Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিচার এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিচার এর বাংলা অর্থ হলো -

(p. 610) bicāra বি. 1 ভেবেচিন্তে দেখা, বিবেচনা (ব্যাপারটা তোমার বিচারের উপরই ছেড়ে দিলাম); 2 যুক্তি প্রয়োগের দ্বারা স্বরূপনির্ণয়; 3 সিদ্ধান্তে উপনীত হওয়া, মীমাংসা, নিষ্পত্তি; 4 সত্য-মিথ্যা, হার-জিত, ন্যায়অন্যায় প্রভৃতি নিরূপণ; 5 রায় (আদালতের বিচার); 6 শুচিতার বাতিক, অতিরিক্ত বাছ (এঁটোর বিচার)।
[সং. বি + √ চর্ + অ]।
ক,কর্তা
(-র্তৃ),পতি বি. যিনি বিচার করেন; জজ।
ক্ষম
বিণ. সুবিচার করতে সমর্থ।
ণ,ণা বি. 1 বিচারকার্য; 2 বিবেচনা।
ণীয়, বিচার্য বিণ. যুক্তির দ্বারা নিরুপণীয়; নির্ণয় বা বিচার করতে হবে এমন, বিবেচ্য (বিচার্য বিষয়)।
ফল বি. বিচারকের রায় বা সিদ্ধান্ত।
বিবেচনা
বি. বিশেষভাবে চিন্তাবিচার।
বিহীন,শূন্য
বিণ. 1 ন্যায়বিচার-রহিত; 2 অবিবেচক।
বুদ্ধি
বি. যুক্তির দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বা কর্তব্য-অকর্তব্য নিরূপণের ক্ষমতা; বিবেচনা করার ক্ষমতা।
ব্যবস্হা
বি. আদালতের মাধ্যমে বিচারের পদ্ধতিনিয়মকানুন।
সাপেক্ষ
বিণ. কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বিচার করে দেখার প্রয়োজন আছে এমন; বিচারবিবেচনার যোগ্য।
বিচারা ক্রি. (কাব্যে) বিচার বা বিবেচনা করা ('বিচারিল মনে')।
বিচারাধীন বিণ. বিচারবিবেচনা করা হচ্ছে বা হবে এমন; বিচার্য।
বিচারালয় বি. যেখানে বিচার করা হয়, আদালত, ধর্মাধিকরণ।
বিচারিত বিণ. বিচার করা হয়েছে এমন, মীমাংসিত; বিবেচিত।
বিচারী (-রিন্) বিণ. বিচারকারী।
বিচার্য বিণ. বিচার করতে হবে বা করা উচিত এমন; বিবেচনীয়।
16)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাধ্য
বোরা
(p. 646) bōrā বি. চটের বড়ো থলি, বস্তা। [হি. বোরা]। 57)
বায়স্কোপ, বায়োস্কোপ
(p. 600) bāẏaskōpa, bāẏōskōpa বি. চলচ্চিত্র, সিনেমা। [ইং. bioscope]। 40)
বিমার্গ
(p. 621) bimārga বি. কুপথ; ভ্রষ্টাচার। [সং. বি (অসত্) + মার্গ]। ̃ গামী (-মিন্) বিণ. বিপথে চালিত, উন্মার্গগামী। 70)
বলী2
(p. 580) balī2 (-লিন্) বিণ. বলবান (কোন বলে বলী? 'সম্মুখে বলী দেবাকৃতি রথী': মধু)। [সং. বল3 + ইন্]। ̃ ন্দ্র বিণ. সর্বাপেক্ষা অধিক শক্তিশালী; বীরশ্রেষ্ঠ। 188)
বিজোড়, (কথ্য) বেজোড়
(p. 611) bijōḍ়, (kathya) bējōḍ় বিণ. 1 অযুগ্ম, জোড়হীন; 2 দুই দিয়ে ভাগ করলে মিলে যায় না এমন অর্থাত্ দুই দিয়ে বিভাজ্য নয় এমন; 3 বিষম। [বাং. বি (=নয়) + জোড়]। বিজোড় সংখ্যা বি. 1 3 5 7 9 ইত্যাদি অযুগ্ম সংখ্যা। 45)
বিকারি1
(p. 633) bikāri1 দ্র বেকার। 116)
বাটা৫
(p. 596) bāṭā5 ক্রি. 1 (প্রধানত শিলনোড়ায়) পেষণ করা (মশলা বাটা); 2 বাটানো। বিণ. উক্ত অর্থে (বাটা মশলা)। বি. 1 (শিলনোড়ায়) পেষণ; 2 (শিলনোড়ায়) পিষ্ট বস্তু। [সং. বর্তন বট্টন বাটা]। ̃ নো ক্রি. বি. (শিলনোড়ায়) পেষণ করানো। বিণ. উক্ত অর্থে। 10)
বিতত
বাট্টা
(p. 596) bāṭṭā বি. ক্রয়-বিক্রয়ের সময় প্রকৃত মূল্যের যে-অংশ বাদ বা ছাড় দেওয়া হয়, ধরাট, discount. [হি. বট্টা]। 17)
বড়ু
(p. 575) baḍ়u বি. (অপ্র.) ব্রাহ্মণসন্তান, দ্বিজ (বড়ু চণ্ডীদাস)। [সং. বটু]। 29)
বেরনো, বেরোনো
(p. 641) bēranō, bērōnō ক্রি. বি. বাহির হওয়া (পরীক্ষার ফল বেরিয়েছে? তুমি কি এখন বেরোবে?)। [বাং. বের (বাহির) + আনো]। বেরিয়ে যাওয়া ক্রি. বি. 1 বাহির হওয়া; 2 বাইরে যাওয়া; 3 স্হানত্যাগ করা; 4 (তথ্য, নথি, ফলাফল ইত্যাদি) প্রকাশিত হওয়া।
বিবত্সা2
(p. 619) bibatsā2 বিণ. যে গাভির বাছুর মারা গেছে, বত্সহীনা। [সং. বি + বত্স + আ]। 39)
বারুণ
বংশ2
(p. 572) baṃśa2 বি. 1 পুরুষপরম্পরা (বংশানুক্রমে); 2 কুল, গোষ্ঠী, গোত্র (একই বংশের সন্তান); 3 সন্তানসন্ততি (বংশরক্ষা, নির্বংশ)। [সং. √ বম্ + শ]। ̃ কৌলীন্য বি. বংশমর্যাদা, উঁচু বংশের গৌরব। ̃ গত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ। ̃ গতি বি. বংশানুক্রমে দৈহিকমানসিক বৈশিষ্ট্যের সংক্রমণ, heredity (বি. প.)। ̃ চরিত বি. বংশের ইতিহাস। ̃ চ্যুত বিণ. বংশ থেকে বিচ্যুত। ̃ জ বিণ. 1 বংশে জাত; 2 সদ্বংশীয়; 3 কুলভ্রষ্ট কুলীন, মৌলিক। ̃ তিলক বি. বিণ. বংশের গৌরব বা গৌরবস্বরূপ। ̃ ধর বি. যে কুলের অস্তিত্ব বজায় রাখে, বংশের পরবর্তী সন্তান; সন্তান। ̃ নাশ ̃ ক্ষয়, ̃ ধ্বংস বি. বংশের অবলুপ্তি। ̃ পরম্পরা বি. বংশের ধারা। ̃ বৃদ্ধি বি. বংশের সন্তানদের জন্ম; বংশধরদের সংখ্যাবৃদ্ধি। ̃ মর্যাদা বি. বংশের ঐতিহ্য অনুযায়ী প্রাপ্য সম্মান, আভিজাত্য। ̃ রক্ষা বি. সন্তানের জন্মদান করে বংশকে অব্যাহত রাখা। ̃ লোপ - বংশনাশ -এর অনুরূপ। ̃ লতা বি. শাখাপ্রশাখাক্রমে বিন্যস্ত বংশতালিকা। বংশে বাতি দেওয়া ক্রি. বি. 1 মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা; 2 (আল.) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা। 15)
বিছা2
(p. 611) bichā2 ক্রি. বিছানো (চাদর বিছাও)। [ সং. বি +√ স্তৃ + বাং. আ-তু. হি. বিস্তারা]। ̃ নো ক্রি. বি. 1 বিস্তার করা, পাতা (মাদুর বিছানো); 2 ছড়ানো, বিন্যস্ত করা (কাঁকর বিছানো)। বিণ. উক্ত সব অর্থে (কাঁকর বিছানো পথ)। 20)
বরাদ্দ
বাতেলা, বাতেল্লা, বাত্তেলা
(p. 596) bātēlā, bātēllā, bāttēlā বি. (কথ্য) বড়ো বড়ো কথা, গালভরা কথা; দম্ভপূর্ণ কথা। [বাং. বাত1]।
বাদলা2
(p. 598) bādalā2 বি. জরির সুতো (শাড়িতে বাদলার কাজ)। [হি. বাদলা]। 13)
বিভু
(p. 621) bibhu বি. 1 পরমেশ্বর; 2 প্রভু; 3 ব্রহ্মা বিষ্ণু বা শিব; 4 আকাশ। বিণ. সর্বব্যাপী। [সং. বি + √ ভূ + উ]। বি. ̃ তা, ̃ ত্ব। 46)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2295917
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1924210
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1509534
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 783481
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 774265
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 690797
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 638188
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 569369

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us