Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অগভীর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অগভীর এর বাংলা অর্থ হলো -

(p. 6) agabhīra বিণ. 1 গভীর নয় এমন; 2 অল্প গভীর; 3 (জ্ঞানবিদ্যাদি সম্পর্কে) ভাসাভাসা, সামান্য (শাস্ত্রাদিতে তাঁর জ্ঞান বড়ই অগভীর)।
[সং. ন+গভীর]।
অগভীর জলে শফরী ফরফরায়তে অল্প জলে পুঁটিমাছ ফরফর করে বেডায়; (আল.) অল্পবিদ্যার অধিকারীরাই বিদ্যা বেশি জাহির করে।
17)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অপুষ্ট
(p. 40) apuṣṭa বিণ. পুষ্ট বা পরিণত নয় এমন, পাকেনি এমন, কৃশ; রোগা। [সং. ন + পুষ্ট]। অপুষ্টি বি. পুষ্টির অভাব। 33)
অসংকুচিত, অসঙ্কুচিত
(p. 67) asaṅkucita, asaṅkucita বিণ. 1 সংকোচ বা কুণ্ঠা নেই এমন, অকুণ্ঠিত (অসংকুচিত স্বীকৃতি); 2 সংকীর্ণ নয় এমন, প্রশস্ত। [সং. ন + সংকুচিত]। 33)
অর্ধ
(p. 62) ardha বি. 1 সমান দুই ভাগের এক ভাগ (ব্যাসার্ধ); 2 দুই ভাগের যেকোনো এক ভাগ। বিণ. বিণ- বিণ. 1 আধা, আধাআধি (অর্ধাংশ); 2 দুই ভাগে বিভক্ত (অর্ধবঙ্গ); 3 অসম্পূর্ণ বা আংশিক (অর্ধাশন; অর্ধাহার)। ক্রি-বিণ. আংশিকভাবে (অর্ধনির্মিত, অর্ধভুক্ত)। [সং. √ ঋধ্ + অ]। ̃ কথন বি. অসম্পূর্ণ কথা। ̃ .কথিত বিণ. কিছুটা বলা হয়েছে এমন, আংশিক বলা হয়েছে এমন। ̃ কৃত বিণ. অর্ধেক করা হয়েছে বা দুটি অংশে ভাগ করা হয়েছে এমন। ̃ .গ্রাস বি. আংশিক গ্রাস। ̃ .চন্দ্র বি. 1 চাঁদের অংশ; অর্ধপ্রকাশিত চাঁদ; 2 (ব্যঙ্গে) গলাধাক্কা; গলাধাক্কা দিয়ে বিতাড়িত করা (অর্ধচন্দ্র দেওয়া)। ̃ .চন্দ্রাকার, ̃ .চন্দ্রাকৃতি বিণ. আধখানা চাঁদের আকারবিশিষ্ট। ̃ .দিবস বি. 1 অর্ধেক দিন; দুই প্রহর; 2 মধ্যাহ্ন; 3 এক দিন-রাত্রির অর্ধেক; চার প্রহর। ̃ .নারীশ্বর বি. এক দেহে মিলিত হর ও গৌরীর অর্থাত্ শিব ও পার্বতীর যুগলমূর্তি; (আল.) নারী ও পুরুষের যুগলমূর্তি। ̃ .নিমীলিত বিণ. আধবোজা। ̃ .নির্মিত বিণ. আংশিক তৈরি হয়েছে এমন। ̃ .পথ বি. মাঝপথ; মাঝামাঝি পথ (অর্ধপথ অতিক্রম করার পর)। ̃ .পরিস্ফুট বিণ. কিছুটা বা আংশিকভাবে বোঝা গেছে এমন; অস্পষ্ট। ̃ .বয়স্ক বিণ. মাঝবয়সী; প্রৌঢ়। ̃ .ভাগ বি. অর্ধেক। ̃ .মাত্রা বি. নির্দিষ্ট পরিমাণের অর্ধেক। ̃ .মৃত বিণ. আধমরা। ̃ .রাত্র বি. মাঝরাত। ̃ .শত বি. একশোর অর্ধেক পঞ্চাশ। ̃ .স্ফুট বিণ. অস্পষ্ট; আধফোটা। অর্ধাংশ বি. সমান দুই ভাগের এক ভাগ, অর্ধেক। অর্ধাঙ্গ বি. দেহের অর্ধাংশ, শরীরের অর্ধেক। অর্ধাঙ্গিনী বি. (স্ত্রী.) স্ত্রী। অর্ধার্ধ বি. অর্ধেকের অর্ধেক; সিকি ভাগ। অর্ধার্ধি বিণ. ক্রি-বিণ. দুই সমান অংশে, আধা-আধি (অর্ধার্ধি ভাগ করা)। অর্ধাশন বি. আধপেটা খাওয়া (অর্ধাশনে দিন কাটানো)। অর্ধাসন বি. আসনের অর্ধেক। অর্ধেক বি. বিণ. অর্ধ -র অনুরূপ। অর্ধেন্দু আংশিকভাবে উদিত চাঁদ; চাঁদের অংশ। অর্ধেন্দু-শেখর বি. মহাদেব (মস্তকে অর্ধ চাঁদ আছে বলে)। অর্ধোচ্চারিত বিণ. অসম্পূর্ণভাবে উচ্চারিত; অস্পষ্টভাবে উচ্চারিত। অর্ধোদয় বি. পূণ্য তিথিবিশেষ; পৌষ বা মাঘ মাসের অমাবস্যায় রবিবার দিনের বেলা শ্রবণা নক্ষত্রব্যতীপাতঘটিত যোগ। অর্ধোদিত বিণ. আংশিক উদিত। 20)
অকৌশল
(p. 4) akauśala বি. 1 কৌশলের অভাব, অপটুতা; 2 (বাং. অপ্র.) অসদ্ভাব, বিরোধ, মন কষাকষি। [সং. ন+কৌশল]। 10)
অখল
(p. 6) akhala বিণ. খল বা কুটিল নয় এমন; ছলনাশূন্য, সরল; কুটিলতাহীন ('না ঠেলহ ছলে অবলা অখলে': চণ্ডী.)। [সং. ন+খল]। বিণ. (স্ত্রী) অখলা। 2)
অরুগ্ণ
(p. 61) arugṇa বিণ. শরীরে রোগ নেই এমন; সুস্হ। [সং. ন + রুগ্ণ]। 13)
অপচ্ছায়া
অন্তস্হ
(p. 34) antasha বিণ. শেষে অবস্হিত, শেষে রয়েছে এমন। [সং. অন্ত + √ স্হা + অ]। 29)
অসাধু
(p. 70) asādhu বিণ. 1 অসত্; মন্দ; প্রতারণা করে এমন (অসাধু ব্যবসায়ী); 2 ব্যাকরণদুষ্ট, অসিদ্ধ (অসাধু শব্দ)। [সং. ন + সাধু]। ̃ তা বি. অসত্ বা মন্দ কাজ বা আচরণ; প্রতারণা; ঠকানো। 52)
অনৈসর্গিক
অবশ
(p. 46) abaśa বিণ. 1 বশে নেই এমন, অবাধ্য; অনায়ত্ত; 2 বিকল, অসাড় (অবশ দেহ)। [সং. ন + বশ]। ̃ তা বি. অবাধ্যতা; অসাড়তা। 18)
অবিকৃত
(p. 48) abikṛta বিণ. বিকৃত নয় এমন; আগে যেমন ছিল সেই অবস্হায় আছে এমন; অমিশ্র, বিশুদ্ধ; পচেনি এমন; যথাযথ। [সং. ন + বিকৃত]। বি. অবিকৃতি। 11)
অঙ্গী
অধ্যয়ন
(p. 20) adhyaẏana বি 1 মনোযোগের সঙ্গে পাঠ; 2 শাস্ত্রালোচনা। [সং. অধি+√ ই+অন]। ̃ .রত বিণ. গভীর মনোযোগের সঙ্গে পাঠ করেছে এমন। ̃ .শীল বিণ. গভীর মনোযোগের সঙ্গে পাঠ করার অভ্যাস বা স্বভাববিশিষ্ট। 25)
অম্লোদ্-গার, অম্লোদগার
(p. 59) amlōd-gāra, amlōdagāra বি. টক বা চোঁয়া ঢেকুর। [সং. অম্ল + উদ্গার]। 17)
অঙ্গী-ভূত
অবিনয়
অরণি, অরণী
(p. 60) araṇi, araṇī বি. 1 যে কাঠের ঘর্ষণে আগুন জ্বলে; 2 চকমকী পাথর flint. [সং. √ ঋ + অনি]। (অতএব অরণিকাষ্ঠ শব্দের কাষ্ঠ শব্দাংশ বাহুল্য)। 29)
লু-মিনিয়ম
(p. 76) lu-miniẏama বি. খুব হালকা রুপালি মিশ্র ধাতু। [ইং. aluminium]। 33)
অপাঙ্ক্তেয়
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2577535
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2185211
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1785282
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1025951
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 901009
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 848077
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 708498
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 619862

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us