Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্হায়ী; দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচঞ্চল
(p. 8) acañcala বিণ. 1 চঞ্চলতা বা চপলতা নেই এমন, অচপল; 2 আন্দোলিত হয় না বা নড়ে না এমন, স্হির; 3 স্হায়ী; 4 অব্যাকুল, ধীর। [সং. ন+চঞ্চল]। স্ত্রী. অচঞ্চলতা। 54)
অচির
(p. 8) acira বিণ. অল্পকাল স্হায়ী, ক্ষণস্হায়ী (অচির জীবন)। [সং. ন+চির2]। ̃ .কারী (-রিন্) বিণ. ক্ষিপ্রকারী, যে ক্ষিপ্রতার সঙ্গে কাজ করে, যে দেরি করে না। ̃ .কাল বি. ক্ষণকাল, ত্বারা। ̃ .কালে ক্রি-বিণ. শীঘ্র, ত্বরায়, অবিলম্বে। ̃ .ক্রিয় বিণ. যে দ্রুত কাজ করতে পারে, দীর্ঘসূত্র নয় এমন। ̃ .জীবী (-বিন্) বিণ. অল্প আয়ূ যার। ̃ দ্যুতি বিণ. ক্ষণস্হায়ী দীপ্তি যার। বি. বিদ্যুত্। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. চিরদিন থাকে না এমন, নশ্বর; ক্ষণস্হায়ী। অচিরাত্ অব্য ক্রি-বিণ. শীঘ্র, অবিলম্বে। অচিরে ক্রি-বিণ. শীঘ্র, অবিলম্বে। 69)
অতর্কিত
(p. 14) atarkita বিণ. অলক্ষিত, অপ্রত্যাশিত, যা আগে থেকে চিন্তা করা বা অনুমান করা যায়নি (অতর্কিত আক্রমণে শত্রুসৈন্য ছত্রভঙ্গ হল)। [সং. ন+তর্কিত (√ তর্ক্+ত), তর্ক্ ধাতু অনুমান করা অর্থে প্রযুক্ত]। অতর্কিতে ক্রি-বিণ. আচম্বিতে; অসতর্ক অবস্হায়, হঠাত্। 19)
অধ্রুব
(p. 21) adhruba বিণ. 1 যা ধ্রুব নয় অর্থাত্ চিরস্হায়ী নয়, অনিত্য; 2 অস্হির; 3 পরিবর্তনশীল; 4 অনিশ্চিত। [সং. ন+ধ্রুব]। 11)
অনন্ত
(p. 22) ananta বিণ. অন্তহীন, যার শেষ নেই; অক্ষয়; চিরস্হায়ী। বি. 1 বিষ্ণু; 2 সর্পরাজ শেষনাগ; 3 বলরাম; 4 (বাং.) কনুইয়ের উপরে পরিধেয় বালার মতো অলংকারবিশেষ, তাগা। [সং. ন+অন্ত]। ̃ কাল বি. ক্রি-বিণ. চিরকাল; চিরকাল ধরে। ̃ চতুর্দশী বি. ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী, হিন্দুদের ব্রতদিবসবিশেষ। ̃ নিদ্রা বি. যে ঘুম ভাঙে না, চিরনিদ্রা; মৃত্যু। ̃ মূল বি. শ্যামালতা, শারিবা, একরকম মূলপ্রধান লতা। ̃ রূপী (-পিন্) বিণ. অসংখ্য আকৃতি আছে এমন। ̃ বি. বিষ্ণু। ̃ শয়ন, ̃ শয্যা বি. 1 মৃত্যু, শেষ শয্যা; 2 ক্ষীরোদসমুদ্রে অনন্তনাগের উপর বিষ্ণুর শয়ন। 13)
অনশ্বর
(p. 23) anaśbara বিণ. নাশহীন, অক্ষয় (অনশ্বর আত্মা)। [সং. ন+নশ্বর]। ̃ তা বি. নাশহীনতা, indestructibility (বি. প.), চিরস্হায়িত্ব। 34)
অনিত্য
(p. 25) anitya বিণ. 1 অস্হায়ী, স্হায়ী নয় এমন; 2 নশ্বর। [সং. ন + নিত্য]। ̃ তা বি. স্হায়িত্বের অভাব। 29)
অনু-ভাব
(p. 30) anu-bhāba বি. 1 প্রভাব; মহিমা; মাহাত্ম্য; 2 মানসিক অভিপ্রায়সূচক ভাবভঙ্গি; 3 সুখ বা আনন্দের অনুভূতি ('কামুক পরশে যতেক অনুভব': গো. দা.) 4 (অল.) স্হায়িভাবের উদ্ভবজনিত দৈহিক বিকারাদির সঞ্চার sensation. [সং. অনু + √ ভূ + অ (ঘঞ্)]। 4)
অন্তরা
(p. 32) antarā বি. গানের স্হায়ী ও সঞ্চারীর মাঝের অংশ, গানের দ্বিতীয় তুক। [সং. অন্তর্ + আ]। 34)
অন্তরিত
(p. 32) antarita বিণ. 1 অন্তর্হিত, অদৃশ্য বা দূর হয়েছে এমন (ব্যথা অন্তরিত); 2 আচ্ছন্ন, আবৃত; 3 সরকারি আদেশে কারাগারের বাইরে নির্দিষ্ট কোনো জায়গায় নিঃসঙ্গ অবস্হায় আবদ্ধ, গৃহবন্দি, interned. [সং. অন্তর + ইত]। অন্তরণ বি. অন্তরিত করা, internment. অন্তরিন বিণ. গৃহবন্দি, interned. বি. internee. 39)
অন্তিম
(p. 34) antima বিণ. 1 শেষ; 2 মৃত্যুকালীন (বৃদ্ধের অন্তিম ইচ্ছা)। বি. পরিণতি (অন্তিমে অক্ষয় স্বর্গলাভ). [সং. অন্ত + ইম ('ভব' অর্থে)]। ̃ কাল, ̃ সময় বি. মরণকাল। ̃ দশা বি. শেষ অবস্হা; মুমূর্ষু অবস্হা। ̃ শয্যা বি. যে শয্যায় শায়িত অবস্হায় মৃত্যু ঘটে। 32)
অপুত্রক
(p. 40) aputraka বিণ. পুত্র নেই এমন, পুত্রহীন (অপুত্রক অবস্হায় তাঁর মৃত্যু হল)। [সং. ন + পুত্র + (সমাসান্ত) ক]। 31)
অপ্রকৃতিস্হ
(p. 40) aprakṛtisha বিণ. স্বাভাবিক মানসিক অবস্হায় নেই এমন; মত্ত; বিকৃতমস্তিষ্ক। [সং. ন + প্রকৃতিস্হ]। 53)
অব-স্হায়ী
(p. 46) aba-shāẏī (-য়িন্) বিণ. 1 অবস্হানকারী; অবস্হান করে অর্থাত্ থাকে এমন; 2 স্হিতিশীল। [সং. অব + √ স্হা + ইন্]। 38)
অবস্হা
(p. 46) abashā বি. 1 দশা (শৈশবাবস্হা); 2 ভাব (মানসিক অবস্হা); 3 সাংসারিক বা অন্য হাল (তার অবস্হা ভালো, এ অবস্হায় কী করা উচিত, রোগীর অবস্হা একটু ভালো); 3 সংগতি (অবস্হাপন্ন লোক)। [সং. অব + √ স্হা + অ]। অবস্হা বুঝে চলা ক্রি. বি. সুযোগ বুঝে চলা বা যখন যেমন করা উচিত তেমনই করা। অবস্হা-গতিকে ক্রি-বিণ. পারিপার্শ্বিক অবস্হার চাপে। ̃ ন্তর বি. অবস্হা বা দশার পরিবর্তন। ̃ সংকট বি. বিপজ্জনক পরিস্হিতি। 33)
অবিকৃত
(p. 48) abikṛta বিণ. বিকৃত নয় এমন; আগে যেমন ছিল সেই অবস্হায় আছে এমন; অমিশ্র, বিশুদ্ধ; পচেনি এমন; যথাযথ। [সং. ন + বিকৃত]। বি. অবিকৃতি। 11)
অভঙ্গুর
(p. 50) abhaṅgura বিণ. সহজে ভাঙে না এমন; ভাঙে না এমন; ধ্বংস হয় না এমন, স্হায়ী। [সং. ন + ভঙ্গুর]। 50)
অমর
(p. 55) amara বিণ. মরে না এমন, মৃত্যুহীন, চিরজীবী; অবিনশ্বর; অক্ষয়, চিরস্মরণীয় (অমর কীর্তি)। বি. দেবতা। [সং. ন + মর]। ̃ তা, ̃ ত্ব বি. মৃত্যুহীনতা, চিরস্হায়িত্ব ('লভিয়াছে অমরতা এ মর ধরায়': নবীন)। ̃ .ধাম, ̃ .লোক বি. 1 যেখানে মৃত্যু নেই, দেবলোক, স্বর্গ; ইন্দ্রপুরী; 2 পরলোক। 53)
অসাড়
(p. 70) asāḍ় বিণ. সাড় বা অনুভূতি নেই এমন; অবশ (অসাড় দেহ); বোধশক্তিহীন (অসাড় মন)। [বাং. অ + সাড়]। ̃ তা বি. সাড়হীনতা; অবশতা; বোধহীনতা। অসাড়ে ক্রি-বিণ. অজ্ঞান অবস্হায়; অজ্ঞাতসারে। 48)
অস্হায়িতা, অস্হায়িত্ব
(p. 73) ashāẏitā, ashāẏitba দ্র অস্হায়ী। 23)
অস্হায়ী
(p. 73) ashāẏī (-য়িন্) বিণ. স্হায়ী নয় এমন, চিরকাল থাকে না এমন; অল্পকাল থাকে এমন, temporary; পাকা নয় এমন (অস্হায়ী চাকরি)। [সং. ন + স্হায়িন্]। বি. অস্হায়িতা, অস্হায়িত্ব। 24)
অস্হিতি-স্হাপক
(p. 73) ashiti-shāpaka বিণ. স্হিতিস্হাপক নয় এমন; টেনে ধরলে বা বেঁকিয়ে দিলে আর আগের অবস্হায় ফিরে আসে না এমন, inelastic (বি. প.)। [সং. ন + স্হিতিস্হাপক]। বি. ̃ তা। 29)
আমলা2
(p. 101) āmalā2 বি. 1 কেরানি; 2 কর্মচারী; 3 উচ্চপদস্হ কর্মচারী। [আ. আমিল]। ̃ তন্ত্র বি. যে শাসনব্যবস্হায় উচ্চপদস্হ সরকারি কর্মচারিমণ্ডলই সর্বেসর্বা; bureaucracy. 29)
আলম্ব
(p. 106) ālamba বি. অবলম্বন; আশ্রয় (নিরালম্ব)। [সং. আ + √লম্ব্ + অ]। ̃ ন বি. অবলম্বন; আশ্রয়; আশ্রয় নেওয়া; (অল.) স্হায়িভাবের সঞ্চারক বিভাববিশেষ। আলম্বিত বিণ. অবলম্বিত; ধৃত; প্রলম্বিত। আলম্বী (-ম্বিন্) বিণ. আলম্বনকারী; লম্বমান। 10)
আস্তানা
(p. 110) āstānā বি. 1 আড্ডা (সাপের আস্তানা); 2 বাসস্হান (কোনোক্রমে এখানে একটা আস্তানা করেছি); 3 আখড়া, আশ্রম (কোনোক্রমে এখানে একটা আস্তানা করেছি) 3 আখড়া, আশ্রম (ফকিরের অস্তানা)। [ফা. আস্তানা]। আস্তানা গাড়া ক্রি. বি. (অস্হায়ী) বাসস্হান স্হাপন করা। আস্তানা গুটানো ক্রি. বি. আড্ডা তুলে দেওয়া। তু. পাততাড়ি গুটানো। 20)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2074799
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1769057
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1366337
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 721143
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 698190
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594761
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 545446
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542337

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন