Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভাঙানি; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

কান2
(p. 181) kāna2 বি. 1 শ্রবণেন্দ্রিয়; 2 সেতার, এসরাজ, বেহ্বালা প্রভৃতি বাদ্যযন্ত্রের চাবি; 3 কানের অলংকারবিশেষ। [সং. কর্ণ]। কান কাটা যাওয়া (আল.) ক্রি. পরাজিত হওয়া; অপমানিত হওয়া (তোর জন্য আমার কান কাটা গেল)। কান-কাটা বিণ. নির্লজ্জ, বেহায়া। কান খাড়া করা ক্রি. বি. শোনার জন্য উত্কর্ণ হওয়া। কান দেওয়া ক্রি বি শোনা; মনোযোগ দেওয়া; গ্রাহ্য করা (ওর কথায় কান দিয়ো না)। কান ধরা ক্রি. বি. তিরস্কার বা অপমান করার জন্য কানে হাত দেওয়া। কান পাকা ক্রি. বি. কানের ভিতরে পূঁজ জমা। কান পাতা ক্রি. বি. (গোপনে) শোনার জন্য প্রস্তুত হওয়া। কান ভাঙানো ক্রি. বি. কারও বিরুদ্ধে অপর কাউকে কিছু বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা। কান ভারী করা ক্রি. বি. গোপনে নিন্দা করে কারও বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা। কান মলা ক্রি. বি. (শাস্তিস্বরূপ বা অপমান করার জন্য) কান মুচড়ে দেওয়া; অপমান করা; শোচনীয়ভাবে পরাজিত করা। কানে আঙুল দেওয়া ক্রি. বি. (অশ্রাব্য কিছু) শুনতে না চাওয়া। কানে ওঠা ক্রি. বি. কর্ণগোচর হওয়া। কানে তালা লাগা ক্রি. বি. দুর্বলতার জন্য বা ভয়ানক গোলমালে কানে কিছু শুনতে না পাওয়া। কানে তোলা ক্রি. বি. শোনানো (সে মনিবের কানে কথাটা তুলল); 2 গ্রাহ্য করা (সে কানো কথাই কানে তুলছে না)। কানে ধরে বলা ক্রি. বি. বিশেষভাবে বা তিরস্কারপূর্বক মনোযোগী করানো। কানে লাগা ক্রি. বি. বিশ্বাসের যোগ্য বলে মনে হওয়া (কথাটা তার কানে লাগল); শ্রুতিমধুর মনে হওয়া। ̃ কোটারি বি. কেন্নো, কীটবিশেষ-এই কীট কানে প্রবেশ করে বলে কেউ কেউ মনে করে। ̃ খুশকি, ̃ খুস্কি বি. কানের খোল বের করার ধাতুনির্মিত কাঠি। কান-পাতলা বিণ. কোনো বিচারবিবেচনা ছাড়াই অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে এমন। কান-ফাটা, কান-ফাটানো বিণ. কানের পরদা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত। কান-বালা বি. মাকড়িজাতীয় কানের অলংকারবিশেষ। কানা-কানি বি. কানে কানে কথা বলাবলি; গোপন রটনা। কানা-ঘুষা, কানা-ঘুষো বি. গোপন রটনা। কানে কানে ক্রি-বিণ. মৃদুস্বরে; চুপি চুপি; কানের কাছে মুখ নিয়ে; (আঞ্চ.) কানায় কানায়। কানে-খাটো বিণ. কানে কম শোনে এমন। কানে তুলো গোঁজা (দেওয়া) ক্রি. বি. ইচ্ছা করে না শোনা। 20)
কোটনা2
(p. 209) kōṭanā2 বি. 1 যে পুরুষ গুপ্তপ্রণয়ের নায়ক-নায়িকার মিলনে সাহায্য করে; 2 কান-ভাঙানি দিয়ে বিবাদ বাধায় এমন লোক। [সং. কুট্টনী-র বাং. পুং. রূপ]। বি. (স্ত্রী.) কোটনী। কুটনী দ্র। ̃ গিরি, ̃ পনা বি. কোটনার কাজ। ̃ মি বি. কোটনাপনা, কান-ভাঙানি। 32)
খুচরা, খুচরো
(p. 230) khucarā, khucarō বিণ. 1 ছোট ছোট ও বিবিধ (খুচরো কাজ, খুচরো খরচ); 2 ভাঙানো (খুচরো টাকা)। বি. টাকার ভাঙানি; ভাঙানো টাকা-পয়সা ইত্যাদি (আমার পকেটে একেবারেই খুচরো নেই)। [হি. খুদরা সং. ক্ষুদ্র]। 28)
গৃহ
(p. 253) gṛha বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ̃ কপোত বি. পোষা পায়রা, পারাবত। ̃ কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কর্ম, ̃ কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। ̃ কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ̃ গোধিকা বি. টিকটিকি। ̃ চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ̃ চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ̃ জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ̃ ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ̃ দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ̃ দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ̃ ধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ̃ নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ̃ পতি বি. গৃহস্বামী। ̃ পালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ̃ প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ̃ প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ̃ বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ̃ বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ̃ বলি-ভুক (-ভুজ্) পায়রা। ̃ বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)। ̃ বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ̃ বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ̃ ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ̃ ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ̃ মণি বি. প্রদীপ। ̃ মৃগ বি. কুকুর। ̃ মেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে। ̃ মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ̃ যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ̃ লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ̃ শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ̃ শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ̃ শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ̃ সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ̃ স্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক। বিণ. গৃহে স্হিত। ̃ স্হালি, ̃ স্হালী বি. ঘরকন্নার কাজকর্ম। ̃ স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ̃ স্বামিনী। ̃ হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন। 63)
ঘর
(p. 266) ghara বি. 1 গৃহ বা বাড়ি, বাসভবন; 2 প্রকোষ্ঠ, কক্ষ (পড়ার ঘর, বসবার ঘর) ; 3 মন্দির (ঠাকুর ঘর); 4 পরিবার (এ পাড়ায় চল্লিশ ঘর লোকের বাস); 5 বংশ, কুল (ভালো ঘরের ছেলে); 6 ছোট রন্ধ্র, ছিদ্র, ঘাট (জামায় বোতামের ঘর) ; 7 ভিতর, অন্তর, মধ্য (ঘরের কথা, ঘরে-বাইরে); 8 স্হান, বিষয় (জমার ঘরে শূন্য)। [সং. গৃহ প্রাকৃ. ঘর]। ঘর-আলো-করা বিণ. গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করে এমন (ঘর-আলো-করা ছেলে)। ঘর আলো করা ক্রি. (আল.) গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করা (ঘর আলো করে চাঁদের মতো ছেলে জন্মাল)। ঘর করা ক্রি. গৃহিণী বা বধূ হয়ে সংসারে বাস করা (শ্বশুরের ঘর করা, স্বামীর ঘর করা)। ঘর কাটা ক্রি. চৌকো খোপ আঁকা। ঘর জ্বালানো ক্রি. 1 ঘরে আগুন দেওয়া; 2 (আল.) পরিবারের সুখশান্তি নষ্ট করা বা পরিবারের ধ্বংসসাধন করা (তুমি কি আমার ঘর জ্বালাতে এসেছ?)। ঘর তোলা ক্রি. বাড়ি তৈরি করা (এই সামান্য টাকায় কি আর পাকা ঘর তোলা যায়?)। ঘর নষ্ট করা ক্রি. পরিবারের শান্তি বা মানসম্মান নষ্ট করা। ঘর পাওয়া ক্রি. 1 বাসাবাড়ি সংগ্রহ করা; 2 (বৈবাহিক সম্বন্ধ স্হাপনের জন্য) উপযুক্ত বংশ অর্থাত্ পাত্রপাত্রী পাওয়া। ঘর বাঁধা ক্রি. 1 বসতি স্হাপন করা; 2 বিবাহাদি করে সংসার পাতা। ঘর-বার করা ক্রি. আকুল প্রতীক্ষায় ক্রমাগত ঘরের বাইরে যাওয়া ও ভিতরে আসা। ঘর ভাঙা ক্রি. ঘর নষ্ট করা -র অনুরূপ। ঘরে আগুন দেওয়া ক্রি. (আল.) পরিজনদের ধ্বংসসাধন করা; সংসারের শান্তি নষ্ট করা। ঘরে পরে ক্রি-বিণ. ঘরের ভিতরে ও বাইরে, দেশেবিদেশে, সর্বত্র ('ঘরে পরে সব হাসিছে': রবীন্দ্র)। ঘরের কথা পরিবারের এবং নিজ পক্ষের গুপ্ত বা অন্তরঙ্গ কথা বা ব্যাপার (ঘরের কথা পরকে বলা)। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ক্রি. বি. অকারণে অন্যের দায়িত্ব মাথায় নেওয়া। ঘরের শত্রু স্বজনের বা স্বদলের শত্রুতাসাধনকারী। ̃ কন্না, ̃ করনা বি. গৃহস্হালি, সংসার, সংসারের দৈনন্দিন কাজকর্ম; সংসারধর্ম; গৃহকর্ম; গৃহিণীপনা। ̃ কুনো বিণ. 1 গৃহকোণ ছেড়ে নড়তে চায় না এমন; 2 অমিশুক, অসামাজিক। ঘর ঘর ক্রি-বিণ. প্রত্যেক বাড়িতে বা পরিবারে ('পল্লীর ঘর ঘর': স. দ.)। ̃ ছাড়া বিণ. 1 গৃহহীন ('ঘরছাড়া আজ ঘর পেল যে': রবীন্দ্র); 2 গৃহত্যাগী, বৈরাগী। ̃ জামাই বি. যে পুরুষ বিবাহের পর শ্বশুরালয়ে বাস করে। ̃ জোড়া বিণ. সমস্ত ঘর জুড়ে থাকে অর্থাত্ সংসার জমজমাট করে রাখে এমন। ̃ জ্বালানে বিণ. পরিবারের সুখশান্তি নষ্ট করে এমন। স্ত্রী. ̃ জ্বালানি। ঘর-ঘর বি. আত্মপর, আপনপর। ̃ পোড়া বিণ. 1 যার ঘর পুড়েছে এমন; 2 (আল.) পরিবারের বা আত্মপক্ষের ধ্বংসকারক (ঘর-পোড়া বুদ্ধি)। বি. হনুমান। ঘর-পোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একবার অগ্নিদাহ থেকে রক্ষা পেয়েছে এমন গোরু সিঁদুর-রাঙা মেঘ দেখলে তাকে অগ্নিশিখা ভাবে শঙ্কিত হয়; (আল.) একবার বিপদ থেকে রক্ষা পেলে লোকে তুচ্ছ কারণেও ভয় পায়। ̃ পোষা বিণ. গৃহপালিত। ̃ বর বি. স্বামী ও তার বংশমর্যাদা (ঘরবর দেখে মেয়ের বিয়ে দেওয়া)। ̃ বাড়ি বি. বাসগৃহাদি। ̃ ভাঙানে বিণ. গৃহবিচ্ছেদকারী। স্ত্রী. ̃ ভাঙানি। ̃ মুখো বিণ. নিজ গৃহাভিমুখী। ̃ সংসার বি. গৃহস্হালি ও সাংসারিক কাজকর্ম। ̃ সন্ধানী বিণ.সংসারের বা পরিবারের সমস্ত গুপ্ত কথা জানে ও ফাঁস করে এমন (ঘরসন্ধানী বিভীষণ)। 29)
চুকলি
(p. 290) cukali বি. আড়ালে নিন্দা; লাগানিভাঙানি। [আ. চুগল্]। চুকলি কাটা ক্রি. বি. ভাঙানি দেওয়া; আড়ালে নিন্দা করা। ̃ খোর বিণ. আড়ালে নিন্দা বা লাগানিভাঙানি করে এমন। 68)
জাগর
(p. 320) jāgara বি. 1 জাগ্রত্ বা জাগ্রত অবস্হা ('রজনী জাগর ক্লান্ত': রবীন্দ্র); 2 নিদ্রাভঙ্গ, জেগে জাওয়া; 3 ঘুমভাঙানি গানবিশেষ। [সং. √ জাগৃ + অ]। ̃ মন্ত্র বি. ঘুম ভাঙানোর মন্ত্র; নিস্ক্রিয়তা বা অচৈতন্য অবস্হা দূর করার মন্ত্র ('নবীন প্রাণের জাগরমন্ত্র': রবীন্দ্র)। 13)
জাগা
(p. 320) jāgā ক্রি. বি. 1 নিদ্রোত্থিত হওয়া, ঘুম থেকে ওঠা (খুব ভোরে জেগে যাই); 2 না ঘুমানো, বিনিদ্র থাকা (রাত জাগা ভালো নয়); 3 প্রবৃদ্ধ হওয়া, চেতনা লাভ করা ('জাগিয়া উঠেছে প্রাণ': রবীন্দ্র); 4 উদিত হওয়া (মনে একটা প্রশ্ন জেগেছে); 5 উঁচু হয়ে থাকা (কাঁটাটা জেগে আছে, জলের মধ্যে ডালপালাগুলো জেগে আছে)। [সং. জাগৃ + বাং আ]। ̃ নো বি. ক্রি. 1 ঘুম ভাঙানো ('ওরে জাগায়ো না': রবীন্দ্র); 2 প্রবুদ্ধ বা সচেতন করা; 3 সতর্ক করা; 4 স্মরণ করানো। বিণ. উক্ত সব অর্থে। 19)
টাকা2
(p. 343) ṭākā2 বি. 1 মুদ্রাবিশেষ; ভারতীয় মুদ্রার একক (1 পয়সায় 1 টাকা); 2 অর্থ, ধন (লোকটার যথেষ্ট টাকা আছে)। [সং. টঙ্ক]। টাকা ওড়ানো ক্রি. বি. অপব্যয় করা। ̃ কড়ি, ̃ পয়সা বি. নগদ অর্থ। টাকা করা ক্রি. বি. অর্থ উপার্জন ও সঞ্চয় করা। টাকা খাওয়া ক্রি. বি. ঘুষ নেওয়া। টাকা ভাঙানো ক্রি. বি. বেশি মূল্যের মুদ্রা বা কাগজি মুদ্রার সঙ্গে সমপরিমাণ কিন্তু খুচরা মুদ্রার বিনিময় করা। টাকা মারা ক্রি. বি. অন্যের টাকা আত্মসাত্ করা। টাকায় টাকা আনে ব্যাবসা ইত্যাদিতে যত বেশি টাকা বিনিয়োগ করা হয় তত বেশি টাকা লাভ হয়। টাকার আণ্ডিল, টাকার কুমির (আল.) অতি ধনশালী ব্যক্তি। টাকার গরম বি. ধনগর্ব। টাকার মুখ দেখা ক্রি. বি. অর্থলাভ করা; অর্থোপার্জনে সক্ষম হওয়া। টাকার শ্রাদ্ধ বি. প্রচুর অর্থের অপচয়। 14)
বৈতাল1, বৈতালিক1
(p. 644) baitāla1, baitālika1 বি. 1 স্তুতিপাঠক, চারণ, স্তুতিগানের গায়ক ('বসন্তের বৈতালিক যবে উচ্চারিবে আবাহনী': সু. দ.); 2 (বাং.) রাজারাজড়াদের ঘুম ভাঙানোর জন্য স্তুতিপাঠকের গান। [সং. বি + তাল + অ, ইক]। 24)
ভাংচি
(p. 659) bhāñci বি. কাউকে কোনো কাজ থেকে নিরস্ত করবার জন্য কুমন্ত্রণা; ভাঙানি। [সং. ভঙ্গ বা √ ভঞ্জ]। 22)
ভাংটা
(p. 659) bhāṇṭā বি. (আঞ্চ.) খুচরো পয়সা, ভাঙানি। [ভাঙা]। 23)
ভাঙানি
(p. 661) bhāṅāni বি. 1 ভাংচি দিয়ে প্রতিকূল করা, গোপনে বিরুদ্ধতা করে অসুবিধার সৃষ্টি করা (লাগানি-ভাঙানি); 2 খুচরো পয়সা (দশ টাকার ভাঙানি)। [বাং. ভাঙা + আনি]। 4)
ভাঙানো
(p. 661) bhāṅānō ক্রি. বি. 1 দূর করা, ঘুচানো (ভয় ভাঙানো, ঘুম ভাঙানো); 2 খুচরো করা (টাকা ভাঙানো); 3 ভাংচি দেওয়া (মন ভাঙানো); 4 কাজে লাগিয়ে বা ব্যবহার করে সুবিধা পাওয়া (বাপের নাম ভাঙিয়ে সুবিধে আদায় করেছে)। [বাং. ভাঙা + আনো]। 5)
রেজকি, রেজগি
(p. 748) rējaki, rējagi বি. একটাকা থেকে কম মূল্যের মুদ্রা; টাকার ভাঙানি, খুচরো। [ফা. রেজ্গী]। 24)
লাগানি, লাগানি-ভাঙানি
(p. 758) lāgāni, lāgāni-bhāṅāni দ্র লাগানো। 9)
লাগানো
(p. 758) lāgānō ক্রি. বি. 1 সংযুক্ত করা (খামে টিকিট লাগানো, ঘরে আগুন লাগানো); 2 লিপ্ত বা লেপন করা (দেওয়ালে রং লাগানো, ফোঁড়ায় মলম লাগানো); 3 ছোঁয়ানো (গায়ে গা লাগানো); 4 সেবন করা, লাগতে দেওয়া (মাথায় রোদ লাগানো); 5 ভিড়ানো (তীরে নৌকা লাগানো); 6 রোপণ করা (গাছের চারা লাগানো); 7 নিযুক্ত করা (কাজে লাগানো; মনে লাগানো, পিছনে লোক লাগোনো); 8 প্রয়োগ করা (ঘাকতক লাগানো); 9 বাধিয়ে দেওয়া (ঝগড়া লাগিয়ে দিচ্ছে); 1 ব্যয় করা (সময় লাগানো); 11 মনে উত্পাদন করা, বোধ করানো (তাক লাগানো, ভয় লাগানো); 12 গোপনে বিরুদ্ধে বলা, চুকলি কাটা (আমার নামে লাগিয়েছে); 13 বন্ধ করা (দরজাটা লাগিয়ে দাও)। লাগা দ্র। লাগানি বি. গোপন নালিশ, চুকলি। লাগানি-ভাঙানি বি. গোপনে অন্যের নিন্দা করে মন বিগড়ে দেওয়া। 10)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2084381
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772368
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1370110
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722773
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700099
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595940
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550300
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543108

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন