Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শুচি]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচ্ছুত্, অচ্ছুত
(p. 8) acchut, acchuta বিণ. ছোঁওয়া যায় না বা ছোঁওয়া উচিত নয় এমন, অস্পৃশ্য; অশুচি (অচ্ছুত্ জাতি)। [(1) সং. অশুদ্ধ অশুধ অচ্ছুত (?); (2) সং. অশুচ (?) (3) সং. ন+√ছুপ ছুত্ (?)]। 82)
অপবিত্র
(p. 34) apabitra বিণ. অশুচি, অশুদ্ধ; দূষিত। [সং. ন + পবিত্র]। 109)
অশুচি
(p. 66) aśuci বিণ. অপবিত্র, অশুদ্ধ ('মোর কূপের বারি অশুচি' রবীন্দ্র; অশুচি দেল, অশুচি মন)। [সং. ন + শুচি]। ̃ তা বি. অশুদ্ধতা, পবিত্রতার অভাব। 8)
অস্পর্শ
(p. 73) asparśa বি. স্পর্শের অভাব; সম্পর্কের অভাব। বিণ. স্পর্শহীন; অসম্পর্কিত, অসংলগ্ন। [সং. ন + স্পর্শ]। ̃ ন বি. স্পর্শের অভাব। ̃ নীয় বিণ. স্পর্শ করা বা ছোঁয়া উচিত নয় এমন, অস্পৃশ্য; ছোঁয়া যায় না এমন। অস্পর্শ্য বিণ. অস্পৃশ্য, অস্পর্শনীয়, ছোঁয়া উচিত নয় এমন। অস্পৃশ্য বিণ. ছোঁয়ার অযোগ্য, ছোঁয়া উচিত নয় এমন; ছোঁয়া নিষেধ এমন; অচ্ছুত; ঘৃণ্য; অশুচি। বি. অস্পৃশ্যতা। 41)
ছুঁচি-বাই
(p. 304) chun̐ci-bāi বি. অশুচি হওয়ার ভয় ও শুচিতা রক্ষার জন্য বাড়াবাড়ি; ছোঁয়াছুঁয়ি সম্বন্ধে বাতিক, শুচিবায়ু। [বাই ( শুচিবায়ু) দ্র]। 94)
নাপাক
(p. 454) nāpāka বিণ. অপবিত্র, অশুচি। [ফা. নাপাক]। 31)
নোংরা
(p. 481) nōṃrā বিণ. 1 ময়লা (নোংরা কাপড়, নোংরা বিছানা); 2 ঘৃণা (নোংরা অভ্যাস); 3 অশুচি; 4 অশ্লীল (নোংরা কথা)। বি. আবর্জনা, জঞ্জাল (নোংরা ফেলার জায়গা)। [বাং. তু. সং. ন্যঙ্গতা (=অশ্লীলতা)]। ̃ মি, ̃ মো বি. নোংরা ভাব বা আচরণ। 4)
পটপটি2
(p. 486) paṭapaṭi2 বি. 1 অত্যধিক শুচিবাইয়ের ভাব; 2 নিয়ম সম্বন্ধে বাড়াবাড়ি; 3 আস্ফালন (মুখেই যত পটপটি); 4 পটপট শব্দকারক আতশবাজিবিশেষ; 5 খেলনা বাদ্যযন্ত্রবিশেষ; 6 মাছের পেটের বায়ুপূর্ণ থলি বা বায়ুকোষ; পটকা; 7 ছোটো লতাবিশেষ বা তার ফল। [দেশি]। 7)
পিট-পিট
(p. 520) piṭa-piṭa বি. 1 মিটমিট, আধবোজা চোখে কিংবা দ্রুত ও বারবার চোখ খুলে ও বন্ধ করে দেখবার ভাব, অস্পষ্টভাবে দেখবার ভাব (চোখ পিটপিট করা); 2 বিরক্তির ভাবপ্রকাশ (রাতদিন কেবল পিটপিট করে)। [ধ্বন্যা.]। পিট-পিটা, পিটা-পিটানো ক্রি. পিটপিট করা (চোখ পিটপিটায়)। পিট-পিটে বিণ. অতিরিক্ত সাবধানতা শুচিবাই বা বিরক্তির ভাব প্রকাশ করে এমন (পিটপিটে স্বভাবের লোক)। 17)
পূষন
(p. 530) pūṣana (-ষন্), (অশু.) পূষণ বি. সূর্য ('হে পূষণ, কবে হব শুচি': প্রেমেন্দ্র)। [সং. √ পূষ্ + অন্ + অ]। 3)
বাই2
(p. 590) bāi2 বি. 1 বায়ুর প্রকোপ, বাতিক (শুচিবাই); 2 প্রবল বা উত্কট শখ বা ঝোঁক, নেশা (তাস খেলার বাই)। [সং. বায়ু]। 9)
বিচার
(p. 610) bicāra বি. 1 ভেবেচিন্তে দেখা, বিবেচনা (ব্যাপারটা তোমার বিচারের উপরই ছেড়ে দিলাম); 2 যুক্তি প্রয়োগের দ্বারা স্বরূপনির্ণয়; 3 সিদ্ধান্তে উপনীত হওয়া, মীমাংসা, নিষ্পত্তি; 4 সত্য-মিথ্যা, হার-জিত, ন্যায়অন্যায় প্রভৃতি নিরূপণ; 5 রায় (আদালতের বিচার); 6 শুচিতার বাতিক, অতিরিক্ত বাছ (এঁটোর বিচার)। [সং. বি + √ চর্ + অ]। ̃ ক, ̃ কর্তা (-র্তৃ), ̃ পতি বি. যিনি বিচার করেন; জজ। ̃ ক্ষম বিণ. সুবিচার করতে সমর্থ। ̃ ণ, ̃ ণা বি. 1 বিচারকার্য; 2 বিবেচনা। ̃ ণীয়, বিচার্য বিণ. যুক্তির দ্বারা নিরুপণীয়; নির্ণয় বা বিচার করতে হবে এমন, বিবেচ্য (বিচার্য বিষয়)। ̃ ফল বি. বিচারকের রায় বা সিদ্ধান্ত। ̃ বিবেচনা বি. বিশেষভাবে চিন্তা ও বিচার। ̃ বিহীন, ̃ শূন্য বিণ. 1 ন্যায়বিচার-রহিত; 2 অবিবেচক। ̃ বুদ্ধি বি. যুক্তির দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য নিরূপণের ক্ষমতা; বিবেচনা করার ক্ষমতা। ̃ ব্যবস্হা বি. আদালতের মাধ্যমে বিচারের পদ্ধতি ও নিয়মকানুন। ̃ সাপেক্ষ বিণ. কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিচার করে দেখার প্রয়োজন আছে এমন; বিচারবিবেচনার যোগ্য। বিচারা ক্রি. (কাব্যে) বিচার বা বিবেচনা করা ('বিচারিল মনে')। বিচারাধীন বিণ. বিচারবিবেচনা করা হচ্ছে বা হবে এমন; বিচার্য। বিচারালয় বি. যেখানে বিচার করা হয়, আদালত, ধর্মাধিকরণ। বিচারিত বিণ. বিচার করা হয়েছে এমন, মীমাংসিত; বিবেচিত। বিচারী (-রিন্) বিণ. বিচারকারী। বিচার্য বিণ. বিচার করতে হবে বা করা উচিত এমন; বিবেচনীয়। 16)
শুচি
(p. 781) śuci বিণ. 1 পবিত্র (শুচি বস্ত্র, শুচি মন); 2 শুদ্ধ; 3 নির্মল, পরিষ্কার; 4 নির্দোষ; 5 শুভ্র। [সং. √ শুচ্ + ই]। বি. ̃ তা ('শুচিতা ফিরিছে সদা তোমারি পিছনে': স. দ.)। ̃ বাই, ̃ বায়ু বি. শুচিতা-রক্ষায় অতিরিক্ত মনোযোগপূর্ণ বাতিক বা রোগ। ̃ স্মিত বিণ. কুটিলতাবর্জিত নির্মল হাসিযুক্ত ('শুচিস্মিত তার গান': বিষ্ণু.)। স্ত্রী. ̃ স্মিতা। 31)
শুদ্ধ
(p. 781) śuddha বিণ. 1 নির্দোষ; 2 নির্মল, পবিত্র, শুচি; 3 শোধিত; 4 খাঁটি, নির্ভেজাল; 5 নির্ভুল (শুদ্ধ উত্তর); 6 শুধু, কেবল (শুদ্ধ তোমাকে বলছি)। [সং. √ শুধ + ত]। স্ত্রী. শুদ্ধা। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ চিত্ত, ̃ মতি বিণ. পবিত্র হৃদয়বিশিষ্ট। বি. পবিত্র হৃদয়। ̃ শীল বিণ. নির্মল চরিত্রবিশিষ্ট। শুদ্ধাচার বি. পবিত্র বা নির্দোষ আচরণ। বিণ. আচারব্যবহার পবিত্র এমন। শুদ্ধান্ত বি. 1 অন্তঃপুর; 2 অন্তঃপুরস্ত্রী। শুদ্ধাশুদ্ধ বিণ. নির্ভুল ও ভুল; পবিত্র ও অপবিত্র (শুদ্ধাশুদ্ধ বিচার না করা)। শুদ্ধি বি. 1 শোধন (ঋণশুদ্ধি); 2 ভ্রম দূরীকরণ; 3 পবিত্রতা, শুদ্ধতা; 4 নির্মলতা (মুখশুদ্ধি); 5 ভ্রমহীনতা; 6 ভেজালবিহীনতা; 7 শাস্ত্রীয় সংস্কারদ্বারা ধর্মচ্যুত অস্পৃশ্য বা ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তির উদ্ধার। শুদ্ধি-পত্র বি. গ্রন্হাদির ভ্রমসংশোধন তালিকা। শুদ্ধোদন বুদ্ধদেবের পিতা। শুদ্ধ্যশুদ্ধি বি. পবিত্রতা ও অপবিত্রতা; ভ্রমহীনতা ও ভ্রমযুক্ততা। 37)
শৌচ
(p. 786) śauca বি. 1 শুচিতা; 2 শাস্ত্রানুসারে অন্তর ও দেহের শোধন; 3 মলত্যাগের পর মলদ্বার ইত্যাদি পরিষ্কার করা। [সং. শুচি + অ]। শৌচাগার বি. মলমূত্রাদি ত্যাগের জন্য ঘর, lavatory . 14)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2083743
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1772127
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1369870
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 722715
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 699984
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 595859
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 549346
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 543076

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন