Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

আক্রম এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  আক্রম এর বাংলা অর্থ হলো -

(p. 82) ākrama বি. 1 আক্রমণ; 2 বলপূর্বক অতিক্রম; 3 বিক্রম; 4 উদয়।
[সং. আ + √ ক্রম্ + অ]।
ণ বি. 1 অন্যের প্রতি বলপ্রয়োগ; 2 অধিকার বা জয় করার জন্য হানা; হামলা; 3 গ্রাস (রোগের আক্রমণ)।
আক্রমণীয় বিণ. আক্রমণের যোগ্য।
আক্রান্ত বিণ. 1 আক্রমণ করা হয়েছে এমন; 2 আক্রমণের বিষয়ীভূত; 3 আচ্ছন্ন (জলভারাক্রান্ত মেঘ); 4 আক্রমণের ফলে পীড়িত (রোগাক্রান্ত)।
7)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


আলিপ্পন, আলিপ্পনা
(p. 106) ālippana, ālippanā বি. আলপনা; আলপনা দেওয়া। [সং. আ + √লিপ্ লিম্প্ + অন + আ]। 37)
আইচ
(p. 77) āica বি. 1 পুষ্পবৃক্ষবিশেষ; আচ গাছ ও তার ফুল; 2 বাঙালির পদবিবিশেষ। [বাং. আচি সং. আদিত্য]। 8)
আর
(p. 103) āra সমু. অব্য. 1 এবং, ও (তুমি আর আমি); 2 এর বেশি (অনেক লিখেছি, আর কী লিখব?); 3 অতঃপর (রাত হয়েছে, আর গল্প নয়); 4 অথবা, কিংবা (চাও আর না চাও); 5 যুগপত্ (এইসব দেখি আর দুঃখ পাই); 6 পক্ষান্তরে, কিন্তু (শক্তের ভক্ত আর নরমের যম); 7 পুনরায়, আবার (আর সেকথা কেন?); 8 এখনও (আর কেন বৃথা চেষ্টা); 9 এখন (আর সেদিন নেই); 1 কখনো (ধানগাছে কি আর তক্তা হয়); 11 আগে বা পরে কখনো (এমনটি আর হবে না); 12 অবশ্য (তুমি তো আর গরিব নও); 3 তদবধি (গেলে আর ফিরলে না)। বিণ. 1 অন্য, অপর (আর কেউ, আর পারে আমবন); 2 দ্বিতীয়, অন্য একটি (আর এমন লোক পাবে না); 3 বিগত (আর বছর এসেছিল); 4 আগামী (আর শনিবারে যাব)। সর্ব. অন্য কিছু (এক করতে আর হয়)। [সং. অপর আবার আর]। আর-আর অব্য. বিণ. অন্যান্য (আর-আর লোকে, আর-আর দিন)। আরও অব্য. বিণ. বিণ-বিণ. ক্রি-বিণ. 1 অধিকতর (আরও কষ্ট, আরও ভালো, আরও কাঁদবে); 2 এ ছাড়া অন্য (আরও লোকে জানে); 3 অধিকন্তু (আরও শোনো)। 29)
আজীব
(p. 85) ājība বি. 1 যার সাহায্যে জীবনধারণ করা যায়; জীবিকা; বৃত্তি; 2 ব্যবসায় (ব্যবহারাজীব)। [সং. আ + √ জীব্ + অ]। 39)
আরক্ষ
আগুন, (কাব্যে) আগুনি
(p. 82) āguna, (kābyē) āguni বি. 1 আলো উত্তাপ ও শিখা সৃষ্টি করে এমন রাসায়নিক অবস্হা; যা পুড়িয়ে দেয়; অগ্নি; 2 (গৌণ অর্থে) দুঃসহ তাপ (জ্বরে গা আগুন হয়েছে); 3 দুর্ভাগ্য (কপাল আগুন); 4 মূল্যবৃদ্ধি (বাজার আগুন)। [প্রাকৃ. আগণি সং. অগ্নি]। আগুন করা ক্রি. বি. রান্নার জন্য বা যজ্ঞের জন্য আগুন জ্বালাবার ব্যবস্হা করা। আগুন ধরা, আগুন লাগা ক্রি. বি. 1 আগুনের সংস্পর্শে এসে জ্বলতে শুরু করা (ঘরে আগুন লেগেছে); 2 বিপদ বিশৃঙ্খলা উপদ্রব ইত্যাদি উপস্হিত হওয়া (ফসলে এবার আগুন লেগেছে)। আগুন লাগানো ক্রি. বি. আগুনের সংস্পর্শে এনে জ্বালিয়ে দেওয়া। আগুন পোহানো ক্রি. বি. আগুনের তাপ উপভোগ করা, আগুনের তাপে শরীর গরম করা। আগুন হওয়া বি. ক্রি. (আল.) প্রচন্ড রেগে যাওয়া। ছাই-চাপা আগুন বি. 1 যে দুঃখ বা ক্ষোভ বাইরে প্রকাশিত নয় কিন্তু ভিতরে ভিতরে খুবই প্রবল; 2 যে গুণাবলি বা প্রতিভা লোকচক্ষুর অন্তরালে রয়েছে। 64)
আলোচিত, আলোচ্য
(p. 106) ālōcita, ālōcya দ্র আলোচনা। 64)
আলোনা
(p. 108) ālōnā বিণ. লবণাক্ত নয় এমন, লবণহীন (আলোনা জল, আলোনা ঝোল)। [বাং. আ3 + লোনা]। 2)
আম্মা
(p. 101) āmmā বি. মা, মাতা। [সং. অম্বা-তু. উ. আম্মা; তু. আ. উম্ম]। 54)
আধৃত
(p. 89) ādhṛta বিণ. গৃহীত; আশ্রয় দেওয়া হয়েছে এমন। [সং. আ + √ ধৃ + ত]। 111)
আকর্ষা
(p. 81) ākarṣā ক্রি. আকর্ষণ করা টানা। [সং. আ + √ কৃষ্ + বাং. আ]। 4)
আঁজল, আঁজলা
(p. 79) ān̐jala, ān̐jalā বি. আঞ্জলি, গণ্ডূষ, হাতের কোষ। বিণ. অঞ্জলিপরিমাণ। [সং. অঞ্জলি]। 12)
আকর্ণ
(p. 80) ākarṇa ক্রি-বিণ. কান পর্যন্ত (আকর্ণবিস্তৃত)। [সং. আ + কর্ণ]। ̃ নয়ন, &tilde লোচন বি. বিণ. কান পর্যন্ত টানা চোখ যার। আকর্ণবিস্তৃত হাসি সারা মুখে ছড়িয়ে যায় এমন হাসি, যে হাসিতে ঠোঁটের দুই প্রান্ত প্রায় কান স্পর্শ করে। 34)
আই-বড়, আই-বুড়ো
আত্যন্তিক
(p. 89) ātyantika বিণ. অত্যধিক, খুব বেশি; অশেষ; অত্যধিক পরিমাণবিশিষ্ট, extreme [সং. অত্যন্ত + ইক] বি. ̃তা। 40)
আচ্ছাদক
আর্জব
(p. 104) ārjaba বি. ঋজুতা, ঋজুভাব। [সং. ঋজু + অ]। 32)
আভি-জাতিক
আদিখ্যেতা, আধিখ্যেতা
(p. 89) ādikhyētā, ādhikhyētā বি. বাড়াবাড়ি; ভান; ন্যাকামি (ছেলেকে নিয়ে এত আদিখ্যেতা সহ্য করা যায় না)। [সং. আধিক্য]। 66)
আস্বাদ
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2072808
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768196
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365603
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720906
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697797
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594481
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 544734
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542219

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন