Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সমস্যায় দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্টো-পাস
(p. 4) akṭō-pāsa বি. 1 আটটি বাহু বা শুঁড়বিশিষ্ঠ সামুদ্রিক প্রাণিবিশেষ; 2 চতুর্দিক থেকে মারাত্মক আক্রমণ (নানান সমস্যা তাঁকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে)। [ইং. octopus]। 12)
অদ্য
(p. 17) adya অব্য. ক্রি-বিণ. 1 আজ; 2 এখন; 3 সম্প্রতি। বি. আজকের দিন (অদ্য শুভ দিন)। [সং. ইদম্+দ্য (নি.)]। ̃ .কার, ̃ .তন বিণ. আজকের, আজকের দিন সম্পর্কিত; সাম্প্রতিক (অদ্যকার আলোচ্য বিষয়, অদ্যকার সমস্যা)। অদ্যাপি অব্য. আজও; আজ পর্যন্ত; এখনও। অদ্যাবধি অব্য. 1 আজ থেকে; 2 আজ পর্যন্ত। 26)
অর্থ1
(p. 62) artha1 বি. 1 ধন, সম্পত্তি, সম্পদ; ঐশ্বর্য; 2 প্রয়োজন, উদ্দেশ্য, হেতু (স্বার্থ, জ্ঞান লাভার্থ, পরার্থে জীবন); 3 পার্থিব সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ); 4 প্রার্থনা বা প্রার্থনার বিষয়; 5 কাম্য বস্তু (পুরুষার্থ); 5 রাজনীতি (অর্থশাস্ত্র); 7 কল্যান, মঙ্গল (অনর্থ বাধিয়ে দেবে)। [সং. √ অর্থ + অ, √ ঋ + থ]। ̃ .করী বিণ. (স্ত্রী.) অর্থ উপার্জনের পক্ষে সহায়ক (অর্থকরী বিদ্যা)। ̃ .কষ্ট, ̃ কৃচ্ছ্র বি. টাকাপয়সার অভাবের জন্য কষ্ট, টাকাপয়সার টানাটানি। ̃ .কামী (-মিন) বিন. টাকাপয়সা পেতে চায় এমন। ̃ .গৃধ্নু বি. টাকার লোভ আছে এমন। ̃ .চিন্তা বি. পয়সাকড়ির জন্য ভাবনা। ̃ .চেষ্টা বি. টাকাপয়সা রোজগারের চেষ্টা। ̃ .দণ্ড বি. জরিমানা; (আল.) অকারণ টাকাপয়সা খরচ (একগাদা অর্থদণ্ড হল)। ̃ .নাশ বি. টাকাপয়সার অপব্যয়; ধনক্ষয়। ̃ .নীতি বি. ধনবিজ্ঞান, economics. ̃ .নৈতিক বিণ. ধনবিজ্ঞানবিষয়ক (আর্থনীতিক-এর অসংগত কিন্তু প্রচলিত রূপভেদ)। ̃ .পিশাচ বিণ. বি. অর্থ উপার্জনের জন্য ন্যায়-অন্যায় বা উচিত-অনুচিত বিচার করে না এমন (ব্যক্তি)। ̃ .প্রাপ্তি বি. ধনলাভ। ̃ .বান, ̃ বান্ বিণ. ধনবান. ধনী; প্রচুর টাকাপয়সা আছে এমন। ̃ .বিদ্যা বি. ধনবিজ্ঞান; অর্থের উত্পত্তি, বন্টন ও প্রসরণবিষয়ক বিদ্যা, economic ̃ .বিনিয়োগ বি. (ব্যবসায়ে) টাকা খাটানো। ̃ .ব্যয় বি. টাকা খরচ। ̃ .ভাগ্য বি. ধনলাভের সৌভাগ্য। ̃ .লিপ্সা বি. টাকাপয়সার অত্যধিক লোভ। ̃ .লিপ্সু বিণ. অত্যাধিক টাকার লোভ আছে এমন। ̃ .শালী (-লিন) বিণ. ধনী। ̃ শাস্ত্র বি. ধনবিজ্ঞান; রাজনীতিশাস্ত্র। ̃ .শূন্য বিণ. অর্থহীন, টাকাপয়সা একেবারে নেই এমন। ̃ .সংগ্রহ, ̃ .সংস্হান বি. টাকাপয়সার জোগাড়। ̃ .সংকট, ̃ .সঙ্কট বি. টাকার সমস্যা। ̃ .সমস্যা বি. টাকার ভাবনা এবং সেইজন্য গুরুতর অবস্হা। ̃ .হানি বি. টাকাপয়সার অপব্যয় বা অত্যাধিক ব্যয়; ধনক্ষয়। ̃ .হীন বিণ. ধনহীন; দরিদ্র। অর্থাগম বি. ধনপ্রাপ্তি। অর্থোপার্জন বি. টাকাপয়সা আয়। 7)
অস্হিত-পঞ্চ, অস্হিত-পঞ্চক, অস্হিত-পঞ্চম, অস্হির-পঞ্চক, অস্হির-পঞ্চম
(p. 73) ashita-pañca, ashita-pañcaka, ashita-pañcama, ashira-pañcaka, ashira-pañcama বি. 1 সমীকরণজাতীয় অঙ্কবিশেষ; 2 জটিল সমস্যা; 3 কিংকর্তব্যবিমূঢ় অবস্হা। [সং. ন + স্হিত, স্হির + পঞ্চ, পঞ্চক, পঞ্চম]। 27)
আবদ্ধ
(p. 98) ābaddha বিণ. 1 রুদ্ধ, বন্ধ (গণ্ডির মধ্যে আবদ্ধ); 2 জড়িত (নানা সাংসারিক সমস্যায় আবদ্ধ); 3 বাঁধা রয়েছে বা বেঁধে রাখা হয়েছে এমন (শৃঙ্খলাবদ্ধ); 4 বন্ধকি, mortgaged [সং. আ + বদ্ধ]। 16)
উদ্ভব
(p. 128) udbhaba বি. উত্পত্তি, জন্ম (সমস্যার উদ্ভব, নতুন চিন্তার উদ্ভব)। [সং. উত্ + √ ভূ + অ]। 33)
কঠিন
(p. 158) kaṭhina বিণ. 1 শক্ত, দৃঢ় (কঠিন বাঁধন); 2 কঠোর, নিষ্ঠুর (কঠিন হৃদয়); 3 দুরূহ, দুর্বোধ্য (কঠিন প্রশ্ন); 4 ভীষণ (কঠিন বিপদ); 5 দুরারোগ্য (কঠিন রোগ); 6 সহজে সমাধান করা যায় না এমন (কঠিন সমস্যা, কঠিন মামলা)। [সং. √ কঠ্ + ইন]। বিণ. (স্ত্রী.) কঠিনা। বি. ̃ তা, ̃ ত্ব, কাঠিন্য। কঠিনী-কৃত বিণ. কঠিন করা হয়েছে এমন। কঠিনী-ভূত বিণ. কঠিন হয়েছে এমন। 13)
কণ্টক
(p. 159) kaṇṭaka বি. 1 গাছের বা মাছের কাঁটা (কণ্টকাকীর্ণ পথ); 2 অন্তরায়, বাধা, বিঘ্ন (সুখের কণ্টক); 3 লজ্জা বা কষ্টের কারণ; 4 শত্রু; 5 রোমাঞ্চ। [সং. √ কণ্ট্ + অক]। ̃ ফল, কণ্টকি-ফল, কণ্টকী-ফল বি. কাঁঠাল; কাঠালগাছ। ̃ শষ্যা বি. অস্বস্তি; অত্যন্ত অস্বস্তিকর বা যন্ত্রণাদায়ক অবস্হা। কণ্টকিত বিণ. 1 রোমাঞ্চিত (শরীর কণ্টকিত হল); 2 বাধাজনক; জটিলতাপূর্ণ (সমস্যাকণ্টকিত পথ)। কণ্টকী (-কিন্) বিণ. যাতে কাঁটা আছে এমন। বি. 1 খেজুর বা ওইজাতীয় কাঁটাযুক্ত গাছ; 2 বেউড় বাঁশ; 3 কাঁটাওয়ালা মাছবিশেষ। কণ্টকোদ্ধার বি. কাঁটা দূরীকরণ, বিঘ্ননাশ; শত্রুদমন। কণ্টকে কণ্টকোদ্ধার শত্রুকে দিয়ে শত্রু দমন করা, কাঁটা দিয়ে কাঁটা তোলা; এক শত্রুর বিরুদ্ধে অন্য শত্রুকে লেলিয়ে দেওয়া। 20)
কিনারা
(p. 190) kinārā বি. 1 তীর, কূল (নদীর কিনারা); 2 সীমা, প্রান্ত, পার্শ্ব (পথের কিনারা); 3 উপায়, বন্দোবস্ত (সমস্যার কিনারা করা); 4 প্রতিকার (বিপদের কিনারা); 5 সত্য উদ্ঘাটন (চুরির কিনারা করা); 6 উদ্ধার, অনুসন্ধান, খোঁজ (হারানো টাকার কিনারা করা); 7 নিষ্পত্তি, মীমাংসা, সমাধান (মামলার কিনারা করা)। [ফা. কিনারা]। 12)
গাণিতিক
(p. 246) gāṇitika বি. বিণ. গণিতজ্ঞ, গণিত শাস্ত্রে পণ্ডিত এমন (ব্যক্তি)। বিণ. গণিতবিষয়ক (গাণিতিক সমস্যা)। [সং. গণিত + ইক]। 39)
গোলক-ধাঁধা
(p. 256) gōlaka-dhān̐dhā বি. 1 যে বেষ্টনীর মধ্যে ক্রমাগত ঘুরেও বাইরে যাবার পথ খুঁজে পাওয়া যায় না; 2 গুরু মীননাথকে উদ্ধার করার জন্য শিষ্য গোরখনাথ যেসব কথা বলেছিলেন, সেইরকম ধাঁধা; 3 (আল.) জটিল সমস্যা। [হি. গোরখধান্ধা]। 141)
চাপান
(p. 281) cāpāna (উচ্চা চাপান্) বি. 1 কবিগান তরজা প্রভৃতিতে এক পক্ষ অপর পক্ষকে সমাধানের জন্য যে সমস্যা দেয় (তু. কাটান); 2 যা চাপানো হয়। [বাং. √চাপা + আন]। 121)
জের-বার
(p. 327) jēra-bāra বিণ. নাকাল, বিপর্যস্ত (সমস্যায় সমস্যায় জেরবার হয়ে গেছে)। [ফা. যেরবার]। 79)
দুরূহ
(p. 414) durūha বিণ. 1 কঠিন, কষ্টসাধ্য (দুরূহ প্রশ্ন, দুরূহ সমস্যা); 2 দুর্জ্ঞেয়; 3 দুর্বোধ্য (দুরূহ কবিতা)। [সং. দুর্ + √ ঊহ্ + অ]। বি. ̃ তা। 4)
ধন্দ, ধন্ধ
(p. 430) dhanda, dhandha বি. 1 সংশয়, খটকা, সন্দেহ, ধোঁকা, ধাঁধা (মনে ধন্ধ লেগেছে); 2 সাংসারিক সমস্যা বা ভাবনাচিন্তা (সংসার-ধন্দ)। [ সং. দ্বন্দ্ব]। 24)
ধাঁধা
(p. 433) dhān̐dhā বি. 1 দৃষ্টিভ্রম, চোখের ভুল (চোখে কেমন যেন ধাঁধা লেগে গেল); 2 ধোঁকা, সংশয়, ধন্দ; 3 দুরূহ সমস্যা, জটিল ব্যাপার; 4 কৌতূহলজনক ও বিদ্ধিবিভ্রমকারী প্রশ্ন, হেঁয়ালি। ক্রি. দৃষ্টিভ্রম জন্মানো বা হওয়া (চোখ ধেঁধে যায়)। [প্রাকৃ. ধন্ধঅ-তু. হি. ধন্ধা]। ̃ নো ক্রি. দৃষ্টিভ্রম জন্মানো, চোখ ঝলসানো; ধাঁধা লাগানো। বি. বিণ. উক্ত সব অর্থে। 22)
নিরা-করণ
(p. 467) nirā-karaṇa বি. 1 নিরসন, খণ্ডন, ভঞ্জন, দূরীকরণ (সন্দেহ নিরাকরণ); 2 নিবারণ; 3 (অশু.) সমাধান (সমস্যার নিরাকরণ); 4 প্রত্যাখ্যান; 5 (অশু.) নির্ণয়। [সং. নির্ + আ + √ কৃ + অন]। নিরা-কৃত বিণ. নিরাকরণ করা হয়েছে এমন। নিরাকৃতি বি. নিরাকরণ। 13)
নিষ্পত্তি
(p. 475) niṣpatti বি. 1 মীমাংসা (সমস্যার নিষ্পত্তি); 2 সিদ্ধি, সমাপ্তি (কার্যনিষ্পত্তি); 3 প্রয়োগ (বাঙ্নিষ্পত্তি); 4 (বাং.) মিটমাট, সমাধান (মোকদ্দমার নিষ্পত্তি)। [সং. নির্ + √ পদ্ + তি]। 24)
পূরণ
(p. 529) pūraṇa বি. 1 পূর্ণ করা বা হওয়া (বাসনাপূরণ, ক্ষতিপূরণ); 2 সমাধান (সমস্যাপূরণ); 3 বৃদ্ধি; 4 (গণি.) গুণন, multiplication. বিণ. পূর্ণকারক, পূরক। [সং. √ পূর্ + অন]। ̃ বাচক বিণ. 1 গুণবাচক, গুণনসংক্রান্ত; 2 সংখ্যার ক্রমবাচক, ordinal. 15)
প্যাঁচ
(p. 534) pyān̐ca বি. 1 পাক, মোচ়ড় (তারে প্যাঁচ দেওয়া); 2 স্ক্রু (প্যাঁচ আঁটো); 3 কূট চাল, চক্রান্ত (প্যাঁচে ফেলা, কথার প্যাঁচ); 4 কঠিন সমস্যা, সংকট (প্যাঁচে পড়েছি); 5 আক্রমণ করার বা আঁকড়ে ধরার কৌশল (কুস্তির প্যাঁচ); 6 জড়াজড়ি (ঘুড়ির প্যাঁচ)। [ফা. পেচ্]। 74)
প্যাঁচালো, প্যাঁচোয়া
(p. 534) pyān̐cālō, pyān̐cōẏā বিণ. 1 কুটিল (প্যাঁচালো মন); 2 জটিল (প্যাঁচালো সমস্যা); 3 কপট (প্যাঁচালো লোক)। [বাং. প্যাঁচ + আলো, উয়া ওয়া]। 78)
প্রশ্ন
(p. 551) praśna বি. 1 জিজ্ঞাসা, জানতে চাওয়া (প্রশ্ন করা); 2 জিজ্ঞাসিত বিষয় (দুরূহ প্রশ্ন); 3 সমস্যা (কী করব সেটাই প্রশ্ন)। [সং. √ প্রচ্ছ্ + ন]। ̃ কর্তা (-র্তৃ) বি. প্রশ্নকারী, যে-ব্যক্তি প্রশ্ন করে বা পরীক্ষা করে। স্ত্রী. ̃ কর্ত্রী। ̃ পত্র বি. পরীক্ষার জিজ্ঞাস্য-বিষয়-সংবলিত কাগজ। ̃ মালা বি. প্রশ্নসমূহ। প্রশ্নাতীত বিণ. প্রশ্নের বা সন্দেহের অতীত (তাঁর সততা প্রশ্নাতীত)। প্রশ্নোত্তর বি. প্রশ্ন ও তার জবাব। 17)
প্রসব
(p. 551) prasaba বি. 1 গর্ভমোচন, গর্ভস্হ সন্তানের ভূমিষ্ঠ হওয়া (যমজ সন্তান প্রসব করা); 2 উত্পাদন; 3 জন্ম, সৃষ্টি; 4 বৃক্ষ বা লতার ফুল ইত্যাদি উত্পাদিত বস্তু ('নমেরু প্রসব')। [সং. প্র + √ সূ + অ]। ̃ কাল বি. সন্তানের জন্মদান করার সময়। ̃ কালীন বিণ. প্রসবের সময়ের, প্রসবের সময় ঘটে এমন (প্রসবকালীন সমস্যা)। ̃ দ্বার বি. গর্ভস্হ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পথ। ̃ বেদনা বি. সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে প্রসূতির তীব্র বেদনা। প্রসবিতা (-র্তৃ), প্রসবী (-বিন্) বিণ. প্রসবকারী, জন্মদানকারী (ফসলপ্রসবী ক্ষেত্র)। স্ত্রী. প্রসবিত্রী, প্রসবিনী। 24)
ফর-মুলা
(p. 560) phara-mulā বি. গণিতের বা অন্য কোনো বিষয়ের সমস্যাসমাধানের সূত্র বা সংকেত। [ইং. formula]। 45)
ফয়-সালা
(p. 560) phaẏa-sālā বি. মামলামোকদ্দমা বা জটিল সমস্যার নিষ্পত্তি, মীমাংসা। [আ. ফয়স্লাহ্]। 35)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074103
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768668
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366059
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721052
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698051
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594636
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545161
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542296

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন