Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

লোকজন। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অলোক
(p. 65) alōka বিণ. 1 লোকজন নেই এমন, নির্জন; 2 অদৃশ্য; 3 অসাধারণ। [সং. ন + লোক]। 4)
আওলাত, আওলাদ
(p. 77) āōlāta, āōlāda বি. 1 সন্তান, সন্তানসন্ততি; 2 গাছপালা প্রভৃতি স্হাবর সম্পত্তি। [আ. আওলাদ্]। আওলাদ বুনিয়াদ বি. গোষ্ঠীভুক্ত লোকজন। 39)
আত্ম2
(p. 89) ātma2 (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। ̃ কর্ম (-র্মন্) বি. নিজের কাজ। ̃ কলহ বি. গৃহবিবাদ। ̃ কৃত বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। ̃ কেন্দ্রিক বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। ̃ গত বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। ̃ গর্ব বি. অহংকার। ̃ গর্বী (-র্বিন্) বিণ. অহংকারী। ̃ গোপন বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। ̃ গৌরব বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। ̃ গ্লানি বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। ̃ ঘাত বি. স্বেচ্ছায় বা নিজের হাতে নিজের জীবননাশ, আত্মহত্যা। ̃ ঘাতী (-তিন্) বিণ. 1 আত্মহত্যাকারী; 2 আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. ̃ ঘাতিনী। ̃ চরিত বি. নিজের জীবনী, নিজের জীবনকাহিনী। &tilde চিন্তা বি. 1 নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; 2 আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা। ̃ জ বি. পুত্র (নিজ দেহ থেকে জন্ম হয়েছে বলে)। বি. (স্ত্রী.) ̃ জা কন্যা। ̃ জীবনী বি. নিজের জীবনী, আত্মচরিত। ̃ জ্ঞ বিণ. 1 নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; 2 আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত। ̃ জ্ঞান, ̃ তত্ত্ব বি. 1 আত্মা বা পরমাত্মার সম্বন্ধে জ্ঞান; 2 অধ্যাত্মদর্শন। ̃ তত্ত্বজ্ঞ বিণ. 1 আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী; 2 অধ্যাত্মতত্ত্ববিদ। ̃ তুষ্টি, ̃ তৃপ্তি বি. নিজের তৃপ্তি বা সন্তোষ। ̃ তুল্য বিণ. নিজের সমান। বিণ. (স্ত্রী.) ̃ তুল্যা। ̃ ত্যাগ বি. 1 স্বার্থত্যাগ, নিজের লাভ ত্যাগ; 2 আত্মোত্সর্গ, নিজের জীবন দান। ̃ ত্যাগী (-গিন্) বিণ. স্বার্থত্যাগী; নিজেকে উত্সর্গ করে এমন। ̃ ত্রাণ বি. বিপদ থেকে নিজের মুক্তি। ̃ দমন বি. নিজেকে সংযত রাখা; রিপু বা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখা। ̃ দর্শন বি. নিজের আত্মার স্বরূপ সম্বন্ধে দৃষ্টি বা বোধ; নিজের চরিত্র বিচার, নিজের মনের বিচার। ̃ দর্শী (-র্শিন্) বিণ. আত্মদর্শনকরতে পারে এমন। ̃ দান বি. অন্যের জন্য নিজের জীবন বিসর্জন। ̃ দৃষ্টি-আত্মদর্শন -এর অনুরূপ। ̃ দোষ বি. নিজের দোষ বা ত্রুটি। ̃ দ্রষ্টা (ষ্ট) বি. আত্মদর্শী ব্যক্তি। ̃ দ্রোহ বি. 1 নিজের ক্ষতি, নিজেকে পীড়ন; 2 গৃহবিবাদ, অন্তর্কলহ। ̃ দ্রোহী (-হীন্) বিণ. নিজের ক্ষতি বা নিজেকে পীড়ন করে এমন; গৃহবিবাদকারী। ̃ নিবেদন বি. নিজেকে উত্সর্গ করা, আত্মোত্সর্গ। ̃ নিয়ন্ত্রণ বি. নিজেকে নিজেই পরিচালন; নিজেকে সংযত রাখা। &tilde নিয়োগ বি. কোনো কাজে নিজেকে লিপ্ত করা। ˜ নির্ভর বি. নিজের ক্ষমতার উপর ভরসা, আত্মপ্রত্যয়, স্বাবলম্বন। বিণ. স্বাবলম্বী। ̃ নিষ্ঠ বিণ. 1 আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 আত্মগত, subjective ̃ নেপদ বি. (ব্যাক.) পরস্মৈপদের বিপরীত ক্রিয়ার তিঙন্ত রূপ, ক্রিয়ার আত্মফলভাগিত্ব-প্রকাশক তিঙন্ত রূপ। ̃ পক্ষ বি. নিজের পক্ষ, স্বপক্ষ; নিজের পক্ষের লোকজন। ̃ পর বি. নিজে ও অন্যেরা। ̃ পরায়ণ বিণ. 1 ব্রহ্মনিষ্ঠ, আত্মা সম্বন্ধে নিষ্ঠা আছে এমন; 2 কেবল নিজের কথা ভাবে এমন, স্বার্থপর। পরীক্ষা-আত্মান্বেষণ -এর অনুরূপ। ̃ পীড়ন বি. নিজেকে কষ্ট দেওয়া। ̃ প্রকটন -আত্মপ্রকাশ -এর অনুরূপ ('বিক্ষুব্ধ সম্পাতে করে আত্মপ্রকটন': সু. দ.)। ̃ প্রকাশ বি. 1 নিজ মূর্তি ধারণ; 2 আবির্ভাব; অন্তরাল থেকে বেড়িয়ে আসা; 3 নিজের পরিচয় দেওয়া। ̃ প্রতারণা, ̃ প্রবঞ্চনা -আত্মবঞ্চনা -র অনুরূপ। ̃ প্রত্যয় বি. নিজের প্রতি বিশ্বাস, নিজের ক্ষমতায় আস্হা; নিজের অন্তরে উপলব্ধি। ̃ প্রশংসা বি. (নিজের মুখে) নিজের সুখ্যাতি। ̃ প্রসাদ বি. নিজের মনের মধ্যে তৃপ্তি। ̃ বঞ্চনা বি. সজ্ঞানে নিজেকে মিথ্যা প্রবোধ দেওয়া বা ভুল বোঝানো, নিজেকে ঠকানো। ̃ বত্ অব্য. নিজের মতো। ̃ বন্ধু বি. একান্ত অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। ̃ বর্গ বি. নিজের লোকজন; আত্মীয়স্বজন। ̃ বলি, ̃ বলি-দান - আত্মদান -এর অনুরূপ। ̃ বশ বিণ. স্বাধীন; সংযমী। বি. আত্মসংযম, মনকে বশ করা। ̃ বিকাশ বি. নিজের অন্তর্নিহিত বা ভিতরের ক্ষমতার স্ফুরণ। ̃ বিক্রয় বি. অন্যের কাছে নিজের স্বাধীনতা বিসর্জন। ̃ বিচ্ছেদ বি. নিজের লোকজনের সঙ্গে বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছেদ; গৃহবিবাদ। ̃ বিদ, ̃ বিদ্, ̃ বিত্ বিণ. আত্মজ্ঞানসম্পন্ন, ব্রহ্মজ্ঞানসম্পন্ন, আত্মজ্ঞ। ̃ বিদ্যা বি. ব্রহ্মবিদ্যা; অধ্যাত্মবিদ্যা। ̃ বিরোধ বি. 1 নিজের বিরুদ্ধতা; নিজের মতেরই বিরোধিতা; 2 গৃহবিবাদ। ̃ বিলাপ বি. নিজের মনে বা নিজের সম্বন্ধে খেদ। ̃ বিলোপ বি. নিজের সত্তার বা নিজের নাম যশ কর্তৃত্ব ইত্যাদির স্বেচ্ছায় বিলোপসাধন। বিলোপী বিণ. আত্মবিলোপ ঘটায় এমন ('আত্মবিলোপী কালধারায়')। ̃ বিশ্বাস বি. আত্মপ্রত্যয় -এর অনুরূপ। ̃ বিসর্জন -আত্মদান -এর অনুরূপ। ̃ বিস্মরণ, ̃ বিস্মৃতি বি. নিজেকে ভুলে যাওয়া; নিজের সত্তা সম্পর্কে চেতনার অভাব ̃ বিস্মৃত বিণ. নিজেকে বা নিজের সত্তাকে ভুলে গেছে এমন; তন্ময়; নিজের শক্তি বা সত্তাকে ভুলে গেছে এমন; নিজের শক্তি সম্পর্কে অচেতন। ̃ বুদ্ধি বি. নিজ বুদ্ধি; সজ্ঞান; আত্মজ্ঞান। ̃ বেদী (-দিন্) বিণ. আত্মা সম্পর্কে জানে এমন; ব্রহ্মজ্ঞ। ̃ ভাব বি. আত্মার সত্তা; স্বীয় ভাব, স্বভাব। ̃ ভূত বিণ 1 স্বয়ংজাত; 2 নিজের মতো, আত্মতুল্য; 3 (অশু.) স্বীয় আত্মার সঙ্গে একত্রীকৃত বা আত্মসাত্কৃত। ̃ মগ্ন বিণ. নিজের মধ্যে ডুবে আছে এমন, নিজের মনে নিবিষ্ট। ̃ মর্যাদা বি. নিজ গৌরব; নিজ সম্মান, আত্মসম্মান। ̃ ম্ভরি বিণ. আত্মসর্বস্ব; অহংকারী, দাম্ভিক। ̃ ম্ভরিতা বি. আত্মসর্বস্বতা; অহংকার, দম্ভ। ̃ রক্ষা বি. নিজেকে বাঁচানো। ̃ রতি বি. নিজেকে নিয়ে আনন্দ, নিজেকে ভালোবাসা ('তাই অসহ্য লাগে ও আত্মরতি': সু. দ.)। ̃ রূপ বি. স্বরূপ, নিজের চেহারা ও প্রকৃতি। ̃ লোপ-আত্মবিলোপ -এর অনুরূপ। ̃ শক্তি বি. নিজের ক্ষমতা; নিজের অন্তর্নিহিত ক্ষমতা। ̃ শাসন-আত্মসংযম -এর অনুরূপ। ̃ শুদ্ধি, ̃ শোধন বি. নিজের দোষ-ত্রুটি-পাপ ক্ষালন করে মনকে পবিত্র করা। ̃ শ্লাঘা বি. নিজের প্রশংসা। ̃ সংবরণ বি. নিজেকে বা নিজের আবেগকে সংযত করা। ̃ সংযম বি. নিজের রিপু বা ইন্দ্রিয়কে বশে রাখা। বিণ ̃ সংযমী (-মিন্)। ̃ সমর্পণ বি. সম্পূর্ণ ভাবে অন্যের বশ্যতা স্বীকার; (ভগবানের কাছে) নিজেকে সম্পূর্ণরূপে দান। ̃ সমাহিত বিণ. আপনাতে আপনি মগ্ন; আত্মস্হ, তন্ময়। ̃ সম্পর্কীয়, ̃ সম্বন্ধীয় বিণ. নিজের সঙ্গে বা নিজের ব্যাপারে যুক্ত এমন। ̃ সম্ভ্রম, ̃ সম্মান আত্মমর্যাদা -র অনুরূপ। ̃ সর্বস্ব বিণ. কেবল নিজের কথাই ভাবে এমন, স্বার্থপর। ̃ সাত্ বিণ. (সাধারণত অন্যায়ভাবে) নিজের হস্তগত, নিজের অধিকারভুক্ত। ̃ সার-আত্মসর্বস্ব -র অনুরূপ। ̃ সিদ্ধি বি. নিজের মোক্ষ, নিজের মুক্তি। ̃ স্হ বিণ. 1 আত্মায় স্হিত; 2 হৃদয়স্হ, নিজের ভিতরে নেওয়া হয়েছে এমন; 3 প্রকৃতিস্হ। ̃ স্বরূপ বি. নিজের প্রকৃত রূপ; স্বীয় পরিচয়। ̃ হত্যা বি. স্বেচ্ছায় নিজের দ্বারা নিজের প্রাণনাশ। ̃ হন্তা (-ন্তৃ) বি. বিণ. আত্মহত্যাকারী। বিণ. (স্ত্রী.) ̃ হন্ত্রী। ̃ হা বিণ. আত্মঘাতী। ̃ হারা বিণ. আত্মাবিস্মৃত, নিজেকে ভুলে গেছে এমন; বিহ্বল; তন্ময়। 19)
আত্মীয়
(p. 89) ātmīẏa বিণ. স্বকীয়, স্বীয়, নিজের। বি স্বজন, কুটুম্ব, জ্ঞাতি; বন্ধুবান্ধব। [সং. আত্মন্ + ঈয়] স্ত্রী. আত্মীয়া। ̃ তা বি. হৃদ্যতা; কুটুম্বিতা, জ্ঞাতিত্ব; বন্ধুত্ব। ̃ বন্ধু, ̃ স্বজন বি. বন্ধুবান্ধব, নিজের লোকজন। 35)
উদ্ধার
(p. 128) uddhāra বি. 1 পরিত্রাণ, নিষ্কৃতি (বিপদ থেকে উদ্ধার পাওয়া); 2 হাসিল করা, সফলতা (কার্যোদ্ধার); 3 উত্তোলন, উন্নয়ন (পঙ্কোদ্ধার); 4 হারিয়ে-যাওয়া বা নষ্ট হয়ে-যাওয়া জিনিস আবার ফিরে পাওয়া (লুপ্তোদ্ধার); 5 উদ্ধৃতি (উদ্ধার চিহ্ন)। [সং. উত্ + √ হৃ, √ ধৃ + অ]। ̃ ক বিণ. বি. উদ্ধারকারী। ̃ কার্য বি. বিপন্ন লোকজনকে বাঁচাবার কাজ। উদ্ধার চিহ্ন বি. উদ্ধৃতি চিহ্ন। উদ্ধারাশ্রম বি. বিপন্ন বা অসহায় মানুষকে উদ্ধারের জন্য যেখানে আশ্রয় দেওয়া হয়। 6)
কনে
(p. 162) kanē বি. 1 বিবাহের পাত্রী; বিবাহযোগ্যা কন্যা (কনে দেখা); 2 নববধূ (বরকনেকে নিয়ে সকলেই তখন মশগুল)। [সং. কন্যা]। ̃ চন্দন ব. বিবাহের সময় কন্যার মুখমণ্ডল চন্দন দিয়ে চিত্রিত করা। ̃ বউ বি. নববধূ; বালিকাবধূ। ̃ যাত্রী বি. বিবাহে কন্যাপক্ষের লোকজন, কন্যার সঙ্গে বিবাহ উত্সবে আগত লোকজন। 10)
কুটুম্ব (কথ্য) কুটুম
(p. 194) kuṭumba (kathya) kuṭuma বি. 1 আত্মীয়; 2 পোষ্যবর্গ, পরিবারভুক্ত লোকজন; 3 বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ ব্যক্তি (বাড়িতে কুটুম এসেছে)। [সং. √ কুটুম্ব্ + অ]। নতুন কুটুম বি. সম্প্রতি যার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপিত হয়েছে। বড় কুটুম বি. (কৌতু.) শ্যালক, সম্বন্ধী। কুটুম্বী (-ম্বিন্) বিণ. (স্ত্রী.) কুটুম্ববিশিষ্টা। বি. 1 পতিপুত্রযুক্তা স্ত্রী; 2 গৃহিণী; 3 মেয়েকুটুম। কুটুম্বিতা বি. 1 আত্মীয়তা; 2 বৈবাহিক সম্পর্ক ও তজ্জনিত আদান-প্রদান বা লৌকিকতা। 47)
গজ2
(p. 236) gaja2 বি. 1 হাতি; 2 দাবা খেলার বল বা ঘুঁটিবিশেষ; 3 শিবের হাতে নিহত অসুরবিশেষ। [সং. √গজ্ + অ]। ̃ কচ্ছপ বি. 1 পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে নিহত হয় ; 2 (আল.) দুই বলশালী, স্হূলকায় ও প্রবল প্রতিপক্ষ; 3 (ব্যঙ্গে) অতিকায় ব্যক্তি। গজ-কচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবল ও দীর্ঘস্হায়ী যুদ্ধ। ̃ কুম্ভ বি. হাতির মাথায় কুম্ভের মতো মাংসপিণ্ড। ̃ গতি বিণ. হাতির মতো ধীর ও গম্ভীর গতিবিশিষ্ট। বি. 1 হাতির গমনভঙ্গি ; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ গামী (-মিন্) বিণ. 1 গজে চড়ে যায় এমন; 2 হাতির মতো ধীর ও গম্ভীর গমনভঙ্গি যার। স্ত্রী. ̃ গামিনী। ̃ ঘণ্টা বি. দূর থেকে লোকজনকে সাবধান করে দেবার জন্য হাতির গলায় যে বৃহদাকার ঘণ্টা বেঁধে দেওয়া হয়। ̃ চক্ষু বি. ঈষত্ বাঁকা এবং দেহের তুলনায় ছোট চোখ। ̃ দন্ত বি. 1 হাতির দাঁত, ivory; 2 মানুষের একটি দাঁতের উপরে যে দাঁত ওঠে, উঁচু দাঁত; 3 গণেশ। ̃ পতি বি. 1 শ্রেষ্ঠ হাতি; 2 হাতিদের প্রধান; 3 ওড়িশার প্রাচীন নৃপতিদের উপাধিবিশেষ। ̃ বীথি বি. হাতিদের সুবিন্যস্ত ও সুশৃঙ্খল শ্রেণি। ̃ ভুক্ত-কপিত্থ-বত্ অব্য. ক্রি-বিণ. ভিতরে সারবস্তু কিছুই অবশিষ্ট নেই এইভাবে; অন্তঃসারহীনভাবে; গজ নামের ক্ষুদ্র কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে অন্তঃসারশূন্য, সেইরকম। ̃ মোতি, ̃ মুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে। গজাজিন বি. গজাসুরের চামড়া, শিবের পরিধেয়। গজানন বি. যার মুখ হাতির মতো, গণেশ। গজানীক বি. গজারোহী সৈন্যদল। গজারি বি. 1 হাতির শত্রু সিংহ; 2 গজাসুরের হন্তা শিব ; 3 গাছবিশেষ। গজারূঢ় বিণ. হাতির পীঠে চড়ে আছে এমন। গজারোহী বি. বিণ. হাতির পিঠে আরোহণ করে আছে যে (গজারোহী রাজা)। 14)
গরিব
(p. 242) gariba বিণ. দরিদ্র। [আ. গরীব্]। ̃ খানা বি. দীনের কুটির; (সৌজন্য ও বিনয় প্রকাশার্থে) আমার গৃহ। [আ. গরীব্ + ফা. খানা3]। ̃ গুরবো বি. দরিদ্র লোকজন; বিত্তহীন সম্প্রদায় (গরিবগুরবোদের কথাও একটু ভাবা উচিত ছিল)। গরিবানা, গরিবি-য়ানা বি. গরিবের ভাব; গরিবের মতো চালচলন। বিণ. দরিদ্রোচিত। গরিবি বি. 1 দারিদ্র; 2 দুঃখদৈন্য। 30)
গৃহ
(p. 253) gṛha বি. 1 কক্ষ, ঘর, প্রকোষ্ঠ; 2 বাড়ি, বাসস্হান, আবাস (আমার গৃহে একদিন পদার্পণ করুন)। [সং. √গ্রহ্ + অ]। ̃ কপোত বি. পোষা পায়রা, পারাবত। ̃ কর্তা (-র্তৃ) বি. গৃহস্বামী। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ কর্ম, ̃ কার্য বি. ঘরকান্নার কাজ, গৃহস্হালি। ̃ কোণ বি. ঘরের কোণ; অন্তঃপুর (দিনের শেষে ফিরে গৃহকোণে আশ্রয় নিই)। ̃ গোধিকা বি. টিকটিকি। ̃ চ্ছিদ্র বি. পারিবারিক দোষ বা কলঙ্ক। ̃ চ্যুত বিণ. স্বগৃহ থেকে বিতাড়িত বা বিচ্ছিন্ন। ̃ জাত বিণ. ঘরে তৈরি হয়েছে এমন। ̃ ত্যাগ বি. বাড়ি ছেড়ে যাওয়া; সংসারত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস। ̃ দাহ বি. অগ্নিসংযোগে গৃহের আংশিক বা সম্পূর্ণ পুড়ে যাওয়া। ̃ দেবতা বি. পুরুষানুক্রমে পূজিত ও গৃহে প্রতিষ্ঠিত দেবতা বা দেবমূর্তি। ̃ ধর্ম বি. গার্হস্হ্যধর্ম, সংসারধর্ম, গৃহীর পালনীয় কর্তব্য। ̃ নির্মাণ বি. ঘর-বাড়ি তৈরি। ̃ পতি বি. গৃহস্বামী। ̃ পালিত বিণ. ঘরে অর্থাত্ বাড়িতে পোষা বা পোষার যোগ্য (গৃহপালিত পশু)। ̃ প্রবেশ বি. নবনির্মিত গৃহে প্রথম প্রবেশকালীন অনুষ্ঠানবিশেষ। ̃ প্রাঙ্গণ বি. গৃহের সংলগ্ন প্রাঙ্গণ বা উঠান। ̃ বধূ বি. ঘরেই থাকে এবং সংসারধর্ম পালন করে এমন বিবাহিতা স্ত্রীলোক। ̃ বন্দি বিণ. ঘরে আটক (বৃষ্টির জন্যে সারাটা দিন গৃহবন্দি হয়ে আছি)। ̃ বলি-ভুক (-ভুজ্) পায়রা। ̃ বাটিকা বি. বাসগৃহসংলগ্ন বাগান; বাগানবাড়ি। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গৃহস্হ, সংসারী (লোক)। ̃ বিচ্ছেদ বি. আত্মীয়পরিজনের মধ্যে ঝগড়া বা পরস্পর ছাড়াছাড়ি। ̃ বিবাদ বি. 1 একই সংসারের লোকজনের মধ্যে বা পরিজনদের মধ্যে ঝগড়া ; 2 একই রাষ্ট্রের প্রজাদের মধ্যে পরস্পর কলহ বা লড়াই। ̃ ভেদ বি. 1 গৃহবিবাদ; 2 সিঁধ কেটে চুরি। ̃ ভেদী বিণ. 1 পরিজনদের মধ্যে বিবাদ ঘটায় এমন, ঘরভাঙানে; 2 (বিরল) চৌর্যব্যবসায়ী। ̃ মণি বি. প্রদীপ। ̃ মৃগ বি. কুকুর। ̃ মেধী বি. বিণ. গৃহস্হ; কৃতদার, যে বিবাহ করেছে। ̃ মেধিনী বি. (স্ত্রী) গৃহিণী। ̃ যুদ্ধ বি. ঘরোয়া যুদ্ধ; রাষ্ট্রের মধ্যে অন্তর্যুদ্ধ। ̃ লক্ষ্মী বি. কুলবধূ; গৃহিণী। ̃ শত্রু বি. যে ব্যক্তি (প্রধানত গোপনে) স্বগৃহের বা স্বদলের প্রতি শত্রুতা করে। ̃ শিক্ষক বি. যে শিক্ষক পারিশ্রমিকের বিনিময়ে বাড়িতে এসে ছাত্র-ছাত্রীকে পড়ান। ̃ শূন্য বিণ. 1 নিরাশ্রয়; 2 বিপত্নীক। ̃ সজ্জা বি. ঘরের আসবাবপত্র। ̃ স্হ বি. সংসারী লোক; মধ্যবিত্ত অবস্হার লোক। বিণ. গৃহে স্হিত। ̃ স্হালি, ̃ স্হালী বি. ঘরকন্নার কাজকর্ম। ̃ স্বামী (-মিন্) বি. বাড়ির বা পরিবারের কর্তা। স্ত্রী. ̃ স্বামিনী। ̃ হীন বিণ. গৃহ নেই যার; আশ্রয়হীন। 63)
চাকর
(p. 281) cākara বি. 1 ভৃত্য, পরিচারক; 2 কর্মচারী (সরকারের চাকর)। [ফা. চাকর]। ̃ বাকর বি. ভৃত্যবর্গ, দাসদাসী; চাকর এবং চাকরস্হানীয় লোকজন। স্ত্রী. চাকরানি। 59)
জন
(p. 312) jana বি. 1 মানুষ, লোক (শত শত জন); 2 শ্রমিক, মজুর (জন খাটানো); 3 জনসাধারণ, সাধারণ লোক (জননেতা)। বিণ. ব্যক্তির সংখ্যানির্দেশক (তিনজন লোক)। [সং. √ জন্ + অ]। জন খাটানো ক্রি. বি. মজুরের দ্বারা কাজ করানো। ̃ গণ - জনসাধারণ -এর অনুরূপ। ̃ গণনা বি. লোকসংখ্যা নির্ণয়, লোকের সংখ্যা গোনা। ̃ গণ-তন্ত্র বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের প্রতিষ্ঠিত সরকার। ̃ গণেশ বি. জনসাধারণের অধিদেবতা, গণদেবতা ('জনগণেশের প্রচণ্ড কৌতুক': রবীন্দ্র)। ̃ তা বি. 1 ভিড়; বহু লোকের সমাবেশ (জনতার ভিড়ে হারিয়ে যাওয়া); 2 বিত্তহীন মানুষ; সাধারণ মানুষ, the masses ('পরিচিত জনতার সরণীতে': রবীন্দ্র)। ̃ নেতা, ̃ নায়ক বি. জনগণের পরিচালক বা নেতা। ̃ পদ বি. 1 লোকালয়, জনবসতিযুক্ত স্হান; 2 শহর। ̃ পদ-বধূ বি. গণিকা, বেশ্যা। ̃ প্রবাদ বি. কিংবদন্তি, যে কথা বা কাহিনী দীর্ঘকাল ধরে লোকের মুখে মুখে প্রচলিত আছে। ̃ প্রাণী (-ণিন্) বি. একজনও মানুষ বা প্রাণী (কোথাও কোনো জনপ্রাণী দেখা যাচ্ছে না)। ̃ প্রিয় বিণ. সাধারণ বা অধিকাংশ লোকে ভালোবাসে এমন। ̃ বল বি. লোকবল, বহু লোক থাকার ফলে অর্জিত বল। ̃ বসতি বি. লোকজনের বাস বা বাসস্হান। ̃ বহুল বিণ. বহু লোক বাস করে এমন, বহুলোকপূর্ণ (জনবহুল শহর)। বিপ. জনবিরল। ̃ মজুর বি. (সচ. ঠিকা) শ্রমিক। ̃ মত বি. অধিকাংশ লোকের মত। ̃ মানব - জনপ্রাণী -র অনুরূপ। ̃ যুদ্ধ বি. 1 যে যুদ্ধে জনগণই অংশ নেয়; 2 যে যুদ্ধে জনগণের সক্রিয় সমর্থন আছে; 3 জনগণের হিতার্থে যুদ্ধ। ̃ রব বি. লোকের মুখে মুখে প্রচারিত কথা; গুজব। ̃ লোক বি. পুরাণে বর্ণিত সপ্তলোকের অন্যতম; মহর্লোকের উপরিস্হ লোক। ̃ শিক্ষা বি. সাধারণ মানুষের জন্য শিক্ষা। ̃ শূন্য বিণ. লোকজন নেই বা বাস করে না এমন, নির্জন। ̃ শ্রুতি বি. কিংবদন্তি, গুজব, জনপ্রবাদ। ̃ সংখ্যা বি. কোনো স্হানের অধিবাসীদের সংখ্যা, population. ̃ সংভরণ বি. জনসাধারণের খাদ্যাদি সরবরাহের সরকারি ব্যবস্হা, civil supply (স. প.)। ̃ সংযোগ বি. সরকার কর্তৃক প্রচারের দ্বারা জনসাধারণের সঙ্গে যোগস্হাপন। ̃ সংঘ বি. জনগণের মঙ্গলের জন্য জনগণের দ্বারা গঠিত ও পরিচালিত সমিতি। ̃ সভা বি. বহু মানুষের সমাবেশ, public meeting. ̃ সমাজ বি. মানুষের সমাজ। ̃ সমুদ্র বি. সমুদ্রের মতো বিরাট জনতা, অসংখ্য মানুষের ভিড় (এই জনসমুদ্রে তাকে খুঁজে বার করা অসম্ভব)। ̃ সাধারণ বি. 1 সাধারণ লোক; 2 কোনো দেশের বা সমাজের অধিকাংশ লোক; 3 মূলত বিত্তহীন লোকসম্প্রদায়, the masses. ̃ সেবা বি. মানুষের সেবা। ̃ স্হান বি. 1 লোকালয়; 2 রামায়ণে বর্ণিত দণ্ডকারণ্যের মধ্যবর্তী স্হানবিশেষ। ̃ স্রোত (-তস্) বি. চলন্ত মানুষের অবিচ্ছিন্ন শ্রেণি, লোকপ্রবাহ। ̃ হিত-কর বিণ. লোকের পক্ষে কল্যাণকর। ̃ হীন বিণ. নির্জন, মানুষজন নেই এমন। 41)
দল
(p. 400) dala বি. 1 পল্লব, পাতা (বিল্বদল); 2 পাপড়ি (শতদল); 3 সমূহ, পাল, সম্প্রদায় (দস্যুদল, সৈন্যদল); 4 জোট (দল বেঁধে এল); 5 পক্ষ, তরফ; একই মত ও পথের সমর্থক ব্যক্তিবর্গের গোষ্ঠী (আমার দলের ছেলেরা); 6 জলে ভাসমান উদ্ভিদের গুচ্ছ, দাম, শ্যাওলা (কলমির দল, 'গানগুলি মোর শৈবালেরই দল': রবীন্দ্র); 7 (নিন্দায়) অসত্ সংসর্গ (দলে ভিড়ে খারাপ হওয়া, দলে মেশা)। [সং. √ দল্ + অ]। দল পাকানো, দল বাঁধা ক্রি. বি. একজোট হওয়া ('নেকড়েরা দল বাঁধিয়া শিকার করে': তারা.); ঘোঁট পাকানো। দলে ভারী সংখ্যায় অনেক। ̃ কচু বি. বড় বড় পাতাযুক্ত কচুবিশেষ। ̃ গত বিণ. দলীয়, সম্মিলিত (দলগত শক্তি)। ̃ ছাড়া, ̃ চ্যুত, ̃ ভ্রষ্ট বিণ. নিজ শ্রেণি বা গোষ্ঠী থেকে বিচ্যুত। ̃ ছুট বিণ. নিজের দল বা গোষ্ঠী থেকে আলাদা হয়ে গেছে এমন, দলছাড়া। ̃ ত্যাগ বি. দল ছেড়ে দেওয়া। ̃ পতি বি. সর্দার, নেতা। ̃ বদ্ধ বিণ. একদলে মিলিত। ̃ বল বি. স্বপক্ষীয় লোকজন (দলবল নিয়ে হাজির)। ̃ ভুক্ত বিণ. কোনো দলের অন্তর্ভুক্ত। দলাদলি বি. বিভিন্ন পরস্পরবিরোধী দল গঠন বা তাদের মধ্যে বিরোধ। দলীয় বিণ. দলসম্বন্ধীয় (দলীয় রাজনীতি); দলভুক্ত। দলে দলে ক্রি-বিণ. নানা দল বেঁধে; প্রচুর সংখ্যায় (দলে দলে লোক আসছে)। 15)
দাঁড়া৩
(p. 402) dān̐ḍ়ā3 ক্রি. দাঁড়ানো। [ সং. √ দণ্ডায়]। ̃ নো ক্রি. 1 খাড়া হওয়া, দণ্ডায়মান হওয়া (উঠে দাঁড়াও); 2 আশ্রয় পাওয়া (দাঁড়াবার জায়গা নেই); 3 প্রতিযোগিতায় এঁটে ওঠা (তার সঙ্গে প্রতিযোগিতায় নামসে তুমি দাঁড়াতেই পারবে না); 4 অপেক্ষা বা প্রতীক্ষা করা (আর কতক্ষণ দাঁড়াব); 5 বিলম্ব বা সবুর করা (একটু দাঁড়াও); 6 গতি সংবরণ করা, থামা (গাড়ি দাঁড়িয়েছে); 7 সঞ্চিত হওয়া, জমা (রাস্তায় একহাঁটু জল দাঁড়িয়েছে); 8 সুপ্রতিষ্ঠিত হওয়া (ব্যাবসাটা দাঁড়িয়ে গেছে, স্কুলটা দাঁড়িয়ে গেছে); 9 শেষ হওয়া, পরিণতি লাভ করা (ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে জানি না); 1 পক্ষ সমর্থন করা (আমরা তার হয়ে দাঁড়াব, সে আমার উকিল দাঁড়িয়েছে)। বিণ. দণ্ডায়মান, খাড়া, দাঁড়িয়ে রয়েছে এমন (দাঁড়ানো লোকজন, দাঁড়ানো গাড়ি)। বি. দণ্ডায়মান হওয়া; দণ্ডায়মান অবস্হা বা দাঁড়াবার ভঙ্গি (তার দাঁড়ানো দেখলে হাসি পায়)। 31)
দেশ
(p. 421) dēśa বি. 1 পৃথিবীর ভৌগোলিক বিভাগবিশেষ (বহু দেশ দেখেছি); 2 পৃথিবীর রাজনৈতিক বিভাগবিশেষ, রাষ্ট্র (তিনটি দেশ নিয়ে এই সংগঠন); 3 প্রদেশ (বঙ্গদেশ, রাঢ়দেশ); 4 স্বদেশ, জন্মভূমি (দেশে ফেরার জন্য আকুলতা, দেশপ্রেম); 5 নিজের গ্রাম (দেশের বাড়ি); 6 অঞ্চল (মেরুদেশ); 7 দিক (দক্ষিণদেশের লোক); 8 শরীরের অংশ (কণ্ঠদেশ, স্কন্ধদেশ); 9 সংগীতের রাগবিশেষ। [সং. √ দিশ্ + অ]। ̃ কাল বি. স্হান ও সময় বা তাদের স্বরূপ; অবস্হা, পরিবেশ ইত্যাদি। ̃ কাল-পাত্র বি. স্হান, সময় ও পরিবেশপরিস্হিতি। ̃ কালোচিত বিণ. অবস্হা ও পরিস্হিতি অনুযায়ী। ̃ ছাড়া বিণ. 1 দেশের নিয়ম বা পরিস্হিতির সঙ্গে সংগতি নেই এমন (এমন দেশছাড়া নিয়মের কথা কেউ কখনো শুনেছে?); 2 বহুকাল দেশের বাইরে রয়েছে এমন। ̃ জ বিণ. দেশে উত্পন্ন, দেশি। ̃ জোড়া বিণ. সারা দেশে ছড়িয়ে রয়েছে এমন, সারা দেশে প্রচারিত (দেশছোড়া সুনাম)। ̃ ত্যাগ বি. দেশ ছেড়ে অন্যত্র যাওয়া। ̃ ত্যাগী (-গিন্) বিণ. দেশ ছেডে় অন্যত্র গেছে এমন। ̃ দ্রোহ বি. স্বদেশের ক্ষতিসাধন; স্বদেশের প্রতি শত্রুতা। ̃ দ্রোহী (-হিন্) বিণ. স্বদেশের ক্ষতিসাধন করে এমন। বি. ̃ দ্রোহিতা। ̃ প্রসিদ্ধ, ̃ বিখ্যাত বিণ. দেশজোড়া খ্যাতিসম্পন্ন। ̃ প্রিয় বিণ. 1 দেশের ভক্ত; 2 দেশের লোকের প্রিয়। ̃ প্রেমিক বি. বিণ. স্বদেশভক্ত; স্বদেশের সেবক। ̃ বন্ধু বি. স্বদেশের মিত্র; প্রসিদ্ধ দেশনেতা চিত্তরঞ্জন দাশকে প্রদত্ত উপাধিবিশেষ। ̃ বরেণ্য বিণ. সারা দেশে সম্মানিত; সারা দেশে বিখ্যাত। ̃ বাসী (-সিন্) বি. বিণ. দেশের লোকজন; স্বদেশের লোকজন। ̃ বিদেশ বি. স্বদেশ ও অন্য দেশ; নানা দেশ (দেশবিদেশের খেলা)। ̃ ব্যাপী (-পিন্), ̃ ময় বিণ. দেশজোড়া -র অনুরূপ। ̃ ভ্রমণ বি. দেশের নানা স্হানে কিংবা নানা দেশে বেড়ানো। ̃ ময় বিণ. দেশজোড়া, দেশব্যাপী। ̃ মাতৃকা বি. স্বদেশজননী, মাত়ৃরূপা জন্মভূমি। ̃ সেবক বিণ. বি. দেশের কল্যাণে নিযুক্ত, দেশের সেবা করে এমন। ̃ হিত বি. দেশের মঙ্গল। ̃ হিত-ব্রত বি. দেশের মঙ্গলসাধনের ব্রত বা সংকল্প। বিণ. দেশের মঙ্গলই যার ব্রত। ̃ হিত-ব্রতী (-তিন্) বিণ. দেশের কল্যাণকে ব্রত বা সংকল্প হিসাবে গ্রহণ করেছে এমন। ̃ হিতৈষী (-ষিন্) বিণ. দেশহিতব্রতী -র অনরূপ। ̃ দেশান্তর বি. স্বদেশ ও অন্যদেশ; নানা দেশ। 31)
পড়শি, পড়োশি
(p. 486) paḍ়śi, paḍ়ōśi বি. প্রতিবেশী, কাছেই বাস করে এমন লোকজন। [হি. পড়োসী প্রাকৃ. পডিএসি]। 40)
পরিবার
(p. 499) paribāra বি. 1 পরিজন; 2 স্ত্রী সন্তান প্রভৃতি পোষ্যবর্গ (পরিবারের লোকজন, পরিবার পরিকল্পনা); 3 পত্নী, স্ত্রী (আমার পরিবারের শরীরটা ভালো যাচ্ছে না)। [সং. পরি + √ বৃ + অ]। বিণ. পারি-বারিক। পরিবার পরিকল্পনা বি. সন্তান-সন্ততির জন্ম নিয়ন্ত্রণ, family planning. 20)
প্রজা
(p. 538) prajā বি. 1 প্রাণীবর্গ (প্রজাপতি); 2 সন্তানসন্ততি (প্রজাবতী); 3 রাষ্ট্রের বা জমিদারির শাসনাধীন লোকজন, রায়ত; 4 ভাড়েটে; 5 জনসাধারণ। [সং. প্র + √ জন্ + অ + আ]। ̃ তন্ত্র বি. সাধারণতন্ত্র; প্রজাবর্গের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রশাসন বা শাসিত রাষ্ট্র, republic. ̃ তান্ত্রিক, ̃ তন্ত্রী বিণ. 1 প্রজাতন্ত্রবিধি অনুযায়ী শাসিত (প্রজাতন্ত্রী রাষ্ট্র); 2 প্রজাতন্ত্রবিধিতে বিশ্বাসী। ̃ পতি বি. 1 জীবকুলের স্রষ্টা বা প্রধান পালক, বিধাতা (প্রজাপতির নির্বন্ধ); 2 ব্রহ্মা; 3 মরীচি, অত্রি, নারদ, অঙ্গিরা, পুলস্ত্য; পুলহ, ক্রতু, দক্ষ, বশিষ্ঠ ও ভৃগু-ব্রহ্মার এই দশ মানসপুত্র; 4 (বাং.) রং-বেরঙের ডানাযুক্ত ষট্পদী পতঙ্গবিশেষ। ̃ পীড়ন বি. প্রজাদের উপর অত্যাচার। ̃ বতী বিণ. সন্তানবতী। বি. ভ্রাতৃজায়া, ভ্রাতৃবধূ। ̃ বিলি বি. নির্দিষ্ট খাজনায় জমিদার কর্তৃক প্রজাকে জমি ভোগ করার অধিকারদানের বন্দোবস্ত। ̃ বৃদ্ধি বি. বংশবৃদ্ধি; রাষ্ট্র দেশ প্রভৃতির জনসংখ্যাবৃদ্ধি। ̃ রঞ্জক বিণ. প্রজাদের মনোরঞ্জনকারী। ̃ শক্তি বি. সম্মিলিত প্রজাবর্গের ক্ষমতা। ̃ স্বত্ব বি. প্রজার অধিকার, রাইয়তি। 30)
বর
(p. 580) bara বি. 1 দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ (সরস্বতীর বরে বিদ্যালাভ); 2 আশীর্বাদ; 3 বিবাহের পাত্র (বরাসন, বরের টোপর); 4 স্বামী, পতি (সখীর বর, ঘরবর); 5 হাতের আঙুলের অনুগ্রহসূচক ভঙ্গিবিশেষ বা মুদ্রা (বরাভয়)। বিণ. 1 ঈপ্সিত, কাঙ্ক্ষিত; 2 উত্তম, শ্রেষ্ঠ (বন্ধুবর, বরতনু)। [সং. √ বৃ + অ]। ̃ কনে বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ কর্তা বি. বিবাহে পাত্রপক্ষীয় প্রধান ব্যক্তি। ̃ চন্দন বি. 1 দেবদারু; 2 অগুরু। ̃ দ বিণ. বরদাতা। ̃ দা বিণ. (স্ত্রী.) বরদাত্রী। বি. দুর্গা। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রপক্ষীয় লোকজন। ̃ পণ বি. বিবাহে কন্যাপক্ষের কাছ থেকে বরপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ পুত্র বি. 1 দেবতার বরে জাত পুত্র; 2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র); 3 শ্রেষ্ঠ পুত্র। ̃ প্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী। স্ত্রী. ̃ প্রদা। ̃ বধূ বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ বর্ণিনী বি. 1 সর্বগুণান্বিতা রমণী; 2 সুন্দরী নারী। ̃ মাল্য বি. 1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা; 2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)। ̃ যাত্রী (-ত্রিন্), ̃ যাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী। ̃ য়িতা বিণ. বরণকারী। স্ত্রী. ̃ য়িত্রী। বরের ঘরের মাসি কনের ঘরের পিসি যে ব্যক্তি বিবদমান উভয় পক্ষের সঙ্গেই সদ্ভাব রেখে চলে। 28)
বাদ৩
(p. 598) bāda3 বি. 1 ছাড়, বিয়োগ (দশ টাকা থেকে পাঁচ টাকা বাদ দাও); 2 বর্জন (তার কথা বাদ দাও, ওকে বাদ দিয়ে এ কাজ হবে না)। [আ. বাদ]। ̃ বাকি বিণ. অবশিষ্ট যা বাকি রয়েছে (বাদবাকি লোকজন)। ̃ সাদ বি. ছাড়, ছাড়ছোড়, কিছুপরিমাণে বাদ (খরচখরচা বাদসাদ দিয়ে কত থাকল?)। বাদে অব্য. ব্যতীত, ছাড়া (তুমি বাদে অন্য সবাই জানে)। ক্রি-বিণ. পরে (এক মাস বাদে কী হবে জানি না)। 6)
মানুষ
(p. 699) mānuṣa বি. হোমো সাপিয়েনস প্রজাতির প্রাণী, মনুষ্য, নর (মানুষ মরণশীল); 2 ব্যক্তি (মেয়েমানুষ, মনের মানুষ)। বিণ. 1 মনুষ্য সম্বন্ধীয়; 2 মনুষ্যচিত গুণসম্পন্ন আবার তোরা মানুষ হ': দ্বি. রা.); 3 লায়েক (তুমি খুব মানুষ হয়ে গেছ ভাবছ বুঝি?); 4 লালনপালনদ্বারা বর্ধিত বা বয়ঃপ্রাপ্ত (ছেলে মানুষ করা)। [সং. মনু (+ষ) + অ]। মানুষিক বিণ. মনুষ্যসম্বন্ধীয়; মনুষ্যচিত (অমানুষিক)। ̃ .খেকো বিণ. মানুষ খায় এমন। বি. মানুষ খায় এমন বাঘ। ̃ .জন বি. লোকজন। মানুষী বিণ. মানুষসুলভ ('একটি স্মৃতির মানুষী দুর্বলতা': সু. দ.)। বি. (স্ত্রী.) নারী। মানুষকরা ক্রি. বি. লালনপালন করে বড়ো করে তোলা। মানুষ হওয়া ক্রি. বি. 1 প্রতিপালিত হওয়া (মামাবাড়িতে মানুষ হয়েছে); 2 মনুষ্যচিত গুণের অধিকারী হওয়া। মানুষের মতো মানুষ আদর্শ মানুষ, যে ব্যক্তি মনুষ্যোচিত সমস্ত গুণের অধিকারী। 14)
মেলা৩
(p. 717) mēlā3 বিণ. অনেক, বহু (মেলা লোকজন, মেলা খরচ, মেলা খাবার) [দেশি]। 8)
যুদ্ধ
(p. 728) yuddha বি. 1 সংগ্রাম, সমর, রণ, লড়াই (বিশ্বযুদ্ধ, রাজায় রাজায় যুদ্ধ) 2 ক্রীড়া শক্তি ইত্যাদির প্রতিযোগিতা দ্বন্দ্ব (মুষ্টিযুদ্ধ)। [সং. যুধ্ + ত]। ̃ .কালীন বিণ. যুদ্ধের সময়ের (যুদ্ধকালীন তত্পরতা)। ̃ .জয় বি. যুদ্ধে শত্রু বা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সাফল্য। ̃ .নীতি, ̃.রীতি বি. 1 যুদ্ধের আইনকানুন; 2 যুদ্ধের কৌশল। ̃ .বন্দি বি. যুদ্ধে পরাজিত পক্ষের যে সৈন্য বা লোকজনকে জয়ী পক্ষ গ্রেপ্তার করে। ̃ .বিগ্রহ বি. যুদ্ধ বিবাদ ইত্যাদি। ̃ .বিদ্যা বি. যুদ্ধের কৌশল ফন্দি ইত্যাদি সংক্রান্ত শাস্ত্র। ̃ .বিরতি বি. যুদ্ধের সাময়িক ক্ষান্তি। ̃ .বিশারদ বিণ. রণনিপুণ। ̃ .যাত্রা বি. যুদ্ধ করতে রওনা হওয়া, সংগ্রামের অভিযান। ̃ .যুদ্ধাজীব বি. বিণ. যোদ্ধা, সৈনিকবৃত্তি অবলম্বনকারী। ̃ .যুদ্ধাব-সান বি. সংগ্রামের সমাপ্তি, শান্তি বা সন্ধি। যুদ্ধার্থী (-র্থিন্) বিণ. যুদ্ধ করতে চায় এমন যুদ্ধের উপক্রমকারী। যুদ্ধাস্ত্র বি. যুদ্ধে ব্যবহারের অস্ত্র। যুদ্ধোত্তর বিণ. যুদ্ধের পরবর্তী কালের (যুদ্ধোত্তর ভারত)। যুদ্ধোন্মাদ বিণ. রণোন্মত্ত। বি. 1 যুদ্ধজনিত উন্মত্ততা; 2 যুদ্ধ করবার প্রবল বাসনা। যুধিষ্ঠির বিণ. (মূল অর্থ) যুদ্ধকালে বুদ্ধি স্হির রাখতে পারে বা ঘাবড়ায় না এমন। বি. জ্যেষ্ঠ পাণ্ডব। [সং. যুধি + স্হির]। 9)
লশ-কর
(p. 757) laśa-kara বি. 1 সৈন্য, ফৌজ, 2 নৌসৈন্য; 3 জাহাজের খালাশি; 4 লোকজন (লোকলশকর)। [ফা. লশ্কর্]। 6)
লোক
(p. 764) lōka বি. 1 মানুষ, ব্যক্তি (বহু লোক); 2 জনসাধারণ (লোকনিন্দা, লোকাপাবাদ, লোকে কী বলে?); 3 স্বর্গ মর্ত্য পাতাল-এই তিন জগত্; 4 ভূঃ ভুবঃ স্বঃ মহঃ জনঃ তপঃ সত্য-এই সপ্ত ভুবন; 5 জগত্, ভুবন (মর্ত্যলোক, 'অলোকলোকে জন্ম নেব': রবীন্দ্র)। [সং. √ লোক্ + অ]। ̃ .ক্ষয় বি. লোকজনের মৃত্যু, জনহানি। ̃ .গাথা বি. যে-গাথা বহুকাল ধরে জনসাধারণের মুখে মুখে প্রচলিত। ̃ .গীতি বি. পল্লিসংগীত। ̃ .চক্ষু বি. জনসাধারণের বা সর্বসাধারণের দৃষ্টি। ̃ .চরিত্র বি. মানবপ্রকৃতি। ̃ .জন বি.নানালোক; অনুচরবর্গ, দলবল। ধর্ম বি. প্রচলিত রীতিনীতি বা আদর্শ। নাথ বি. 1 জগদীশ্বর 2 ব্রহ্মা 3 বিষ্ণু 4 মহেশ্বর 5 রাজা। নিন্দা বি. জনসাধারণ কর্তৃক নিন্দা। নিরুক্তি বি. সাধারণ মানুষের প্রতিদিনের ব্যবহারের ফলে সৃষ্টি হওয়া। পরম্পরা বি. পরপর বহুলোক, লোকের ক্রম বা ধারা, পুরুষানুক্রম। পাল রাজা ইন্দ্রাদি অষ্ট দিকপাল। পিতামহ বি. ব্রহ্মা। প্রবাদ বি. জনশ্রুতি। প্রসিদ্ধ বিণ. বিখ্যাত। বল বি. জনবল সাহায্যকারী ব্যক্তিগণ। বহির্ভূত, বাহ্য বিণ. মনুষ্যসমাজের বহির্ভূত, মানুষের মধ্যে দেখা যায় না এমন। ব্যবহার বি. সামাজিক রীতিনীতি। মান্য বিণ. সকলের কাছে সম্মানিত। যাত্রা বি. সংসারযাত্রা। লজ্জা, (প্রধানত কাব্যে) লাজ বি. জনসাধারণের কাছে লজ্জা। লশকর, লস্কর বি. সৈন্যবাহিনী ও সংশ্লিষ্ট লোকজন, অনুচরবর্গ। লীলা বিণ. ভবলীলা, জীবদ্দশা। লৌকতা বি. সামাজিকতা। শিক্ষা বি. (যাত্রা, কথকতা ইত্যাদির মাধ্যমে) আপামর সর্বসাধারণের জন্য শিক্ষা। সংগীত বি. (মুলত গ্রামের) সর্বসাধারণের মধ্যে প্রচলিচ গান, folksong. সংস্কৃতি বি. পল্লিজীবনের সংস্কৃতি, গ্রামের সংস্কৃতি। সভা বি. গণতান্ত্রিক ব্যবস্হায় নির্বাচিত দেশের সর্বোচ্চ আইনসভা। সমাজ বি. মনুষ্যসমাজ, মনুষ্যজাতি। সাহিত্য বি. পল্লিজীবনকে অবলম্বন করে রচিত সাহিত্য। স্হিতি বি. মনুষ্যসমাজের স্হায়িত্ব সমাজবন্ধন। হাসা-হাসি বি. জনসাধারণ কর্তৃক উপহাস। হিত বি. মনুষ্যজাতির কল্যাণ। হিতৈষী (-ষিন্) বিণ. মনুষ্যজাতির কল্যাণকামী। লোক-সান বি. 1 ক্ষতি 2 যে দরে কেনা হয়েছে তার চেয়ে কম মূল্য গ্রহণ (লোকসান দিয়ে বিক্রি করা)। আ. নুক্সান। লোক-সানি বিণ. যাতে লোকসান স্বীকার করতে হয় এমন (লোকসানি কারবার)। লোকাকীর্ণ বিণ. জনাকীর্ণ, বহু লোকের ভিড়ে পূর্ণ (লোকাকীর্ণ সভাগৃহ)। সং. লোক + আকীর্ণ। লোকাচার বি. মনুষ্যসমাজের রীতিনীতি, সামাজিক প্রথা। সং. লোক + আচার। লোকাতীত বিণ. অলৌকিক, অসাধারণ, মনুষ্যলোকে বা মনুষ্যজগতে যা ঘটে না (লোকাতীত মহিমা)। সং. লোক + অতীত। লোকাধিক্য বি. লোকজনের আতিশয্য বা ভিড়। সং. লোক + আধিক্য। লোকান্তর বি. 1 ভিন্ন জগত্ 2 পরলোক (লোকান্তরগমন)। সং. লোক + অন্তর। লোকান্তরিত বিণ. অন্য জগতে বা পরলোকে গমন করেছে এমন, মৃত। স্ত্রী. লোকান্তরিতা। লোকাপ-বাদ বি. জনসাধারণ কর্তৃক নিন্দা, অপবাদ। সং. লোক + অপবাদ। লোকাভাব বি. 1 লোকজনের ঘাটতি 2 সাহায্য করার মতো লোকের অভাব। সং. লোক + অভাব। লোকায়ত বিণ. 1 চার্বাকের মতাবলম্বী, নাস্তিক 2 ধর্মনিরপেক্ষ 3 লৌকিক। বি. চার্বাকের মত, নাস্তিক্যবাদ। সং. লোক + আয়ত। লোকায়তিক বিণ. চার্বাকের মতাবলম্বী বা নাস্তিক। বি. চার্বাক। লোকারণ্য বি. বহু অসংখ্য লোকের সমাবেশ (লোকে লোকারণ্য)। সং. লোক + অরণ্য। লোকাল বিণ. আঞ্চলিক। ইং. local। লোকাল বোর্ড কয়েকটি সন্নিহিত গ্রামের উন্নতিকল্পে গ্রামের প্রতিনিধিদের নিয়ে গঠিত সংঘ। লোকালয় বি. নগর গ্রাম প্রভৃতি যেখানে মানুষজন বাস করে জনপদ। সং. লোক + আলয়। লোকিত বিণ. দৃষ্ট, দেখা বা লক্ষ করা হয়েছে এমন (অবলোকিত)। সং. লোক্ + ত। লোকেশ বি. 1 জগদীশ্বর 2 ব্রহ্মা 3 নৃপতি, রাজা। সং. লোক + ঈশ। লোকেশ্বর-লোকেশ-এর অনুরূপ। লোকোক্তি বি. 1 লোককথা, জনসাধারণের মধ্যে প্রচলিত কাহিনি লোকশ্রুতি, জনশ্রুতি। সং. লোক + উক্তি। লোকোত্তর বিণ. 1 অলৌকিক 2 অসাধারণ (লোকোত্তর পুরুষ, লোকোত্তর প্রতিভা)। সং. লোক + উত্তর। লোচন বি. চক্ষু, নয়ন, নেত্র। সং. লোচ্ + অন। লোচ্চা বিণ. লম্পট, দুশ্চরিত্র (লোচ্চা ছেলে)। ফা. লুচ্চা। লোটন বি. 1 ভূমিতে গড়াগড়ি দেওয়া 2 ঝুঁটিওয়ালা পায়রাবিশেষ, নোটোন 3 ঢিলা করে বাঁধা খোঁপা। সং. লুঠ্ + বাং. অন। লোটা 1 বি. ঘটি। হি. লোটা। কম্বল বি. 1 ঘটি ও গায়ের কম্বল 2 (আল.) সামান্য সম্বল, খাওয়া ও শোয়া সামান্য সরঞ্জাম। লোটা 2, লোটানো, লোড়া যথাক্রমে লুটা, লুটানো ও নোড়া-র রূপভেদ। লোড-শেডিং বি. বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য বিদ্যুত্শক্তির সাময়িক ক্রিয়ালোপ গতিশীল বিদ্যুত্প্রবাহ কিছু সময়ের জন্য বন্ধ থাকা। ইং. load-shedding। লোধ, লোধ্র বি. সাদা ফুলবিশিষ্ট ছোটো গাছবিশেষ (লোধ্রফুলের শুভ্র রেণু রবীন্দ্র)। সং. রুধ্ + অ, র। রেণু বি. লোধ্রগাছের ছালের গুঁড়ো, যা প্রাচীনকালে প্রসাধনীরূপে ব্যবহৃত হত। লোনা বিণ. লবণাক্ত (লোনা জল)। বি. 1 লবণের অংশ বা লবণজাতীয় উপাদান (লোনা ধরা, দেওয়ালে লোনা লাগা) 2 মাটিতে বা জলে লবণের আধিক্য (লোনায় স্বাস্হ্যহানি হওয়া)। বাং. লুন + আ। লোপ বি. 1 বিনাশ, ধ্বংস (বংশলোপ) 2 অবসান (চৈতন্যলোপ)। সং. লুপ্ + অ। প্রাপ্ত বিণ. লোপ পেয়েছে বা ধ্বংস হয়েছে এমন। লোপ্ত্র বি. লুটের মাল, চুরির ধন। সং. লুপ্ + ষ্ট্রন্। লোপাট বিণ. 1 সম্পূর্ণ লুণ্ঠিত বা আত্মসাত্ করা হয়েছে এমন (জিনিসপত্র লোপাট) 2 নিশ্চিহ্ন, লুপ্ত (প্রমাণ লোপাট)। সং. লুপ্ত লুপত লোপাট। লোপাপত্তি বি. লোপাট হওয়া বা করা বিলুপ্তি। তু. লোপাট। লোফা ক্রি. বি. মাটিতে পড়ার আগেই শূন্য থেকে ধরে নেওয়া। সং. লুফ + বাং. আ। লুফি বি. পরস্পরের প্রতি ছুড়ে দেওয়া ও লোফা। লোবান বি. ধুনোর মতো গন্ধযুক্ত বৃক্ষনির্যাসবিশেষ। আ. লুবান। লোভ বি. 1 পাবার জন্য বা লাভ করার জন্য তীব্র বাসনা, লিপ্সা (ধনলোভ, খ্যাতির লোভ) 2 পরদ্রব্য আত্মসাত্ করার প্রবৃত্তি 3 বিষয়বাসনা (লোভ জয় করা)। সং. লুভ্ + অ। ন বি. 1 প্রলুব্ধ করা (করেছে আমার নয়ন লোভন রবীন্দ্র) 2 প্রলোভন। বিণ. লোভজনক, লুব্ধ করে এমন (নয়নলোভন রূপ, লোভন গন্ধ)। নীয় বিণ. লোভজনক স্পৃহণীয়। স্ত্রী. নীয়া। লোভা বিণ. 1 লোভনীয় 2 (আঞ্চ.) লোভী (লোভা ছেলে)। লোভাতুর বিণ. অতিশয় লোলুপ হয়েছে এমন, লোভপীড়িত। স্ত্রী. লোভাতুরা। লোভিত বিণ. প্রলোভিত, লুব্ধ করা হয়েছে এমন। লোভী (-ভিন্) বিণ. লোভযুক্ত, লোলুপ। লোভা বিণ. 1 (আঞ্চ.) লোভী 2 (সমাসের উত্তরপদে) মোহজনক, মুগ্ধকর (মনোলোভা)। ক্রি. (কাব্যে) লোভ করা (শৃগাল হইয়া... লোভিলি সিংহীরে মধু.) সং. লুভ্ + বাং. আ। লোভাতুর, লোভী দ্র লোভ। লোম (-মন্) বি. 1 কেশ, রোম মাথা ও মুখমণ্ডল ব্যাতীত দেহের অন্যান্য অবয়বের চুল 2 পশম। সং. লূ + মন্। কূপ, জ, ফোঁড়া, রাজি, হর্ষ, হর্ষক যথাক্রমে রোমকূপ, রোমজ, রোমফোঁড়া, রোমরাজি, রোমহর্ষ ও রোমহর্ষক-এর অনুরূপ। দ্র রোম। লোমাবলি, লোমোদগম যথাক্রমে রোমাবলি ও রোমোদগম-এর অনুরূপ। লোর বি. (প্রা. কা.) অশ্রু, চোখের জল (নয়নকো লোর গো. দা.) সং. লোত্র। লোল বিণ. 1 চঞ্চল, বিলোল (লোল কটাক্ষ) 2 লকলকে (লোল রসনা) 3 লোলুপ, সতৃষ্ণ (লোল দৃষ্টি) 4 শিথিল, ঢিলা (লোলচর্ম) 5 (আঞ্চ.) লালা, থুতু। সং. লুড্ + অ। লোলা বিণ. লোল-এর স্ত্রীলিঙ্গে। বি. জিহ্বা। নোলা দ্র। চর্ম বিণ. (প্রধানত বার্ধক্যবশত) গায়ের চামড়া ঝুলে পড়েছে এমন। জিহ্ব বিণ. (যার) জিহ্বা লালসাযুক্ত বা চঞ্চল বা লকলকে। জিহ্বা বি. চঞ্চল বা লকলকে জিহ্বা। দৃষ্টি বি. সতৃষ্ণ বা লোভার্ত চাহনি। লোলায়-মান বিণ. লকলক করছে এমন, দোলায়মান। লোলিত বিণ. 1 কম্পিত, আন্দোলিত 2 চঞ্চল 3 ঝুলে পড়েছে এমন। লোলুপ বিণ. লোভাতুর, অত্যন্ত লোভী বা লুব্ধ (লোলুপ রসনা, লোলুপ দৃষ্টি)। সং. লুপ্ + যঙ্লুক্ + অ। বি. তা। লোষ্ট্র বি. ঢিল, শক্ত মাটি ইট পাথর প্রভৃতির টুকরো। সং. লোষ্ট্র + র। লোহ 1 বি. লৌহ 2 সবরকমের ধাতুদ্রব্য 3 রক্ত (লোহসহ মিশি অশ্রুধারা আর্দিল মহীরে মধু.)। সং. লোহ + অ। লোহ 2 বি. (প্র. কা.) চোখের জল (চক্ষে বহে লোহ ঘ.)। সং. লোত্র। লোহা বি 1 ধূসর বা কালচে রঙের শক্ত অতিপ্রয়োজনীয় ধাতুবিশেষ, লৌহ 2 হিন্দু এয়োতির চিহ্নস্বরূপ স্ত্রীলোকের ধারণীয় লোহার বালা, নোয়া। সং. লোহ + বাং. আ। লোহার কার্তিক দ্র কার্তিক। লক্কড় বি. লোহা কাঠ ইত্যাদি জিনিসের সমষ্টি। র বি. 1 কর্মকার 2 লৌহব্যবসায়ী 3 পদবিবিশেষ। লোহার দ্র লোহা। লোহি বি. পশমি চাদরবিশেষ, লুই। হি.। লোহিত বিণ. লাল, রক্তবর্ণ। বি. লাল রং। সং. লোহ + ইত। ক বি. 1 পদ্মরাগমণি 2 মঙ্গলগ্রহ। কণা, কণিকা বি. মেরুদণ্ডী প্রাণীর রক্তে যে লাল কণিকা থাকে। সাগর বি. আফ্রিকা ও এশিয়ার মধ্যবর্তী রেড সি, Red Sea. লোহিতাঙ্গ বি. মঙ্গলগ্রহ। লোহু বি. (কাব্যে) রক্ত। বিণ. লাল, রক্তবর্ণ। সং. লোহ্। লৌকতা বি. লৌকিকতা (লৌকলৌকতা)। সং. লৌকিকতা। লৌকিক বিণ. 1 মানুষ বা পৃথিবীসম্বন্ধীয় 2 সমাজে প্রচলিত (লৌকিক শিষ্টাচার) 3 বৈদিক বা শাস্ত্রিয় নয় অথচ জনসাধারণের স্বীকৃত (লৌকিক দেবতা, লৌকিক ব্রত) 4 মানবিক 5 সাধারণ 6 সামাজিক (লৌকিক রীতিনীতি)। সং. লোক + ইক। তা বি. 1 সামাজিকতা 2 (বাং.) বিবাহাদি সামাজিক ব্যাপারে প্রদত্ত উপহার বা উপহারাদির আদান-প্রদান। লৌল্য বি. 1 লোলতা, লোলুপতা (রসনালৌল) 2 চাঞ্চল্য। সং. লোল + য। লৌহ বি. লোহা। বিণ. লোহার তৈরি (লৌহকপাট)। সং. লোহ + অ। কণ্টক বি. নোঙর। কার বি. কামার, কর্মকার। বর্ত্ম বি. রেল ট্রাম প্রভৃতির লোহার তৈরি লাইন। মল বি. মরচে, মরিচা, জং। লৌহিত্য বি. 1 রক্তিমা, লাল রং 2 ব্রহ্মপুত্র নদ। সং. লোহিত + য। ল্যাং বি. 1 পা 2 পায়ে পা লাগিয়ে ফেলে দেওয়ার কায়দা। তু. হি. টাঙ্গ, বাং. ঠ্যাং। ল্যাং মারা ক্রি. বি. 1 পায়ে পা লাগিয়ে অর্থাত্ নিজের পা দিয়ে অন্যের পা জড়িয়ে চলায় বাধা দেওয়া বা ফেলে দেওয়া 2 (আল.) বেকায়দায় ফেলা। ল্যাংচা 1 বি. লম্বা আকারের পানতুয়াবিশেষ। দেশি। ল্যাংচা 2 ক্রি. খুড়িয়ে হাঁটা। বিণ. খোঁড়া, খঞ্জ। সং. লঙ্গ + বাং. চা। নো ক্রি. বি. খোঁড়ানো, খুঁড়িয়ে হাঁটা। ল্যাংটা বিণ. উলঙ্গ, নগ্ন, ন্যাংটা। তু. সং. নগ্নাট।
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073919
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768627
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366013
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721032
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698019
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594624
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545129
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542288

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন