Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রোগের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচিকিত্সা
(p. 8) acikitsā বি. 1 চিকিত্সার অভাব বা যথোচিত চিকিত্সার অভাব; 2 কুচিকিত্সা (রোগীটি অচিকিত্সায় মারা গেছে)। [সং. ন+চিকিত্সা]। অচিকিত্সনীয়, অচিকিত্স্য বিণ. যার চিকিত্সা সম্ভব নয়, দুরারোগ্য; যে রোগের চিকিত্সা নেই। অচিকিত্সিত বিণ. চিকিত্সা করা হয়নি এমন। 64)
অনাক্রম্য
(p. 24) anākramya বিণ. 1 আক্রমণ করা অসাধ্য বা অনুচিত এমন; যাকে আক্রমণ করা যায় না; 2 (স্বাস্হ্যবিদ্যায়) রোগের আক্রমণ থেকে মুক্ত, immune (বি.প.)। [সং. ন + আক্রম্য]। ̃ তা বি. 1 আক্রান্ত হবার সম্ভাবনা থেকে মুক্ত এই ভাব বা অবস্হা; 2 (স্বাস্হ্যবিদ্যায়) রোগের আক্রমণ থেকে মুক্তির অবস্হা বা ভাব, immunity (বি. প.)। অনাক্রান্ত বিণ. আক্রমণ করা হয়নি এমন, আক্রান্ত নয় এমন। 4)
অনাময়
(p. 24) anāmaẏa বি. আরোগ্য, সুস্হতা। বিণ. রোগহীন, নীরোগ, সুস্থ। [সং. ন + আময়]। 34)
অপথ্য
(p. 34) apathya বিণ. বি. কুপথ্য, রোগীর পক্ষে অখাদ্য। [সং. ন + পথ্য]। 95)
অবস্হা
(p. 46) abashā বি. 1 দশা (শৈশবাবস্হা); 2 ভাব (মানসিক অবস্হা); 3 সাংসারিক বা অন্য হাল (তার অবস্হা ভালো, এ অবস্হায় কী করা উচিত, রোগীর অবস্হা একটু ভালো); 3 সংগতি (অবস্হাপন্ন লোক)। [সং. অব + √ স্হা + অ]। অবস্হা বুঝে চলা ক্রি. বি. সুযোগ বুঝে চলা বা যখন যেমন করা উচিত তেমনই করা। অবস্হা-গতিকে ক্রি-বিণ. পারিপার্শ্বিক অবস্হার চাপে। ̃ ন্তর বি. অবস্হা বা দশার পরিবর্তন। ̃ সংকট বি. বিপজ্জনক পরিস্হিতি। 33)
অম্ল
(p. 59) amla বি. 1 রসবিশেষ; 2 টক স্বাদ; 3 দ্রাবক, acid; 4 অম্বল বা টকের ঝোল। বিণ. টকো, টক স্বাদযুক্ত। [সং. অম্ + ল]। ̃ .জান দ্র অক্সিজেন। ̃ তা বি. অম্লযুক্ত বা অম্লধর্মী অবস্হা, acidity (বি. প.)। ̃ .পিত্ত বি. যে রোগে পিত্তদোষে ভুক্ত বস্তু অম্লরসযুক্ত হয়। ̃. মধুর বিণ. মিষ্টি কিন্তু ঈষত্ টক স্বাদযুক্ত; টক-মিষ্টি; (আল.) (কথা ইত্যাদি সম্পর্কে) মিষ্টি প্রলেপ দেওয়া কিন্তু ঝাঁঝালো (অম্লমধুর তিরস্কার)। ̃. মিতি বি. অম্লের পরিমাণ হিসাব করার বিদ্যা, acidimetry (বি. প.)। ̃ .রাজ বি. দুটি বিশেষ অম্ল বা সিডের সংমিশ্রণ, aqua regia (বি. প.)। ̃ .শূল বি. অম্লের আধিক্যজনিত পেটের ব্যাথা। অম্লাধিক্য বি. অম্ল বা অম্বলের আধিক্য বা বৃদ্ধি। 13)
অরোগ
(p. 61) arōga বি. রোগের অভাব, রোগহীনতা। বিণ. নীরোগ, রোগ নেই এমন। [সং. ন + রোগ]। অরোগী (-গিন্) বিণ. রোগ নেই এমন। 20)
অস্ত্র
(p. 73) astra বি. যার দ্বারা অন্যকে আঘাত বা প্রহার করা হয়; হাতিয়ার আয়ুধ; যার সাহায্যে কিছু কাটা যায় (ছুতারের অস্ত্র); (আল.) উদ্দেশ্যসাধনের জন্য যন্ত্রের মতো ব্যবহৃত ব্যক্তি (এ কাজে সে-ই আমার প্রধান অস্ত্র)। [সং. √ অস্ + ত্র]। অস্ত্র করা ক্রি. বি. অস্ত্রের সাহায্যে চিকিত্সা করা, অস্ত্রোপচার করা, অপারেশন করা। ̃ ক্ষত বি. অস্ত্রের সাহায্যে বা অস্ত্রের আঘাতে সৃষ্ট ক্ষত। ̃ গুরু বি. অস্ত্রচালনার শিক্ষাদাতা। ̃ চিকিত্সক বি. যিনি রোগীর দেহে অস্ত্রোপচার করেন, surgeon. ̃ চিকিত্সা বি. রোগীর দেহে অস্ত্রচালনার দ্বারা চিকিত্সা, surgery, শল্যচিকিত্সা। ̃ জীবি (-বিন্) বি. সৈনিক। ̃ ত্যাগ বি. 1 প্রতিপক্ষকে অস্ত্রের আঘাত না করার সিদ্ধান্ত; যুদ্ধ বর্জন; 2 আঘাত করার উদ্দেশ্যে (শত্রুর প্রতি) অস্ত্র নিক্ষেপ। ̃ ধারণ বি. অস্ত্রগ্রহণ। ̃ ধারী (-রিন্) বিণ. সশস্ত্র (অস্ত্রধারী পুলিশ)। ̃ নিবারণ বি. অস্ত্রের আঘাত রোধ (অর্জুন বাণ ছুড়ে কর্ণের অস্ত্রনিবারণ করলেন)। ̃ পাণি বিণ. হাতে অস্ত্র আছে এমন, অস্ত্রধারী। ̃ বিদ (-বিদ্), ̃ বিত্ বিণ. অস্ত্রচালনায় পটু; অস্ত্রের বিষয়ে ভালো জানে এমন। ̃ বৃষ্টি বি. বৃষ্টির ধারার মতো ঝাঁকে ঝাঁকে অস্ত্র ছোড়া। ̃ লেখা বি. অস্ত্রের ক্ষত বা দাগ। ̃ শস্ত্র বি. নানারকম হাতিয়ার (যা ছোড়া হয় তা অস্ত্র এবং যা হাতে ধরা থাকে তা শস্ত্র; তবে বাংলায় এই পার্থক্য মনে রাখা হয় না)। ̃ শিক্ষা বি. অস্ত্রচালনা শিক্ষা। ̃ সংবরণ বি. অস্ত্রত্যাগ। ̃ হীন বিণ. নিরস্ত্র। অস্ত্রাগার বি. অস্ত্রশস্ত্র রাখার ভাণ্ডার, armoury. অস্ত্রাঘাত বি. অস্ত্রের আঘাত। অস্ত্রাহত বিণ. অস্ত্রের আঘাত পেয়েছে এমন, অস্ত্রের দ্বারা আহত। 16)
অস্ত্রোপ-চার
(p. 73) astrōpa-cāra বি. রোগীর দেহে অস্ত্রপ্রয়োগের দ্বারা চিকিত্সা, শল্যচিকিত্সা, সার্জারি, operation. [সং. অস্ত্র + উপচার]। 19)
আকর
(p. 80) ākara বি. 1 খনি; উত্পত্তিস্হান; 2 আধার; পাত্র (গুণের আকর, রোগের আকর)। [সং. আ + √ কৃ + অ]। ̃ জ বিণ. খনিজ, খনিতে জন্মায় এমন। আকরিক, আকরীয় বিণ. 1 খনিজ; 2 খনিসম্বন্ধীয়। 33)
আক্রম
(p. 82) ākrama বি. 1 আক্রমণ; 2 বলপূর্বক অতিক্রম; 3 বিক্রম; 4 উদয়। [সং. আ + √ ক্রম্ + অ]। ̃ ণ বি. 1 অন্যের প্রতি বলপ্রয়োগ; 2 অধিকার বা জয় করার জন্য হানা; হামলা; 3 গ্রাস (রোগের আক্রমণ)। আক্রমণীয় বিণ. আক্রমণের যোগ্য। আক্রান্ত বিণ. 1 আক্রমণ করা হয়েছে এমন; 2 আক্রমণের বিষয়ীভূত; 3 আচ্ছন্ন (জলভারাক্রান্ত মেঘ); 4 আক্রমণের ফলে পীড়িত (রোগাক্রান্ত)। 7)
আক্ষেপ
(p. 82) ākṣēpa বি. 1 (বিকারগ্রস্ত রোগীর) হাত-পা ইত্যাদি ছোড়া, খিঁচুনি, তড়কা, fits, convulsion; 2 ক্ষোভ মনস্তাপ (আক্ষেপের বিষয়), বিলাপ; 3 অর্থালংকারবিশেষ। [সং. আ + √ ক্ষিপ্ + অ]। বিণ. আক্ষিপ্ত। 15)
আচ্ছন্ন
(p. 85) ācchanna বিণ. 1 আবৃত (মেঘাচ্ছন্ন আকাশ); পরিব্যাপ্ত; 2 অচৈতন্য (রোগীর আচ্ছন্ন অবস্হা কেটে গেছে); 3 অভিভূত (শোকাচ্ছন্ন)। [সং. আ + √ ছদ্ + ত]। বি. ̃ তা। ̃ .দৃষ্টি বি. কোনো কিছুর দ্বারা অভিভূত বা প্রভাবিত দৃষ্টি, আবিল দৃষ্টি, যে দৃষ্টি মুক্ত বা পরিষ্কার নয়। 13)
আজার
(p. 85) ājāra বি. রোগ, অসুখ। [ফা. আজার; তু. গুজ. আজর]। আজারি বিণ. রোগী, অসুস্হ ('এল মুসাফির গায়ে আজারির চিন্': নজরুল)। 37)
আধি-ক্লিষ্ট
(p. 89) ādhi-kliṣṭa বিণ. মনের পীড়ায় কাতর, মানসিক রোগে কাতর। [সং.আধি + ক্লিষ্ট]। 101)
আম-রক্ত
(p. 101) āma-rakta বি. মলের সঙ্গে যে রোগে রক্ত পড়ে, রক্তাতিসার। [সং. আম1 + রক্ত]। 19)
আরোগ্য
(p. 104) ārōgya বি. 1 রোগমুক্তি, অসুখ সেরে যাওয়া (আরোগ্যলাভ); 2 রোগাভাব, সুস্হতা, স্বাস্হ্য। [সং. আরোগ + য]। ̃ নিকেতন বি. রোগমুক্তির চিকিত্সালয়। আরোগ্যাতীত বিণ. যে রোগ সারে না, যে রোগের আরোগ্য সম্ভব নয়। 28)
ইলাজ
(p. 116) ilāja বি. রোগের চিকিত্সা বা উপশম। [আ. ইলাজ্]। 12)
উত্থান
(p. 126) utthāna বি. 1 ওঠা, খাড়া হওয়া (গাত্রোত্থান); 2 উন্নতি; 3 অভুদ্যয়, আবির্ভাব; 4 বিদ্রোহ। [সং. উত্ + √ স্হা + অন]। ̃ পতন বি. ওঠা ও নামা; অভ্যুদয় ও অবনতি; হ্রাসবৃদ্ধি। ̃ শক্তি-রহিত বিণ. ওঠবার ক্ষমতা নেই এমন (রোগে তাকে একেবারে উত্থানশক্তি রহিত করে ফেলেছে)। 4)
উপ-শম
(p. 133) upa-śama বি. 1 শান্তি, নিবৃত্তি (রোগের উপশম); 2 ইন্দ্রিয় দমন। [সং. উপ + √ শম্ + অ]। ̃ ক বিণ. উপশমকারী। ̃ নীয় বিণ. উপশম করা যায় এমন; উপশম করা উচিত এমন। উপ-শমিত, উপ-শান্ত বিণ. উপশমপ্রাপ্ত, উপশম করা হয়েছে এমন; শান্ত বা সংযত করা হয়েছে এমন। 59)
উপ-শয়
(p. 133) upa-śaẏa বি. 1 শিকারির লুকিয়ে থাকার জন্য ব্যবহৃত গর্ত। 2 শোয়া, শয়ন; 3 পথ্যের সাহায্যে রোগের উপশম। [সং. উপ + √ শী + অ]। উপ-শয়ী, উপ-শায়ী বিণ. শুয়ে আছে এমন ('মৌনের বিশ্রম্ভালাপ উপশয়ী বিভীষিকা-সনে': সু.দ.)। 60)
উপ-সর্গ
(p. 133) upa-sarga বি. 1 মূল রোগের আনুষঙ্গিক অন্য রোগ (জ্বর ছাড়া অন্য সব উপসর্গই গেছে); 2 রোগজাত বিকার, রোগের লক্ষণ; 3 আকস্মিক উত্পাত বা বিঘ্ন (নানা উপসর্গ দেখা দিতে লাগল); 4 (ব্যাক.) ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থ পরিবর্তনকারী অব্যয়, যথা - আ, প্র, অপ (আকার, প্রকার, অপকার)। [সং. উপ + √ সৃজ্ + অ]। 66)
এঁড়ে
(p. 142) ēn̐ḍ়ē বি. বলদ, ষাঁড়, বৃষ। বিণ. 1 পুরুষজাতীয় (এঁড়ে বাছুর); 2 ষাঁড়ের মতো তীব্রগম্ভীর ধ্বনিবিশিষ্ট (এঁড়ে গলা); 3 ক্রুদ্ধ ষাঁড়ের মতো দুর্দমনীয় বা একরোখা (এঁড়ে লোক)। [সং. অণ্ড + বাং. ইয়া এ]। ̃ তর্ক বি. একগুঁয়ে লোকের যুক্তিহীন তর্ক। এঁড়ে লাগা ক্রি. বি. (শিশুদের) মাতৃস্তন্যের অভাবে অজীর্ণ রোগে আক্রান্ত হওয়া। 15)
এখন
(p. 146) ēkhana ক্রি-বিণ. 1 এইসময়ে; বর্তমান কালে, অধুনা, সম্প্রতি; 2 এবার, এই অবস্হায় (ক্ষতি যা হবার হয়েছে, এখন কী করা যায়); 3 এতক্ষণে, এত পরে (এখন বুঝি খেয়াল হল?); 4 পরে কোনোএক সময় (যাব এখন, করব এখন)। বি. এইসময়, বর্তমান কাল (এখন শীতকাল)। অব্য. (সচ. নতুন বাক্যের সূচনায়) আসলে, প্রকৃতপক্ষে (এখন কথা হল, সে আসবে না)। [বাং. এ (=এই) + খন (সং ক্ষণ)]। ̃ ই, এখনি, (কথ্য) এখুনি ক্রি-বিণ. এই মুহূর্তে। ̃ ও, এখনো ক্রি-বিণ. বর্তমান সময় পর্যন্ত; এই অবস্হায়ত্ত; এই ঘটনা বা যুক্তির পরেও; এর পরেও (এখনও কি বলবে সে নির্দোষ?)। ̃ কার বিণ. বর্তমানের, ইদানীন্তন। এখন-তখন বিণ. মুমূর্ষু (রোগীর এখন-তখন অবস্হা)। 15)
ওগরা1
(p. 152) ōgarā1 বি. চাল-ডাল একসঙ্গে সিদ্ধ করে প্রস্তুত রোগীর পথ্যবিশেষ। [দেশি]। 19)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073169
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768331
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365746
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720946
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697880
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594542
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544893
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542240

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন