Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিপর্যয়; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অবিপ্লুত
(p. 49) abipluta বিণ. 1 ধ্বংস বা নষ্ট হয়নি এমন; বিপর্যস্ত হয়নি এমন; অক্ষত; 2 প্লাবনে নিমজ্জিত হয়নি এমন; ডুবে যায়নি এমন। [সং. ন + বি + √ প্লু + ত]। 2)
উত্-ক্রম
(p. 123) ut-krama বি. 1 স্বাভাবিক ক্রমের বিপরীত গতি; 2 বিপরীত ক্রম; 3 ক্রমভঙ্গ, ব্যতিক্রম; 4 লঙ্ঘন; 5 মৃত্যু। [সং. উত্ + √ ক্রম্ + অ]। ̃ ণ বি. 1 ক্রমের বিপরীত দিকে যাওয়া; 2 ক্রমবিপর্যয়, ক্রমভঙ্গ; 3 মৃত্যু; 4 (ব্যাক.) বাক্যে শব্দবিন্যাসে বিপর্যয়; 5 বাইরে বেরিয়ে যাওয়া, নির্গমন। 11)
উলটা, উলটো
(p. 133) ulaṭā, ulaṭō বিণ. 1 নীচের দিকে মুখ রয়েছে এমন; 2 স্বাভাবিক অবস্হার বিপরীত; 3 বিপর্যস্ত। [প্রাকৃ. অল্লট্ট; তু. হি. উল্লাট]। উলটা, উলটানো ক্রি-বি. 1 উলটো করা বা হওয়া, উপুড় হওয়া বা উপুড় করা; 2 প্রত্যাহার করা (কথা উলটানো)। উলটে ক্রি-বিণ. পক্ষান্তরে (তুমি আমার কাছে কিছুই পাও না, উলটে আমিই তোমার কাছে টাকা পাই)। উলটো-পালটা, উলট-পালট বিণ. 1 বিপর্যস্ত, বিশৃঙ্খল, বিপরীত (উলটোপালটা ঢে়উ, ঘরের জিনিসপত্র সব উলটোপালটা হয়ে আছে); 2 নড়চড়, খেলাপ (কথার উলটোপালটা যেন না হয়)। উলটো-রথ বি. রথযাত্রার আট দিন পরে জগন্নাথদেবের পুনর্যাত্রা বা দক্ষিণ দিকে যাত্রা। উলটা বুঝলি রাম (উক্তি) ভালো কথার বা সদুপদেশের বিপরীত অর্থ করা। উলটি-পালটি ক্রি-বিণ. 1 ঘুরিয়ে ফিরিয়ে; 2 তন্নতন্ন করে; 3 গড়াগড়ি দিয়ে। 156)
কচটা
(p. 156) kacaṭā ক্রি. চটকানো, মাখা। [বাং. চটকা-ধ্বনি বিপর্যয়ের ফলে]। ̃ নো বি. বিণ. চটকানো, মাখা; মাখা হয়েছে এমন। 36)
কুচ-কুচ2
(p. 192) kuca-kuca2 অব্য. উজ্জ্বল কালো রঙের ভাবপ্রকাশক (চুলগুলো কালো কুচকুচ করছে)। [বাং. চুকচুক চক্চক্ (ধ্বনিবিপর্যয়ের ফলে)]। কুচ-কুচে বিণ. কুচকুচ করছে এমন, চকচকে ও গাঢ় (কুচকুচে কালে চুল)।
কুলুপ
(p. 199) kulupa বি. তালা, lock. [আ. কুফ্ল্ থেকে, ধ্বনি বিপর্যয়ের ফলে]।
গজরা
(p. 236) gajarā ক্রি. চাপা গর্জন করা; বৃথা আক্রোশে গজগজ করা (খাঁচায় বাঘটা গজরাচ্ছে). [ সং. √গর্জ্ (বাং. গজ্র ধ্বনিবিপর্যয়ে) + আ]। ̃ নো ক্রি. গজরা। বি. গর্জন। গজরানি বি. চাপা গর্জন। 18)
ঘায়েল, ঘাল
(p. 269) ghāẏēla, ghāla বিণ. 1 আহত; 2 পরাস্ত, বিপর্যস্ত, কাবু ('উনিশটিবার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে': সু. রা.); 3 নিহত। [বাং. ঘা (সং. ঘাত) + এল, ইল-তু. হি. ঘায়ল্]। 5)
চড়ক
(p. 276) caḍ়ka বি. চৈত্রসংক্রান্তিতে অনুষ্ঠিত শিবের পূজাবিশেষ ও উত্সব; গাজন। [সং. চক্র (বর্ষচক্রের পরিক্রমণান্তে অনুষ্ঠান) চক্র (ধ্বনিবিপর্যয়ে) চরক]। ̃ গাছ বি. যে খুঁটিতে আড়া বেঁধে গাজনের সন্ন্যাসীরা ঘুরপাক খায়। চক্ষু চড়কগাছ ভয়ে বা বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টি। ̃ সংক্রান্তি বি. চৈত্র মাসের সংক্রান্তি বা শেষ দিন। 6)
জের-বার
(p. 327) jēra-bāra বিণ. নাকাল, বিপর্যস্ত (সমস্যায় সমস্যায় জেরবার হয়ে গেছে)। [ফা. যেরবার]। 79)
তছ-নছ, তচ-নচ
(p. 364) tacha-nacha, taca-naca বিণ. বিধ্বস্ত, লণ্ডভণ্ড, বিপর্যস্ত, বিনষ্ট (জিনিসপত্র ফেলে ছড়িয়ে একেবারে তছনছ করে দিয়েছে)। [তু. হি. তহস্নহ্স]। 7)
তর৩
(p. 367) tara3 বি. বিলম্ব, দেরি (তর সইছে না)। [ সং. ত্বরা-অর্থবিপর্যয়]। 86)
তাল1
(p. 375) tāla1 বি. বড় দলা বা পিণ্ড, স্তূপ (এক তাল কাদা, তাল তাল সোনা)। [সং. √ তল্ + অ]। তাল করা ক্রি. বি. জ়ড়ো বা স্তূপ করা। তাল-গোল পাকানো ক্রি. বি. 1 পিণ্ডাকারে পরিণত করা; 2 বিপর্যস্ত বা বিশৃঙ্খল করা বা হওয়া। তাল পাকানো ক্রি. তালগোল পাকানো র অনুরূপ। তাল তাল বিণ. প্রচুর, রাশি রাশি। 81)
তুরকি
(p. 375) turaki বি. বিণ. তুরস্কের লোক বা জাতি; তুরস্কের ভাষা বা লোক সম্বন্ধীয়; তুরস্কসম্বন্ধীয় (তুরকিদের ভাষা, তুরকি রীতি)। [ফা. তুর্কি]। তুরকি নাচ, তুরকি নাচন বি. 1 ঘুরপাক খেয়ে উদ্দাম নৃত্য; 2 (আল.) পরের নির্দেশে চলতে বাধ্য হওয়ার ফলে অত্যন্ত বিপর্যস্ত বা নাজেহাল অবস্হা। 202)
দম-সম
(p. 398) dama-sama বিণ. বি. অতিরিক্ত খাওয়ার ফলে পেট ফুলে শ্বাসরুদ্ধ কিংবা সেই অবস্হা (গুচ্ছের খেয়ে দমসম লাগছে)। [বাং. দম2 + সম (অনুকার)-তু. ফা. সমদম, ধ্বনি বিপর্যয়?]। 23)
দশা
(p. 401) daśā বি. 1 অবস্হা (এ কী দশা? শেষ দশা, দুর্দশা); 2 ধরন, গতিক (মনের দশা); 3 প্রদীপের পলতে বা সলতে; 4 মানুষের মনের দশ অবস্হা-অভিলাষ চিন্তা স্মৃতি গুণকীর্তন উদ্বেগ প্রলাপ ব্যাধি জড়তা মরণ উন্মাদ; 5 মানবজীবনের দশ অবস্হা-গর্ভবাস জন্ম বাল্য ও কৈশোর কৌমার পৌগণ্ড যৌবন স্হবিরতা জরা প্রাণরোধ মৃত্যু; 6 মানুষের উপর জন্মকালে রাশিচক্রের অবস্হানজনিত প্রভাব (বৃহস্পতির দশা, শনির দশা); 7 পরলোকগত ব্যক্তির মৃত্যুর পর দশম দিনে আচরণীয় সংস্কারবিশেষ (এখনও তার দশা কাটেনি); 8 (বৈ. শা.) শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন পাদসেবন দাস্য সখ্য আত্মনিবেদন স্বীয়ভাব-এই দশটি ভক্তিভাব; 9 সমাধি, ভাবাবেশ; 1 বস্ত্রের প্রান্ত। [সং. √ দন্শ্ + অ + আ]। দশায় পড়া বি. ক্রি. কীর্তন করতে করতে ভাবস্হ বা সমাধিস্হ হওয়া। দশাবিপর্যয়, ̃ স্তর বি. দুরবস্হা, দুর্দশা। 11)
দশাবিপর্যয়
(p. 401) daśābiparyaẏa দ্র দশা। 14)
দহ
(p. 402) daha বি. 1 নদী বা জলাশয়ের অতলস্পর্শ ও ঘূর্ণিময় অংশ; 2 ঘূর্ণিজল; 3 হ্রদ (কালীদহ); 4 গভীর গর্ত; 5 (আল.) কঠিন সংকট (দহে পড়া, দহে মজানো)। [সং. হ্রদ হদ (ধ্বনিবিপর্যয়ে) দহ [দ্র দ2]। 12)
দুর্বিপাক
(p. 414) durbipāka বি. 1 অশুভ পরিণাম; 2 বিপর্যয়, দৈব বিড়ম্বনা (দৈবদুর্বিপাকে তাদের, সবই গেছে)। বিণ. যার পরিণাম অশুভ। [সং. দুর্ + বিপাক]। 53)
নির্বিষ
(p. 468) nirbiṣa বিণ. 1 বিষহীন, বিষ নেই এমন (নির্বিষ সাপ); 2 (আল.) ক্ষতি করে না এমন (নির্বিষ লোক); 3 (আল.) দুর্বল (পারিবারিক বিপর্যয় লোকটাকে নির্বিষ করে ফেলেছে)। [সং. নির্ + বিষ]। 111)
বন্যা1
(p. 575) banyā1 বি. 1 জলপ্লাবন, বান (বন্যাপ্লাবিত, বিধ্বংসী বন্যা); 2 বন্যার মতো প্রবল স্রোত (চোখের জলের বন্যা); [সং. বন (=জল) + য + আ]। ̃ প্লাবিত বিণ. বন্যায় ভেসে গেছে এমন (বন্যাপ্লাবিত গ্রাম)। ̃ বিধ্বস্ত বিণ. বন্যায় বিপর্যস্ত বা ধ্বংস হয়েছে এমন। ̃ র্ত বিণ. বন্যায় ক্ষতিগ্রস্ত; বন্যায় বিপদ্গ্রস্ত। 106)
বর্ণ
(p. 580) barṇa বি. 1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ); 2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ); 3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ); 4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)। [সং. √ বর্ণ্ + অ]। ̃ ক্ষত্রিয় বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়। ̃ চোরা বিণ. 1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম); 2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)। ̃ চ্ছটা বি. রঙের বাহার। ̃ জ্ঞান-হীন বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর। ̃ জ্যেষ্ঠ বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ। ̃ তত্ত্ব বি. জাতিতত্ত্ব, ethnology. ̃ পরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান। ̃ বিদ্বেষ বি. অন্য বর্ণ বা জাতির প্রতি বিদ্বেষ। ̃ বিদ্বেষী (-ষিন্) বিণ. অন্য বর্ণ বা জাতির লোকের প্রতি বিদ্বেষভাবাপন্ন। ̃ বিপর্যয় বি. শব্দে কোনো বর্ণের স্হানচ্যুত হয়ে আগে বা পরে আসা। ̃ বৈচিত্র্য বি. নানা বর্ণ বা রঙের সমাহার (ময়ূরের পালকের বর্ণবৈচিত্র্য)। ̃ ময় বিণ. রঙিন; নানা রংযুক্ত। ̃ মালা বি. যে-কোনো ভাষার অক্ষরসমূহ। ̃ লোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া। ̃ শ্রেষ্ঠ বি. বর্ণজ্যেষ্ঠ, ব্রাহ্মণ। ̃ সংকর বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা। ̃ হিন্দু বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা 'তফশিল' এর অন্তর্ভুক্ত নয়। ̃ হীন বিণ. রংহীন, বিবর্ণ। বর্ণানু-ক্রম বি. অক্ষরের পরম্পরা, alphabetical order. বর্ণানু-ক্রমে ক্রি-বিণ. অক্ষরের পরম্পরা অনুসারে, alphabetically. বর্ণান্ধ বিণ. রঙের পার্থক্য ধরতে পারে না এমন, রং চিনতে পারে না এমন, colour-bling. বি. বর্ণান্ধতা। বর্ণাশ্রম বি. ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম। বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হ ও সন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম। বর্ণে বর্ণে ক্রিবিণ. অক্ষরে অক্ষরে; পুরোপুরি (তাঁর ভবিষ্যদ্বাণী বর্ণে বর্ণে মিলে গেছে)। 97)
বর্ণপরিচয়, বর্ণবিদ্বেষ, বর্ণবিপর্যয়, বর্ণবৈচিত্র্য, বর্ণমালা, বর্ণশ্রেষ্ঠ
(p. 580) barṇaparicaẏa, barṇabidbēṣa, barṇabiparyaẏa, barṇabaicitrya, barṇamālā, barṇaśrēṣṭha দ্র বর্ণ। 100)
বান-চাল
(p. 599) bāna-cāla বিণ. 1 (নৌকাদি সম্বন্ধে) তলা ফুটো হয়ে গেছে এমন (নৌকো বানচাল হওয়া); 2 বিপর্যস্ত, পণ্ড (সমস্ত প্ল্যানটাই বানচাল হয়ে গেল); 3 ওলটপালট (ঝড়ে সব ব্যবস্হা বানচাল হয়ে গেছে)। [দেশি]। 12)
বিপরি-ণত
(p. 619) bipari-ṇata বিণ. 1 পরিবর্তিত; 2 বিপর্যস্ত। [সং. বি + পরিণত]। বিপরি-ণতি বি. পরিবর্তন; বিপর্যয়। 10)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2076334
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769592
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367141
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721392
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698442
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594939
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 546312
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542456

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন