Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হারা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হারা এর বাংলা অর্থ হলো -

(p. 867) hārā ক্রি. পরাজিত হওয়া (আমরা হেরে গেছি, 'হারি জিতি, নাহি লাজ')।
বি. উক্ত অর্থে।
বিণ. 1 হারিয়ে বা খুইয়ে ফেলেছে এমন, বিহীন, বঞ্চিত (পথহারা পথিক, মা-হারা, আত্মহারা, পিতৃহারা, গৃহহারা, সর্বহারা); 2 হারিয়ে গিয়েছে এমন (হারাধন)।
[সং. √ হৃ]।
নো ক্রি. 1 খোয়ানো (সুযোগ হারানো, বই বা টাকা হারানো, শ্রদ্ধা হারানো); 2 নষ্ট করা; 3 নিখোঁজ হওয়া; 4 বিচ্ছিন্ন হয়ে পড়া; 5 পরাজিত করা (খেলায় বা মামলায় বিপক্ষকে হারানো)।
বি. বিণ. উক্ত অর্থে (হারানো বইখানা পেয়েছি)।
হারি
বি. জয়পরাজয়।
হারিত বিণ. অপহৃত।
[সং. √ হৃ + ণিচ্ (স্বার্থে) + ত]।
29)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হেঁই
(p. 872) hēm̐i (কথ্য) অব্য. সনির্বন্ধ অনুরোধসূচক। ̃ ও, ̃ য়ো বি. ভারী জিনিস তুলবার ঠেলবার বা টানবার সময়ে কৃত আওয়াজ। [ধ্বন্যা]। 25)
হর2
(p. 860) hara2 বিণ. 1 প্রত্যেক (হররোজ); 2 বিবিধ, নানা (হরকিসিম)। [ফা.]। ̃ ঘড়ি, ̃ দম ক্রি-বিণ. সর্বদা, অনবরত। ̃ বোলা বি. 1 যে বহু বিভিন্ন বুলি বলে বা বলতে পারে; 2 যে পশুপাখির ডাক নকল করতে পারে। ̃ হামেশা ক্রি-বিণ. সর্বদা, সবসময়। 14)
হাঁকড়া
হজ-রত
হিরণ্ময়
হাবড়া
হৃদয়
(p. 872) hṛdaẏa বি. 1 বক্ষস্হল; বুকের অভ্যন্তরভাগ; 2 মন, অন্তঃকরণ, চিত্ত। [সং. √ হৃ + অয়, দ্ আগম]। ̃ গত বিণ. মনোগত। ̃ গ্রাহী (-হিন্) বিণ. মনোরম, চিত্তাকর্ষক। ̃ ং-গম বিণ. মনে প্রবিষ্ট; বোধগম্য, উপলব্ধি করা হয়েছে এমন। ̃ জ বিণ. হৃদয় হতে উত্পন্ন বা হৃদয়ে জাত। ̃ বল্লভ বিণ. প্রাণপ্রিয়। বি. পতি; প্রণয়ী। ̃ বল্লভা বি. (স্ত্রী.) প্রাণপ্রিয়া; পত্নী; প্রণয়িনী। ̃ বান (-বত্) উদারচিত্ত, মহাপ্রাণ, মহানুভব; সহানুভূতিশীল। ̃ বিদারক বিণ. অত্যন্ত শোকজনক; মর্মভেদী। ̃ বৃত্তি বি. মনের ব্যাপার, চিত্তবৃত্তি। ̃ বেদনা, ̃ ব্যথা বি. মর্মযন্ত্রণা, মনঃকষ্ট। ̃ ভেদী (-দিন্) বিণ. অতীব দুঃখজনক, মর্মান্তিক, মর্মপীড়াদায়ক। ̃ শূন্য, ̃ হীন বিণ. নির্দয়, নির্মম। হৃদয়াবেগ বি. চিত্তের চঞ্চলতা বা উদ্দীপনা, emotion. হৃদয়ালু বিণ. হৃদয়বান, অত্যন্ত কোমলভাব প্রবণ। হৃদয়েশ বি. প্রাণেশ্বর; পতি; প্রণয়ী। 18)
হেল-মেট
(p. 873) hēla-mēṭa বি. মাথাকে আঘাত থেকে রক্ষা করার জন্য শক্ত আবরণবিশেষ, শিরস্ত্রাণ। [ইং. helmet]। 21)
হাতা-হাতি
(p. 865) hātā-hāti বি. হাত দিয়ে পরস্পর মারামারি। [হাত দ্র]। 10)
হিংসুক
(p. 869) hiṃsuka বিণ. ঈর্ষাবিদ্বেষপরায়ণ, পরশ্রীকাতর। [সং. হিংসা + বাং. উক]। 4)
হাবিয়া দোজখ
(p. 867) hābiẏā dōjakha বি. (মুস.) সপ্তম নরক ('সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া': নজরুল)। [আ.]। 3)
হরা
(p. 860) harā ক্রি. (কাব্যে) 1 হরণ করা ('কি পাপ দেখিয়া মোর হরিলি এ ধন তুই': মধু); 2 আকর্ষণ করা ('কে ওদের হৃদয় হরে': রবীন্দ্র)। বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ হৃ]। 27)
হাই
হিস্সা, হিস্যা, (কথ্য) হিস্সে, হিস্যে
(p. 869) hissā, hisyā, (kathya) hissē, hisyē বি. প্রাপ্য ভাগ বা অংশ; ভাগ (সম্পত্তির হিস্সা, ডাকাতির হিস্সা)। [আ. হিস্সা]। ̃ দার বি. বিণ. অংশীদার। 43)
হামান-দিস্তা, (কথ্য) হামান-দিস্তে
হড়কা
(p. 858) haḍ়kā ক্রি. হড়কানো (পা হড়কে পড়েছে)। [দেশি]। ̃ নো ক্রি. পিছলে যাওয়া, পিছলানো। বি. উক্ত অর্থে। 24)
হাই-জ্যাক
হাবা
(p. 865) hābā বিণ. 1 বোবা; 2 স্থূলবুদ্ধই; 3 (ঈষত্) বিকৃতমস্তিষ্ক। [দেশি]। ̃ কালা বিণ. মূক ও বধির। &tilde ; গঙ্গা-রাম, ̃ গবা, ̃ গোবা বিণ. বোবা বা মুখচোরাবোকা। 33)
হাট
(p. 862) hāṭa বি. 1 প্রকাশ্য ক্রয়-বিক্রয়ের স্হান (সাধারণত বাজারের মতো রোজ হাট বসে না-সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে); 2 (আল.) প্রচুর সমাবেশ (রূপের হাট, চাঁদের হাট)। [সং. হট্ট]। ভাঙা হাট যে হাটে ক্রয়-বিক্রয় প্রায় শেষ হয়েছে, উঠতি হাট। হাট করা ক্রি. বি. 1 হাটে দ্রব্যাদি খরিদ করা; 2 (আল.) গোলমাল করা; 3 প্রকাশ করা, উন্মুক্ত করা (দরজা হাট করা); 4 বিশৃঙ্খল করা (কাপড়গুলো হাট করা)। হাট বসা, হাট লাগা ক্রি. বি. 1 হাটে ক্রয়-বিক্রয় শুরু হওয়া; 2 হাট স্হাপিত হওয়া; 3 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 4 অত্যন্ত গোলমাল হওয়া (বাড়িতে হাট বসেছে)। হাট বসানো ক্রি. বি. 1 হাট স্হাপিত করা; 2 (আল.) প্রচুর সমাবেশ হওয়া; 3 গোলমাল বা হইচই করা। ̃ বাজার বি. হাট বা বাজার; কেনাকাটা। ̃ বার বি. সপ্তাহের যে-দিনে হাট বসে। ̃ হদ্দ বি. সমস্ত ব্যাপার বা খবর। হাটরিয়া, হাটুরে বি. হাটের পণ্যদ্রব্যের বিক্রেতা বা ক্রেতা। বিণ. 1 হাটে বিক্রেয় পণ্যবাহী (হাটুরে নৌকা); 2 হাটে ক্রয়বিক্রয়কারী (হাটুরে লোক)। 74)
হিক্কা
(p. 869) hikkā বি. হেঁচকি। [সং. √ হিক্ক্ + অ + আ]। 10)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2534874
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2140390
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1730616
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 942815
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 883563
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 838481
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 696641
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 603078

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us