Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সংক্ষিপ্ত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অভি-শ্রুতি
(p. 50) abhi-śruti বি. (ভাষাতত্ত্বে) যে নিয়মে অপিনিহিতি, স্বরলোপ ও স্বরসংগতির ফলে বহু বাংলা শব্দ পশ্চিমবঙ্গের কথ্য ভাষার সংক্ষিপ্ত রূপে পরিবর্তিত হয়-যেমন, রাখিয়া রাইখ্যা রেখে; umlaut. [সং. অভি + শ্রুতি]। 130)
ঋ2
(p. 141) ṛ2 স্বরগ্রামের দ্বিতীয় স্বর ঋষভ এর সংক্ষিপ্ত রূপ। 3)
কিলো
(p. 191) kilō বি. মেট্রিক পদ্ধতির এক হাজার পরিমাণ; কিলোগ্রাম কিলোলিটার কিলোমিটার প্রভৃতির সংক্ষিপ্ত রূপ (এক কিলো মাছ)। [ইং. kilo]। ̃ গ্রাম বি. বিণ. এক হাজার গ্রাম [গ্রাম1 দ্র]। ̃ মিটার বি. বিণ. এক হাজার মিটার [মিটার1 দ্র]। ̃ লিটার বি. বিণ. এক হাজার লিটার। 6)
কোং-কোম্পানি
(p. 207) kō-ṅkōmpāni র. সংক্ষিপ্ত রূপ। 55)
গং
(p. 236) ga (লেখায়) গয়রহ-র সংক্ষিপ্ত রূপ। 4)
গা2
(p. 245) gā2 বি. (সংগীতে) স্বরগ্রামের তৃতীয় সুর গান্ধারের সংক্ষিপ্ত রূপ বা সংকেত। 3)
গীতা
(p. 250) gītā বি. শ্রীমদ্ভগবদ্গীতার সংক্ষিপ্ত ও প্রচলিত রূপ। [সং. √গী + ত + আ (স্ত্রী.)]। 16)
চুম্বক
(p. 294) cumbaka বি. 1 যে-ইস্পাত লোহাকে আকর্ষণ করে, magnet; অয়স্কান্ত মণি; 2 সংক্ষিপ্তসার (বক্তব্যের চুম্বক)। [সং. √চুম্ব্ + অক]। চুম্বকীয়, চৌম্বক বিণ. চুম্বকের ধর্ম বা গুণসম্পন্ন, magnetic. 11)
ছোট, ছোটো
(p. 304) chōṭa, chōṭō বিণ. 1 ক্ষুদ্র, খর্ব (একটা ছোট বাঁশ); 2 হীন, নীচ, হেয় (ছোটো নজর, ছোটো কাজ, ছোট লোক); 3 কনিষ্ঠ (ছোট ভাই); 4 সংকুচিত (তার মুখটা ছোট হয়ে গেল); 5 সমাজে অবনত (ছোট জাত); 6 অপেক্ষাকৃত অল্পবয়স্ক (তোমার চেয়ে ছোট); 7 ক্ষমতায় পদে বা মর্যাদায় নিম্নতর (ছোট সাহেব, ছোট বাবু, ছোট আদালত); 8 বিনীত, নম্র ('বড় যদি হতে চাও ছোট হও তবে); 9 অনুচ্চ (ছোট গলায় কথা)। [প্রাকৃ. ছু়ড্ড সং. ক্ষুদ্র]। ̃ খাট, ̃ খাটো বিণ. ক্ষুদ্রায়তন, স্বল্পায়তন (একখানি ছোটখাটো ঘর); সংক্ষিপ্ত (ছোটখাটো গল্প)। ̃ বেলা - ছেলেবেলা -র অনুরূপ। ̃ মোটো - ছোটখাটো -র অনুরূপ। ̃ লোক বিণ. 1 নীচপ্রকৃতির লোক; অভদ্র লোক; 2 সমাজের অবনত ও অনুন্নত সম্প্রদায়ের লোক। ছোট হাজরি - হাজরি দ্র। 155)
টিভি
(p. 343) ṭibhi বি. টেলিভিজন, দূরদর্শন। [ইং. television - এর সংক্ষিপ্ত রূপ]। 73)
ঠিকুজি
(p. 350) ṭhikuji বি. সংক্ষিপ্ত কোষ্ঠী, জন্মপত্রিকা। [দেশি]। 38)
তঞ্চিত
(p. 364) tañcita বিণ. 1 সংকুচিত; 2 ঘনীভূত, জমাট বেঁধেছে এমন; 3 সংক্ষিপ্ত। [সং. √ তঞ্চ্ + ণিচ্ + ত]। 16)
দিগ্-দর্শন
(p. 407) dig-darśana বি. 1 দিক নির্ণয় বা প্রদর্শন; 2 অভিজ্ঞতা; 3 কোনো বিষয়ে বিস্তৃত আলোচনার পরিবর্তে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া, সংক্ষিপ্ত বর্ণনা। [সং. দিক্ + দর্শন]। ̃ যন্ত্র বি. দিক নির্ণয়ের যন্ত্র, কম্পাস। দিগ-দর্শী (-র্শিন্) বিণ. 1 দিক নির্ণয়কারী বা প্রদর্শনকারী; 2 কোনো বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা বা ইঙ্গিত প্রদানকারী। বি. দিগ্দর্শন যন্ত্র। 22)
ধা1
(p. 433) dhā1 বি. (সংগীতে) স্বরগ্রামে ধৈবতের সংকেত বা সংক্ষিপ্ত রূপ (সা নি ধা পা)। 14)
মা1
(p. 692) mā1 বি. (সংগীতে) স্বরগ্রামের চতুর্থ বা মধ্যম সুর।[সং. মধ্যম-এর সংক্ষিপ্ত রূপ]। 20)
মি.1, মিঃ
(p. 704) mi.1, miḥ প্রাপ্তবয়স্ক পুরুষের নামের আগে শ্রী অর্থবাচক ইংরেজি, mister শব্দের সংক্ষিপ্ত রূপ। [ইং. Mr]। 15)
মি2, মি-
(p. 704) mi2, mi- মিটার এর সংক্ষিপ্ত রূপ।[ইং. metre]। 16)
মিনি2
(p. 705) mini2 বিণ. অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার, ছোটো (মিনিস্কার্ট, মিনিবাস)। বি. অপেক্ষাকৃত ছোটো বস্তু বা পদার্থ (মিনিতে চড়ে যাওয়া, একটা মিনি (সিগারেট) ধরানো যাক)। [ইং. miniature এর সংক্ষিপ্ত রূপ]। 24)
রেওয়া
(p. 748) rēōẏā বি. বাত্সরিক আয়ব্যয়ের সংক্ষিপ্ত হিসাবের কাগজ বা খাতা। [ফা.]। 15)
সংক্ষিপ্ত
(p. 792) saṅkṣipta বিণ. 1 সংক্ষেপ বা ছোটো করা হয়েছে এমন; 2 অল্পীকৃত, হ্রস্বীকৃত; 3 একত্রীকৃত, রাশীকৃত। [সং. সম্ + √ ক্ষিপ্ + ত]। 32)
সংক্ষেপ
(p. 792) saṅkṣēpa বি. 1 সংকোচ; 2 অল্পীকরণ, কমানো, কম করা (ব্যয়সংক্ষেপ); 3 সংক্ষিপ্ত বর্ণনা, চুম্বক। [সং. সম্ + √ ক্ষিপ্ + অ]। ̃ ণ বি. সংক্ষেপ করা; সংকোচন। ̃ ত, (বর্জি.) ̃ তঃ ক্রি-বিণ. সংক্ষেপে, সংক্ষিপ্তভাবে। সংক্ষেপিত বিণ. সংক্ষিপ্ত করা হয়েছে এমন। 34)
সমা-হৃত
(p. 808) samā-hṛta বিণ. 1 সংগৃহীত, একত্রীকৃত (সমাহৃত পূজোপকরণ); 2 সংক্ষিপ্ত। [সং. সম্ + আহৃত]। সমা-হৃতি বি. 1 সংগ্রহ, একত্রীকরণ; 2 সংক্ষেপণ। 126)
সরাসরি
(p. 818) sarāsari ক্রি-বিণ. বিণ. 1 কোনো মধ্যস্হের সাহায্য না নিয়ে সোজাসুজি (সরাসরি আদালতে যাওয়া); 2 সংক্ষিপ্ত (সরাসরি বিচার); 3 দুটিমাত্র প্রতিদ্বন্দ্বীর মধ্যে সীমাবদ্ধ (সরাসরি লড়াই)। [ফা. সরাসর]। 7)
সাংকেতিক
(p. 822) sāṅkētika বিণ. 1 সংকেতসম্বন্ধীয়; 2 সংকেতকারক; 3 ইশারা বা ইঙ্গিতের দ্বারা ব্যক্ত (সাংকেতিক চিহ্ন, সাংকেতিক ভাষা)। বি. (গণি.) অঙ্ক কষার সংক্ষিপ্ত পদ্ধতি, practice. [সং. সংকেত + ইক]। 16)
সারি-গামা
(p. 831) sāri-gāmā বি. স্বরগ্রাম-এর সাতটি স্বরের সংক্ষিপ্ত রূপ। 3)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074268
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768720
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366126
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721081
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698082
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594673
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545229
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন