Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যুতি]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচির
(p. 8) acira বিণ. অল্পকাল স্হায়ী, ক্ষণস্হায়ী (অচির জীবন)। [সং. ন+চির2]। ̃ .কারী (-রিন্) বিণ. ক্ষিপ্রকারী, যে ক্ষিপ্রতার সঙ্গে কাজ করে, যে দেরি করে না। ̃ .কাল বি. ক্ষণকাল, ত্বারা। ̃ .কালে ক্রি-বিণ. শীঘ্র, ত্বরায়, অবিলম্বে। ̃ .ক্রিয় বিণ. যে দ্রুত কাজ করতে পারে, দীর্ঘসূত্র নয় এমন। ̃ .জীবী (-বিন্) বিণ. অল্প আয়ূ যার। ̃ দ্যুতি বিণ. ক্ষণস্হায়ী দীপ্তি যার। বি. বিদ্যুত্। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. চিরদিন থাকে না এমন, নশ্বর; ক্ষণস্হায়ী। অচিরাত্ অব্য ক্রি-বিণ. শীঘ্র, অবিলম্বে। অচিরে ক্রি-বিণ. শীঘ্র, অবিলম্বে। 69)
অপ-সংস্কৃতি
(p. 39) apa-saṃskṛti বি. শিক্ষা-সভ্যতা, রুচি ইত্যাদির অবনতি বা বিকৃতি; সংস্কৃতি বা কৃষ্টি বিষয়ে আদর্শচ্যুতি। [সং. অপ (অপকৃষ্ট অর্থে) + সংস্কৃতি]। 23)
অপভ্রংশ
(p. 34) apabhraṃśa বি. 1 মূল শব্দের বিকৃত বা অশুদ্ধ রূপ; 2 প্রাকৃতের পরবর্তী এবং নব্যভারতীয় ভাষার পূর্ববর্তী রূপ; 3 অপভাষা; 4 বিকৃতি, বিকার; বিচ্যুতি। [সং. অপ + √ ভ্রন্শ্ + অ]। অপ-ভ্রষ্ট বিণ. স্খলিত; বিকৃত; অশুদ্ধ; বিচ্যুত। 115)
অপেরণ
(p. 40) apēraṇa বি. 1 স্হানচ্যুতি, নিজের নির্দিষ্ট স্হান থেকে সরে যাওয়া; 2 আপাতদৃষ্টিতে গ্রহনক্ষত্রের স্বস্হানচ্যুতি, aberration (বি. প.)। [সং. অপ + √ ঈর্ + অন]। 44)
অব্যভি-চার
(p. 50) abyabhi-cāra বি. ব্যভিচার বা ব্যতিক্রমের অভাব, অস্খলন, অচ্যুতি; স্হিরতা, দৃঢ়তা। [সং. ন+ব্যভিচার]। অব্যভি-চারী (রিন্) বিণ. ব্যভিচার করে না এমন অবৈধ কাজ করে না এমন; নিয়মনিষ্ঠ; দৃঢ, স্হির, অবিচল। 32)
অস্খলন
(p. 73) askhalana বি. স্খলন বা বিচ্যুতির অভাব; খুলে বা খসে না পড়া। [সং. ন + স্খলন]। অস্খলিত বিণ. বিচ্যুত হয়নি বা খুলে যায়নি এমন (অস্খলিত বসন)। 4)
আপ-জাত্য
(p. 95) āpa-jātya বি. জাতীয় বা কুলোচিত গুণের অভাব বা হানি; সদ্গুণের নাশ বা সদ্গুণ থেকে বিচ্যুতি, degeneracy. [সং. অপজাত + য]। বিপ. আভি.জাত্য। 39)
ইঞ্জিনিয়ার
(p. 114) iñjiniẏāra বি. পূর্তকার্য বৈদ্যুতিক ক্রিয়াকর্ম ও যান্ত্রিক কার্যাদির পরিচালক ও পরিকল্পক; যন্ত্রনির্মাতা ও যন্ত্রকুশল কারিগর; যন্ত্রবিদ ও যন্ত্রবিজ্ঞানী; প্রযুক্তিবিদ। [ইং. engineer]। ইঞ্জিনিয়ারিং বি. যন্ত্রবিদ্যা, যন্ত্রবিজ্ঞান; প্রযুক্তিবিদ্যা। বিণ. যন্ত্রবিদ্যাসম্পর্কিত। 5)
ইলেক-ট্রন
(p. 116) ilēka-ṭrana বি. বিদ্যুতের অবিভাজ্য পরমাণু; (পরি.) বিদ্যুতিন। [ইং. electron]। ইলেক-ট্রনিক্স বি. ইলেকট্রনবিষয়ক বৈজ্ঞানিক তত্ত্ব; ওই তত্ত্ব অবলম্বনে শিল্প ইত্যাদিতে বহুধাবিচিত্র প্রয়োগকৌশল। 16)
ইলেক-ট্রিক
(p. 116) ilēka-ṭrika বিণ. বিদ্যুত্সম্বন্ধীয়, বৈদ্যুতিক, বিদ্যুতের দ্বারা চালিত (ইলেকট্রিক পাখা)। বি. বিদ্যুত্ (ইলেকট্রিকের কাজ)। [ইং. electric]। 17)
কনক
(p. 160) kanaka বি. স্বর্ণ, সোনা। [সং. √ কন্ + অক]। ̃ চাঁপা বি. হলুদ রঙের চাঁপা ফুল, সোনা রঙের চাঁপা ফুল। ̃ চূড় বি. ধানবিশেষ। বিণ. যার শীর্ষদেশ সোনায় মোড়া ('কনকচূড় মুকুটখানি': রবীন্দ্র)। ̃ চূর বি. ধানবিশেষ, কনকচূড় ধান। ̃ পত্র বি. পাতার মতো দেখতে এমন কর্ণভূষণ। ̃ প্রভা বি.সোনার দ্যুতি, সোনার উজ্জ্বলতা। ̃ ময় বিণ, সোনার তৈরি; যাতে সোনা রয়েছে এমন। ̃ মুকুট বি. সোনার মুকুট। ̃ রঞ্জিত বিণ. সোনার জলে গিল্টি করা হয়েছে এমন। ̃ রস বি. হলুদ রঙের বিষাক্ত ধাতব পদার্থবিশেষ, হরিতাল। ̃ সূত্র বি. সোনার তার, সোনার ডোর। কনকাচল বি. সুমেরু পর্বত; স্বর্ণময় পর্বত। কনকাঞ্জলি বি. হিন্দু বিবাহানুষ্ঠানে বা অন্য অনুষ্ঠানে মাঙ্গলিক সোনা দান। 41)
ক্রম
(p. 215) krama বি. 1 ধারাবাহিকতা, পরম্পরা (ক্রমানুসারে); 2 প্রণালী, পদ্ধতি, রীতি (কার্যক্রম); 3 নির্দেশ, নিয়ম (পাঠ্যক্রম); 4 অনুসার, অনুসরণ (অনুমতিক্রমে, ভাগ্রক্রমে); 5 গমন; পদক্ষেপ (পরিক্রম); 6 অতিক্রম (কালক্রমে); 7 বিন্যাস (বর্ণানুক্রম)। [সং. √ ক্রম্ + অ]। ̃ ণ বি. গমন; পদক্ষেপ; পায়চারি। ̃ নিম্ন বিণ. ঢালু, গড়ানে, ক্রমশ নিচু হয়ে গেছে এমন (ক্রমনিম্ন পথ)। ̃ পর্যায় বি. ধাপে ধাপে অগ্রগতি, gradation. ̃ বর্ধ-মান বিণ. ক্রমশ বৃদ্ধিশীল, ক্রমশ বাড়ছে এমন। ̃ বিকাশ বি. ক্রমোন্নতি; বিবর্তন; বিবর্ধন। ̃ ভঙ্গ বি. পর্যায়চ্যুতি, ধারাবাহিকতা লঙ্ঘন; নিয়মলঙ্ঘন; বিশৃঙ্খলা। ̃ মাণ বিণ. ইতস্তত গমনশীল। ̃ শ, (বর্জি.) ̃ শঃ (-শস্) ক্রি-বিণ. ক্রমে ক্রমে; পর্যায়ক্রমে; ধীরে ধীরে। ̃ হ্রাস-মাণ বিণ. ক্রমশ কমে আসছে এমন। ক্রমাগত বিণ. 1 পরম্পরাগত (কুলক্রমাগত প্রথা); 2 ধারাবাহিক; 3 অবিরাম (ক্রমাগত পরিশ্রম)। ক্রি-বিণ. সর্বদা, কেবলই (ক্রমাগত বৃষ্টি হচ্ছে)। ক্রমাঙ্কন বি. পরপর অংশ চিহ্নিত করা, graduation (বি.প.)। ক্রমান্বয় বি. ধারাবাহিকতা, পারস্পর্য। ক্রমান্বয়ে ক্রি-বিণ. পর্যায়ক্রমে, একের পর এক করে, পরপর (তোমাদের প্রত্যেককে ক্রমান্বয়ে ডাকা হবে)। ক্রমায়াত বিণ. ক্রম অনুসারে আগত, পরপর এসেছে এমন, successive. ক্রমিক বিণ. ক্রমাগত, ধারাবাহিক (ক্রমিক সাফল্য)। ক্রমে ক্রি-বিণ. 1 ক্রমানুযায়ী, একের পর এক করে; ধারাবাহিকভাবে; 2 এইভাবে কিছু সময় কাটবার পর (ক্রমে তিনি নগরে পৌঁছলেন)। ক্রমোত্-কর্ষ বি. ক্রমশ উত্কর্ষ লাভ, ক্রমোন্নতি। ক্রমোন্নত বিণ. 1 ক্রমশ উত্কর্ষপ্রাপ্ত, ক্রমশ উন্নতি লাভ করেছে এমন; 2 ক্রমে উঁচু হয়ে গেছে এমন। ক্রমোন্নতি বি. 1 ক্রমশ উন্নতি বা উত্কর্ষ লাভ; 2 ক্রমশ উচ্চতা। 5)
ক্ষণ
(p. 217) kṣaṇa বি. 1 কালের অংশবিশেষ, এক মুহূর্তের 12 ভাগের এক ভাগ, 4 মিনিট; 2 অতি অল্প সময় (ক্ষণকালও বিলম্ব যেন না হয়); 3 সময় (বহুক্ষণ আগে); 4 বিশেষ কাল (শুভক্ষণ)। [সং. √ ক্ষণ্ + অ]। ̃ কাল বি. অতি সামান্য সময়। ̃ চর বিণ. অল্পকাল বিচরণকারী; অল্পকালস্হায়ী। ̃ জন্মা (-ন্মন্) বিণ. 1 শুভ মুহূর্তে জাত; 2 ভাগ্যবান; 3 অসাধারণ গুণসম্পন্ন (ক্ষণজন্মা মহাপুরুষ)। ̃ দা বি. রাত্রি। ̃ দ্যুতি বি. বিদ্যুত্। ̃ পূর্বে ক্রি-বিণ. একটু আগে, এক মুহূর্ত আগে। ̃ প্রভা বি. বিদ্যুত্, বিজলি। ̃ ভঙ্গুর বিণ, অল্পকালের মধ্যেই ভেঙে যায় বা নষ্ট হয় এমন। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ থাকে না এমন; অল্পকাল থাকে এমন। ক্ষণিক বিণ. ক্ষণস্হায়ী (ক্ষণিক আমোদে মত্ত); বি. ক্ষণকাল ('ক্ষণিকের অতিথি': রবীন্দ্র)। ক্ষণে ক্রি-বিণ. মুহূর্তের ব্যবধানে; এক সময়ে ('ক্ষণে হাতে দড়ি, ক্ষণে চাঁদ')। ক্ষণে ক্ষণে ক্রি-বিণ. মহুর্মুহু, ঘনঘন; থেকে থেকে (মেঘের চেহারা ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে)। ক্ষণেক বি. অতি অল্প সময় (ক্ষণেকের জন্য)। ক্রি-বিণ. এক মুহূর্তের জন্য ('দাঁড়াও, ক্ষণেক দাঁড়াও': রবীন্দ্র)। 8)
খামতি
(p. 226) khāmati বি. 1 ঘাটতি; 2 ত্রুটিবিচ্যুতি (ভাষার উজ্জ্বলতা এই প্রবন্ধের যুক্তির খামতিকে পুষিয়ে দিয়েছে)। [দেশি]। 70)
গর্ভ
(p. 243) garbha বি. 1 অভ্যন্তর, ভিতর (নারকেলের গর্ভ); 2 তলদেশ (নদীগর্ভ, খনির গর্ভ) ; 3 উদর, কুক্ষি, গর্ভাশয় (গর্ভে সন্তান ধারণ); 4 ভ্রূণ, উদরস্হ সন্তান (গর্ভপাত); 5 অন্তঃসত্ত্বা অবস্হা (গর্ভ-লক্ষণ)। [সং. √গৃ + ভ]। ̃ কেশর বি. (উদ্ভি.) পুষ্পের যে কেশরের নীচে বীজকোষ থাকে, pistil. ̃ কোষ বি. জরায়ু। ̃ গৃহ-গর্ভাগার -এর অনুরূপ। ̃ চ্যুত বিণ. (সচরাচর অস্বাভাবিকভাবে) গর্ভ থেকে পতিত বা নিঃসৃত। ̃ জ বিণ. গর্ভে জাত। ̃ দাস বি. ক্রীতদাসীর গর্ভজাত পুত্র। ̃ ধারণ বি. অন্তঃস্বত্ত্বা হওয়া। ̃ ধারিণী বি. (স্ত্রী.) মাতা, জননী। ̃ নাড়ী বি. যে নাড়ীর এক প্রান্ত গর্ভস্হ শিশুর নাড়ীর সঙ্গে এবং অপর প্রান্ত গর্ভপুষ্পের সঙ্গে যুক্ত থাকে। ̃ নিঃসৃত বিণ. গর্ভ থেকে বাইরে নির্গত হয়েছে এমন। ̃ পাত বি. 1 অসময়ে বা অস্বাভাবিকভাবে ভ্রূণের গর্ভচ্যুতি; 2 ভ্রূণহত্যা। ̃ বতী বিণ. (স্ত্রী.) অন্তঃসত্ত্বা; গর্ভে সন্তান আছে এমন। ̃ বাস বি. মাতৃগর্ভে অবস্হান। ̃ মাস বি. গর্ভারম্ভের মাস। ̃ মোচন বি. প্রসব। ̃ যন্ত্রণা বি. গর্ভধারণের কষ্ট; (আল.) অসহ্য যন্ত্রণা। ̃ লক্ষণ বি. গর্ভসঞ্চারের লক্ষণ, যেসব চিহ্ন দেখলে বোঝা যায় যে গর্ভে সন্তান আছে। ̃ সংক্রমণ, ̃ সঞ্চার বি. গর্ভে সন্তানের জন্ম, গর্ভে ভ্রূণের জন্ম। ̃ স্হ বিণ. গর্ভের, গর্ভে রয়েছে এমন (গর্ভস্হ সন্তান)। ̃ স্রাব বি. 1 অসময়ে গর্ভপাত; 2 ভ্রূণহত্যা; 3 (গালি) অপদার্থ; মনুষ্যত্বহীন। গর্ভাগার বি. 1 আঁতুরঘর; 2 ঘরের মধ্যে ছোট ঘর, অন্তঃকক্ষ। গর্ভাঙ্ক বি. নাটকের অঙ্কের মধ্যস্হিত অংশ বা দৃশ্য। গর্ভাধান বি. 1 বিবাহিতা নারীর প্রথম রজোদর্শন উপলক্ষ্যে। সংস্কারবিশেষ; 2 সন্তান উত্পাদন। গর্ভাশয়, গর্ভ-শয্যা বি. জরায়ু, গর্ভস্হ সন্তান যেখানে থাকে। গর্ভিণী বি. (স্ত্রী.) গর্ভবতী নারী, পোয়াতি। 17)
চুয়া2
(p. 294) cuẏā2 ক্রি. চুয়ানো, চুইয়ে পড়া। [সং. চ্যু (=চ্যুতি, ক্ষরণ)-তু. হি. চুআ]। 15)
চ্যুত
(p. 299) cyuta বিণ. 1 ভ্রষ্ট (আদর্শচ্যুত); 2 পতিত (বৃক্ষচ্যুত); 3 বহিষ্কৃত, বিতাড়িত (পদচ্যুত, রাজ্যচ্যুত)। [সং. √চ্যু + ত]। চ্যুতি বি. পতন; ভ্রংশ; বহিষ্কার; হানি; নাশ (ধৈর্যচ্যুতি)।
ছবি1
(p. 301) chabi1 বি. 1 দ্যুতি, দীপ্তি (রবিচ্ছবি); 2 শোভা, কান্তি (মুখচ্ছবি)। [সং. √ ছো + ই]। 43)
তড়িদ্-দ্বার
(p. 364) taḍ়id-dbāra বি. বৈদ্যুতিক তারের উভয় প্রান্ত, electrode (বি. প.)। [সং. তড়িত্ + দ্বার]। 32)
তাড়িত2
(p. 373) tāḍ়ita2 বিণ. 1 বৈদ্যুতিক (তাড়িত প্রবাহ); 2 বিদ্যুত্সম্বন্ধীয়; 3 বিদ্যুত্ থেকে উত্পন্ন; 4 বিদ্যুত্পূর্ণ; 5 বিদ্যুত্ দ্বারা চালিত। বি. বিদ্যুত্, তড়িত্। [সং. তড়িত্ + অ]। ̃ কণা বি. বিদ্যুতের স্ফুলিঙ্গ বা ফিনকি, electric spark. ̃ বার্তা বি. বৈদ্যুতিক শক্তির সাহায্যে দূরে পাঠানো সংবাদ, টেলিগ্রাম। তাড়িতালোক বি. বিদ্যুতের সাহায্যে উত্পন্ন আলো, বিজলিবতি। তাড়িতী বি. বিদ্যুত্বিজ্ঞানে বা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে অভিজ্ঞ ব্যক্তি, electrician. (স. প.)। 54)
ত্রুটি
(p. 387) truṭi বি. 1 দোষ, অপরাধ (আমার ত্রুটি ধরবেন না); 2 ন্যূনতা, অভাব, ঘাটতি (চেষ্টার ত্রুটি নেই); 3 ক্ষতি, হানি। [সং. √ ত্রুট্ + ই]। ̃ বিচ্যুতি বি. ভুল; দোষ। 97)
দীপ্তি
(p. 408) dīpti বি. 1 আলোক; 2 দ্যুতি, প্রভা; 3 তেজ; 4 শোভা। [সং. √ দীপ্ + তি]। ̃ মান (মত্), (বর্জি.) ̃ মান্ বিণ. দীপ্তিবিশিষ্ট; উজ্জ্বল; তেজোময়; শোভাময়। স্ত্রী ̃ মতী। ̃ হীন বিণ. দীপ্তি নেই এমন ('কর্মহীন গর্বহীন দীপ্তিহীন সুখে': রবীন্দ্র)। দীপ্তোজ্জ্বল বিণ. দীপ্তি অর্থাত্ আলোক, প্রভা, ইত্যাদির জন্য উজ্জ্বল। 68)
দ্যুতি
(p. 426) dyuti বি. 1 দীপ্তি, প্রভা, ঔজ্জ্বল্য; 2 কিরণ; 3 শোভা (দ্যুতিময়, দ্যুতিমান)। [সং. √ দ্যুত্ + ই]। ̃ ময়, ̃ মান বিণ. দীপ্তিমান, উজ্জ্বল; শোভমান, শোভা পাচ্ছে এমন। 51)
ধৈর্য
(p. 439) dhairya বি. 1 সহিষ্ণুতা, সহ্য বা অপেক্ষা করার ক্ষমতা; 2 ধীরতা; 3 (বৈ. সা.) নিস্পৃহতা ও প্রশান্তি ('ধৈরজ ধর চিতে')। [সং. ধীয় + য]। ̃ চ্যুত, ̃ হারা বিণ. সহ্য করার বা অপেক্ষা করার ক্ষমতা হারিয়েছে এমন, অসহিষ্ণু। বি. ̃ চ্যুতি। ধৈর্য ধরা ক্রি. সহ্য করে থাকা, সহিষ্ণু হওয়া। ̃ ধারণ, ধৈর্যাবলম্বন বি. সহিষ্ণু হওয়া, ধীরতা অবলম্বন। ̃ শালী (-লিন্) বিণ. সহিষ্ণু। স্ত্রী. ̃ শালিনী। ̃ শীল বিণ. ধৈর্য আছে এমন, ধৈর্যশালী। স্ত্রী. ̃ শীলা। ̃ হারা, ̃ হীন-ধৈর্যচ্যুত -র অনুরূপ।
নিলম্বন
(p. 473) nilambana বি. 1 কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত স্হগিত বা মুলতুবি রাখা; 2 অস্হায়ী বা সাময়িক পদচ্যুতি, suspension (স. প.)। [সং. নি + √ লম্ব্ + অন]। নিলম্বিত বিণ. মুলতুবি, মুলতুবি রাখা হয়েছে এমন; সাময়িকভাবে বরখাস্ত বা পদচ্যুত করা হয়েছে এমন, suspended (স. প.)। নিলম্বিত গণিতক কাঁচা হিসাব, suspense accounts (স. প.)। 16)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083993
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772211
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369947
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722732
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 700029
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595893
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 550146
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543087

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন