অনুপস্হিতিতে না খেলেই জয়লাভ। [ইং. walk over]। 25)
কবচ
(p. 164) kabaca বি. 1 বিপক্ষের অস্ত্রাঘাত থেকে মুক্ত থাকবার জন্য অঙ্গাবরণ; বর্ম; সাঁজোয়া; 2 মন্ত্রপূত মাদুলি বা তাবিজ; 3 বিঘ্ননিবারক মন্ত্র বা দেবদত্ত রক্ষাতাবিজ। [সং. ক (=বায়ু) + √ বন্চ্ + অ]। ̃ কুণ্ডল বি. কুন্তীপুত্র কর্ণের সহজাত অভেদ্য বর্ম ও কর্ণভূষণ। ̃ পত্র বি. কবচ বা মন্ত্র লেখার পত্র, ভূর্জপত্র। কবচী (-চিন্) বিণ. কবচধারী। বি. ডিম কচ্ছপ কাঁকড়া প্রভৃতির মতো শক্ত আবরণযুক্ত বা খোলকী প্রাণী, crustacean (বি. প.)। 6)
কিস্তি৩
(p. 191) kisti3 বি. দাবাখেলায় বিপক্ষের রাজাকে সরাসরি আক্রমণ বা তার চলাচল রোধের জন্য চালবিশেষ। [ফা. কিশ্ত্]। ̃ মাত বি. দাবাখেলায় বিপক্ষের রাজার সমস্ত চলাচলপথ বন্ধ হয় যে চালে; সম্পূর্ণ জয় বা সাফল্য লাভ। 19)
চড়া৩
(p. 276) caḍ়ā3 ক্রি. 1 আরোহণ করা, উপরে ওঠা (গাছে চড়া); 2 বৃদ্ধি পাওয়া (দাম চড়ে গেছে); 3 আক্রমণ করা, চড়াও হওয়া (বিপক্ষের উপর চড়া)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √চট্ + বাং. আ-তু. হি. চঢ়না]। 13)
ধ্বনি
(p. 442) dhbani বি. 1 শব্দ, রব (ক্রন্দনধ্বনি); 2 বাক্ধ্বনি (ধ্বনিতত্ত্ব); 3 ব্যঙ্গ্যার্থ। [সং. √ ধ্বন্ + ই]। ̃ কাব্য বি. (অল.) যে উত্কৃষ্ট কাব্যে বাচ্যার্থের চেয়ে ব্যঙ্গ্যার্থ বেশি মনোহর হয়। ̃ ত বিণ. শব্দিত, নিনাদিত। ̃ তত্ত্ব বি. বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনির বিশ্লেষণসংক্রান্ত বিদ্যা, phonology. ̃ পরিবর্তন বি. উচ্চারণে শব্দের মূল ধ্বনির পরিবর্তন। ̃ বিজ্ঞান বি. বাগ্ধ্বনির প্রক্রিয়া সম্বন্ধে বৈজ্ঞানিক অনুসন্ধান ও বিশ্লেষণ, phonetics. ̃ ভোট বি. সভায় গলার আওয়াজে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত জ্ঞাপন, vote of voice. ̃ মাধুর্য বি. শ্রুতিমধুরতা। ̃ রেখা বি. শব্দের আঘাতে বাতাসে আলোড়ন ('ধ্বনিরেখা টেনে দিয়ে বাতাসের বুকে': রবীন্দ্র)। 4)
পক্ষ
(p. 483) pakṣa বি. 1 চাঁদের বৃদ্ধিকাল বা হ্রাসকাল (শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ); 2 প্রতিপদ থেকে পূর্ণিমা বা অমাবস্যা তিথি পর্যন্ত সময়; 3 মাসার্ধ, পনেরো দিন (তিনি এক পক্ষকাল বিদেশে থাকবেন); 4 পাখির ডানা বা পালক; 5 বাণের গোড়ার পাখনার মতো অংশ; 6 দল, একজোটে মিলিত জনসমষ্টি, party, team (মিত্রপক্ষ, সরকারপক্ষ, দুই পক্ষের বিরোধ); 7 তরফ, দিক (আমার পক্ষের উকিল); 8 পার্শ্বদেশ, পাশ (পক্ষদেশ, পক্ষাঘাত); 9 সন্নিহিত কক্ষ বা বারান্দা; 1 বিশেষ অবস্হা (পারতপক্ষে, প্রকৃতপক্ষে); 11 একাধিকবার বিবাহিত ব্যক্তির স্ত্রী (প্রথম পক্ষের সন্তান)। [সং. √ পক্ষ্ + অ]। ̃ গ্রহণ বি. দলবিশেষকে সমর্থন। ̃ চ্ছেদ বি. ডানা কেটে দেওয়া। ̃ জ, ̃ ধর বি. 1 চন্দ্র; 2 পাখি। ̃ পাত বি. 1 যে-কোনো একটি দল বা গোষ্ঠীর প্রতি অতিরিক্ত আকর্ষণ, একচোখোমি; 2 অনুরাগ (ইংরেজি শিক্ষার প্রতি পক্ষপাত)। ̃ পাতী (-তিন্) বিণ. পক্ষপাতযুক্ত, একচোখো; অনুরক্ত; সমর্থক (আমি এমন কাজ করার পক্ষপাতী নই)। বি. ̃ পাতিতা, ̃ পাতিত্ব। ̃ পুট বি. ডানার অভ্যন্তর; 2 (আল.) আশ্রয়। ̃ বিধূনন বি. ডানার ঝটপটানি; ডানার কম্পন ('কেন অকারণ পক্ষবিধূনন': বিষ্ণু)। ̃ ভুক্ত বিণ. দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ̃ ল বিণ. 1 পক্ষযুক্ত, ডানাযুক্ত; 2 (উদ্ভি.) পাখির পালকের মতো যার ডাঁটার দুই দিকে পাতা সাজানো থাকে, pinnate (বি. প.)। ̃ সঞ্চালন বি. ডানা ঝটপটানো। ̃ সমর্থন বি. দলবিশেষের পৃষ্ঠপোষকতা। পক্ষাঘাত বি. যে রোগে দেহের এক পক্ষ বা পাশ অবশ হয়ে যায়। পক্ষান্ত বি. পক্ষের শেষ, পূর্ণিমা বা অমাবস্যা। পক্ষান্তর বি. অন্য দল বা দিক বা অবস্হা। পক্ষান্তরে ক্রি-বিণ. অন্য পক্ষে, অন্য দিকে, অন্য দিক দিয়ে বিচার করলে। পক্ষাবলম্বী (-বিন্) বিণ. দলবিশেষের বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পক্ষাপক্ষ বি. স্বপক্ষ ও বিপক্ষ; শত্রু ও মিত্র। পক্ষে ক্রি-বিণ. তরফে; সম্বন্ধে (একথা তার পক্ষে খাটে না)। 22)
প্রতি-দ্বন্দ্ব, প্রতি-দ্বন্দ্বিতা
(p. 541) prati-dbandba, prati-dbandbitā বি. 1 পরস্পরের দ্বন্দ্ব বা বিরোধ; 2 প্রতিযোগিতা; 3 অপরের সঙ্গে শক্তিপরীক্ষা বা অন্য কোনো গুণের সমকক্ষতার পরীক্ষা। প্রতি-দ্বন্দী (-ন্দ্বিন্) বি. বিণ. বিপক্ষ, প্রতিযোগী। স্ত্রী. প্রতি-দ্বন্দ্বিনী। 7)
প্রতি-প্রস্হান
(p. 541) prati-prashāna বি. শত্রুর বা বিপক্ষের আশ্রয়; বিপক্ষের আশ্রয় গ্রহণ; বিপক্ষে চলে যাওয়া। [সং. প্রতি + প্রস্হান]। 27)
প্রতি-বল
(p. 541) prati-bala বি. শত্রুপক্ষের বা বিপক্ষের সৈন্য বা সৈন্যবল। বিণ. সমান শক্তিসম্পন্ন। [সং. প্রতি + বল]। 37)
প্রতি-যোগ
(p. 541) prati-yōga বি. 1 শত্রুতা; 2 বিরোধ; 3 প্রতিদ্বন্দ্বিতা। [সং. প্রতি + যোগ]। প্রতি-যোগিতা বি. 1 প্রতিদ্বন্দ্বিতা; 2 বিরোধিতা, বিপক্ষতা; 3 সমকক্ষতা। প্রতি-যোগী (-গিন্) বিণ. বি. প্রতিদ্বন্দী; পরস্পর শক্তিপরীক্ষাকারী; বিপক্ষ, পতিপক্ষ; সমকক্ষ। স্ত্রী. প্রতি-যোগিনী।
প্রতিকূল
(p. 538) pratikūla বিণ. 1 বিরুদ্ধ, শত্রুতাপূর্ণ, অসুবিধাজনক, বিঘ্নকর (প্রতিকূল পরিস্হিতি, প্রতিকূল আবহাওয়া); 2 বিপরীত, বিপক্ষ; 3 অপ্রসন্ন (প্রতিকূল দৈব, প্রতিকূল ভাগ্য)। [সং. প্রতি + কূল]। বি. ̃ তা। 69)
প্রত্যর্থী
(p. 544) pratyarthī (-র্থিন্) বি. 1 প্রতিবাদী; 2 আসামি; 3 বিপক্ষ; 4 শত্রু। [সং. প্রতি + অর্থ (প্রয়োজন) + ইন্]। বি. প্রত্যর্থিতা। স্ত্রী. প্রত্যর্থিনী। 35)
বি
(p. 605) bi বৈপরীত্য (বিপক্ষ); অভাব, বিহীনতা (বিগুণ, বিকল), মন্দত্ব (বিপথ), বিকার (বিবর্ণ), বিশেষ (বিখ্যাত) প্রভৃতি ভাবসূচক উপসর্গবিশেষ। [সং.]। 62)
বিপক্ষ
(p. 618) bipakṣa বি. 1 বিরোধী বা প্রতিকূল পক্ষ, বিরুদ্ধ দল (বিপক্ষের প্রতিবাদ, তার ভাই তার বিপক্ষে গেছে); 2 শত্রু। [সং. বি + পক্ষ]। ̃ তা বি. বিরোধিতা। বিপক্ষীয় বিণ. বিপক্ষসম্বন্ধীয়, বিপক্ষভুক্ত। 25)
বিরুদ্ধ
(p. 625) biruddha বিণ. 1 প্রতিকূল, পরিপন্হী; 2 বিপরীত, উলটো (বিরুদ্ধ মত); 3 বিরোধী (বিরুদ্ধ পক্ষ)। [সং. বি + √ রুধ্ + ত]। ̃ তা বি. প্রতিকূলতা (প্রকৃতির বিরুদ্ধতা); বিরোধিতা। ̃ বাদী (-দিন্) বিণ. বিরুদ্ধ মতাবলম্বী; বিরোধী। ̃ বাদিতা। বিরুদ্ধাচরণ, বিরুদ্ধাচার বি. প্রতিকূলতা; বিপক্ষতা; শত্রুতা। বিরুদ্ধে ক্রি-বিণ. বিপক্ষে (প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়া)। 2)
বিরোধ
(p. 625) birōdha বি. 1 অনৈক্য; বৈষম্য, পরস্পর বৈপরীত্য (মতবিরোধ); 2 শত্রুতা বা অসদ্ভাব; 3 কলহ, দ্বন্দ্ব। [সং. বি + √ রুধ্ + অ]। ̃ মূলক বিণ. বৈষম্যমূলক, অনৈক্যমূলক; শত্রুভাবাপন্ন, শত্রুতামূলক। বিরোধাভাস বি. অর্থালংকারবিশেষ-যেখানে বিরোধ না থাকলেও বিরোধের ভাব প্রতীত হয়। বিরোধিত বিণ. বিরোধযুক্ত; বিরোধিতাপূর্ণ। বিরোধী (-ধিন্) বিণ. 1 বিরুদ্ধ (শাস্ত্রবিরোধী); 2 প্রতিপক্ষ (বিরোধী দল); 3 প্রতিবাদী, ভিন্নমতপোষণকারী (তিনি এই মতের বিরোধী)। বি. শত্রু, বিপক্ষ। বি. বিরোধিতা। 7)
বেদল
(p. 633) bēdala বি. 1 ভিন্ন বা অন্য দল; 2 বিপক্ষ, শত্রুপক্ষ। বিণ. দলছাড়া (হাতিটা বেদল হয়ে পড়েছে)। [ফা. বে + সং. দল]। বেদলীয় বিণ. 1 ভিন্ন দলের অন্তর্ভুক্ত বা সম্পর্কিত; 2 শত্রুপক্ষীয়, বিপক্ষীয়। 186)
মহড়া
(p. 688) mahaḍ়ā বি. 1 যুদ্ধ অভিনয় ক্রীড়া-প্রতিযোগিতা প্রভৃতির জন্য প্রস্তুতি বা অভ্যাস (যুদ্ধের মহড়া, নাটকের মহড়া); 2 সম্মুখ, অগ্রভাগ; 3 যুদ্ধে বিপক্ষের অগ্রবর্তী সেনাদল (মহড়া ফেরানো); 4 বিপক্ষের সম্মুখবর্তী স্হান (মহড়া দখল করা) [সং. মুখ মুহ মহ + বাং. ড়া]। মহড়া নেওয়া ক্রি. বি. 1 লড়াইয়ে বিপক্ষের সামনে অবস্হান করে যুদ্ধ করা বা প্রতিদ্বন্দ্বিতা করা; 2 প্রতিদ্বন্দ্বিতা করা (সে একাই শত্রুর মহড়া নিতে পারে)। 40)
মাত2
(p. 692) māta2 বি. বিপক্ষের পরাজয়, জিত (বাজি মাত করা)। বিণ. পরাজিত (তুমি মাত হয়েছ)। [আ. মাত্]। 95)
শত্রু, (কথ্য) শত্তুর
(p. 769) śatru, (kathya) śattura বি. 1 মনে মনে বা প্রকাশ্যে ঘৃণা করে কিংবা ক্ষতিসাধন করে এমন ব্যক্তি; অরি, বৈরী; 2 প্রতিপক্ষ, বিপক্ষ। [সং. √ শদ্ + রু]। ̃ ঘ্ন বিণ. শত্রুধ্বংসকারী। বি. সুমিত্রার গর্ভজাত দশরথের চতুর্থ পুত্র। ̃ জয়ী (-য়িন্), ̃ জিত্, ̃ ঞ্জয় বিণ. শত্রুদমনকারী; শত্রুর বিরুদ্ধে জয়লাভকারী। ̃ তা বি. শত্রুর মতো আচরণ, বৈরিতা; তীব্র প্রতিকূলতা। ̃ নাশ বি. শত্রু ধ্বংস করা। ̃ পক্ষ বি. বিপক্ষ, প্রতিপক্ষ। ̃ বিনাশ - শত্রুনাশ এর অনুরূপ। ̃ মিত্র-ভেদ বি. কে বন্ধু কে শত্রু তা বিচার; আত্মপরবিচার। ̃ হীন, নিঃশত্রু বিণ. 1 শত্রু নেই এমন; 2 সমস্ত শত্রুকে বিনাশ করা হয়েছে এমন। 29)
হারা
(p. 867) hārā ক্রি. পরাজিত হওয়া (আমরা হেরে গেছি, 'হারি জিতি, নাহি লাজ')। বি. উক্ত অর্থে। বিণ. 1 হারিয়ে বা খুইয়ে ফেলেছে এমন, বিহীন, বঞ্চিত (পথহারা পথিক, মা-হারা, আত্মহারা, পিতৃহারা, গৃহহারা, সর্বহারা); 2 হারিয়ে গিয়েছে এমন (হারাধন)। [সং. √ হৃ]। ̃ নো ক্রি. 1 খোয়ানো (সুযোগ হারানো, বই বা টাকা হারানো, শ্রদ্ধা হারানো); 2 নষ্ট করা; 3 নিখোঁজ হওয়া; 4 বিচ্ছিন্ন হয়ে পড়া; 5 পরাজিত করা (খেলায় বা মামলায় বিপক্ষকে হারানো)। বি. বিণ. উক্ত অর্থে (হারানো বইখানা পেয়েছি)। ̃ হারি বি. জয়পরাজয়। হারিত বিণ. অপহৃত। [সং. √ হৃ + ণিচ্ (স্বার্থে) + ত]। 29)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2086786
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1773526
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1371105
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 723174
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700576
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 596343
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 551471
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543303

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন