Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সমাপ্তি]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অঞ্জাম
(p. 8) añjāma বি. 1 আয়োজন, উদযোগ; 2 সমাপ্তি। [ফা. অন্জাম]। 142)
অব-সন্ন
(p. 46) aba-sanna বিণ. 1 অবসাদগ্রস্ত, ক্লান্ত, শ্রান্ত (দেহ অবসন্ন); বিষণ্ণ; 2 অন্তিম; অবসানপ্রাপ্ত ('অবসন্ন দিবালোকে কোথা হতে ধীরে': রবীন্দ্র; রাত্রি অবসন্ন)। [সং. অব + √ সদ্ + ত]। অব-সন্নতা বি. 1 ক্লান্তি, অবসাদ; 2 অন্ত, সমাপ্তি; 3 বিষণ্ণতা। 27)
অব-সান
(p. 46) aba-sāna বি. 1 শেষ, সমাপ্তি (দিবা অবসান, রাত্রি অবসান); 2 সমাধান, অন্ত (তর্কের অবসান); 3 মৃত্যু (জীবনাবসান)। [সং. অব + √ সো + অন]। অব-সিত বিণ. সমাপ্ত, অবসানপ্রাপ্ত; ফুরিয়ে গেছে এমন। 30)
অসমাপন
(p. 70) asamāpana বি. সমাপ্তির অভাব, শেষ না-হওয়া। [সং. ন + সমাপন]। অসমাপিত বিণ. শেষ করা হয়নি এমন; সম্পন্ন করা হয়নি এমন। 16)
অসমাপিকা
(p. 70) asamāpikā বিণ. (স্ত্রী.) যে শেষ বা সম্পূর্ণ করে না। [সং. ন + সমাপিকা]। অসমাপিকা ক্রিয়া (ব্যাক.) যে ক্রিয়া বাক্যের সমাপ্তি ঘটাতে পারে না, এবং বাক্যের সমাপ্তির জন্য অন্য ক্রিয়ার আশ্রয় নেয়-যথা করতে, গিয়ে। 17)
অসমাপ্ত
(p. 70) asamāpta বিণ. শেষ হয়নি বা শেষ করা হয়নি এমন, অসম্পূর্ণ; অনিষ্পন্ন। [সং. ন + সমাপ্ত]। বি. অসমাপ্তি। 19)
আঞ্জাম
(p. 85) āñjāma বি. 1 বন্দোবস্ত; 2 নির্বাহ, সরবরাহ; 3 শেষ, সমাপ্তি। [ফা. আন্জাম]। 54)
ইতি
(p. 114) iti বি. 1 শেষ, সমাপ্তি, অন্ত (এখানেই ইতি টানছি); 2 (সং.) এইরকম, এই। বিণ. শেষ সমাপ্ত। [সং. √ ই + তি]। ̃ উতি ক্রি-বিণ. এদিক-ওদিক (ইতিউতি চাইছে)। ̃ কথা বি. উপকথা, কাহিনি; ইতিহাস। ̃ কর্তব্য বি. কর্তব্যকর্ম, উচিতকর্ম। ইতি গজঃ বি. আংশিক সত্যের আবরণে মিথ্যাভাষণ (মহাভারতে যুধিষ্ঠিরের 'অশ্বত্থামা হত ইতি গজঃ এই অর্ধসত্য উক্তি থেকে)। ̃ পূর্বে ক্রি-বিণ. এর আগে। ̃ বৃত্ত বি. ইতিহাস। ̃ বৃত্তকার বি. ইতিহাসরচয়িতা। ̃ মধ্যে ক্রি-বিণ. এর মধ্যে; এর আগে; এই অন্তর্বর্তী সময়ে। 12)
উত্তর
(p. 125) uttara বি. 1 জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); 2 সাড়া ('উত্তর মেলে না'); 3 আপত্তি; খণ্ডন; 4 মীমাংসা, সিদ্ধান্ত; 5 উত্তর দিক; 6 অর্থালংকারবিশেষ। বিণ. 1 ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); 2 অসাধারণ (লোকোত্তর); 3 অধিক (অষ্টোত্তরশত); 4 শেষ; 5 উপরিস্হ (উত্তরীয়)। ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)। [সং. উত্ + √ তৃ + অ]। ̃ কাণ্ড বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড। ̃ কাল বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল। ̃ কারী বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়। ̃ কুরু বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি। ̃ ক্রিয়া বি. 1 মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; 2 উত্তরদান। ̃ চ্ছদ বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়। ̃ দান বি. জবাব বা সাড়া দেওয়া। ̃ দায়ক বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়। ̃ পক্ষ বি. 1 তর্কের মীমাংসা; 2 প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)। ̃ পদ বি. (ব্যাক.) সমাসের শেষ পদ। ̃ পুরুষ বি. ভবিষ্যত্ বংশধর। ̃ পূর্ব বি. ঈশানকোণ। উত্তর-প্রত্যুত্তর বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক। ̃ ফল্গুনী, ̃ ফাল্গুনী বি. নক্ষত্রবিশেষ। ̃ বিচার বি. নতুন করে বিচার, পুনর্বিচার। ̃ ভাদ্র-পদ বি. নক্ষত্রবিশেষ, Andromeda. ̃ মালা বি. সমাধানসমূহ। ̃ মীমাংসা বি. বেদান্তদর্শন। ̃ মেরু বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু। ̃ সাধক বি. 1 তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; 2 ক্রিয়া-সমাপ্তির সহায়ক; 3 উত্তরসূরি। স্ত্রী. ̃ সাধিকা। ̃ সূরি বি. পরবর্তী যুগের কবি বা মনীষী। (তু. বিপ. পূর্বসূরি)। 3)
উপ-রম
(p. 133) upa-rama বি. 1 নিবৃত্তি, বৈরাগ্য; 2 সমাপ্তি; 3 মৃত্যু। [সং. উপ + √ রম্ + অ]। 39)
উপ-সংহার
(p. 133) upa-saṃhāra বি. 1 আলোচনা বা গ্রন্হের শেষাংশ; 2 সমাপ্তি, পরিশেষ। [সং. উপ + সম্ + √ হৃ + অ]। উপ-সংহৃত বিণ. সমাপ্ত। উপ-সংহৃতি বি. সমাপ্তি। 64)
খতম
(p. 221) khatama বি. 1 সমাপ্তি, শেষ (কাজ খতমের পর); 2 বিনাশ, নিকাশ (শত্রুকে খতম করবই)। বিণ. 1 সমাপ্ত (তদন্ত খতম হয়েছে); 2 বিনষ্ট (শত্রু খতম হয়েছে)। [আ. খতম্]। 59)
তামাম
(p. 375) tāmāma বিণ. সমগ্র, সমুদয়, সমস্ত, সম্পূর্ণ (তামাম দুনিয়া)। [আ. তমাম]। তামামি বি. 1 অবসান, সমাপ্তি; 2 শেষ কাজ (সালতামামি)। 48)
তয়
(p. 367) taẏa বি. 1 নিষ্পত্তি; 2 সমাপ্তি; 3 ভাঁজ, পাট (কাপড়গুলো তয় করে রাখো)। [ফা. তহ্]। 81)
দক্ষিণান্ত
(p. 395) dakṣiṇānta বি. পুরোহিতকে দক্ষিণা দানপূর্বক পূজাদি অনুষ্ঠানের সমাপ্তি ('বিদায় দিলাম তারে যথোচিত দক্ষিণান্ত ক'রে: সু.দ.) [সং. দক্ষিণ + অন্ত] 25)
ধ্যান
(p. 442) dhyāna বি. 1 মনের স্হিরতা লাভের উদ্দেশ্যে গভীর চিন্তা; 2 অভিনিবেশসহকারে মনন বা স্মরণ; 3 (দেবতাদির) রূপচিন্তন। [সং. √ ধ্যৈ + অন]। ̃ গম্ভীর বিণ. 1 ধ্যানরত বা ধ্যানমগ্ন বলে গম্ভীর; 2 প্রশান্তভাবে ধ্যানরত ('ধ্যানগম্ভীর এই-যে ভূধর': রবীন্দ্র)। ̃ গম্য বিণ. (কেবল) ধ্যানযোগে জানা বা চেনা যায় এমন। ̃ জ্ঞান বি. ধ্যান বা চিন্তার একমাত্র বিষয়। ̃ ধারণা বি. চিন্তা ও ধারণা; (বাং. অর্থ) ভাবনা ও বিশ্বাস; মনন ও স্মরণ। ̃ নেত্র বি. ধ্যানলব্ধ অর্ন্তদৃষ্টি (ধ্যাননেত্রে দেখা)। ̃ ভঙ্গ বি. বাধাবিঘ্নের জন্য অকালে ধ্যানের সমাপ্তি। ̃ মগ্ন বিণ. ধ্যানে বা গভীর চিন্তায় ডুবে আছে এমন, গভীরভাবে ধ্যানরত। ̃ রত, ̃ স্হ বিণ. ধ্যান করছে এমন। ধ্যানাসন বি. ধ্যান বা চিন্তা করবার উপযোগী বিশেষ আসন বা ভঙ্গি। ধ্যানী (-নিন্) বিণ. ধ্যানকারী। 9)
নাই1
(p. 451) nāi1 অব্য. 1 ক্রিয়ার অসমাপ্তি বা অভাবসূচক (যার নাই, ঘরে ফেরে নাই); 2 প্রশ্নসূচক (এখনও আসে নাই?)। [তু. বাং. নাহি সং. নাস্তি]। 12)
নির্বর্তন
(p. 468) nirbartana বি. কোনো কাজের সমাপ্তি বা সম্পাদন, নিষ্পাদন। [সং. নির্ + √ বৃত্ + অন]। 81)
নির্বাহ
(p. 468) nirbāha বি. 1 সম্পাদন, নিষ্পাদন (কার্যনির্বাহ); 2 চালানো (সংসারনির্বাহ, ব্যয়নির্বাহ); 3 নিষ্পত্তি, সমাপ্তি। [সং. নির্ + √ বহ্ + অ]। ̃ ক, নির্বাহী বিণ. নির্বাহকারী; কর্মসম্পাদক (নির্বাহী বাস্তুকার, executive engineer)। নির্বাহিত বিণ. নির্বাহ করা অর্থাত্ সম্পাদন বা সম্পন্ন করা হয়েছে এমন। 98)
নিষ্পত্তি
(p. 475) niṣpatti বি. 1 মীমাংসা (সমস্যার নিষ্পত্তি); 2 সিদ্ধি, সমাপ্তি (কার্যনিষ্পত্তি); 3 প্রয়োগ (বাঙ্নিষ্পত্তি); 4 (বাং.) মিটমাট, সমাধান (মোকদ্দমার নিষ্পত্তি)। [সং. নির্ + √ পদ্ + তি]। 24)
পরি-ণত
(p. 497) pari-ṇata বিণ. 1 পরিপক্ব (পরিণত ফল, পরিণত জ্ঞান); 2 সম্পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত (পরিণত বয়স); 3 পর্যবসিত (নীতিকে কাজে পরিণত করা); 4 বিশেষ অবস্হাপ্রাপ্ত বা অবস্হান্তর প্রাপ্ত (আলাপ অবশেষে প্রেমে পরিণত); 5 শেষ বা চরম অবস্হায় উপনীত। [সং. পরি + √ নম্ + ত]। পরি-ণতি বি. 1 পূর্ণতাপ্রাপ্তি; 2 পর্যবসান; 3 অবস্হা বা অবস্হান্তরপ্রাপ্তি; 4 পরিসমাপ্তি বা শেষ (বিয়োগান্ত পরিণতি)। 30)
পরিসমাপ্তি
(p. 499) parisamāpti বি. 1 অবসান, সমাপ্তি (বিবাদের পরিসমাপ্তি ঘটল); 2 পরিণতি; 3 সম্পূর্ণতা। [সং. পরি + সমাপ্তি]। বিণ. পরি-সমাপ্ত। 82)
পারায়ণ
(p. 513) pārāẏaṇa বি. 1 সম্পূর্ণতা, সমাপ্তি; 2 নিয়মিত বা নির্ধারিত সময়ের মধ্যে গ্রন্হ পাঠের সমাপ্তি। [সং. পার (=শেষ প্রান্ত) + অয়ন]। 120)
বিলম্ব
(p. 625) bilamba বি. 1 দেরি, কালক্ষেপ; 2 ঝুলন, লম্বন। [সং. বি + √ লম্ব্ + অ]। ̃ ন বি. 1 বিলম্ব; 2 ঝুলন। বিলম্বা ক্রি. (কাব্যে) দেরি করা। বিলম্বিত বিণ. 1 বিলম্বযুক্ত, দেরি হয়ে গেছে এমন (ট্রেনচলাচল বিলম্বিত হয়েছে); 2 দেরিতে বা ঠিক সময়ের পরে ঘটেছে এমন (বিলম্বিত সমাদর); 3 মন্হর গচিযুক্ত (বিলম্বিত লয়, সভার সমাপ্তি বিলম্বিত হল); 4 লম্বমান, ঝোলানো হয়েছে বা ঝুলছে এমন (বিলম্বিত বৃক্ষশাখা)। বিলম্বিত লয় সংগীতে যে লয় বা চলন ধীর বা মন্হর। তু. বিপ. দ্রুত লয়। বিলম্বী (-ম্বিন্) বিণ. 1 বিলম্বনকারী; 2 ঝুলছে এমন। 18)
বিয়োগ
(p. 621) biẏōga বি. 1 বিচ্ছেদ, বিরহ (বিয়োগব্যথা); 2 মৃত্যু (আত্মীয়বিয়োগ); 3 অভাব; 4 (গণি.) এক রাশি থেকে জন্য রাশি বাদ দেওয়া, ব্যবকলন। [সং. বি + যুজ্ + অ]। ̃ ফল বি. (গণি.) বিয়োগ করার পর যে রাশি অবশিষ্ট থাকে। ̃ বিধুর বিণ. বিচ্ছেদের কষ্টে কাতর। ̃ ব্যথা বি. বিচ্ছেদের বা বিরহের কষ্ট। বিয়োগান্ত বিণ. 1 নায়ক-নায়িকার বিচ্ছেদে পরিসমাপ্ত (বিয়োগান্ত নাটক); 2 দুঃখে যার সমাপ্তি। বিয়োগী (-গিন্) বিণ. (বাং. অপ্র.) বিচ্ছেদযুক্ত; বিরহী। স্ত্রী. বিয়োগিনী। 91)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074228
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768706
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366115
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721069
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698075
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594666
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545210
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542309

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন