Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বেদান্ত; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
উপ-নিষদ, উপ-নিষত্
(p. 132) upa-niṣada, upa-niṣat (-ষদ্) বি. বেদান্ত; বেদের জ্ঞানকাণ্ড; ব্রহ্মবিদ্যা। [সং. উপ + নি + √ সদ্ + ক্বিপ্]। 27)
কারণ2
(p. 185) kāraṇa2 বি. 1 হেতু, নিমিত্ত (তার আগমনের কারণ কী); 2 প্রয়োজন, উদ্দেশ্য (বিনা কারণেই এই কাজ করেছে?); 3 মূল, বীজ; যা থেকে বা যার সহযোগে কোনো কার্য উত্পন্ন হয়; যা থেকে কোনো বিষয় উদ্ভূত হয় (ধর্ম সুখের কারণ)। অব্য. যেহেতু (সে আজ আসেনি কারণ তার ছেলে অসুস্হ)। [সং. √ কৃ + ণিচ্ + অন]। &tilde ; জল, ̃ বারি বি. শাস্ত্রোক্ত জল যা থেকে জীবের বা সর্বভূতের সৃষ্টি হয়। ̃ শরীর বি. বেদান্ত-উক্ত সূক্ষ্ম দেহবিশেষ। কারণিক বিণ. কারণসম্বন্ধীয়; কারণ অনুসন্ধানকারী; পরীক্ষক; বিচারক। কারণী-ভূত বিণ. কারণস্বরূপ; কারণরূপে কল্পিত বা উপস্হাপিত। 9)
চন্দ্রিকা
(p. 278) candrikā বি. 1 জ্যোত্স্না; 2 আলোকদায়িনী ব্যাখ্যা (বেদান্তচন্দ্রিকা, অলংকারচন্দ্রিকা); 3 চাঁদামাছ; 4 সংস্কৃত ছন্দবিশেষ। [সং. চন্দ্র + ইক + আ (স্ত্রী.)]। 22)
তুরীয়, তুর্য
(p. 375) turīẏa, turya বিণ. 1 চতুর্থ; 2 চরমোত্কর্ষপ্রাপ্ত; 3 মায়ার অতীত (তুরীয় অবস্হা)। বি. (বেদান্ত দর্শ.) মায়ার অধীন বিরাট, হিরণ্যগর্ভ, ঈশ্বর-এই তিনের পরবর্তী চতুর্থ তত্ত্ব যা মায়ার অতীত অর্থাত্ পরব্রহ্মসহ অভেদ সম্পর্কযুক্ত আত্মা। [সং. চতুর্ (চার) + ঈয় (নি.)]। তুরীয় বর্ণ বি. শূদ্র। তুরীয়ানন্দ বি. 1 তুরীয়াবস্হার আনন্দ; 2 (কৌতু.) আত্মহারা অবস্হা ('আমি তুরীয়ানন্দে ছুটে চলি: নজরুল)। 210)
পঞ্চ
(p. 484) pañca (-ঞ্চন্) বি. বিণ. 5 সংখ্যা বা সংখ্যক, পাঁচ। [সং. √ পন্চ্ + অ]। ̃ ক বি. পাঁচের সমষ্টি, পাঁচটি (গীতিপঞ্চক)। ̃ কন্যা বি. অহল্যা দ্রৌপদী কুন্তী তারা ও মন্দোদরী এই পাঁচজন নারী। ̃ কর্ম বি. (আয়ু.) বমন বিরেচন প্রভৃতি পাঁচপ্রকার চিকিত্সা ব্যবস্হা। ̃ গঙ্গা বি. ভাগীরথী গোমতী কাবেরী প্রভৃতি পাঁচটি নদী। ̃ গব্য দ্র গব্য। ̃ গুণ বি. রূপ রস গন্ধ স্পর্শ ও শব্দ এই পাঁচরকম গুণ। ̃ গৌড় বি. সরস্বতী নদীর তীরস্হ ভূভাগ এবং কনৌজ উত্কল মিথিলা ও গৌড় এই পাঁচটি প্রদেশ। ̃ চত্বারিং-শত্ বি. বিণ. 45 সংখ্যা বা সংখ্যক। ̃ চত্বারিংশত্তম বিণ. 45 সংখ্যক। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ চামর বি. সংস্কৃত ছন্দবিশেষ। ̃ তন্ত্র বি. বিষ্ণুশর্মা-রচিত পাঁচভাগে বিভক্ত সংস্কৃত নীতিগ্রন্হবিশেষ। ̃ তপা (-পস্), (বর্জি.) ̃ তপাঃ বিণ. চারপাশে চারটি অগ্নিকুণ্ড এবং ঊর্ধ্বদিকে সূর্যএই পাঁচটি অগ্নির মধ্যে তপস্যাকারী; কঠিন তপস্যাকারী। ̃ তিক্ত বি. নিম গুলঞ্চ বাসক পলতা ও কণ্টিকারী। ̃ তীর্থ বি. 1 জ্ঞানব্যাপী নন্দিকেশ্বর তারকেশ্বর মহাকালেশ্বর ও দণ্ডপাণি কাশীর এই পাঁচটি পুণ্যস্হান; 2 সংস্কৃতে স্নাতকদের উপাধিবিশেষ। ̃ ত্ব বি. ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ব্যোম এই পঞ্চভূতে মিলিত হওয়া অর্থাত্ মৃত্যু। ̃ ত্ব-প্রাপ্ত বিণ. মৃত। ̃ ত্ব-প্রাপ্তি বি. মৃত্যু। ̃ ত্রিং-শত্ বি. বিণ. 35 সংখ্যা বা সংখ্যক। ̃ ত্রিংশত্তম বিণ. 35 সংখ্যক। স্ত্রী. ̃ ত্রিংশত্তমী। ̃ দশ বি. বিণ. 15 সংখ্যা বা সংখ্যক। ̃ দশী বিণ. (স্ত্রী.) 1 পঞ্চদশস্হানীয়া; 2 পনেরো বত্সর বয়স্কা। বি. 1 পূর্ণিমা বা অমাবস্যা; 2 বেদান্তগ্রস্হবিশেষ। ̃ ধা ক্রি-বিণ. পাঁচ রকমে বা খণ্ডে বা দিকে; পাঁচবার (পঞ্চধা আবর্তিত)। ̃ নখ বিণ. বি. পায়ে পাঁচটি নখ আছে এমন জন্তু যথা শশক, গণ্ডার কূর্ম ইত্যাদি। ̃ নদ বি. 1 শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা ও বিতস্তা এই পাঁচটি নদী; 2 এই পাঁচটি নদীর দ্বারা বিধৌত দেশ অর্থাত্ পাঞ্জাব। ̃ নদী - পঞ্চনদ -এর অনুরূপ ('পঞ্চনদীর তীরে বেণী পাইয়া শিরে': রবীন্দ্র)। ̃ নবতি বি. বিণ. 95 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি-তম - বিণ. 95 সংখ্যক। বিণ. স্ত্রী.। ̃ নবতিতমী। ̃ নিম্ব বি. নিমগাছের পাতা ফুল ফল ছাল ও শিকড়। ̃ পঞ্চা-শত্, ̃ পঞ্চাশ বি. বিণ. 55 সংখ্যা বা সংখ্যক। ̃ পঞ্চাশত্তম বিণ. 55 সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পল্লব বি. আম অশ্বত্থ বট পাকুড় ও যজ্ঞডুমুর এই পাঁচটি বৃক্ষের পল্লব। ̃ পাণ্ডব বি. যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব মহাভারতের এই পাঁচ পাণ্ডু পুত্র। ̃ পাত্র বি. 1 দুটি দেবপক্ষ ও তিনটি পিতৃপক্ষ এই পাঁচটি পাত্রের জন্য কর্তব্য শ্রাদ্ধ; 2 পাঁচটি পাত্র; 3 (বাং.) হিন্দুদের পূজায় ব্যবহৃত তাম্রাদি ধাতুনির্মিত পাত্রবিশেষ। ̃ পিতা (-তৃ) বি. জন্মদাতা ভয়ত্রাতা কন্যাদাতা অর্থাত্ শ্বশুর বিদ্যাদাতা বা দীক্ষাদাতা ও অন্নদাতা। ̃ প্রদীপ বি. আরতি করার জন্য পাঁচটি মুখবিশিষ্ট প্রদীপবিশেষ। ̃ প্রাণ বি. প্রাণ অপান উদান সমান ও ব্যান এই পাঁচরকম প্রাণবায়ু। ̃ বটী বি. 1 অশ্বত্থ বট বিল্ব (বেল) আমলকী ও অশোক এই পাঁচটি বৃক্ষ বা ওই বৃক্ষযুক্ত বন; 2 রামায়ণোক্ত দণ্ডকারণ্যস্হ বনবিশেষ। ̃ বাণ বি. সম্মোহন উন্মাদন শোষণ তাপন ও স্তম্ভন এই পাঁচটি বাণ অথবা তাদের ব্যবহারকর্তা মদনদেব। ̃ বায়ু বি. পঞ্চপ্রাণ -এর অনুরূপ। ̃ বার্ষিক বিণ. 1 যার পাঁচ বত্সর অতীত হয়েছে; 2 যা পাঁচ বত্সর পর পর অনুষ্ঠিত হয়। পঞ্চবার্ষিক দ্র। ̃ বিংশতি বি. বিণ. 25 সংখ্যা বা সংখ্যক। ̃ বিংশতি-তম বিণ. 25 সংখ্যক। স্ত্রী. ̃ বিংশতি-তমী। ̃ ভুজ (জ্যামি.) পাঁচটি সরলরেখা দ্বারা বেষ্টিত বা আবদ্ধ ক্ষেত্র, pentagon (বি. প.)। ̃ ভূত বি. ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ও ব্যোম। ̃ ম বিণ. পাঁচের পূরক, পাঁচ সংখ্যক। বি. 1 সংগীতে স্বরগ্রামের পঞ্চম স্বর, 'পা'; 2 কোকিলের ডাক। ̃ মকার বি. মদ্য মাংস মুদ্রা মত্স্য ও মৈথুন তান্ত্রিক সাধনার এই পাঁচটি অঙ্গ। ̃ ম-বাহিনী বি. বিশ্বাসঘাতকের দল; ষড়যন্ত্রে লিপ্ত কিংবা গুপ্তচরবৃত্তিতে নিযুক্ত বাহিনী, fifth column. ̃ মহা-পাতক বি. ব্রহ্মহত্যা ব্রহ্মস্ব-হরণ গুরু গুরুপত্নীতে উপগমন সুরাপান ও এইসব পাপে লিপ্ত ব্যক্তিদের সংসর্গে বাসরূপ পাপ। ̃ মহা-যজ্ঞ বি. ব্রহ্মযজ্ঞ (বা বেদাধ্যয়ন), পিতৃযজ্ঞ (বা তর্পণ), দেবযজ্ঞ (হোম), ভূতযজ্ঞ (মনুষ্যেতর জীবের তৃপ্তিবিধান) এবং নৃযজ্ঞ (অতিথিপূজা)। ̃ মী বিণ. (স্ত্রী.) পঞ্চমস্হানীয়া। বি. তিথিবিশেষ। ̃ মুখ বি. (পাঁচটি মুখবিশিষ্ট বলে) শিব; পাঁচটি মুখ (পঞ্চমুখে প্রশংসা করা)। বিণ. অতিশয় বাচাল; বহুভাষী ('কুকথায় পঞ্চমুখ': ভা. চ.)। ̃ মুখী বিণ. (স্ত্রী.) পাঁচটি মুখবিশিষ্ট (পঞ্চমুখী বাণ)। ̃ রঙ্গ বি. দাবা খেলায় মাত করবার প্রণালীবিশেষ। ̃ রত্ন বি. নীলকান্ত হীরক পদ্মরাগ মুক্তা ও প্রবাল। ̃ শর - পঞ্চবাণ -এর অনুরূপ। ̃ শস্য বি. ধান যব মাষ তিল ও মুগ। ̃ ষষ্টি বি. বিণ. 65 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্ঠি-তম বিণ. 65 সংখ্যক। বিণ. স্ত্রী. ̃ ষষ্টি-তমী। 22)
বাদরায়ণ
(p. 598) bādarāẏaṇa বি. বেদব্যাস, বেদান্তসূত্রের প্রণেতা। [সং. বদরী + অয়ন]। 10)
বেদান্ত
(p. 633) bēdānta বি. 1 বেদের শেষভাগ বা জ্ঞানকাণ্ড, উপনিষদ; 2 বেদব্যাস কর্তৃক রচিত ব্রহ্মপ্রতিপাদক দর্শনশাস্ত্র। [সং. বেদ + অন্ত]। ̃ বাদ বি. বেদান্তদর্শনের মত। ̃ বাদী (-দিন্), বেদান্তী (-ন্তিন্), বৈদান্তিক বিণ. বেদান্তের মতাবলম্বী, যিনি বেদান্তের মত অনুসরণ করেন। 194)
বৈদান্তিক
(p. 644) baidāntika বিণ. 1 বেদান্তসংক্রান্ত; 2 বেদান্তসম্মত (বৈদান্তিক পদ্ধতি); 3 বেদান্তদর্শনের অন্তর্ভুক্ত। বি. বেদান্তদর্শনে পণ্ডিত ব্যক্তি। [সং. বেদান্ত + ইক]। 28)
ব্রহ্ম2
(p. 652) brahma2 (-হ্মন্) বি. 1 নির্গুণ পরমাত্মা, পরব্রহ্ম, পরমপুরুষ, অদ্বিতীয় পরমেশ্বর; 2 পরমতত্ত্ব, পরম সত্য (ব্রহ্মজ্ঞান); 3 বিধাতা; 4 তপস্যা (ব্রহ্মচর্য); 5 বেদমন্ত্র; 6 ব্রহ্মা; 7 ওঙ্কার। [সং. √ বৃংহ্ + মন্]। ̃ .চর্য বি. 1 বেদাদি শাস্ত্রানুশীলন এবং পবিত্র জীবনযাপন; 2 যৌনসংগম, মৈথুনবর্জিত সংযম। ̃ .চর্যাশ্রম হিন্দুশাস্ত্র-অনুমোদিত জীবনের প্রথম অবস্হা। ̃ .চারী (-রিন্) বিণ. বি. 1 ব্রহ্মচর্যপালনকারী; 2 (উপনয়নান্তে) গুরুগৃহে অধ্যয়নরত ব্রাহ্মণকুমার। স্ত্রী. ̃ .চারিণী। ̃ জ্ঞ বিণ. ব্রহ্মজ্ঞানসম্পন্ন। ̃ .জ্ঞান বি. ব্রহ্মের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান, তত্ত্বজ্ঞান। ̃ .জ্ঞানী (-নিন্) বিণ. বি. 1 ব্রহ্মজ্ঞান আছে এমন; 2 ব্রহ্মজ্ঞানবিত্; 3 (বাং.) ব্রাহ্মধর্মাবলম্বী। ̃ .ণ্য বিণ. ব্রহ্মসম্বন্ধীয় বা ব্রাহ্মণসম্বন্ধীয় (ব্রহ্মণ্যশক্তি)। বি. 1 ব্রহ্মতেজ; 2 ব্রাহ্মণের হিতকারী দেবতা নারায়ণ (ব্রহ্মণ্যদেব)। ̃ .তালু বি. মাথার চাঁদি; ব্রহ্মরন্ধ্রের উপরিভাগ। ̃ .তেজ বি. 1 ব্রহ্মজ্ঞানজনিত শক্তি; 2 ব্রাহ্মণের শক্তি। ̃ ত্ব বি. ব্রহ্মের বা ব্রহ্মতুল্য ভাব বা পদ। ̃ .দেব বি. নারায়ণ, বিষ্ণু। ̃ .দৈত্য বি. ব্রাহ্মণের প্রেতযোনি, ব্রাহ্মণের ভূত। ̃ .নাভ বি. বিষ্ণু। ̃ .পুরী বি. 1 ব্রহ্মের বাসস্হান; 2 পুরাণোক্ত সপ্তলোকের মধ্যে উচ্চতম লোক; 3 স্বর্গ। ̃ .বন্ধু বি হীন বা পতিত ব্রাহ্মণ। ̃ .বাদ বি. 1 ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বে বিশ্বাস; 2 একেশ্বরবাদ, কেবল ব্রহ্মে বিশ্বাস। ̃ .বাদী (-দিন্) বিণ. 1 ব্রহ্মবিদ্যার প্রবক্তা; 2 বেদাধ্যায়ী; 3 ব্রহ্মজ্ঞানী; 4 একেশ্বরবাদী, কেবল ব্রহ্মের অস্তিত্বে বিশ্বাসী; 5 বৈদান্তিক। স্ত্রী. ̃ .বাদিনী। ̃ .বিদ্যা বি. ব্রহ্মজ্ঞান বা তদ্বিষয়ক শাস্ত্র। ̃ .বিহার বি. (বৌ. শা.) সর্ব অবস্হায় বিশ্বজনীন মৈত্রী, করুণা মুদিতা অর্থাত্ অন্যের সুখে সুখবোধ ও উপেক্ষা-এই চারপ্রকাকার ভাবনা, যা বৌদ্ধমতে ব্রহ্মলোকে যাবার উপায়। ̃ .বৈবর্ত বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ .ময়ী বি. কালিকাদেবী, কালী ('ব্রহ্মময়ী তারা তুমি': রা. প্র.)। ̃ .রন্ধ্র বি. ব্রহ্মতালুর কেন্দ্র বা কেন্দ্রস্হিত ছিদ্র; জীবাত্মার শাস্ত্রোক্ত নিষ্ক্রমণপথ। ̃ র্ষি বি. ঋষি নামের যোগ্য ব্রাহ্মণ, ঋষিব্রাহ্মণ। ̃ .লোক-ব্রহ্মপুরী -র অনুরূপ। ̃ .শাপ বি. ব্রাহ্মণের অভিশাপ। ̃ .শির, ̃শিরা বি. পুরাণোক্ত মহামন্ত্রবিশেষ। ̃ .সংগীত বি. ব্রহ্মের উপাসনাগীত, ব্রহ্মের পূজক বা ব্রাহ্মধর্মাবলম্বীদের দ্বারা রচিত গীfত। ̃ .সংহিতা বি. 1 চৈতন্যদেব দাক্ষিণাত্য থেকে যে বৈষ্ণবগ্রন্হ সংগ্রহ করেছিলেন; 2 ব্রহ্মজ্ঞানবিষয়ক বৈদিক গ্রন্হবিশেষ। ̃ .সাবর্ণি বি. দশম মনু। ̃ .সূত্র বি. 1 পইতে, উপবীত; 2 বাদরায়ণকৃত বেদান্তসূত্র। ̃ .স্ব বি. ব্রাহ্মণের সম্পত্তি। ̃ .হত্যা বি. ব্রাহ্মণবধ। 24)
শংকর
(p. 768) śaṅkara বিণ. মঙ্গলকারী। বি. 1 শিব ('হে ভবেশ, হে শংকর, সবারে দিয়েছ ঘর': রবীন্দ্র); 2 বেদান্তসূত্র ও উপনিষদ ইত্যাদির সুপ্রসিদ্ধ ভাষ্যকার শংকরাচার্য; 3 সামুদ্রিক মাছবিশেষ। [সং. শম্ + √ কৃ + অ]। শংকরী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী। বি. (স্ত্রী.) শিবপত্নী দুর্গা। 4)
ষড়্-দর্শন
(p. 790) ṣaḍ়-darśana বি. সাংখ্য পাতঞ্জল পূর্বমীমাংস উত্তরমীমাংসা বা বেদান্ত ন্যায় ও বৈশেষিক-এই ছয়টি দর্শনশাস্ত্র। [সং. ষট্ + দর্শন]। 9)
হস্ত
(p. 862) hasta বি. 1 হাত, কর, পাণি; বাহু, ভুজ; 2 কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ; 3 চব্বিশ অঙ্গুলি বা প্রায় আঠারো ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্যের মাপবিশেষ; 4 হাতির শুঁড়। [সং. √ হস্ + তন্]। ̃ কৌশল বি. হাত চালাবার কায়দা, হাতের কায়দা। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. হাত দেওয়া; কোনো কাজে অংশগ্রহণ বা বাধাদান (অন্যের কাজে বা অধিকারে হস্তক্ষেপ)। ̃ গত বিণ. অধিকৃত, দখলীকৃত, করায়ত্ত। ̃ গ্রাহ্য বিণ. হস্তদ্বারা গ্রহণযোগ্য বা স্পর্শনসাধ্য। ̃ চ্যুত বিণ. 1 হাতছাড়া, অধিকারচ্যুত, বেদখল; 2 হাত থেকে পড়ে গিয়েছে এমন। ̃ ধারণ বি. হাত ধরা। ̃ রেখা বি. করতলের রেখা। ̃ লাঘব বি. হাতসাফাই; হাতের নৈপুণ্য। ̃ লিখিত বিণ. হাতেলেখা অর্থাত্ মুদ্রিত নয়। ̃ .লিপি, ̃ .লেখ বি. হাতের লেখা।; হস্তাক্ষর বি. হাতের লেখার ছাঁদ; হাতের লেখা। হস্তান্তর বি. অন্য লোকের অধিকারভুক্ত হওয়া; হাতবদল (জমির হস্তান্তর)। হস্তান্তরিত বিণ. অন্যের অধিকারে গেছে এমন; অন্য লোককে প্রদত্ত। হস্তাব-লেপ বি. 1 হাত বুলানো; 2 (বিরল) হস্তসঞ্চালনের দ্বারা গর্বপ্রকাশ। হস্তাম-লক বি. 1 করতলস্হিত আমলকী; 2 (আল.) সম্পূর্ণ আয়ত্ত বস্তু বা সহজে আয়ত্ত হয় এমন বস্তু; 3 শংকরাচার্যকৃত বেদান্তগ্রন্হবিশেষ। হস্তার্পণ বি. হস্তক্ষেপ -এর অনুরূপ। 9)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074290
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768728
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366145
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721089
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698082
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594675
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545249
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন