Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

তঞ্চিত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  তঞ্চিত এর বাংলা অর্থ হলো -

(p. 364) tañcita বিণ. 1 সংকুচিত; 2 ঘনীভূত, জমাট বেঁধেছে এমন; 3 সংক্ষিপ্ত।
[সং. √ তঞ্চ্ + ণিচ্ + ত]।
16)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


তীর্ণ
(p. 375) tīrṇa বি. 1 পুণ্যস্হান (মিলনতীর্ণ); 2 দেবতা বা মহাপুরুষদের লীলাক্ষেত্র বা বাসভূমি; 3 পাপমোচনের স্হান (বারাণসীতীর্ণ); 4 ঋষিসেবিত পবিত্র জলযুক্ত নদী ইত্যাদি (পুষ্কর তীর্থ); 5 নদ্যাদিতে অবতরণের বা স্নানের ঘাট; 6 গুরু বা শিক্ষক (সতীর্থ); 7 উপাধিবিশেষ (ব্যাকরণতীর্থ)। [সং. √ তৃ + থ]। তীর্থ করা ক্রি. বি. পূণ্য অর্জনের জন্য তীর্থ দর্শনতীর্থকৃত্য করা। তীর্থের কাক তীর্থযাত্রীরা কথন যজ্ঞস্হানে নৈবেদ্য ছড়াবে সেই আশায় কাক যেমন অপেক্ষা করে তেমনি পরানুগ্রহপ্রত্যাশী লোভী ব্যক্তি। ̃ যাত্রা বি. পাপক্ষয়ের জন্য তীর্থে যাওয়া। ̃ যাত্রী (ত্রিন্) বিণ. বি. তীর্থে গমনকারী। ̃ সলিল বি. তীর্থস্হানের পবিত্র জল। তীর্থোদক বি. তীর্থের পবিত্র জল। 168)
তাড়ন
তাল৩
(p. 375) tāla3 বি. দীর্ঘ ঋজু শাখাহীন গাছবিশেষ বা তার ফল। [সং. √ তড়্ + অ]। তাল পড়া (ব্যঙ্গে) ক্রি. বি. (পিঠে) সশব্দে কিল পড়া। তালপাতার সেপাই (আল.) অত্যন্ত কৃশ বা দুর্বল ব্যক্তি। ̃ ক্ষীর বি. তালের গোলা দুধের সঙ্গে জ্বাল দিয়ে প্রস্তুত ক্ষীর। ̃ চোঁচ বি. বাবুই পাখির সদৃশ তালচটক পাখি, swallow-shrike. ̃ নবমী বি. ভাদ্র মাসের শুক্লানবমী। ̃ পুকুর বি. যে পুকুরের চারদিকে তালগাছ আছে। ̃ বৃন্ত বি. তালগাছের ডাঁটাসহ পাতা, যা দিয়ে সাধারণত হাতপাখা তৈরি হয়। ̃ শাঁস বি. কচি তালের আঁটির শাঁস। 83)
ত্রয়
(p. 387) traẏa বি. (বস্তু বা ব্যক্তির) তিনটি বা তিনের সমষ্টি (বেদত্রয়, বৃক্ষত্রয়, গ্রন্হত্রয়)। বিণ. তিনসংখ্যক। [সং. ত্রি + অয়]। ত্রয়ঃপঞ্চাশত্ বি. বিণ. 53 সংখ্যা বা সংখ্যক। ত্রয়ঃপঞ্চাশত্তম বি. বিণ. 53 সংখ্যক। স্ত্রী. ত্রয়ঃপঞ্চাশত্তমী। ̃ শ্চত্বারিংশত্ বি. বিণ. 43 সংখ্যক। স্ত্রী. ̃ শ্চত্বারিংশত্তমী। ত্রয়ঃষষ্ঠি বি. বিণ. 63 সংখ্যা বা সংখ্যক। ত্রয়ঃষষ্ঠি.তম বিণ. 63 সংখ্যক। স্ত্রী. ত্রয়ঃ.ষষ্ঠি.তমী। ত্রয়ঃ.সপ্ততি বি. বিণ. 73 সংখ্যা বা সংখ্যক। ত্রয়ঃ.সপ্ততি.তম বিণ. 73 সংখ্যক। স্ত্রী. ত্রয়ঃ.সপ্ততি.তমী। ̃ স্ত্রিংশত্ বি. বিণ. 33 সংখ্যা বা সংখ্যক। ̃ স্ত্রিংশ, ̃ স্ত্রিংশত্তম বিণ. 33 সংখ্যক। স্ত্রী. ̃ স্ত্রিংশত্তমী। 78)
তাতা
(p. 375) tātā ক্রি. 1 তপ্ত বা গরম হওয়া (বালি তেতে উঠেছে, রোদে তেতে-পুড়ে এসেছে); 2 (আল.) ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া (কথায় কথায় এমন তেতে উঠছ কেন?); 3 তাতানো। বি. বিণ. উক্ত সব অর্থে। [তাত2 দ্র]। 7)
তাপা
(p. 375) tāpā ক্রি. 1 গরম করা; তাতা; 2 পোহানো, তাপ নেওয়া। বি. উক্ত দুই অর্থে। [সং. তাপ + বাং. আ]। ̃ নো ক্রি. তপ্ত করা। বি. বিণ. উক্ত অর্থে। ̃ য়ল ক্রি. (ব্রজ.) সন্তপ্ত করল, তাপিত করল। 30)
তিগ্ম
(p. 375) tigma বিণ. 1 তীব্র, তীক্ষ্ণ; উগ্র; 2 দাহজনক। [সং. √ তিজ্ + ম]। ̃ রশ্মি, তিগ্নাংশু বি. 1 সূর্য; 2 প্রখর রৌদ্র। 114)
তরি-বত
তহ-সিল, (চলিত) তসিল
তৈল
(p. 375) taila বি. তেল। [সং. তিল + অ]। ̃ কল্ক, ̃ কিট্ট বি. তেলের কাইট; খইল। ̃ কার বি. তেলি; কলু। ̃ চিত্র বি. তেলরঙে আঁকা ছবি, oil painting. ̃ চৌরিকা বি. আরশোলা। ̃ দান বি. যন্ত্রাদি সচল রাখার জন্য তেল দেওয়া। ̃ প, ̃ পা, ̃ পায়িকা বি. তেলাপোকা, আরশোলা। ̃ পক্ব বিণ. 1 তেলে ভাজা বা তেল দিয়ে রাঁধা হয়েছে এমন (তৈলপক্ব খাবার, তৈলপক্ব লাঠি)। ̃ বীজ বি. যেসব শস্য থেকে তেল বার করা যায়, যেমন তিল, সরষে, সূর্যমুখী প্রস্তুতি। ̃ মর্দন বি. তেল মাখা, তেল মালিশ বা ডলাইমলাই। ̃ যন্ত্র বি. তেলের কল, ঘানি। ̃ সেক বি. তেল বা গরম তেল লেপন করে বেদনা উপশমের ব্যবস্তা। ̃ স্ফটিক বি. পীতাভ শিলীভূত পদার্থবিশেষ, গোমেদ, amber. তৈলাক্ত বিণ. তেলযুক্ত। তৈলাধার বি. তেলের পাত্র। 335)
তাকানো
(p. 373) tākānō ক্রি. মন দিয়ে দেখা, একদৃষ্টে চেয়ে থাকা; দেখা (ওদিকে তাকাও, আমার দিকে তাকিয়ে কী দেখছ?)। বি. দৃষ্টিপাত। তাকা-তাকি বি. দেখাদেখি, দৃষ্টিবিনিময়। [তাকা দ্র]। 21)
ত্রৈবর্ষিক
(p. 391) traibarṣika বিণ. যা তিন বছরে সম্পন্ন হবে। [সং. ত্রিবর্ষ + ইক (ভবিষ্যদর্থে)]। 2)
তদতি-রিক্ত
(p. 365) tadati-rikta বিণ. তার চেয়ে বেশি; তা ছাড়া (বেতন পাবে, তদতিরিক্ত কিছু নয়)। [সং. তদ্ + অতিরিক্ত]। 16)
তুরুষ্ক
তায়
(p. 375) tāẏa সর্ব. (কাব্যে) 1 তাকে ('কেমনে ফিরাব তায়': রবীন্দ্র); 2 তাতে (কী হবে তায়?)। সমু. অব্য. তাতে আবার, তার উপর (একে রাত্রি, তায় ঝড়)। [বাং. তাহা + 7মীর 1 বচন]। 56)
তান্ত্রিক
তালাক
ত্বরিত1
(p. 387) tbarita1 বিণ. ক্রমশ বেগ বাড়ানো হয়েছে এমন, accelerated. [সং. √ ত্বর্ + ণিচ্ + ত]। 64)
তন্দুর
তুষা
(p. 375) tuṣā ক্রি. (কাব্যে) তুষ্ট করা ('যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি': রবীন্দ্র)। [সং. √ তুষ্ + বাং. আ]। 232)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2614706
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2227909
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1839810
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1098881
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 916352
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 856845
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 719464
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 649141

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us