Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সাদৃশ্য দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু
(p. 25) anu অব্য. পরে পশ্চাত্ সাদৃশ্য যোগ্যতা ইত্যাদি সূচক উপসর্গ। 67)
অনু-রূপ
(p. 31) anu-rūpa বিণ. তূল্য, সদৃশ, মতন; সমান গুণ বা আকৃতিবিশিষ্ট; যোগ্য; অনুসারী (সাধনার অনুরূপ সিদ্ধি)। [সং. অনু + রূপ]। ̃ তা বি. সাদৃশ্য; তূল্যতা। 6)
অপ্রতিম
(p. 42) apratima বিণ. তুলনা নেই এমন; তুলনাহীন (অপ্রতিম সৌন্দর্য); প্রতিমা বা সদৃশ নেই এমন। [সং. ন + প্রতিমা (=সাদৃশ্য)]। 2)
অভাবী
(p. 50) abhābī (-বিন্) বিণ. অভাবগ্রস্ত, অনটনের মধ্যে রয়েছে এমন; দরিদ্র। [সং. অভাব + ইন্]। অভি- অব্য. সম্মুখ সমীপ চতুর্দিক সাদৃশ্য ইত্যাদি সূচক উপসর্গ। 66)
অসম
(p. 67) asama বিণ. 1 সমান নয় এমন, অসমান; সাদৃশ্যহীন, অসদৃশ; অন্যরকম; 2 অসমতল; উঁচু-নিচু। [সং. ন + সম]। বি. ̃ তা। ̃ দর্শী (-র্শিন্) বিণ. পক্ষপাত করে এমন, সকলকে সমান দেখে না এমন; একচোখো। বি. ̃ দর্শিতা। ̃ সাহস বি. দুর্জয় সাহস; নির্ভিয়তা, ভয়ের সম্পূর্ণ অভাব। ̃ সাহসিক, ̃ সাহসী (-সিন্) বিণ. দুঃসাহসী. নির্ভীক, দুর্জয় সাহস আছে এমন।
অসাদৃশ্য
(p. 70) asādṛśya বি. 1 সাদৃশ্য বা মিলের অভাব, অমিল; 2 অনৈক্য। [সং. ন + সাদৃশ্য]। 49)
আত্মোপম
(p. 89) ātmōpama বিণ. আপনার বা নিজের সমান, নিজের মতো। [সং আত্মন্ + উপমা]। আত্মৌপম্য বি. নিজের সঙ্গে সাদৃশ্য; স্বীয় দৃষ্টান্ত। 39)
আদরা
(p. 89) ādarā বি. 1 কিছু সাদৃশ্য; 2 নকশা, চিত্রাঙ্কনের প্রাথমিক কাঠামো, sketch [সং. আদর্শ] 55)
আদল
(p. 89) ādala বি. 1 (বিশেষত চেহারার) সাদৃশ্য (ছেলেটির মুখে তার বাবার মুখের আদল আছে); আভাস। [সং. আদর্শ] 57)
আনু-রূপ্য
(p. 95) ānu-rūpya বি. অনুরূপের ভাব, সাদৃশ্য, মিল। [সং. অনুরূপ + য]। 7)
উপ
(p. 130) upa অব্য. নৈকটা, উত্কর্ষ, সাদৃশ্য, ন্যূনতা ইত্যাদি সূচক উপসর্গ (উপকূল, উপভোগ, উপবন, উপগ্রহ)। 27)
উপমা
(p. 133) upamā বি. 1 সাদৃশ্য, তুলনা (উপমা দেওয়া); 2 অর্থালংকারবিশেষ - এই অলংকারে একই ধর্মবিশিষ্ট দুই ভিন্নজাতীয় বস্তুর মধ্যে সাদৃশ্য কল্পিত হয়, simile. [সং. উপ + √ মা + অ]। ̃ ন বি. যার সঙ্গে বা যার দ্বারা তুলনা দেওয়া হয় (যেমন, 'রক্তের মত রাঙা দুটি জবাফুল' এখানে উপমান 'রক্ত')। উপ-মিত বিণ. তুলিত। উপ-মিতি বি. উপমা, সাদৃশ্যকল্পনা। উপ-মেয় বিণ. বি. উপমার বিষয়ীভূত (উপরের দৃষ্টান্তে 'জবাফুল' উপমেয়)। 25)
ঔপম্য
(p. 155) aupamya বি. 1 সাদৃশ্য, মিল; 2 তুল্যতা। [সং. উপমা + য]। 27)
খাবরি
(p. 226) khābari বি. মাটির বা কাঁসা-পিতলের পাত্র। [বাং. খাবরা + ই (সাদৃশ্যার্থে)]। 61)
গাছা1
(p. 246) gāchā1 বি. পিলসুজ, দীপাধার। [বাং. গাছ + আ (সাদৃশ্যার্থে)]. 23)
গুণাভাস
(p. 250) guṇābhāsa বি. 1 গুণ আছে বলে ভ্রম; 2 যা গুণ বলে ভ্রম হয়; 3 গুণসাদৃশ্য। [সং. গুণ + আভাস]। 79)
ঘোলা
(p. 272) ghōlā বিণ. 1 আবিল, অস্বচ্ছ (ঘোলা চোখে দেখা, ঘোলা দৃষ্টি); 2 কর্দমাক্ত, কাদা-গোলা (ঘোলা জল)। ক্রি. ঘুলা -র চলিত রূপ। [সং. ঘোল + বাং. আ (সাদৃশ্যার্থে)]। ̃ টে বিণ. ঈষত্ ঘোলা। ̃ নো ক্রি. বি. ঘুলানো-র চলিত রূপ। 20)
চামসা
(p. 281) cāmasā বিণ. (গন্ধ-সম্বন্ধে) শুকনো চামড়ার মতো (চামসা গন্ধ)। [বাং. চাম + সা (সাদৃশ্যার্থে)]। 133)
ছাঁচ2
(p. 303) chān̐ca2 বি. 1 ফর্মা, mould, যার মধ্যে ফেলে কোনো বস্তুর আকার দেওয়া হয় (সন্দেশের ছাঁচ, পুতুলের ছাঁচ); 2 ছাঁচে প্রস্তুত খাবার (ক্ষীরের ছাঁচ); 3 (আল.) ধরন, সাদৃশ্য, আদল (একই ছাঁচে গড়া)। [দেশি-তু. হি. সাঁচা]। 13)
ছায়া
(p. 304) chāẏā বি. 1 কোনোকিছুর দ্বারা আলোকরশ্মির গতিপথ রুদ্ধ হওয়ার ফলে উত্পন্ন প্রতিবিম্ব, shadow (গাছের ছায়া); 2 রৌদ্রের অভাব (এসো, ছায়ায় বসি); 3 প্রতিরূপ, সাদৃশ্য (মৃত্যুর ছায়া, কালের করাল ছায়া); 4 অশরীরী অবয়ব (ছায়াময় দেহ); 5 দীপ্তি, প্রভা (রত্নচ্ছায়া); 6 আশ্রয় ('দেহ পদচ্ছায়া'); 7 সূর্যের পত্নী। [সং. √ ছো + য + আ]। ̃ চিত্র বি. সিনেমার ছবি। ̃ চ্ছন্ন বিণ. ছায়ায় ঢাকা; অন্ধকার। ̃ তরু বি. ছায়াপ্রধান গাছ, যে গাছের ছায়া বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ̃ ত্মজ বি. ছায়ার পুত্র অর্তাত্ শনিদেব। ̃ দেহ, ̃ শরীর বি. অশরীরী মূর্তি। ̃ নট বি. রাগবিশেষ। ̃ পথ বি. (জ্যোতি.) শুভ্র মেঘের মতো নক্ষত্রপুঞ্জবিশেষ, আকাশগঙ্গা, যমের জাঙ্গাল, milky way. ̃ বাজি বি. 1 ছায়া-দেখানো খেলা; 2 ম্যাজিক লণ্ঠন; 3 ভেলকিবাজি। ̃ মণ্ডপ বি. চাঁদোয়া-ঢাকা স্হান; ছাঁদনাতলা। ̃ ময় বিণ. 1 ছায়ায় ভরা বা ছায়ায় ঢাকা (ছায়াময় গাছ); 2 ছায়ায় গঠিত অর্থাত্ ভূতুড়ে (ছায়াময় রূপ)। ছায়া মাড়ানো ক্রি. বি. (আল.) কোনোরকম সংস্রব রাখা (তোর ছায়া মাড়ালেও পাপ হয়)। ̃ মূর্তি বি. অশরীরী বা বায়বীয় মূর্তি। ̃ সুত বি. শনি। 45)
ঝাপসা
(p. 336) jhāpasā বিণ. (পাতলা ঝাঁপে বা আবরণে ঢাকা বলে) স্পষ্টভাবে দেখা যায় না এমন, অস্পষ্ট, আবছা (ঝাপসা দেখা, ঝাপসা ছবি)। [বাং. ঝাঁপ1 + সা (সাদৃশ্যার্থে)]। 34)
ডোরা
(p. 357) ḍōrā বি. লম্বা রেখা বা দাগ। [হি. ডোর + বাং. আ সাদৃশ্যার্থে]। ̃ কাটা বিণ. ডোরা দাগযুক্ত; নানা বর্ণের রেখা দিয়ে চিহ্নিত। ডোরা ডোরা বিণ. অনেক ডোরা দিয়ে চিহ্নিত। 69)
তুলনা
(p. 375) tulanā বি. 1 উপমা, সাদৃশ্য (তুলনা নেই); 2 সদৃশ ব্যক্তি বা বিষয় ('তোমারি তুলনা তুমি প্রাণ এ মহীমণ্ডলে': রা. গু.); 3 সাদৃশ্য নিরূপণ, অন্যের সঙ্গে পার্থক্য বা তুল্যতা নির্ধারণ (দুজনের মধ্যে তুলনা করা)।[সং. √ তুল্ + অন + আ]। তুলনীয় বিণ. তুলনার যোগ্য, উপমেয়, তুল্য। তুল্য বিণ. 1 তুলনার যোগ্য, তুলনীয়; 2 সদৃশ, অনুরূপ, সমান। [সং. তুলা + য]। 221)
তুল্য
(p. 375) tulya বিণ. সদৃশ, অনুরূপ, সমান (তার তুল্য বীর কে আছে?)। [সং. তুলা + য]। ̃ মূল্য বিণ. সমান সমান, সমকক্ষ (দুজনের যোগ্যতা তুল্যমূল্য)। ̃ যোগিতা বি. সাদৃশ্যমূলক কাব্যালংকারবিশেষ। ̃ রূপ বিণ. একই রকম। তূল্যাকৃতি বি. একই রকমের চেহারা। বিণ. তুল্যরূপ, একই চেহারা বা মূর্তিবিশিষ্ট। 230)
দিয়াড়া
(p. 408) diẏāḍ়ā বি. 1 দ্বীপ; 2 চর বা চড়া। [সং. দ্বীপ দিয়া + বাং. ড়া (সাদৃশ্যার্থে)]। 35)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2073685
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1768569
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1365946
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721007
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697993
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594585
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545046
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542277

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন