Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভাতের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভ্রাতৃক
(p. 55) abhrātṛka বিণ. ভ্রাতৃহীন, ভাই নেই এমন। [সং. ন + ভাতৃ + ক]। 36)
আমানি
(p. 101) āmāni বি. পানতা ভাতের জল, কাঁজি। [দেশি]। 37)
কম2
(p. 164) kama2 (উচ্চা. কম্) বিণ. 1 অল্প (ওজনে কম, কম খাওয়া); 2 ন্যূন (বেতন এক হাজারের কম); 3 পশ্চাত্পদ, হীন, অক্ষম (চালাকিতে সেই বা কম কীসে?)। [ফা. কম্]। কম করা ক্রি. বি. কমানো, হ্রাস করা (ভাই, দামটা একটু কম করো)। কম করে অব্য. অন্তত, কমপক্ষে। ̃ জোর বিণ. দুর্বল (অসুখে ভুগে কমজোর হয়ে পড়েছ)। ̃ জোরি বি. দুর্বলতা। ̃ তি বি. কমের বাব, কমের অবস্হা; হ্রাস, অল্পতা (শরীরে দুর্বল হলেও তার কথার কিছু কমতি নেই)। ̃ পোক্ত বিণ. 1 তেমন মজবুত বা পোক্ত নয় এমন, কমজোরি; 2 বিচলিত। ̃ বেশি অব্য. অল্পাধিক। বি. কম বা বেশি; পার্থক্য (এতটুকু কমবেশি হওয়ার উপায় নেই)। ̃ সম বিণ. অল্পের উপর, একটু-আধটু (কমসম ঝাল দিয়ে রান্না)। কমসে কম অব্য. ক্রি-বিণ. অন্ততপক্ষে, খুব কম করেও। কম হওয়া ক্রি. অল্প হওয়া, কমে যাওয়া (ভাতে কম হবে?)। 38)
কাঁজি
(p. 174) kān̐ji বি. পান্তাভাতের টকো জল; আমানি। [সং. কাঞ্জিক]। 63)
কাঞ্জি
(p. 179) kāñji বি. কাঁজি, আমানি, পান্তাভাতের জল। [সং. কাঞ্জিক]। 8)
কুঞ্জল
(p. 194) kuñjala বি. পান্তাভাতের জল, আমানি। [সং. কু + জল (নি.)]। 34)
খচ, খচ্
(p. 221) khaca, khac অব্য. বি. ছুঁচলো বস্তু বিঁধে যাবার বা কাঁটা বেঁধার (কল্পিত) আওয়াজ (খচ করে ছুঁচটা আঙুলে ফুটে গেল)। ̃ খচ অব্য. ক্রমাগত কাটবার বা বেঁধবার শব্দ। খচখচ করা ক্রি. বি. ক্রমাগত কর্কশ বা কষ্টকর স্পর্শের অনুভূতি হওয়া (এই অস্বস্তিটা সর্বদা মনের মধ্যে খচখচ করছে; ভাতে কাঁকর খচখচ করছে)। ̃ খচানি বি. ক্রমাগত বকুনি বা তিরস্কার, খিচখিচ করা, ক্যাটক্যাট করা। খচাখচ ক্রি. বিণ. খচখচ শব্দে এবং অতি দ্রূত (ফুলগাছগুলো খচাখচ কেটে দিল; খচাখচ লিখে দিলাম)। খচ-খচে বিণ. খচখচ করে এমন। 12)
গালা2
(p. 246) gālā2 ক্রি. 1 গালিয়ে ফেলা, দ্রব বা তরল করা; 2 ফাটিয়ে ভিতরের পদার্থ বার করা (ফোঁড়া গালা) ; 3 বার করে ফেলা, নিষ্কাশিত করা (ভাতের ফেন গালা)। বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √গল্ + ণিচ্ + বাং. আ]। 98)
চিদাকাশ
(p. 290) cidākāśa বি. চিদম্বর -এর অনুরূপ ('তোমার চিদাকাশে ভাতে সুরয-চন্দ্র-তারা': রবীন্দ্র)। [সং. চিত্ + আকাশ]। 3)
ঝাঁট
(p. 336) jhān̐ṭa বি. ঝাঁটা দিয়ে পরিষ্কার করা, সম্মার্জন ('সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট: য. সে.)। [ঝাঁটা দ্র]। ঝাঁট দেওয়া ক্রি. বি. ঝাঁটা দিয়ে পরিষ্কার করা। 10)
ঠন-ঠনে
(p. 350) ṭhana-ṭhanē বিণ. 1 শূন্য (ভাতের হাঁড়ি ঠনঠনে, পকেট ঠনঠনে); 2 জলহীন (ঠনঠনে কলসি)। বি. কলকাতার ঠনঠনিয়া নামের প্রসিদ্ধ পল্লি (ঠনঠনের কালী)। [ধ্বন্যা.]। 10)
দলা1
(p. 400) dalā1 বি. ডেলা, পিণ্ডের মতো খণ্ড (ভাতের দলা, দলা-পাকানো কাগজ)। [সং. দল (=খণ্ড) + বাং. আ]। 22)
দুধ
(p. 411) dudha বি. 1 দুগ্ধ, পয়ঃ, স্তন্য; 2 দুধের মতো সাদা রস বা তরল পদার্থ (নারকেলের দুধ)। [সং. দুগ্ধ]। দুধকলা দিয়ে কালসাপ পোষা ক্রি. বি. মারাত্মক শত্রুকে চিনতে না পেরে সাদরে পালন করা। ̃ কুসুম্ভা বি. দুধে ঘোঁটা সিদ্ধির শরবত। দুধ ছেঁড়া, দুধ কাটা, দুধ ছানা হওয়া ক্রি. বি. টক জিনিসের সংস্পর্শে দুধ বিকৃত হওয়া। দুধ তোলা ক্রি. বি. শিশুর পান-করা দুধ বমি করে দেওয়া। ̃ দাঁত, দুধে দাঁত বি. শিশুর প্রথম যে দাঁত গজায় এবং পরে ছ-সাত বছরে যা পড়ে যায়। ̃ ভাত বি. শুধু দুধসহযোগে ভাত যা মূলত শিশুর, বৃদ্ধের ও রোগীর খাদ্য। ̃ রাজ, ̃ কমল বি. হেমন্তকালের ধানবিশেষ। দুধালো, দুধেল বিণ. দুধ দেয় এমন, দুগ্ধবতী (দুধেল গাই)। দুধে-আলতা রং বি. দুধে-আলতা মেশালে যে উজ্জ্বল গৌরবর্ণ হয়। দুধে-ভাতে থাকা ক্রি. বি. (আল.) সচ্ছল অবস্হায় বাস করা। দুধের ছেলে, দুধের বাচ্চা বি. নিতান্তই শিশু, দুগ্ধপোষ্য শিশু। দুধের সাধ ঘোলে মেটানো ক্রি. বি. বাঞ্ছিত বস্তুর অভাবে অপেক্ষাকৃত নিকৃষ্ট বস্তু দিয়ে কাজ চালানো। 21)
প্রভাত-ফেরি
(p. 548) prabhāta-phēri বি. 1 ভোরবেলা পাড়ায় পাড়ায় বা রাস্তায় উদ্বোধনী সংগীত গেয়ে পুরবাসীদের জাগরিত করা; 2 ভোরে দেশাত্মবোধক বা প্রেরণামূলক সম্মেলক গান গেয়ে পথ পরিক্রম; প্রভাতের মঙ্গলগীত। [গুজ?]। 29)
প্রভাতি, (বর্জি.) প্রভাতী
(p. 548) prabhāti, (barji.) prabhātī বিণ. প্রভাতকালীন (প্রভাতি গান)। বি. প্রভাতে গেয় সংগীত বা পাঠ্যস্তব ('এসেছিলে শুধু গাহিতে প্রভাতী': বড়াল)। [সং. প্রভাত + বাং. ই]। 30)
প্রাতঃ
(p. 554) prātḥ (প্রাতর্) বি. 1 প্রভাত, সকালবেলা; 2 (আল.) সূচনা, শুরু। [সং. প্র + √ অত্ + অর্]। ̃ কাল বি. প্রভাত, সকালবেলা। ̃ কালীন বিণ. প্রাতঃকালের; প্রাতঃকালসম্বন্ধীয়। ̃ কৃত্য, ̃ ক্রিয়া বি. মলমূত্রত্যাগ ইত্যাদি প্রাতঃকালীন কর্ম। ̃ প্রণাম বি. প্রভাতকালীন অভিবাদন। ̃ ভ্রমণ বি. সকালে মুক্তবায়ুতে বেড়ানো বা পায়চারি। ̃ সন্ধ্যা বি. 1 প্রত্যুষ রাত্রি ও প্রভাতের সন্ধিকাল; 2 সকালবেলায় করণীয় সন্ধ্যাআহ্নিক, জপ-তপ। ̃ স্নান বি. ভোরবেলায় স্নান। ̃ স্মরণীয় বিণ. প্রভাতে নিদ্রাভঙ্গের সঙ্গেসঙ্গেই স্মরণীয় অর্থাত্ অত্যন্ত পুণ্যকীর্তি (প্রাতঃস্মরণীয় মহাপুরুষ)। 31)
প্রাতর্বাক্য
(p. 554) prātarbākya বি. প্রভাতে প্রথমোচ্চারিত বাক্য, যা সত্য হয় বলে বিশ্বাস। [সং. প্রাতঃ + বাক্য]। 34)
ফুট৪
(p. 565) phuṭa4 বি. 1 তরল পদার্থ উত্তাপে ফোটবার সময় উত্থিত বুদবুদ (জলের ফুট); 2 ফোটবার অবস্হা (দুধে ফুট ধরেছে, ভাতে দুবার ফুট দেওয়া হয়েছে); 3 ফাট, চিড়। [সং. √ স্ফুট্ + বাং. অ]। ̃ কড়াই, ̃ কলাই বি. ফুটানো বা ভাজা মটর। 56)
ফেন
(p. 567) phēna বি. 1 ফেনা, গাঁজ; 2 মাড় (ভাতের ফেন)। [সং. √ স্ফায়্ + ন]। ̃ দুগ্ধা বি. দুধফেনি পিঠে। ̃ নিভ বিণ. ফেনার মতো কোমল ও শুভ্র (দুগ্ধফেননিভ শয্যা)।
বাড়া
(p. 596) bāḍ়ā ক্রি. বি. 1 বৃদ্ধি পাওয়া (জনসংখ্যা বাড়ছে, বয়স বাড়ছে); 2 পাত্রে ভোজনের জন্য সাজিয়ে দেওয়া (ভাত বাড়া); 3 (কথ্য) সধবা নারীর শাঁখা ভেঙে যাওয়া (শাখাটা বেড়েছে)। বিণ. 1 বেড়েছে এমন (বাড়া বেতন); 2 বাড়া হয়েছে এমন (বাড়া ভাত); 3 ভেঙেছে এমন (বাড়া শাঁখা); 4 অধিক ('সে মাটি মায়ের বাড়া': রবীন্দ্র)। [সং. √ বৃধ্ প্রাকৃ. বড্ঢি হি. বাঢ় + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 বর্ধিত করানো (মান বাড়ানো); 2 প্রসারিত করা (পা বাড়ানো, গলা বাড়ানো); 3 ভোজনপাত্রে অন্যের দ্বারা খাবার সাজাবার ব্যবস্হা করানো; 4 শিষ বার করার জন্য কাটা (পেনসিল বাড়ানো); 5 সম্মানবৃদ্ধি করা, অতিরিক্ত প্রশংসা করা (আমাকে আর বাড়িয়ো না); 6 অতিরঞ্জিত করা (বাড়িয়ে বলা); 7 অতিরিক্ত প্রশ্রয় দেওয়া (ছেলেটাকে খুব বাড়িয়েছ); 8 প্রকৃত অবস্হা থেকে বেশি করে জ্ঞাপন করা (বয়স বা়ড়ানো)। ̃ বাড়ি বি. 1 আতিশয্য, আধিক্য (রোগের বাড়াবাড়ি); 2 কোনো কাজে বা আচরণে সীমালঙ্ঘন (বাড়াবাড়ি করা)। বাড়া ভাতে ছাই বি. বাধা, বাগড়া। 25)
বাল
(p. 602) bāla বি. 1 বালক; 2 শিশু (বালক্রীড়া, বালভাষিত)। [সং. √ বল্ + অ]। স্ত্রী. বালা। ̃ কাণ্ড বি. রামায়ণে রামচন্দ্রের বাল্যরচিতবিষয়ক অধ্যায়, রামায়ণের আদিকাণ্ড। ̃ ক্রীড়া বি. শিশুদের খেলা, ছেলেখেলা। ̃ খিল্য বি. আঙুলের মতো ক্ষুদ্রকায় পৌরাণিক ঋষিবিশেষ সংখ্যায় যাঁরা ছিলেন ষাট হাজার। ̃ গোপাল বি. বালক শ্রীকৃষ্ণ। ̃ চর্যা বি. শিশুপালন। ̃ চাপল্য বি. শিশুসুলভ চপলতা। ̃ বাচ্চা বি. ছোটো ছেলেমেয়ে, ছেলেপুলে। [হি. বাল সং. বাল + বাচ্চা]। ̃ বিধবা বি. বালিকা অবস্হায় বিধবা হয়েছে এমন রমণী। ̃ বৈধব্য বি. বালিকাবস্হায় বৈধব্যদশা। ̃ ভোগ বি. বালগোপালের প্রাতঃকালীন ভোগ। ̃ ভোগ্য বিণ. শিশুদের উপভোগের যোগ্য। ̃ শশী (শশিন্) বি. শুক্লপক্ষের দ্বিতীয়ার চাঁদ। ̃ সুলভ বিণ. বালকের পক্ষে বা শিশুর পক্ষে স্বাভাবিক এমন, বালকোচিত। ̃ সূর্য বি. প্রভাতের নবোদিত সূর্য। 61)
বালাদিত্য
(p. 602) bālāditya বি. প্রভাতের নবীন সূর্য, বালসূর্য, বালার্ক। [সং. বাল + আদিত্য]। 71)
বালার্ক
(p. 602) bālārka বি. প্রভাতের নদীর সূর্য, বালসূর্য। [সং. বাল + অর্ক]। 75)
বিমল
(p. 621) bimala বিণ. 1 নির্মল, অকলুষিত, স্বচ্ছ ('বিমল প্রভাতে মিলি একসাথে': জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর); 2 পবিত্র। [সং. বি (বিগত) + মল]। স্ত্রী. বিমলা। বি. ̃ তা। 63)
ভাজি
(p. 661) bhāji বি. ভাজা তরকারি, ভাজা সবজি, শুকনো করে ভাজা সবজি; সচ. ভাতের সঙ্গে খাওয়ার ভাজা সবজি। [বাং. ভাজা + ই]। 15)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2078115
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1770225
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1367725
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721652
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698850
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595149
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 547124
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542613

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন