Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বুদ্ধিতে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-মান1
(p. 698) -māna1 (বর্ত. বর্জি.) মান্ 'যুক্ত' বা 'অন্বিত' অর্থে তদ্বিত প্রত্যয়বিশেষ (বুদ্ধিমান, ধীমান); যে শব্দের অন্তে বা উপান্তে অ আ অথবা ম আছে এবং যেসব শব্দের অন্ত ঙ ঞ ণ ও ন ভিন্ন অন্য বর্গীয় বর্ণ আছে তাদের পরে -মান স্হানে -বান হয় (বিদ্বান)। স্ত্রী -মতী (বুদ্ধিমতী)। 6)
অগোচর
(p. 7) agōcara বিণ. 1 বুদ্ধির বা জ্ঞানের বহির্ভূত (স্বপ্নেরও অগোচর); 2 অজ্ঞাত; 3 অপ্রত্যক্ষ। [সং. ন+গোচর]। 2)
অতি
(p. 14) ati অব্য. 1 অধিক (অতি শীঘ্র, অতিবল); 2 অতিক্রান্ত (অতীত-অতি+ইত); 3 বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)। বিণ. 1 অত্যন্ত অসংগত, অনুচিত; 2 (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প); 3 (ব্রজ.) উত্কৃষ্ট ('সো অতি নাগর': বিদ্যা.)। [সং. √ অত্+ই]। ̃ .কথন, ̃ .কথা বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়। ̃ কায় বিণ. প্রকাণ্ড দেহ যার। বি. রাবণের এক পুত্রের নাম। ̃ .ক্রম, ̃ .ক্রমণ বি. 1 পার হওয়া, লঙ্ঘন করা (বাধাবিপত্তি অতিক্রম করা); 2 ডিঙানো, টপকে যাওয়া, অন্যের স্হান দখল করা, supersession (স. প.)। ̃ .ক্রম্য, ̃ .ক্রমণীয় বিণ. লঙ্ঘন করা ব অতিক্রম করা যায় এমন। ̃ .ক্রান্ত বিণ. অতিক্রম করা হয়েছে এমন, লঙ্ঘন করা হয়েছে এমন; অতীত (অতিক্রান্ত যৌবন)। ̃ .ক্ষেত্রিক বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)। ̃ .চালাক, ̃ .বুদ্ধি বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)। ̃ তপ্ত বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)। ̃ .তর বিণ. অত্যন্ত ('দোঁহে প্রেম অতিতর': ভা. চ.)। ̃ দর্প বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)। ̃ .দীর্ঘ বিণ. খুব লম্বা; খুব বড়। ̃ দূর বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব। ̃ .নাটকীয়তা বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি। ̃ .পাত্তি বি. তামাদি, বাতিল lapse (বি.প.)। ̃ পাত বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)। ̃ .পাতক বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ। ̃ .পান বি. অত্যধিক (মদ্য) পানদোষ। ̃ .প্রজতা বি. জনসংখ্যার আধিক্য, overpopulation. বিণ. ̃ .প্রজ। ̃ প্রাকৃত বি. বিণ. অনৈসর্গিক, অপার্থিব, অলৌকিক, supernatural. ̃ বড় বিণ. খুব বড়; অতিরিক্ত বড়। ̃ .বল বিণ. মহাশক্তিধর। ̃ .বাড় বি. অস্বাভাবিক বৃদ্ধি, অত্যন্ত বাড়াবাড়ি। অতিবাড় বেড়োনাকো ঝড়ে পড়ে যাবে (প্র.) অহংকার অত্যধিক বেড়ে গেলে পতন হবেই। তু. অতি দর্পে হতা লঙ্কা। ̃ .বাদ বি. 1 অতিশয়োক্তি, অত্যুক্তি; 2 কঠোর বাক্য। ̃ বাহন বি. যাপন, ক্ষেপণ, কাটানো। ̃ বাহিত বিণ. কাটানো হয়েছে বা যাপন করা হয়েছে এমন। (বহু দিন অতিবাহিত হয়েছে, যৌবন অতিবাহিত)। ̃ .বিলম্ব বি. বেশি দেরি। ̃ বুদ্ধি দ্র অতিচালাক। ̃ .বৃদ্ধ বিণ. খুব বুড়ো, একেবারে বুড়ো। ̃ বৃষ্টি বি. অত্যধিক বৃষ্টি; শস্যের পক্ষে ক্ষতিকর এমন অত্যধিক পরিমাণ বৃষ্টি। ̃ .বেল বিণ. বেলা বা তটরেখাকে অর্থাত্ সীমাকে অতিক্রম করেছে এমন; অসীম; অত্যধিক। ̃ .ভক্তি বি. যতটা ভক্তি স্বাভাবিক তার চেয়ে বেশি; (কৃত্রিম) ভক্তির আধিক্য; ভক্তির ভান। অতিভক্তি চোরের লক্ষণ (প্র.) ভক্তি প্রদর্শনের দ্বারা বিশ্বাস অর্জন করতে পারলে চুরি করার সুবিধা হয়, তাই অত্যধিক ভক্তি দেখলে সন্দেহ হয় যে এর পিছনে চুরির মতলব আছে। ̃ .ভোজন বি. গুরুভোজন, অত্যধিক বা অপরিমিত আহার। ̃ .মন্দা বি. (বাণি.) জিনিসপত্রের দাম অত্যন্ত পড়ে গেছে এমন অবস্হা, slump. বিণ. ওইরকম অবস্হাপূর্ণ। ̃ .মর্ত্য বিণ. লোকাতীত, পৃথিবীতে ঘটে না এমন ('অতিমর্ত্য উন্মাদনা অচিরাত্ পলাল কোথায়': সু. দ.)। ̃ মাত্র বিণ. মাত্রা ছাড়িয়ে গেছে এমন, অত্যন্ত (মদ্যপানে অতিমাত্র আসক্ত)। ̃ .মান বি. অস্বাভাবিক রকমের বেশি অহংকার। ̃ .মানব, ̃ .মানুষ বি. 1 মহামানব, মহাপুরুষ, অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, superman; 2 পরমজ্ঞানী পুরুষ। ̃ মানবিক বিণ. 1 মহামানবের যোগ্য বা মহামানবসম্পর্কিত; 2 অলৌকিক। ̃ .রঞ্জন বি. অত্যুক্তি, অতিশয়োক্তি, প্রকৃত অবস্হাকে বাড়িয়ে বর্ণনা করা। ̃ .রঞ্জিত বিণ. বাড়িয়ে বলা হয়েছে এমন। ̃ রথ বি. যে যোদ্ধা একই সঙ্গে অসংখ্য যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। ̃ রিক্ত [অতি+রিচ্+ত] বিণ. 1 প্রয়োজনের চেয়ে বেশি, বাড়তি (অতিরিক্ত বেতন); 2 অত্যধিক (অতিরিক্ত পরিশ্রমে তার শরীর দুর্বল হয়েছে); 3 উদ্বৃত্ত; 4 (উদ্ভি.) accessory (বি. প.)। ̃ .লোভ বি. বড় বেশি লোভ, খুব লোভ। ̃ .রেক বি. আধিক্য, প্রাচুর্য; বাড়তি, excess, surplus (স.প.)। ̃ .শয় বিণ. অত্যন্ত, খুব। বি. আধিক্য (সৌন্দর্যাতিশয়)। ̃ .শয়োক্তি বি. অত্যুক্তি, বর্ণনার বাড়াবাড়ি; উপমেয়ের উল্লেখহীন ও উপমানের প্রাধান্যপূর্ণ অলংকারবিশেষ (যথা-'মূহূর্তে অম্বরবক্ষে উলঙ্গিনী শ্যামা বাজায় বৈশাখী সন্ধ্যাঝঞ্ঝার দামামা': রবীন্দ্র), hyperbole. ̃ .সার বি. উদরের পীড়াবিশেষ; আমাশয় প্রভৃতি রোগ। 24)
অপ্রতিভ
(p. 40) apratibha বিণ. অপ্রস্তুত; হতবুদ্ধি; বিব্রত ও লজ্জিত। [সং. ন + প্রতিভা (=বুদ্ধির দীপ্তি)]।
অবিবেচনা
(p. 49) abibēcanā বি. বিবেচনার অভাব, বিচারবুদ্ধির অভাব; অন্যায় বা ভুল বিবেচনা। [সং. ন + বিবেচনা]। ̃ প্রসূত বিণ. বিচার বা বিবেচনা না করে করা হয়েছে এমন; হঠকারী (অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত)। 7)
অবুদ্ধি
(p. 50) abuddhi বিণ. বুদ্ধিহীন, বোকা। বি. বুদ্ধির অভাব; বুদ্ধিহীনতা। [সং. ন + বুদ্ধি]। ̃ মান বিণ. বুদ্ধিমান নয় এমন, নির্বোধ। বিণ. (স্ত্রী.) ̃ মতী। 5)
অবেদনীয়, অবেদ্য
(p. 50) abēdanīẏa, abēdya বিণ. জানা যায় না এমন; অজ্ঞে.য়; বুদ্ধির অগম্য ('তোমার অবেদ্য গানে অব্যক্তির সতর্ক প্রহরী': সু. দ.)। [সং. ন + √ বিদ্ + অনীয়, ন + √ বিদ্ + য]। 11)
অব্যবসায়
(p. 50) abyabasāẏa বি. চর্চা অভ্যাস বা অনুশীলনের অভাব; অভিজ্ঞতার অভাব; উদ্যোগ বা উদ্যমের অভাব; অনধিকার। [সং. ন + ব্যবসায়]। অব্যবসায়ী (-য়িন্) বি. বিণ. চর্চা বা অনুশীলন করে না এমন (ব্যক্তি); অনভিজ্ঞ;; বিশেষজ্ঞ নয় এমন; উদ্যমহীন; অনধিকারী; ব্যবসায়বুদ্ধিহীন। 26)
অমতি
(p. 55) amati বি. দুর্মতি, দুর্বুদ্ধি। বিণ. বুদ্ধিহীন; দুষ্টবুদ্ধিসম্পন্ন। [সং. ন + মতি]। 41)
অমেধাবী
(p. 57) amēdhābī (-বিন্) মেধাবী নয় এমন, স্মৃতিশক্তি নেই এমন; বুদ্ধিহীন। [সং. ন + মেধাবিন্]। 50)
অর্বাচীন
(p. 62) arbācīna বিণ. 1 নবীন, অপ্রাচীন, বয়সে প্রবীণ নয় এমন; আধুনিক; 2 পশ্চাদ্বর্তী; 3 মূর্খ, বুদ্ধি পাকা নয় এমন। [সং. অর্বাচ্ + ঈন]। ̃ তা বি. নবীনতা; পশ্চাদ্বর্তিতা; কাঁচা বুদ্ধির ভাব, মূর্খতা। 26)
অলবড্ডে, অলবড্যে
(p. 64) alabaḍḍē, alabaḍyē বিণ. 1 অগোছালো, শৃঙ্খলাহীন; 2 নিটপিটে; 3 বুদ্ধিহীন, হাবাগোবা। [দেশি]। 13)
অল্প
(p. 65) alpa বিণ. 1 ঈষত্, কম (অল্প গরম, অল্প কথার মানুষ); 2 একটু, একটুখানি, সামান্য (অল্প একটু ভাত); 3 লঘু (অল্পপ্রাণ); 4 অনুদার, হীন (অল্পমতি); 5 ক্ষুদ্র (অল্প বৃদ্ধি, অল্প শক্তি)। সর্ব. কম লোক বা বস্তু বা বিষয় (অল্পেই একথা জানে, অল্পের জন্য)। [সং. √ অল্ + প]। বি. ̃ তা, ̃ ত্ব। অল্প জলের মাছ বি. (আল.) 1 সামান্য পুঁজিবিশিষ্ট লোক, সামান্য অবস্হার লোক; 2 যে ব্যক্তি অল্প ধন বা বিদ্যা নিয়েও ধন বা বিদ্যার বড়াই করে। অল্পের উপর দিয়ে যাওয়া ক্রি. বি. সামান্য ক্ষতি বা কষ্টের বিনিময়ে রেহাই পাওয়া। ̃ .জীবী (বিন্) বিণ অল্পকাল বাঁচে এমন। বি. ̃ জীবিতা। ̃ জ্ঞ বিণ. অল্প জানে এমন, অল্প জ্ঞানবিশিষ্ট। ̃ .দর্শী (-র্শিন্) বিণ. অদূরদর্শী। ̃ .প্রাণ বিণ. 1 অল্পায়ু, অল্প কাল বাঁচে এমন; 2 ক্ষুদ্রপ্রাণ, অনুদার; 3 (ব্যাক.) ক্ষীণ শ্বাসযোগে উচ্চারিত। ̃ প্রাণ বর্ণ প্রতি বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম বর্ণ এবং য র ল ব এই কয়টি বর্ণ অল্প শ্বাসযোগে উচ্চারিত হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে। ̃ .বয়স্ক বিণ. বয়স অল্প এমন, অল্পবয়সী। ̃ বিদ্যা বি. অগভীর জ্ঞান, সামান্য লেখাপড়া। অল্পবিদ্যা ভয়ংকরী সামান্য বিদ্যা খুব ক্ষতিকর কারণ এতে অহংকার জন্মে অথচ প্রকৃত পাণ্ডিত্য লাভ হয় না। ̃ বিস্তর বিণ. ক্রি. বিণ. মোটামুটিরকম; একটু-আধটু; কম-বেশী। ̃ বুদ্ধি বিণ. সামান্য বুদ্ধিসম্পন্ন; মন্দমতি; জড়বুদ্ধি। ̃ ভাষী (-ষিন্) বিণ্. কম কথা বলে এমন। ̃ .মতি বিণ. হীনচেতা, নীচ; বোকা অল্পবুদ্ধিসম্পন্ন। ̃ .স্বল্প বিণ. একটু-আধটু। অল্পাধিক বিণ. কম-বেশি। অল্পায়ু, অল্পায়ুঃ (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। অল্পাশয় বিণ. হীনমতি; তুচ্ছ বিষয়ে আকাঙ্ক্ষা করে এমন। অল্পাহার বি. অল্প আহার, লঘু ভোজন। বিণ. অল্প খায় এমন। অল্পাহারী (-রিন্) বিণ. কম খায় এমন। অল্পে অল্পে, ক্রি-বিণ. ক্রমশ ধীরে ধীরে; সামান্যের উপর দিয়ে। 11)
অসদ্-বুদ্ধি, অসদ্বুদ্ধি
(p. 67) asad-buddhi, asadbuddhi বি. কুবুদ্ধি, সদ্বুদ্ধির অভাব, মন্দ কাজ করার মতলব বা বুদ্ধি। বিণ. (বিরল) কুবুদ্ধিপূর্ণ। [সং. অসত্ + বুদ্ধি] 69)
আঁটা
(p. 79) ān̐ṭā ক্রি. 1 কষে বা শক্ত করে বাঁধা ('তোমার রাখি বাঁধো আঁটি': রবীন্দ্র); 2 বাঁধা, পরা (পাগড়ি আঁটা); 3 বন্ধ করা, লাগানো (দরজায় খিল আঁটা); 4 সংকুলান হওয়া (এই ঘরে এত লোক আঁটবে না); 5 সমকক্ষ হওয়া (বুদ্ধিতে তাকে আঁটা মুশকিল)। বিণ. বদ্ধ, আঁটকানো (আঁটা খাম)। [বাং. √ আট্ + আ]। ̃ নো ক্রি. বি. ধরানো (চেপে চেপে রাখলে ওই হাঁড়িতেই সব আটা আঁটানো যাবে) এঁটে ওঠা ক্রি. বি. সমকক্ষ হওয়া, সমানভাবে পাল্লা দেওয়া (বুদ্ধিতে তার সঙ্গে এঁটে ওঠা কঠিন)। 18)
আঁতলামো
(p. 80) ān̐talāmō বি. (ব্যঙ্গে) আঁতেল-আঁতেল ভাব, (নকল) পণ্ডিতি, বুদ্ধিজীবীর ভাবভঙ্গির অনুকরণ। 5)
আঁতেল
(p. 80) ān̐tēla বিণ. বি. (ব্যঙ্গে) পণ্ডিত, বিদ্বান, বুদ্ধিজীবীর ধরনধারণবিশিষ্ট (ব্যক্তি)। [ফ. ঁতেলেক্তুয়াল (intellectual - এর অপভ্রংশ, কিংবা ইং. intellectual - এর ফরাসিভঙ্গিম উচ্চারণ থেকে]। 4)
আক্কেল
(p. 82) ākkēla বি. কান্ডজ্ঞান, বোধবুদ্ধি, বুদ্ধি-বিবেচনা। [আ. আক্ল্]। ̃ .গুড়ুম বি. হতভম্ব অবস্হা (তার কথা শুনে আমার তো আক্কেলগুড়ুম)। ̃ .দাঁত বি. পূর্ণবয়সে যে দাঁত ওঠে, wisdom tooth. আক্কেলদাঁত না গজানো ক্রি. বি. বুদ্ধিবিবেচনা বা কান্ডজ্ঞান না হওয়া, অপরিণত বুদ্ধির পরিচয় দেওয়া। ̃ .দাঁত ওঠা ক্রি. বি. বুদ্ধি পরিপক্ক হওয়া। ̃ .মন্দ, ̃ .মন্ত বিণ. বিবেচক; বিজ্ঞ; আক্কেলযুক্ত। [আ. + আক্ল্ + বাং. মন্ত]। ̃ .সেলামি বি. অপরিণত বুদ্ধি বা অনভিজ্ঞতার জন্য লোকসান বা শাস্তি। 6)
আগলি
(p. 82) āgali বিণ. অগ্রবর্তী; আগেরটি; প্রধান। বি. আলয়, আগার ('বুদ্ধির আগলি': ক.ক.)। [সং. অগ্র. তু. বৈ. সা. আগরি]। 53)
আবেদন
(p. 99) ābēdana বি 1 প্রার্থনা, নিবেদন; 2 দরখাস্ত, আরজি, application; 3 অভিযোগ, নালিশ; 4 চিত্তবৃত্তিকে বা মনকে নাড়া দেবার প্রয়াস বা শক্তি, appeal (কবিতার আবেদন বুদ্ধির কাছে নয়, হৃদয়ের কাছে)। [সং. আ + √ বেদি + অন]। আবেদনীয় বিণ. আবেদনযোগ্য, আবেদন করা যায় এমন। 29)
আয়ত্ত
(p. 101) āẏatta বিণ. 1 অধীন, অধিকৃত; 2 অধিগত ('সমস্ত ঘটনাই মানববুদ্ধির আয়ত্ত নহে': শরত্); 3 কবলিত (দৈবায়ত্ত, করায়ত্ত)। বি. অধিকার (আয়ত্তের বাইরে, আয়ত্তে আনা)। [সং. আ + যত + ত]। বি. আয়ত্তি, ̃ তা। আয়ত্তাধীন (বাং. প্র.) বিণ. আয়ত্ত; অধীন; অধিগত। 68)
উত্-পন্ন
(p. 123) ut-panna বিণ. জন্ম হয়েছে এমন, জাত, সৃষ্ট; উদ্ভূত। [সং. উত্ + √ পদ্ + ত]। ̃ দ্রব্য বি. মানুষ যেসব খাদ্যদ্রব্য বা ভোগ্যপণ্য উত্পাদন করে। ̃ মতি বিণ. উপস্হিত বুদ্ধিসম্পন্ন। বি. ̃ মতিত্ব। 23)
উদ্-ভ্রম
(p. 126) ud-bhrama বি. 1 বুদ্ধিভ্রংশ; 2 উদ্বেগ, ব্যাকুলতা। [সং. উদ্ + √ ভ্রম্ + অ]। 25)
উপর
(p. 133) upara বি. 1 ঊর্ধ্বভাগ, উপরিভাগ (জলের উপরটা দেখো); 2 চল, ছাদ। বিণ. 1 ঊর্ধ্বে স্হিত; উচ্চ (উপরমহল); 2 অতিরিক্ত, বাড়তি (উপর-পাওনা)। অব্য. প্রতি (প্রজাদের উপর জমিদারের অত্যাচার)। [সং. উপরি]। ̃ অলা, ̃ ওয়ালা বিণ. ঊর্ধ্বতন। বি. ঊর্ধ্বতন কর্মচারী। [বাং. উপর + ফা. বালা]। উপর-উপর অব্য. ক্রি-বিণ. বিণ. ভাসাভাসা, অগভীরভাবে (বইখানা উপর-উপর দেখেছি)। উপর-চড়া, উপর-চড়াও বিণ. ক্রি-বিণ. অকারণ; গায়ে-পড়া; গায়ে পড়ে (উপর চড়া হয়ে ঝগড়া করা, লোকটি ভারি উপর-চড়া)। ̃ চাল বি. 1 লোক-দেখানো ভাবভঙ্গি; 2 (দাবা খেলায়) দর্শকের বলে-দেওয়া চাল। ̃ চালাক বিণ. (যথার্থ বুদ্ধিমান না হয়েও) মাত্রাধিক চালাকি করে এমন; ফাজিল। ̃ টপকা বিণ. ক্রি-বিণ. 1 উপর-উপর; 2 উপর-পড়া। ̃ তলা বি. 1 পাকা বাড়ির একতলার উপরের অংশ; 2 (আল.) সম্পন্ন বা ধনী লোকের অবস্হান (উপরতলার লোক)। ̃ নীচ করা ক্রি. বি. বারবার ওঠা ও নামা। ̃ পড়া বিণ. স্বয়ংপ্রবৃত্ত, উপযাচক। 35)
কি না
(p. 190) ki nā অব্য. 1 সংশয়, বিতর্ক, প্রশ্ন ইত্যাদি সূচক শব্দ (যাবে কি না বলো, করবে কি না জানি না); 2 প্রশ্নসূচক শব্দ (তুমি তো খুব বুদ্ধিমান, ঠিক কি না?)। [সং. কিংনু]। 9)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074482
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768772
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366216
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721107
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698153
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594697
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545319
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542316

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন